এই website-এ যে সকল Lesson রয়েছে, তা পড়ার জন্য:

এই site-এর সকল lesson পেতে বাম পাশের ‘Lessons’ button-এ click করুন। আপনি প্রথমে English version কিছু lesson পাবেন। Lesson- গুলির বাংলা version খুঁজে পেতে নীচে স্ক্রোল করুন। বাংলা ভাষায় 100 টিরও বেশি পাঠ প্রকাশিত হয়েছে, আপনি ইচ্ছা করলে একটি একটি করে সে গুলো পড়তে পারবেন। Site-টির lesson গুলো ভালো লাগলে বন্ধু ও পরিচিত, যাঁরা প্রকৃতই ইংরেজি শিখতে চায়, তাঁদের দয়া করে বলুন। আপনার কোন উপদেশ/পরামর্শ থাকলে হোয়াটসআপে (+৮৮০১৭১৫১৩৮৭) লিখে জানান।

Learn English with Rezaul:

Learn English with Rezaul– পুস্তক আকারে প্রকাশিত হয়েছে (এই website-এর content গুলোকে copy ও paste করে পুস্তকটি প্রকাশ করা হয়নি)। এছাড়া পুস্তকটি অন্যান্য লেখকের গ্রামার পুস্তক হতে সম্পূর্ণ আলাদা কারন, আমি ইংরেজি শিক্ষক হিসাবে যেভাবে শিক্ষার্থীদের ক্লাসে ইংরেজি বুঝাতাম, ঠিক সেই ক্লাস লেকচারগুলোকেই পুস্তক আকারে প্রকাশ করেছি।

পুস্তকটি আপাতত: বাংলাদেশের কোন লাইব্রেরীতে পাওয়া যাবে না, কারণ আমি অল্প সংখ্যক পুস্তক প্রিন্ট বা প্রকাশ করেছি। সাতশত পৃষ্ঠার পুস্তকটিতে ৮৩-টি ইউনিক কনটেন্ট রয়েছে, যা আপনাকে ইংরেজি গ্রামার শিক্ষার বিষয়ে অনেক অবাক করা ধারণা দেবে। এ পুস্তকটি পড়ে আপনি শতভাগ confidence-এর সাথে ইংরেজি লিখতে ও বলতে পারবেন। এছাড়া

পুস্তকটি কেন কিনবেন এবং পড়বেন:

  • ইংরেজি ভাষাকে পরিচালনা করে এমন প্রায় সমস্ত নীতি সম্বলিত একটি দরকারী স্বতন্ত্র রেফারেন্স পুস্তক;
  • বিষয়বস্তু শ্রেণীকক্ষের পাঠদানের মতো, তাই আপনি যখন এই বইয়ের যেকোনো বিষয় পড়বেন, তখন আপনি ছাত্র-শিক্ষকের আলাপ আলোচনার  মাধ্যমে ইংরেজি শেখার অনুভূতি পাবেন;
  • হাই স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষার্থী নির্বিশেষে ইংরেজি প্রেমীদের জন্য একটি নিখুঁত ইংরেজি শেখার পুস্তক;
  • চাকরি প্রার্থীদের জন্য এবং যারা ইতিমধ্যেই চাকরিতে আছেন ,তাদের উভয়ের জন্য পুস্তকটিতে অনেক দুর্দান্ত এবং অসামান্য শিক্ষার উপাদান রয়েছে;  
  • সকল ইংরেজি শিক্ষার্থী তাদের ক্যারিয়ারকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য চমৎকার এবং আকর্ষণীয় বাস্তব ইংরেজি পাঠ পাবেন; তাই, নিজের ক্যারিয়ারকে আরও একধাপ এগিয়ে নিতে এই পুস্তকটি সংগ্রহ করে পড়তে পারেন:
  • নিজে পড়ে নিজেই বুঝার পুস্তক (intended for self-study);
  • যাঁরা উচ্চ শিক্ষায় শিক্ষিত এবং চাকুরীর জন্য চেষ্টা করছেন, বা বেকার রয়েছেন, তাঁরা চাকুরী পাবার পূর্ব পর্যন্ত এই পুস্তকটি পড়ে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের খুব সহজভাবে গ্রামার শিখিয়ে আয় করতে পারবেন।
  • আপনি একজন ছাত্র বা শিক্ষক , চাকুরীজীবি অথবা কেবল ইংরেজির বিষয়ে জানতে কৌতূহলী – যাই হোন না কেন, এই পুস্তকটি নিশ্চিতভাবে আপনাকে ইংরেজি শেখার আগ্রহকে বৃদ্ধি করতে সাহায্য করবে;
  • একজন English Language Learner-এর সংগে ইংরেজি শেখার পুস্তক। অর্থাৎ গ্রামারের যে কোন বিষয় বুঝতে অসুবিধা হলে লেখকের কাছ থেকে হোয়াটসআপ (+৮৮০১৭১৫১৩৮৭১৬) করে তা বুঝে নিতে পারবেন।

পুস্তকটির মূল্য ও কিভাবে পুস্তকটি সংগ্রহ করবেন:

ক্যুরিয়ারের মাধ্যমে সংগ্রহ করার জন্য: Learn English with Rezaul পুস্তকটির মূল্য পাঁচশত পঞ্চাশ টাকা + ক্যুরিয়ার চার্জ একশত দশ টাকা। পুস্তকটি সংগ্রহ করতে হলে: (i)  মোবাইল নম্বর  (ii)   পুরো নাম (iii) পুরো ঠিকানা  হোয়াটসআপে (+৮৮০১৭১৫১৩৮৭) লিখে পাঠালে পুস্তকটি উল্লেখিত ঠিকানায় পাঠানোর ব্যবস্থা করা হবে। পুস্তকটি হাতে পেয়ে পুস্তকের মূল্য + ক্যুরিয়ার-এর টাকা পরিশোধ করতে পারবেন।

পোষ্ট অফিসের মাধ্যমে সংগ্রহ করার জন্য: বাংলাদেশের শিক্ষার্থীরা, যারা ডাক বিভাগ বা পোষ্ট অফিসের মাধ্যমে রেজিষ্ট্রি ডাক যোগে পুস্তকটি নিতে চান, তাঁদের জন্য মূল্য শুধু পাঁচশত পঞ্চাশ টাকা। পোষ্টাল চার্জ ফ্রি। এক্ষেত্রেও পুস্তকটি হাতে পেয়ে মূল্য পরিশোধ করতে পারবেন।

পুস্তকটি সংগ্রহের জন্য (i) আপনার  মোবাইল নম্বর  (ii)   পুরো নাম (iii) পুরো ঠিকানা: যেমন: গ্রাম, ডাকঘর, থানা/উপজেলা, জেলা  হোয়াটসআপে (+৮৮০১৭১৫১৩৮৭) লিখে পাঠালে পুস্তকটি উল্লেখিত ঠিকানায় পোষ্ট অফিসের মাধ্যমে ডাক যোগে পাঠানোর ব্যবস্থা করা হবে।

ইন্ডিয়া ও অন্যান্য দেশ: ইন্ডিয়া: পোষ্টাল চার্জসহ ৪৫০ রুপী, অন্যান্য দেশ: পোষ্টাল চার্জসহ  একশত ডলার।

ইন্ডিয়া ও অন্যান্য দেশের শিক্ষার্থীরা লেখকের সংগে হোয়াটসআপে (+৮৮০১৭১৫১৩৮৭) যোগাযোগ করে পুস্তকটি সংগ্রহ করতে পারবেন। 

This Post Has 17 Comments

  1. Jahir Sazib

    It’s ok and helpful for learning English.

  2. Shepon Ahmed

    Go ahead sir,
    I will follow your rules for learning English.
    ——Thank you so much

    1. Tanbeen Rocky

      Dear sir, plz make an app. It will be more helpful and easy to access and learn for us. Very thank you for your valuable work. I pray for your beautiful future. Go ahead. ❤️❤️

  3. Ahmod Redwan

    Assalamu alaikum sir. Thanks for doing this kind of job. Hope you will go ahead . By the way, my father was a student of yours. Now he works at a college.

  4. Abdul Qyuddus

    Sir, congratulations. I wish the best of this site.

  5. Khairul islam

    Thanks sir.

  6. rabiul

    It will be better if you complete the items of HSC syllabus.

  7. Jewel Rana

    I have been benefited a lot from your site.

  8. Md Sydul Azads

    Very conducive & candid writing. It will bring a radical change in learners’ countenance to achieve eloquence & language skills easily. I am grateful to you dear sir.

  9. MD. Abdullah Hasan.

    As salamu alikum sir, Thank you, this website is very helpful for anyone.👍👍👍👍👍

  10. Md. Imran Hossen

    Nice Sir, I am from Baraigram.

  11. Abdullah

    It’s constructive and all the learners should be owed to you.

  12. Omar Faruque

    It’s a nice platform for learning English.

  13. Zobayer Hossain Sobuj

    Dear sir,I am also saying this plz make an app. It will be more helpful and easy to access and learn for anyone. Very thank you for your valuable work.
    I pray for your beautiful future. . ❤️❤️
    Please keep me in your prayer 🤲💝

  14. Shamsur Rahman

    Assalamualaikum Sir, the grammar book is very nice because each topic is explained clearly in both Bangla and English. I hope it will be improved and updated day by day.

Leave a Reply