Use of the Word ‘It’. When and How to Use?

’It’ শব্দের অর্থ ’ইহা’ বা ’এটা’। Personal Pronoun Lesson -এ আমরা দেখেছি ’It’  শব্দটি Third Person হিসাবে  Noun-এর পরিবর্তে বা Noun-কে বুঝানোর জন্য Pronoun হিসাবে বাক্যে ব্যবহৃত হয়। এই “It”  শব্দটি Pronoun হিসাবে ব্যবহার হওয়াসহ Pronoun-এর সাথে সম্পর্কিত নয়, এমন অনেক ব্যবহার আছে। আজ আমরা এই  ‘It’-এর ব্যবহার সম্মন্ধে বিস্তারিত জানব ও বিভিন্ন বাক্যে এর ব্যবহার দেখব। 

‘It’ শব্দের ব্যবহার:

1. কোন বস্তু, পদার্থ, পশু-পাখি ইত্যাদিকে বুঝাতে Pronoun হিসাবে We use ‘it’.  যেমনঃ

This is a book. It is written by Abdul Hamid= এটি একটি বই। এটি লিখেছেন আবদুল হামিদ।

I love my dog. It also loves me = আমি আমার কুকুরকে ভালবাসি। এটা আমাকেও ভালবাসে।

I will not sell my cow. It gives me 10 liters of milk= আমি আমার গরু বিক্রি করব না। এটি আমাকে প্রতিদিন 10 লিটার দুধ দেয়।

I bought/purchased a shirt. It cost me 200 taka= আমি একটি শার্ট কিনেছি। এটার জন্য 200 টাকা খরচ হয়েছে।

It is a costly pen= এটি একটি দামি কলম।

Here is  your book; take it away= এই যে তোমার বই; নিয়ে যাও।

2. গুনবাচক noun শব্দের জন্য ও যেসকল জিনিষপত্র গণনা করা যায় না, তাদের জন্য Pronoun হিসাবে  use of ‘It’ গুরুত্বপূর্ণ। যেমন:

Honesty is the best policy. It is the best virtue= সততা সেরা নীতি। এটি সেরা গুন।

This is a table. It is made of wood=এটা একটা টেবিল। এটি কাঠের তৈরি।

3. Collective Noun-কে বুঝাইতে We use ‘it’. যেমনঃ

The committee decided to hold its next meeting on the 25th=কমিটি তার পরবর্তী সভা 25 তারিখে করার সিদ্ধান্ত নিয়েছে।

The jury gave its verdict against the prisoners= জুরি বন্দীদের বিরুদ্ধে রায় দিয়েছিল।

4.  টেলিফোনে পরিচয় বা নাম জানানোর জন্য কর্তা হিসাবে We use ‘it’.

Hello, who is it? It’s Rahim= হ্যালো, কে এটা? এটা রহিম।

5.  ছোট শিশু (ছেলে বা মেয়ে)-কে বুঝাতে Pronoun হিসাবে We use ‘it’.

The baby is crying, It must be hungry= শিশুটি কাঁদছে, এটি অবশ্যই ক্ষুধার্ত হবে।

I did not disturb the child because it was sleeping= ঘুমোতে থাকায় বাচ্চাকে আমি জ্বালাতন করিনি।

The baby is crying for its mother= শিশুটি তার মায়ের জন্য কাদছে।

6. বাক্যে ‘ইহা’ বা ’এইটা’ উল্লেখ না থাকা সত্ত্বেও বাক্যের প্রথমে “It” বসিয়ে বাক্য শুরু করতে হয়। এটাকে Impersonal “It” বলে। সাধারনত: দিন (Day), সময় (Time), তারিখ (Date), আবহাওয়া (Weather),দুরত্ব (Distance)  ইত্যাদি বর্ননা করতে এই “It” ব্যবহৃত হয়। যেমনঃ

  • What day is today? It is Friday= আজ কি বার? আজ শুক্রবার।
  • What time is it? It is four o’clock= সময় কত বা কয়টা বাজে? চারটা বাজে।
  • It is a week since I saw you today= আজ এক সপ্তাহ হলো তোমার সাথে দেখা হওয়া।
  • It is raining=  বৃষ্টি হচ্ছে।
  • It has been raining for three days=তিন দিন যাবত বৃষ্টি হচ্ছে।
  • It is little windy today= আজ একটু বাতাশ বইছে।
  • It is very easy to say so= এরকম বলা খুবই সহজ।
  • Is it raining outside now?=এখন কি বাহিরে বৃষ্টি হচ্ছে?
  • It is forty miles from Natore to Rajshahi= নাটোর থেকে রাজশাহী চল্লিশ মাইল।
  • It is not very far from our home to the college= আমাদের বাড়ি থেকে কলেজ খুব বেশি দূরে নয়।
  • It takes me only five minutes to reach the station= স্টেশন পৌঁছাতে আমার পাঁচ মিনিট সময় লাগে।

7.  Seem (মনে হওয়া), appear (মনে হওয়া) , feel (অনুভূত হওয়া), look (দেখে মনে হওয়া) ইত্যাদি verb-এর কর্তা হিসাবে We use ‘it’.

  • It seems he will fail in the examination= মনে হয় সে পরীক্ষায় ফেল করবে।
  • He appears to be a gentleman= তাকে ভদ্রলোক বলে মনে হচ্ছে।
  • It feels cold= ঠান্ডা অনুভূত হচ্ছে।
  • It looks beautiful= এটা সুন্দর দেখাচ্ছে।
  • It appears to me that you are interested in the matter= আমার মনে হয় যে তুমি এ ব্যাপারে উৎসাহী।

8. কোন বিষয়ে কোন মতামত (opinion) ব্যক্ত করতে   It+ Be verb+ Adjective + to-verb-এভাবে বাক্য গঠন করতে হয়।  এই গঠন প্রনালীতে যে সকল Adjective ব্যবহৃত হয়, সেগুলো হচ্ছেঃ Nice, good, wonderful, delightful, marvellous, exciting, great ইত্যাদি।

  • It’s nice to see you again=তোমাকে আবার দেখে ভাল লাগলো। 
  • It will be good for you= এটা তোমার জন্য ভাল হবে।    
  • it’s good to meet you again= তোমার সাথে আবার দেখা হয়ে ভাল লাগল।      
  • It’s wonderful to see you again= তোমাকে আবার দেখতে পেয়ে দুর্দান্ত লাগল।
  • It’s delightful to see you again= তোমাকে আবার দেখতে পেয়ে আনন্দিত।
  • it’s marvellous to see you again= তোমাকে আবার দেখতে পারা দুর্দান্ত।
  • It’s exciting to see you again= তোমাকে আবার দেখতে পারা উত্তেজনাপূর্ণ।
  • it’s great to see you again= তোমাকে আবার দেখতে পাওয়া দুর্দান্ত।

9. বাক্যে  ব্যবহৃত পরের কোন Noun বা Pronoun-এর উপর জোড় (emphasis) দেয়ার জন্য We use ‘it’. যেমন: 

It is the teachings of primary school that guide us= প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাই  আমাদেরকে পরিচালিত করে। [এখানে ’It‘ পরের Noun ‘teachings’-এর উপর জোড় দেয়ার জন্য ব্যবহৃত হয়েছে]

It is you who have broken my glass= তুমিই আমার গ্লাসটি ভেঙে ফেলেছ। [এখানে ’It‘ পরের Pronoun ‘you’-এর উপর জোড় দেয়ার জন্য ব্যবহৃত হয়েছে]

It is the picture book that I want= এই ছবির বইখানাই আমি চাই। [এখানে ’It‘ পরের Noun ‘picture book’-এর উপর জোড় দেয়ার জন্য ব্যবহৃত হয়েছে]

এই হচ্ছে uses of ‘It’-বিষয়ে বিস্তারিত।  You all learn these uses of ‘It’ and try using them in your sentences. Learn and practice  these, যাতে তুমি যখনই প্রয়োজন হয়,  তখন এই প্রয়োজনীয় শব্দটি ব্যবহার করতে পারো।

Thanks for staying and learning with me.

Rezaul Karim

English teacher, content writer and tech enthusiast.

Rezaul Karim

Hi, my name is Rezaul Karim. I am an English teacher and founder of LearnEnglishWithRezaul.com. I work with non-native English learners to help them understand English grammar from basic to intermediate. I also help them improve their conversation skills, and communication ability and reduce their accent. I hope you may like my posts on this website, and if you really really feel that this page/website is useful for English learners, please happily share it for others to know.

Leave a Reply