Warning:
Learn English with Rezaul-এর content গুলো copyright দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত।
Copyright Registration Number: CRL – 30202
Introduction:
Gerund কাকে বলে? বাক্যে gerund-কে কতভাবে ব্যবহার যায় এবং একটি gerund-কে কিভাবে চিনা যায়, সে বিষয়ে বিস্তারিত জানবো।
What is a Gerund?
Sentence-এর মধ্যকার যে verb শব্দের শেষে -ing থাকে এবং যা sentence-এর বিভিন্ন স্থানে ব্যবহৃত হয়ে ব্যকারণগতভাবে noun-এর ন্যায় কাজ করে, তাকেই gerund বলে।
How to Identify a Gerund?
Gerund-কে চেনার জন্য noun কিি এবং একটি noun বাক্যের কোথায় কোথায় ব্যবহৃত হতে পারে, সে বিষয়ে বিস্তারিত জানা থাকতে হবে।
এতদ্বসংগে এটিও মনে রাখতে হবে যে, gerund-কে সকল প্রকারের noun-কে বুঝানোর জন্য ব্যবহৃত হয় না। যে সকল noun কাজের নাম (Noun of an act or work)-কে বুঝায়, শুধুমাত্র সে সকল noun-কেই gerund হিসাবে ব্যবহার করা যায়। এই কারণে Noun of an act বা noun of work বলতে কি ধরনের noun-কে বুঝায়, তা বুঝা প্রয়োজন।
এছাড়া একটি কৌশল (trick) প্রয়োগ করে বাক্যের gerund-কে চেনা যায়। যেহেতু একটি gerund শব্দ প্রধানত: verb এবং preposition-এর জন্য ব্যবহৃত হয়, সেহেতু
- Verb-কে ’what’ শব্দ দ্বারা প্রশ্ন করলে যদি যৌতিক ও সন্তোষজনকভাবেে উত্তরটি ’ing‘ verb হয়, তবে তা নিশ্চিতভাবে gerund হবে।
- Preposition শব্দের পর ’-ing‘ verb থাকলে, তা অবশ্যই gerund হবে।
Example:
- Walking is good for health.- হাঁটা সাস্থ্যের পক্ষে ভাল। [’Walking’ is a noun of act. Verb-এর subject হিসাবে ব্যবহৃত হয়েছে]
- Reading is a good habit.- পড়াশুনা করা একটি ভাল অভ্যাস। [’reading’ is a noun of act. Verb-এর subject হিসাবে ব্যবহৃত হয়েছে]
- She likes dancing.- সে নাচা পছন্দ করে। [’dancing’ is a noun of act. Verb-এর object হিসাবে ব্যবহৃত হয়েছে]
- I have a strong love for reading. – আমি পড়ার জন্য একটি শক্তিশালী ভালবাসা আছে। [’reading’ preposition ’for’-এর পর ব্যবহৃত হয়েছে।]
বাক্যে gerund-এর ব্যবহার:
Sentence-এ প্রধানত: আটটি স্থানে বা ক্ষেত্রে gerund-কে ব্যবহার করা যায়। স্থানগুলো হলো:
- Sentence-এ verb-এর Subject হিসাবে
- Sentence-এ transitive verb-এর object হিসাবে
- Preposition-এর পর
- কোন বস্তুবাচক noun-এর আগে বসে compound noun গঠন করতে
- Be verb-এর পরে complement হিসাবে
- Possessive adjective-এর পরে বা possessive case-এর পর
- Phrasal verb-এর পরে
- কিছু কিছু মত প্রকাশের পরে (The gerund after some expressions)
- বিনোদনমূলক কোন কাজের নাম বা শখের নাম প্রকাশ করতে ‘go’ verb-এর পরে
1. – Sentence-এ verb-এর Subject হিসাবে:
ঠিক কোন noun-এর ন্যায় কোন Sentence-এর কোন একটি verb-এর Subject হিসাবে gerund ব্যবহৃত হয়।
Example:
- Swimming is the best exercise. – সাঁতার কাটা সবচেয়ে ভালো ব্যায়াম।
- Jogging is his favorite sport. – জগিং তার প্রিয় খেলা।
- Smoking causes many diseases. – ধূমপান করা অনেক রোগের কারণ।
- Writing is an exchange of thought. – লেখালেখি করা হলো চিন্তার বিনিময়।
- Travelling gives us pleasure. – ভ্রমণ করা আমাদের আনন্দ দেয়।
2. – Sentence-এ transitive verb-এর object হিসাবে:
কোন noun যেভাবে কোন transitive verb-এর object হিসাবে ব্যবহৃত হয়, ঠিক তেমনভাবে কোন gerund transitive verb-এর object হিসাবে ব্যবহৃত হয়।
Example:
- The students started writing. – ছাত্ররা লিখা শুরু করে।
- I love reading and writing. – আমি পড়া এবং লিখা ভালবাসি।
- Flora enjoys singing. – ফ্লোরা গান গাওয়া উপভোগ করে।
- She loves cooking. – সে রান্না করা ভালোবাসে।
- I enjoy running daily. – আমি প্রতিদিন দৌড়ানো উপভোগ করি।
যে সকল verb-এর পর gerund ব্যবহৃত হয়, সেগুলি হলো:
admit, appreciate, avoid, begin, consider, contemplate, continue, complete, deny, delay, dislike, enjoy, finish, forgive, hate, imagine, intend, like love, mention, mind, postpone, prefer, quit, recall, recommend, regret, resist, risk, stop, suggest, tolerate, try, understand প্রভৃতি।
Some example sentences:
- He enjoys playing cricket. – সে ক্রিকেট খেলা উপভোগ করে।
- Have you finished writing? – তুমি কি লেখা শেষ করেছো?
- He couldn’t help laughing. – আমি না হেসে থাকতে পারিনি।
- Would you mind opening the window? – জানালাটা খুলতে বললে কি তুমি কিছু মনে করবে?
- You should practice speaking English whenever you can. – তুমি যখনই পারো ইংরেজি বলার অভ্যাস করো।
- He couldn’t avoid telling the truth. – সে সত্য বলা থেকে বিরত থাকতে পারেনি।
- Please stop talking. – অনুগ্রহকরে কথাবলা বন্ধ করুন।
- I remember going to the party. – পার্টিতে যাওয়ার কথা মনে আছে।
- I appreciate your helping in time. – আমি সময়মত আপনার সাহায্যের প্রশংসা করি।
- My teacher suggested writing a story about my life. – আমার শিক্ষক আমার জীবন নিয়ে একটি গল্প লেখার পরামর্শ দিয়েছেন।
3. – Preposition-এর পর:
যে কোন preposition-এর পর কোন verb শব্দ ব্যবহৃত হলে তা gerund হিসাবে ব্যবহৃত হয়।
Example:
- On entering the house, he took off his shirt. – বাসাতে ঢুকেই সে তার জামা খুলে ফেলল।
- On seeing the cat, the dog ran after it. – বিড়ালটিকে দেখে কুকুরটি তার পিছনে দৌড়ে গেল।
- After walking for two hours, he felt tired. – দুই ঘণ্টা হাঁটার পর তিনি ক্লান্ত বোধ করলেন।
- He looked in the mirror before going downstairs. -নীচ তলায় যাওয়ার আগে সে আয়নায় তাকালো।
- He is fond of singing. – সে গান গাওয়ার অনুরাগী।
- My love for reading and writing was from schooldays. – লেখাপড়ার প্রতি আমার ভালোবাসা ছিল স্কুল থেকে।
- By reading, you can change your life. – পড়ার মাধ্যমে, তুমি আপনার জীবন পরিবর্তন করতে পারো।
- He is good at painting. – সে অঙ্কনে পারদর্শী।
- I often think of going to India. – আমি প্রায়ই ভারতে যাওয়ার কথা ভাবি।
4. – কোন বস্তুবাচক noun-এর আগে বসে compound noun গঠন করতে:
Gerund কোন বস্তুবাচক noun-এর আগে বসে compound noun গঠন করতে পারে। এসকল gerund-কে দেখতে adjective-এর মতো মনে হয়, কিন্তু আসলে এ gerund গুলো compound noun গঠন করার জন্য gerund-এর পরে ব্যবহৃত হওয়া noun-কে সহায়তা করে। এসকল noun কোন কাজে ব্যবহৃত হয়, তা বুঝায় (For describing the use or purpose of the noun).
Example:
- I want a walking stick. [a stick for walking.]
- He will buy a washing machine. [a machine for washing.]
- Every student has his own reading room. [a room for reading.]
- They bought some running shoes. [shoes for running.]
- Will you give me a swimming suit? [a suit for swimming.]
5. – Be verb-এর পরে complement হিসাবে:
Be verb যেমন, am, is, are, was, were, been, being -এর পরে complement হিসাবে gerund ব্যবহৃত হয়।
Example:
- A student’s main duty is attending the class. – একজন ছাত্রের প্রধান দায়িত্ব হল ক্লাসে উপস্থিত থাকা।
- Learning English is understanding the grammatical rules. – ইংরেজি শেখা হচ্ছে ব্যাকরণগত নিয়মগুলি বোঝা।
- His big fear is passing the examination. – তার বড় ভয় হচ্ছে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া।
- My goal for this year is finding a good job. – এই বছরের জন্য আমার লক্ষ্য একটি ভাল চাকরি খোঁজা।
- My hobby is cooking. – আমার শখ রান্না করা।
6. – Possessive adjective-এর পরে বা possessive case-এর পর :
Possessive adjective-এর পরে এবং possessive case-এর পর gerund ব্যবহৃত হয়।
Example:
- I don’t like your coming here. – তোমার এখানে আসা আমার পছন্দ নয়।
- Rafiq’s swimming is excellent, but his diving is not good. -রফিকের সাঁতার কাটা চমৎকার, কিন্তু তার ডাইভিং করা ভালো নয়।
- I heard the news of his passing the examination. – তার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার খবর শুনলাম।
- They heard his crying for help. – তারা তার সাহায্যের জন্য কান্নাকাটি শুনেছে।
- I saw his crossing the road. – আমি তাকে রাস্তা পার হতে দেখলাম।
- I am glad about your father’s coming here. – তোমার বাবার এখানে আসায় আমি আনন্দিত।
7. – Phrasal verb-এর পরে:
Phrasal verb অর্থাৎverb ও preposition মিলে নতুন meaning-এর একটি শব্দগুচ্ছ হয়। যেমন, keep on বা go on-এর অর্থ continue. এই Phrasal verb -এর পরে gerund ব্যবহৃত হয়।
Example:
- Why do you keep on/go on smiling? – তুমি কেন হাসতে থাকো?
- You should give up smoking. – আপনার ধূমপান ত্যাগ করা উচিত।
- His son always kept on asking for the money. -তার ছেলে সবসময় টাকা চাইতে থাকে।
- They are planning on going to India. – তারা ভারতে যাওয়ার পরিকল্পনা করছে।
8. – কিছু কিছু মত প্রকাশের পরে (The gerund after some expressions)
কিছু expressions যেমন, can’t help, can’t stand, to be worth এবং it’s no use-এর পর gerund ব্যবহৃত হয়।
Example:
- He couldn’t help falling in love with her. – সে তার প্রেমে না পরে পারেনি।
- I can’t stand being stuck in traffic jams. – ট্রাফিক জ্যামে আটকে থাকতে পারছি না।
- It’s no use calling for help. – সাহায্যের জন্য ডাকাডাকি করে লাভ নেই।
- It might be worth doing that job. – সেই কাজটি করার জন্য ইহা উপযুক্ত হতে পারে।
9. – বিনোদনমূলক কোন কাজের নাম বা শখের নাম প্রকাশ করতে ‘go’ verb-এর পরে:
‘Go’ শব্দের পর কিছু ধরনের বিনোদনমূলক কাজের নাম (activity) বা শখের (hobby) কোন কাজের নাম প্রকাশ করতে সকল সময়ই gerund ব্যবহৃত হয়। এই ‘go+gerund’ এক্ষেত্রে idiom হিসাবে ব্যবহৃত হয়। ‘Go’ শব্দটিকে gerund থেকে পৃথক করা যাবে না, gerund থেকে go শব্দকে পৃথক করা যাবে না।
Example:
- Let’s go shopping. – চল কেনাকাটা করতে যাই.
- We like to go walking a lot. – আমরা হেঁটে যেতে অনেক পছন্দ করি।
- I went swimming this morning. – আমি আজ সকালে সাঁতার কাটলাম।
- Do you want to come dancing with us? – তুমি কি আমাদের সাথে নাচতে আসতে চাও?
- How often do you go fishing? – তুমি কতবার মাছ ধরতে যাও?
10. – এছাড়া কোন কাজ করা থেকে বিরত থাকার জন্য No + gerund ব্যবহৃত হয়। The gerund is used in short prohibitions.
Example:
- No parking. – পার্কিং নিষেধ।
- No hooting. – হর্ণ বাজানো নিষেধ।
- No smoking. – ধূমপান নিষেধ।
- No talking. – কথা বলা নিষেধ।
- No whining. – উচ্চ শব্দ করা নিষেধ।
- No complaining. – কোন অভিযোগ নয়।
- No criticizing. – কোন সমালোচনা নয়।
Gerund phase:
Gerund phrase-ও sentence-এ gerund-এর ন্যায় কাজ করে। অর্থাৎ gerund phrase কোন sentence-এর subject, verb-এর object, Preposition-এর object, be verb-এর পর, possessive pronoun-এর পর, phrasal verb-এর পর ব্যবহৃত হয়।
Example:
- Swimming in the river is the best exercise. (gerund phrase used as a subject)
- The students started writing an essay. (gerund phrase used as an object)
- He is fond of singing songs. (gerund phrase used as the object of the preposition)
- Why do you keep on/go on smiling all the time? (gerund phrase used after phrasal verb).
Conclusion:
তাহলে gerund বিষয়ে যা জানলাম, তা হচ্ছে:
- Gerund কাকে বলে বা gerund বলতে কি বুঝি।
- -ing-যুক্ত verb কোন sentence-এর subject হলে, তা gerund.
- Transitive verb-এর পর ing-যুক্ত verb থাকলে, তা gerund.
- Preposition-এর পর ing-যুক্ত verb থাকলে, তা gerund.
- ing-যুক্ত verb দ্বারা compound noun গঠিত হলে, তা gerund.
- Possessive adjective-এর পরে বা possessive case-এর পর ing-যুক্ত verb থাকলে, তা gerund.
- Phrasal verb-এর পর ing-যুক্ত verb থাকলে, তা gerund.
- can’t help, can’t stand, to be worth এবং it’s no use-এর পর ing-যুক্ত verb থাকলে, তা gerund.
- No-এর পর ing-যুক্ত verb থাকলে, তা gerund.