Introduction:
Infinitive verb কাকে বলে, কখন এবং কিভাবে infinitive verb বাক্যে ব্যবহৃতহয় ইত্যাদি infinitive verb সংশ্লিষ্ট সকল বিষয়াদি বিস্তারিতভাবে জানার চেষ্টা করবো।
What is an Infinitive Verb?
Sentence-এর যে ‘to-verb’ অথবা ’to ছাড়া verb’-এর নিজস্ব কর্তা থাকে না, যে verb বাক্যের subject-এর number ও person-এর পরিবর্তনের সাথে সাথে নিজের রুপ পরিবর্তন করে না এবং যে verb-এর রুপকে পরিবর্তন করে sentence-টিকে বিভিন্ন tense-এ পরিবর্তন করা যায় না, তাকেই infinitive বা present infinitive বলে। এতদ্বসংগে এ বিষয়টি জেনে রাখা দরকার যে, verb-এর পূর্বে ব্যবহৃত ‘to’ infinitive-এর একটি অংশ। এক্ষেত্রে এই ‘to’ শব্দটি preposition হিসাবে কাজ করছে না।
Remember: Present infinitive ছাড়াও আরও চার প্রকারের infinitive আছে। তারা হলো:
- The perfect infinitive
- The perfect continuous infinitive
- The continuous infinitive
- The passive infinitive
তবে, এই lesson-এ present infinitive বা সাধারনভাবে যাকে infinitive বলা হয়, সেই to infinitive বিষয়ে বিস্তারিত জানবো।
তাহলে infinitive-এর বিষয়ে যা বুঝা গেলো, তা হচ্ছে, বাক্যের কোন verb শব্দ তখনই infinitive হবে, যখন নিম্নোক্ত তিনটি শর্ত পূরণ করবে।
- Infinitive-এর পূর্বে সাধরনত: ‘to’ শব্দটি দৃশ্যমান থাকে। তবে কিছু কিছু verb-এর পূর্বে ‘to’ শব্দটি উহ্য থাকে।
- Infinitive-এর নিজস্ব কর্তা থাকবে না।
- Infinitive কখনো number ও person-এর পরিবর্তনের সাথে সাথে তার নিজের রুপ পরিবর্তন করবে না।
- Infinitive-এর রুপকে পরিবর্তন করে sentence-টিকে বিভিন্ন tense-এ পরিবর্তন করা যাবে না।
Example:
- I want to play cricket.[এই sentence-এ ’to play’ হচ্ছে একটি infinitive, কারন ’to play’-এর নিজের কর্তা নাই, ’to play’-কে present, past বা future tense-এ পরিবর্তন করা যায় না]।
- He wants to play cricket.[এই sentence-এর subject third person singular number হওয়ার কারনে মূল verb-এর সাথে ‘s’ যুক্ত হয়েছে, কিন্তু ’to play’-এর নিজের কর্তা নাই জন্য sentence-এর subject পরিবর্তনের সাথে infinitive-এর কোন সম্পর্ক নাই]।
- He wanted to play cricket.[এই sentence-এর tense পরিবর্তন হওয়ার কারনে main verb-এর সাথে ‘ed’ যুক্ত হয়েছে, কিন্তু ’to play’ যেহেতু infinitive, তাই tense পরিবর্তনের সাথে এর কোন সম্পর্ক নাই।
Sentence-এ একইভাবে ’to’ ছাড়া অর্থাৎ ’to’-কে উহ্য রেখে infinitive ব্যবহৃত হয়।
Example:
- I see him go there. – আমি তাকে সেখানে যেতে দেখি।
- He sees him go there. – সে তাকে সেখানে যেতে দেখে।
- He saw him go there. – সে তাকে সেখানে যেতে দেখলো।
Bare infinitive বা কোন কোন verb-এর পর ‘to’ উহ্য থাকে:
কয়েকটি verb রয়েছে যারা বাক্যে প্রথম verb হিসাবে ব্যবহৃত হলে তাদের পর যদি দ্বিতীয় verb হিসাবে infinitive verb ব্যবহৃত হয়, তখন উক্ত infinitive verb-এর চিহ্ন ‘to’ উহ্য থাকে। Infinitive verb-এর চিহ্ন ‘to’ উহ্য থাকা verb গুলিকেই bare infinitive verb বলে। infinitive verb-এর চিহ্ন ‘to’ উহ্য থাকে তাদেরকেই bare infinitive বলে।
যে verb গুলির পর bare infinitive verb ব্যবহৃত হয়:
1. Active voice-এ Please, see, let, make, know, feel, hear, dare, bid, need, watch, notice, bade প্রভৃতি verb-এর পর infinitive-এর চিহ্ন ‘to’ উহ্য থাকে। কিন্তু passive voice-এ ‘let’ ব্যতীত এগুলোর পর ‘to’ উহ্য থাকে না।
Example:
- He made me walk in the sun. – সে আমাকে রোদে হাঁটতে বাধ্য করলো।
- Did you hear him sing a song? – তুমি কি তাকে একটি গান গাইতে শুনেছো?
- He will let me learn English. – সে আমাকে ইংরেজি শিখতে দেবে।
- They saw him go to school. – তারা তাকে স্কুলে যেতে দেখেছে।
- I dared not say this to my face. – আমি আমার মুখে এই কথা বলার সাহস পাইনি।
- The teacher bade me bring the book. – শিক্ষক আমাকে বইটি আনতে বললেন।
- They need not come here. – তাদের এখানে আসার দরকার নেই।
- He was seen to come. – তাকে আসতে দেখা গেছে।
- I was made to sit down. – আমাকে বসানোর জন্য বাধ্য করা হয়েছিল।
- He was heard to say so. – তাকে এমনটি বলতে শোনা গেছে।
- They were let go there. – তাদের সেখানে যেতে দেওয়া হয়েছিলো।
Remember: Negative sentence-এ need ও dare-এর পর ‘to’ উহ্য থাকে এবং present tense-এ third person singular number-এ need ও dare-এর সাথে ‘s’ / ‘es’ যুক্ত হয় না।
কিন্তু Affirmative sentence-এ need ও dare-এর পর ‘to’ বসে এবং present tense-এ third person singular number-এ need ও dare-এর সাথে ‘s’ / ‘es’ যুক্ত হয়। যেমন- He dares to tell a lie. He needs to come.
2. Anomalous finite যেমন- shall/should, will/would, can/could, may/might, must, had better, had rather, would rather প্রভৃতির পর infinitive-এর চিহ্ন ‘to’ উহ্য থাকে।
Example:
- He can write English correctly. – সে সঠিকভাবে ইংরেজি লিখতে পারে।
- You must go now. – তোমাকে এখনই যেতে হবে।
- He might help you. – সে তোমাকে সাহায্য করতে পারে।
- You may leave now. – তুমি এখনই চলে যেতে পারো।
- You will find a book in that box. – তুমি সেই বাক্সে একটি বই দেখতে পাবে।
- He had better come here earlier. – তার আগে এখানে আসা ভালো ছিল।
- You had rather/would rather wait for me. – তুমি বরং আমার জন্য অপেক্ষা করো।
- I should give him some money. – আমার তাকে কিছু টাকা দেওয়া উচিত।
- I might stay another day with you. – আমি হয়তো তোমার সাথে আরেকদিন থাকব।
বাক্যে to-infinitive-এর কাজ ও ব্যবহার:
- কোন sentence-এর subject হিসাবে
- Transitive verb-এর পর
- কোন কাজের উদ্দেশ্য বা অভিপ্রায় বুঝানোর জন্য
- কোন কিছু করতে, হতে, যেতে, আসতে, খেতে প্রভৃতি বুঝাতে
- Be verb + adjective পর
- কোন মন্তব্য করার ক্ষেত্রে
- too + adjective + infinitive
- adjective + enough + infinitive
1. –কোন sentence-এর subject হিসাবে:
To-infinitive কোন sentence-এর subject হিসাবে ব্যবহৃত হয়।
Example:
- To walk is a good exercise. – হাঁটা একটি ভাল ব্যায়াম।
- To pass the examination is not that easy. – পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এত সহজ নয়।
- To swim in that river may be difficult for you. – সেই নদীতে সাঁতার কাটা তোমার জন্য কঠিন হতে পারে।
2. –Transitive verb-এর পর:
Transitive verb-এর পর to-infinitive ব্যবহৃত হয়।
Example:
- I like to play cricket. – আমি ক্রিকেট খেলতে পছন্দ করি।
- He didn’t mean to harm you. – সে তোমার ক্ষতি করতে চায়নি।
- They wanted to go to school. – তারা স্কুলে যেতে চেয়েছিল।
3. –কোন কাজের উদ্দেশ্য বা অভিপ্রায় বুঝানোর জন্য:
কোন কাজের কি উদ্দেশ্য (purpose) বা অভিপ্রায় (intention), তা বুঝানোর জন্য to-infinitive ব্যবহৃত হয়। এক্ষেত্রে to-এর অর্থ ‘জন্য’ বা ’কারনে’ (in order to) বুঝায়।
Example:
- He is studying hard to pass the examination. – সে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য কঠোর পড়াশোনা করছে।
- He came to collect his book. – সে এসেছিল তার বই সংগ্রহ করতে।
- The students need a field to play cricket. – ছাত্রদের ক্রিকেট খেলার জন্য একটি মাঠ দরকার।
4. –কোন কিছু করতে, হতে, যেতে, আসতে, খেতে প্রভৃতি বুঝাতে:
কোন কিছু করতে, হতে, যেতে, আসতে, খেতে প্রভৃতি বুঝাতে to-infinitive ব্যবহৃত হয়। অর্থাৎ ’-তে’ বুঝানোর জন্য to-infinitive ব্যবহৃত হয়। এক্ষেত্রে subject + verb + noun + to-infinitive গঠন প্রনালী ব্যবহৃত হয়।
Example:
- I want a book to read. – আমি একটি বই পড়তে চাই।
- I went there to meet him. – আমি তার সাথে দেখা করতে সেখানে গিয়েছিলাম।
- I would like a cup of coffee to drink. – আমি এক কাপ কফি পান করতে চাই।
5. -Be verb + adjective পর:
It + be + adjective + to-infinitive (for someone) + (rest of sentence)
Example:
- It is good to talk to you. – তোমার সাথে কথা বলা ভাল।
- It is hard for him to live alone in this house. – এই বাড়িতে একা থাকা তার পক্ষে কঠিন।
- It is not difficult to learn English. – ইংরেজি শেখা কঠিন কিছু নয়।
6. –কোন মন্তব্য বা করার ক্ষেত্রে:
কোন ব্যক্তি বা বস্তুর (noun) বিষয়ে কোন মন্তব্য (comment) বা করার ক্ষেত্রে subject + to be + noun phrase + to-infinitive-এই গঠন প্রনালীতে to-infinitive ব্যবহৃত হয়।
Example:
- This was the right thing to do. – এটা ছিল সঠিক কাজ।
- It was a stupid place to visit. বেড়ানোর জন্য এটি একটি বাজে জায়গা ছিল।
- Rahim is the best person to talk to. – কথা বলার জন্য রহিম সেরা মানুষ।
7. –too + adjective + infinitive:
Too-এর পর adjective ব্যবহার করার পর যদি to-infinitive ব্যবহৃত হয়, তবে infinitive-এ বলা কাজটি করা সম্ভব নয় বুঝায়।
Example:
- The patient is too weak to walk. [রোগী এতো দূর্বল যে হাঁটতে পারে না]।
- The water was too salty to drink. [পানি এতো লবনাক্ত ছিল যে পান করা যাচ্ছিল না]।
- The load is too heavy to carry. [বোঝা এতো ভারী যে বহন করা যায় না]।
- It is too hot to work here. [এখানে এতো গরম যে কাজ করা যায় না]।
8. –adjective + enough + infinitive:
adjective-এর পর enough ব্যবহার করে adjective-এ বলা অবস্থা পর্যাপ্ত বুঝানো হয়। তারপর to-infinitive ব্যবহার করে কাজটি করা সম্ভব বুঝানো হয়।
Example:
- Rahim is strong enough to do the work. [রহিম কাজটি করার জন্য যথেষ্ট শক্তিশালী]।
- He is kind enough to help me.[সে আমাকে সাহায্য করার মতো যথেষ্ট দয়ালু]।
- Rahim is old enough to go to school. [স্কুলে যাবার জন্য রহিমের যথেষ্ট বয়স হয়েছে]।
- The moon is bright enough to read a book. [পুস্তক পড়ার জন্য চাঁদের যথেষ্ট আলো আছে]।