You are currently viewing Five Uses of the Word ’Get’

Five Uses of the Word ’Get’

আজ আমরা  ‘get’ পাঁটটি ব্যবহার সম্মন্ধে জানব। ইংরেজি বলা বা লিখার জন্য Grammar এর সাথে সাথে ইংরেজি শব্দের সঠিক Meaning ও তার  use জানা দরকার। কারণ কোন Sentence Grammar-এর দিক থেকে বা গঠন প্রনালীর দিক থেকে সঠিক হলেও  সঠিক শব্দ ব্যবহার না করার জন্য তা গ্রহণযোগ্য বাক্য হয় না। আজ আমরা শিখব আমাদের অতি পরিচিত একটি ইংরেজি শব্দের Meaning ও বাক্যে তার ব্যবহার। শব্দটি হচ্ছে  Get’ and when you will learn all about the five English ‘get’ expressions, you English will be better than before. Now let’s dive into the topic.

Get বলতে কি বুঝি:

সাধারণত: আমরা সবাই  Getবল্লে বুঝি ’পাওয়া’

Example:

  • I got my SSC result last week=গত সপ্তাহে আমি আমার  SSC result পেয়েছি।
  • They got permission to live in the USA=তারা যুক্তরাষ্ট্রে বসবাসের অনুমতি পেয়েছে।

Get মানে ’পাওয়া’ ছাড়াও  আরও অনেক ধরনের Meaning আছে। এর মধ্য হতে আজ আমরা পাঁচটি ব্যবহার শিখব।

-1. Get – হওয়া; এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হওয়া:

Example:

  • I am getting old= আমি বুড়ো হয়ে যাচ্ছি।
  • They were getting hungry=  তারা ক্ষুধার্ত হচ্ছিল।
  • It gets dark very early in the winter= শীতকালে খুব তাড়াতাড়ি অন্ধকার হয়।

-2. Get=পৌছা বা এসে উপস্থিত হওয়া বা আসা:

Example:

  • When did you get back from school=  তুমি কখন স্কুল থেকে ফিরে এসেছো?
  • What time will we get there?= আমরা কোন সময় বা কখন সেখানে যাব?
  • We got to Dhaka around 6 p.m=  আমরা সন্ধ্যা ছয় টার দিকে ঢাকা পৌঁছেছি।

-3. Get going= to start moving; start doing something; hurry up; তাড়াতাড়ি করা:

যখন কোন কাজ করতে দেরী হয়ে  যাচ্ছে বা যখন কোন কাজ করতে কেউ দেরী করছে, এমন অবস্থায়  get going  ব্যবহার করতে পার।

মনে কর তুমি তোমার এক বন্ধুর সংগে কিছু কেনা কাটার জন্য বাজারে যাবে। কিন্তু বন্ধুটি বাজারে যাবার জন্য রেডি হতে দেরী করছে, বা সে যা কিছু করছে ধীরে ধীরে করছে। বন্ধুটির কোন তাড়া আছে বলে মনে হচ্ছে না। এই অবস্থায় তুমি তাকে বলতে পার:

  • Hey, we are going to be late. Let’s get going. – হে, আমাদের দেরী হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কর।
  • Let’s get going, hurry up.

-4. Get ready=কোন কাজের জন্য প্রস্তুত হওয়া বা ready হওয়া:

তুমি যদি ছাত্র হও, তবে তোমার পিতা বা মাতা তোমাকে বলতে পারে Study hard and get ready for your examination= কঠোর অধ্যয়ন কর এবং তোমার পরীক্ষার জন্য প্রস্তুত হও।

এভাবে কোন কাজের জন্য তৈরী বা প্রস্তুত হওয়ার ক্ষেত্রে get ready ব্যবহার করতে পার।

আবার মনে করো তোমার বাড়ীতে তোমার এক বন্ধু  Lunch  বা  Dinner  জন্য আসবে। বাড়ীতে কোন Guest আসতে চাইলে আমরা সাধারনত: বাড়ীঘর একটু পরিস্কার পরিচ্ছন্ন করি ও  জিনিষপত্র সাজাই। অর্থাৎ আমার বন্ধুর আসার জন্য প্রস্তুত হই ও বাসার সব জিনিষপত্র সঠিক স্থানে রাখি। এমন অবস্থায় আমরা বলতে পারি:

  • I need to get ready for my friend’s coming to my house.

-5.  Get up – উঠা:

এই উঠা আবার দুই ধরনের উঠা। এক, বিছানা থেকে উঠা বা ঘুম থেকে উঠা। এই get up-কে আমরা আমাদের প্রাত্যাহিক জীবনে ব্যবহার করে থাকি। যদি পরিবারের কোন সদস্য বা যে কেউ অতিরিক্ত সময় ধরে ঘুমায় এবং তাকে যদি ঘুম বা বিছানা থেকে উঠতে বলো, তখন Get up ব্যবহার করি।

Example:

  • Get up, you are going to be late for school. উঠো, তোমার স্কুলের জন্য দেরী হয়ে যাচ্ছে।
  • It just means wake up, get out of bed.

Get up-এর দ্বিতীয় ব্যবহার হচ্ছে ‘বসা থেকে উঠা’। উদাহরন হিসাবে বলা যায়: কোন শিক্ষক ক্লাস নেয়ার সময় কোন ছাত্রকে কোন প্রশ্নের উত্তর দেয়ার জন্য বলতে পারে:

অথবা কোন গানের অনুষ্ঠানে কোন গায়ক যখন গান গায়, তখন দেখা যায় গায়ক বা Singer শ্রোতাদের উদ্দেশ্যে বলে আপনারাও আমার সংগে গান করেন। সে বলে: Get up everybody and sing with me. -সবাই উঠে আমার সংগে গান করো। তখন দেখা যায় অনেক শ্রোতা তার বসা অবস্থা থেকে উঠে পড়ে ও গায়কের সাথে গান গাইতে থাকে।

Rezaul Karim

Hi, my name is Rezaul Karim. I am an English teacher and founder of LearnEnglishWithRezaul.com. I work with non-native English learners to help them understand English grammar from basic to intermediate. I also help them improve their conversation skills, and communication ability and reduce their accent. I hope you may like my posts on this website, and if you really really feel that this page/website is useful for English learners, please happily share it for others to know.

This Post Has 2 Comments

  1. Free grant money

    You have noted very interesting details ! ps decent website.
    Milka Westley Helve

Leave a Reply