What is an article? Uses of the Article

Warning:

Learn English with Rezaul-এর content গুলো copyright দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত।

Copyright Registration Number: CRL – 30202

Introduction:

আজ আমরা Article and its uses সম্মন্ধে বিস্তারিত আলোচনা করব। Article বিষয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে এটা জেনে রাখা দরকার যে, Parts of speech-এর দৃষ্টিকোন থেকে Article হচ্ছে  Adjective-এর শ্রেণিভূক্ত।  Determiner.

What is an article?

যে word  বা শব্দ  Noun অথবা Noun phrase  (adjective + noun) -এর পূর্বে বসে   উক্ত  Noun-টির নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা নির্দেশ করে, তাকে Article   বলে।  ইংরেজিতে Article তিনটি।  তারা হচ্ছে: a,  an  এবং   the.

Article কত প্রকার?

Article দুই প্রকার:  1.

  1. Indefinite Article     
  2.  Definite Article

1. -Indefinite Article:

Indefinite শব্দের অর্থ অনির্দিষ্ট। যে Article কোন Noun অথবা Noun phrase  (adjective + noun) -এর পূর্বে বসে ঐ  Noun-কে নির্দিষ্ট করে বুঝায় না, তাকে Indefinite Article বলে।

মনে রাখতে হবে,  কোন Article ঠিক noun -এর পূর্বে ব্যবহৃত হতে পারে অথবা প্রথমে Article তারপর adjective তারপর noun-এভাবে ব্যবহৃত হতে পারে। যেমন:

It is an egg – এটি একটি ডিম। [এখানে noun-এর পূর্বে  Article ব্যবহৃত হলো]। আবার যদি বলি: It is a broken egg – এটি একটি ভাংগা ডিম। [এখানে adjective + noun-এর পূর্বে Article ব্যবহৃত হলো]।

এখানে আরও একটি লক্ষ্যনীয় বিষয় এবং তা হলো,  আমরা যখন   Indefinite Article ব্যবহার করব, তখন যে শব্দের পূর্বে Article ব্যবহার করবো, তার প্রথম অক্ষরের উপর ভিত্তি করেই Indefinite Article ব্যবহার করব। যেমন: প্রথম বাক্যে  an egg,  পরবর্তি  বাক্যে a broken egg. আরেকটি উদাহরণ লক্ষ্য করো:  It is a problem – এটি একটি সমস্যা।   It is an unusual problem – এটি একটি অস্বাভাবিক সমস্যা।   Indefinite Article দুটি। তারা হচ্ছে:  a  এবং an.

Indefinite Article-এর ব্যবহার:

1. Singular  কোন Noun (অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু)  শব্দের পূর্বে  a  অথবা  an বসে। Noun শব্দটি  Consonant    দ্বারা শুরু হলে a বসে, আর  উক্ত Noun-টি যদি  Vowel  দ্বারা শুরু হয়, তবে an বসে। 

Example:

  • He called a policeman.     
  • I saw an elephant.

একইভাবে,  a boy;  a car;   a bike;   a zoo;   a dog.  আবার  an egg;   an apple;   an idiot;  an orphan.

2. Noun শব্দটি Consonant    দ্বারা শুরু হলেও যদি শব্দটি উচ্চারণ করতে প্রথমে Vowel sound আসে, তবে সেক্ষেত্রে a না  বসে an বসে। 

Example:

  • an M.A 
  • an L.L.B 
  • an M.B.B.S
  • My brother is a B.A, but my sister is an M.A. [এখানে M অক্ষরটি উচ্চারণ করতে Vowel ‘a’  অক্ষরের ন্যায় উচ্চারণ চলে আসছে। তাই এক্ষেত্রে M Consonant  হলেও তার পূর্বে an ব্যবহৃত হচ্ছে]।

একইভাবে Noun শব্দটি Vowel    দ্বারা শুরু হলেও যদি শব্দটি উচ্চারণ করতে  ইউ (yu)  অথবা ওয়া (wa)-এর মতো হয়, তখন Noun-টির পূর্বে an  না  বসে a  বসে। 

Example:

  • Mobile phone is a useful device.   
  • He is a European. 
  • He was a one-time hero.   
  • That was a once in a life-time experience.

3. কোন ব্যক্তির পেশা (Profession), জাতীয়তা ( Nationality) ও ধর্ম  (Religion) বর্নণা করতে  a / an   ব্যবহৃত হয়। 

Example:

  • My brother is a doctor.   
  • Rahim is an engineer. 
  • He is an Indian. 
  • He is a muslim.

4. Noun শব্দের প্রথমে অনুচ্চারিত  (Silent)  ‘H’ থাকলে, সেই Noun-এর পূর্বে an বসে। 

Example:

  • an hour 
  • an heir   
  • an honest.   
  • He is an honest man.

5. কিছু শারীরিক অসুস্থতা বা অবস্থা বর্নণা করতে  a / an ব্যবহৃত হয়। 

Example:

  • Rahim has a cold. 
  • Faruk has a heart attack. 
  • He has a sore throat.
  • একইভাবে, a stroke;  a tumor;  a sore throat;  a sore back;    a sore foot;  a headache;   a toothache;  a backache etc.

2. -Definite Article:

Definite শব্দের অর্থ নির্দিষ্ট। যে Article কোন Noun অথবা Noun phrase  (adjective + noun) -এর পূর্বে বসে ঐ  Noun-কে নির্দিষ্ট করে বুঝায়, তাকে Definite Article বলে। Definite Article একটি, তা হচ্ছে: the.

Definite Article-এর ব্যবহার:

1. বাংলা  শব্দের পর টি, টা, খানা, খানি, গুলি ইত্যাদি যুক্ত থাকলে অথবা শ্রোতাকে নির্দিষ্ট Noun-এর বিষয়ে কিছু বলার জন্য Noun-টির পূর্বে the ব্যবহার করতে হয়। 

Example:

  • The student is reading a book – ছাত্রটি  বই পড়ছে। [এখানে ‘student’-এর পূর্বে  ’the‘ ব্যবহার করে বিশেষ (particular) ’student’ সম্মন্ধে বলা হচ্ছে।
  • The players are playing in the field. I want to read the book.

2. পূর্বে অনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে, এমন Noun-কে পরবর্তিতে নির্দেশ করার জন্য the ব্যবহার করতে হয়। 

Example:

  • A man had a cow.
  • One day the man took the cow to the market to sell.

3. মানুষের দল, শ্রেণি বা গোষ্ঠি (group of people) বুঝাতে Noun-এর পূর্বে the বসে। এই ক্ষেত্রে Noun-কে Plural রুপে গণ্য করা হয়। 

Example:

  • The rich-এর অর্থ সাধারণভাবে সব ধনী লোক। 
  • The poor are not always happy.
  • I think the rich should pay more taxes.
  • The elderly require special care.
  • He has given a lot of money to the poor.
  • They are collecting money for the blind.

এই নিয়মে সাধারনত: যে সকল শব্দগুলির পূর্বে the ব্যবহৃত হয়, তারা হলো:

poor,  old,  blind,  deaf,  sick,  dead,  disabled,  unemployed,  injured. এই  expression গুলি সর্বদাই plural. তাই আমরা কখনো Singular অর্থে  ‘A blind’ কিম্বা    ‘An unemployed’ বলতে পারব না। আমাদের বলতে হবে: A blind man কিম্বা An unemployed person.

4. ইতর প্রাণি ও বস্তুর জাতি (Class) বুঝাতে Noun-এর পূর্বে the বসে। 

Example:

  • The rose is a lovely flower.
  • The cow is a useful animal.

5. পৃথিবী, আকাশ, চন্দ্র, সূর্য প্রভৃতি প্রাকৃতিক একক সৃষ্টির নামের পূর্বে the বসে। 

Example:

  • the earth – The earth revolves round the sun.
  • The earth revolves round the sun. 
  • the sun – The sun rises in the East.
  • the moon – During day time we can’t see the moon with our eyes.

6. রিতু (Season)  বা মৌসুম ও বিভিন্ন দিক যেমন: East, West, North, South-এর পূর্বে the বসে। 

Example:

  • The spring   
  • The East   
  • The west   
  • The sun rises in the East and sets in the west.

7. নদী (River),  সাগর (Sea),  উপসাগর (Gulf), মহাসাগর (Ocean), দ্বীপপুঞ্জ Group of Islands), পর্বতশ্রেণি (Mountain ranges), জাহাজ (Ship) ইত্যাদির নামের পূর্বে the বসে। 

Example:

  • The Padma 
  • The Jamuna   
  • The Red  sea   
  • The Bay of Bengal
  • The Atlantic Ocean   
  • The Pacific Ocean   
  • The Andamans   
  • The Himalayas 
  • The Rocky Mountains (কিন্তু পর্বতের একটি চূড়া (Mount) অথবা part of the name of a mountain-এর পূর্বে the বসে না। যেমন: Mount Everest;  The Titanic).

8.  যে সকল দেশের নামের সাথে ‘s’ / ‘es’,  Kingdom, States, Republic থাকে, তাদের নামের পূর্বে the বসে। 

Example:

  • the United Kingdom 
  • the United States 
  • the kingdom of Bhutan
  • the Netherlands   
  • the Philippines. এতদ্বসংগে মনে রাখতে হবে যে, শুধু Great Britain ব্যতীত অন্য কোন   দেশের নাম যদি  একের অধিক শব্দে লিখা হয়, তবে তার পূর্বে the বসে।

9. সংবাদ পত্রের নামের পূর্বে the বসে। 

Example:

  • The Ittefaq  
  • The Times 
  • The Washington Post.

10. (a) বিখ্যাত স্থাপনা (Famous building/architecture), বিখ্যাত শিল্পকর্ম (Famous work of Art), ‍গুরুত্বপূর্ণ সংস্থা বা সংঘ (Important Organization),   যাদুঘর   (Museum), সৃতিসৌধ (Monument)-এর নামের পূর্বে the বসে। 

Example:

  • The Empire State Building 
  • The Taj Mahal 
  • The Mona Lisa 
  • The United Nations 
  • The Jatio Smirity Shoudho.

(b) বিখ্যাত হোটেল বা  রেস্তোরা (Famous Restaurant), পানশালা ইত্যাদির নামের  পূর্বে the বসে। 

Example:

  • The Sonargaon Hotel – The Sonargaon Hotel is one of the best hotels in our country.
  • তবে মনে রাখতে হবে যে, বিখ্যাত হোটেলটি  যদি মালিকের নামে হয়, তবে তার পূর্বে the বসে না। যেমন: Brown’s Hotel. Rafiq’s Hotel – I often stay at Rafiq’s Hotel when I go to Dhaka.

11. Superlative Degree এবং অবস্থানসূচক সংখ্যা (Ordinal numbers)-এর পূর্বে the বসে। 

Example:

  • This is the highest building in Dhaka.
  • Rahim is the tallest person in our class.
  • This is the third time I have called you today.

12. (a) দশকের (Decades) নামের পূর্বে the বসে। 

Example:

  •  He was born in the Seventies.
  • This is the painting from the 1920’s.

(b) বিশেষ কোন একটি তারিখের (Date) পূর্বে the বসে।

Example:

  • The third of November 
  • March the 21st.
  • We shall meet on the 25th of December.

13. কোন পাবলিক বা সরকারি এবং বিশ্ববিদ্যালয়ের কোন পরীক্ষার নামের পূর্বে সাধারনত: the বসে।

Example:

  • He passed the S.S.C Examintion in 2020.
  • He passed the Master of Arts examination in 2020.

14. (a) ধর্মীয় পবিত্র গ্রন্থের নামের পূর্বে the বসে। 

Example:

  • The Quran – I read the Quran everyday. 
  • The Bible – The Bible is the holy book of Christians.

(b) ক্লাসিক পর্যায়ের অতি উচ্চ মানের পুস্তক, রচনাবলী বা গ্রন্থের  নামের পূর্বে the বসে। 

Example:

  • The Illiad
  • The Ramayana   
  • The Mohabharat.

15.  কোন একটা দেশের অধিবাসীদের জাতীয়তা (Nationality) নির্দেশক শব্দের পূর্বে  the বসে। 

Example:

  • The French (=ফরাসী জাতি) are famous for their food.
  • The English think that they are superior to others.

অনুরুপভাবে, The British;   The Spanish;   The Chinese;   The Japanese.

আবার  কোন কোন দেশের অধিবাসীদের জাতীয়তা নির্দেশক শব্দ Plural. তাদের জাতীয়তা নির্দেশক শব্দের পূর্বেও the বসে। 

Example:

  • The  Bangladeshis 
  • The Indians   
  • The Americans 
  • The Russians 
  • The Arabs.

16. সম্প্রচার যন্ত্র রেডিও-এর মাধ্যমে খবর শোনা / অনুষ্ঠান শোনা অর্থে রেডিও-এর পূর্বে the বসে, কিন্তু সম্প্রচার যন্ত্র টেলিভিশনের মাধ্যমে খবর দেখা / অনুষ্ঠান দেখা অর্থে টেলিভিশনের পূর্বে the বসে না। 

Example:

  • We often listen to the radio.
  • We often watch television.
  • We heard the news on the radio.
  • We watch the news on television.

কিন্তু রেডিও এবং টেলিভিশন শব্দের মাধ্যমে রেডিও সেট বা টেলিভিশন সেট বুঝালে তাদের পূর্বে the বসে। 

Example:

  • Can you turn the television off?

17. ঐতিহাসিক সনদ (Historical document)-এর পূর্বে the বসে। 

Example:

  • The Constitution 
  • The Magna Carta.

18. কোন বিশেষ বাদ্য যন্ত্রের (Musical instrument) বিষয়ে কোন কিছু বলার সময় উক্ত বাদ্য যন্ত্রের পূর্বে the বসে। 

Example:

  • Rahim plays the piano.
  • They are learning the guitar.

19. And দ্বারা যুক্ত একই ব্যক্তির দুটি পদ (Position / post) বুঝাতে প্রথম পদের পূর্বে the বসে। 

Example:

  • The Secretary and Principal is a good man.

কিন্তু দুই জন ব্যক্তির ভিন্ন ভিন্ন দুটি পদ বুঝালে প্রত্যেক পদের পূর্বে the বসে। 

Example:

  • The Principal and the Secretary are coming towards us.

20. মরুভূমির নামের পূর্বে the বসে। 

Example:

  • the Sahara Desert 
  • the Sonora Desert

21. বিখ্যাত Bridge-এর নামের  পূর্বে the বসে। 

Example:

  • the Jamuna Bridge   
  • the London Bridge.

কোথায় the ব্যবহৃত হয় না:

1. সাধারনভাবে Plural countable noun সম্পর্কে কিছু বলার জন্য উক্ত noun-টির পূর্বে the বসে না। 

Example:

  • Everybody likes birds.
  • Dogs are obedient.

2. সাধারনত: কোন Uncountable noun-এর পূর্বে কোন article ব্যবহৃত হয় না। 

Example:

  • I love music.

3. ভাষার (Language) নামের পূর্বে the বসে না। 

Example:

  • Bangla is spoken in Liberia.
  • We use English as a second language.

4. কোন প্রতিষ্ঠান যেমন স্কুল, কলেজ, হসপিটাল, জেলখানা, মার্কেট ইত্যাদির পূর্বে the বসে না। 

Example:

  • They walk to school everyday.

5. সাধারণ অর্থে সংসদ বা Parliament-এর পূর্বে the বসে না।

Example:

  • The matter was discussed in Parliament
  • Rahim was elected a member of parliament
  • Our President is going to address parliament next week.  

কিন্তু কোন Parliament-কে নির্দিষ্ট করে ‍বুঝানোর জন্য বা বুঝানোর প্রয়োজন হলে  Parliament-এর পূর্বে the ব্যবহার করা যায়। 

Example:

  • Four members of the parliament were removed from office.   
  • The British Parliament is divided into two sections, the House of Commons and the House of Lords.

6. নির্দিষ্ট সময়ের খাবার / আহার (meal)-এর নামের পূর্বে the বসে না। অর্থাৎ সকালের খাবারের নাম breakfast  দুপুরের খাবারের নাম lunch ও রাত্রির খাবারের নাম dinner. এই সকল খাবারের নামের পূর্বে the বসে না। 

Example:

  • I like to eat breakfast early. Lunch is my favourite meal.
  • We had dinner in a restaurant.

7. মানুষের নাম ও মানুষের নামের সাথে ব্যবহৃত Title-এর পূর্বে the বসে না। 

Example:

  • Rahim is coming soon.
  • President Kennedy was assassinated in Dallas.

8. পড়াশুনার বিষয়ের (Subject of study) নামের পূর্বে the বসে না। 

Example:

  • English is a good subject to study.

9. সাল বা বছর (Year) উল্লেখ করতে সাল বা বছরের পূর্বে the বসে না। 

Example:

  • 2018 was a wonderful year for me.
  • He was born in 1995.

10. মহাদেশের নামের পূর্বে the বসে না। 

Example:

  • Africa (The Africa নয়); একইভাবে Asia, Europe, Australia, South America.

11. দেশ ও প্রদেশের নামের পূর্বে the বসে না। 

Example:

Bangladesh;  India; England West Bengal.

কিন্তু যে সকল দেশের নাম একের অধিক শব্দ দ্বারা গঠিত অথবা যে সকল দেশের নামের সাথে Republic, Union, Kingdom, States জাতীয় শব্দ যুক্ত থাকে, সে সকল দেশের নামের পূর্বে the বসে। 

Example:

  • The United States 
  • The United Kingdom.

এছাড়াও যেসব দেশের নাম বহু বাচনিক, সে সব দেশের নামের পূর্বে the বসে। 

Example:

  • The Netherlands 
  • The Philippines.  

This is all about articles and its uses.  And thanks for staying and learning with me.

Rezaul Karim

English learner, content writer and tech enthusiast.

 

Rezaul Karim

Hi, my name is Rezaul Karim. I am an English teacher and founder of LearnEnglishWithRezaul.com. I work with non-native English learners to help them understand English grammar from basic to intermediate. I also help them improve their conversation skills, and communication ability and reduce their accent. I hope you may like my posts on this website, and if you really really feel that this page/website is useful for English learners, please happily share it for others to know.

This Post Has One Comment

  1. Imtiaz

    The discussion is praiseworthy.

Leave a Reply