Past Perfect Continuous Tense কাকে বলে?
অতীতে কোন কাজ শুরু হয়েছিল, অতীতে কাজটি অব্যাহত ছিল এবং অতীতের একটা নির্দিষ্ট সময়ে তা শেষ হয়েছিল বুঝাতে যে tense ব্যবহার করা হয়, তাকেই Past Perfect Continuous Tense বলে। (A verb tense that tells about an action that started in the past, continued in the past and ended in the past).
এই tense-কে অতীতের দীর্ঘকালীন (long lasting) continuous tense-ও বলা হয়ে থাকে।
Past perfect continuous tense-কে ইংরেজি বাক্যে চেনার উপায়:
ইংরেজি বাক্যে verb-এর রুপ থাকবে: had been + main verb-ing.
Full structure of the sentence:
Subject + had been + main verb-ing (present participle) + অন্যান্য word/words (যদি থাকে)।
Example:
- I had been reading.
- The students had been playing in the field before the train came – ট্রেন আসার পূর্বে ছাত্ররা মাঠে খেলতেছিলো।
- I had been reading a novel before you called – তুমি ফোন করার পূর্বে আমি একটি উপন্যাস পড়তেছিলাম।
- They had been watching Television at that time – সে সময়ে তারা টেলিভিশন দেখতেছিলো।
- They had been playing since morning – তারা সকাল থেকে ক্রিকেট খেলতেছিলো।
Structure of negative sentence:
Subject + had not been+ main verb-ing (present participle) + অন্যান্য word/words (যদি থাকে)।
Example:
- I had not been reading.
- He had not been working at school.
- They had not been going to the restaurant for eating lunch.
Structure of interrogative sentence:
Had + subject + been + main verb-ing (present participle) + অন্যান্য word/words (যদি থাকে)?
Example:
- Had I been reading?
- Had he been reading since morning?
- Had you been helping the poor students?
- Had the students been playing cricket?
Structure of interrogative-negative sentence:
Had + Subject + not + been + main verb-ing (present participle) + অন্যান্য word/words (যদি থাকে)? যেমন: Had I not not been reading? তবে কর্তা pronoun না হয়ে noun হলে ‘not’ noun-এর আগে বসবে।
Example:
- Had not Rahim been reading?
- Had I not been asking for help at that time?
অতীতকালের দুটি কাজের মধ্যে যে কাজ প্রথম হয়েছে, তা বলতে before-এর পূর্বে Past Perfect Tense থাকে, অপর tense-টি Past Indefinite হয়।
Before এবং after যুক্ত clause-সহ Past Perfect Continuous sentence:
Past Perfect Continuous Tense-কে Before এবং after যুক্ত clause-সহ লিখা যায়। এক্ষেত্রে বাক্যের structure বা গঠন প্রনালী হবে: Past Perfect Continuous + before/after + Past Indefinite.
Example:
- Students had been playing cricket before we reached there= আমরা সেখানে পৌঁছানোর আগে ছাত্ররা ক্রিকেট খেলছিল।
- I had been reading after they called about me= তারা আমাকে ফোন করার পরে আমি পড়ছিলাম।
Usages of ‘for’:
অতীতে কতক্ষন ধরে কাজটি চলছিল, তা বর্ণনা করার জন্য Past Perfect Continuous sentence-এ ‘for’ ব্যবহার করা যায়।
Example:
- Rahim had been reading for two hours.
- They had been watching a movie for three hours.
Usages of ‘since’:
অতীতে কখন হতে কাজটি চলছিল, তা বর্ণনা করার জন্য Past Perfect Continuous sentence-এ ‘since’ ব্যবহার করা যায়।
Example:
- Rahim had been reading morning .
- They had been watching a movie since 8 p.m.
বাক্যে past perfect continuous tense-এর ব্যবহার:
1. অতীতে শুরু হয়ে কোন কাজ অতীতের নির্দিষ্ট সময় পর্যন্ত চলছিল বুঝাতে:
অতীতে শুরু হয়ে কোন কাজ অতীতের নির্দিষ্ট সময় পর্যন্ত চলছিল বুঝাতে Past Perfect Tense ব্যবহৃত হয়।
Example:
- I had been reading for three hours.
- They had been playing since 4 p.m.
2. Narration- এর Reported speech-এ:
(a) Narration-এর direct speech-এর Present Perfect Continuous Tense-এর বাক্যকে indirect speech-এ পরিবর্তণ করতে Past Perfect Continuous Tense ব্যবহৃত হয়।
Example:
- Rahim said, ” I have been reading for all afternoon”. = Rahim said that he had been reading for all afternoon.
(b) Narration-এর direct speech-এর Past Continuous Tense-এর বাক্যকে indirect speech-এ পরিবর্তণ করতে Past Perfect Continuous Tense ব্যবহৃত হয়।
Example:
- Rahim said, “I was working in the garden since this morning”. = Rahim said that he had been working in the garden since this morning.
3. অতীতে ঘটা কোন কারণ বর্ণনা করতে:
অতীতে ঘটা কোন কারণ বর্ণনা (to explain the cause of something) করার জন্য because + Past Perfect Continuous Tense ব্যবহৃত হয়। যেমন:
- The plants died because they had been watering them too much.
- We stopped going to that restaurant because they had not been serving fresh food like in the past.
Past Perfect Continuous Tense কখন ব্যবহৃত হয় না:
Non-continuous verb stative verb-গুলি কোন Continuous Tense-ই ব্যবহৃত হয় না। তাই, এই Past Perfect Continuous Tense-ও তাদের ব্যবহার করা যায় না।
শিক্ষার্থী বন্ধুরা, Past Perfect Continuous Tense কাকে বলে, কখন ব্যবহার করতে হয়, কিভাবে তা গঠন করতে হয় ইত্যাদি বিভিন্ন বিষয় তোমাদের সাথে শেয়ার করলাম। এখন তোমরা নিজেরা এই Tense-কে ব্যবহার করে বিভিন্ন ধরনের বাক্য গঠন করতে পারবে।
And thanks for staying and learning with me.
Rezaul Karim
English learner, content writer and tech enthusiast.
I read English tenses.