What is a Descriptive Adjective? Use of the Descriptive Adjective

আজ আমরা Descriptive Adjective বা বর্ননাসূচক বিশেষন বিষয়ে বিস্তারিত জানব। প্রথমেই জানি Descriptive Adjective কাকে বলে।

Descriptive Adjective (বর্ননাসূচক বিশেষন) কাকে বলে?

যে Adjective Noun বা  Pronoun কি ধরনের (What kind), কি রকমের বা  কোন না কোনভাবে Noun বা  Pronoun-এর গুনাগুন বর্ননা করে তাকেই Descriptive Adjective বলে।

Descriptive Adjective-এর Positive, Comparative ও Superlative form আছে। এই Adjective ছাড়া অন্য প্রকারের যে সকল Adjective আছে, তারা Noun সম্পর্কে সংখ্যাবাচক, পরিমানবাচক, নির্দেশক, অধিকারসূচক ইত্যাদি তথ্য দেয় জন্য তাদেরকে আমরা Adjective বলি। তাদের  Adjective বলা হলেও তারা আসলে Determiner. এই Determiner জাতীয় Adjective-এর Positive, Comparative ও Superlative form নাই। এটুকু বুঝতে পারলেই Descriptive adjectives বুঝা যাবে ও অন্য প্রকারের Adjective হতে  Descriptive adjective-এর পার্থক্য বুঝা যাবে।

Examples of Descriptive Adjectives: 

এখন কয়েকটা উদাহরণ দেখলেই বিষয়টি আরও পরিস্কার হবে। যেমন, একজন শক্তিশালী ব্যক্তিকে দেখে আমরা বলতে পারি: He is a strong man. – সে একজন শক্তিশালী ব্যক্তি। তাহলে ব্যক্তিটি কেমন? উত্তরে আমরা বলব: শক্তিশালী। এই শক্তিশালী বা strong শব্দটি একটি adjective.

এ ধরনের ব্যক্তি, বস্তু, প্রাণি, স্থান বা অন্য যে কোন বিষয়কে বর্ননা করার জন্য যে adjective ব্যবহৃত হয়, সেটাই Descriptive adjective. আরেকটি উদাহরণ দেখি: Rahim is an intelligent boy. – রহিম বুদ্ধিমান বালক। অথবা Rahim is intelligent. – রহিম বুদ্ধিমান। এখন যদি প্রশ্ন করা হয়: রহিমের বৈশিষ্ট কি বা রহিম কেমন? তাহলে উত্তর হবে: বুদ্ধিমান। এই বুদ্ধিমান শব্দটি Descriptive adjective.

Descriptive adjective গুলি Attributive ও Predicative– এই দুই ভাবেই বাক্যে ব্যবহৃত হতে পারে।

Attributive use: Rahim is a good boy. – রহিম একজন ভাল ছেলে। (Adjective + Noun).  This is a black car. – এটি একটি কালো গাড়ি। (Adjective + Noun).

Fatima is a beautiful girl. –  ফাতিমা একটি সুন্দরী মেয়ে।  (Adjective + Noun).

Predicative use: The flower is beautiful. – ফুলটি সুন্দর। This table is very big. – এই টেবিলটি খুব বড়।

Descriptive adjective-এর আরও কিছু উদাহরণ ও ব্যবহার:

  • Rahim is a nice person. – রহিম খুব ভাল মানুষ।
  • Mustafiz is a cricketer. – মুস্তাফিজ একজন ক্রিকেটার।
  • I bought a genuine product. – আমি একটি আসল পণ্য কিনেছি।
  • Shakib is a polite person. – সাকিব একজন নম্র ব্যক্তি।
  • He has a beautifulpen. – তার একটি সুন্দর কলম রয়েছে
  • Rahima is a clevergirl. – রহিমা একটি চালাক মেয়ে।
  • Give me thatred pencil. – আমাকে সেই লাল পেন্সিল দিন।
  • I have an old car. – আমার একটা পুরানো গাড়ি আছে।
  • He bought an attractive watch. –  তিনি একটি আকর্ষণীয় ঘড়ি কিনেছিলেন।
  • He gave me a blue shirt. – তিনি আমাকে একটি নীল শার্ট দিলেন।
  • I want to buy a diamondring. – আমি একটি হীরার আংটি কিনতে চাই।
  • It is a difficult question. – এটি একটি কঠিন প্রশ্ন।
  • I want to throw a surpriseparty for her. – আমি তার জন্য একটি সারপ্রাইজ পার্টি ছুড়ে দিতে চাই।
  • Give me that big brown hat. –  আমাকে বড় ধুশর রং-এর টুপিটা দাও।
  • We ate some delicious food. – আমরা কিছু সুস্বাদু খাবার খেয়েছি।
  • Faruk is a hard-working person. – ফারুক একজন পরিশ্রমী ব্যক্তি।
  • Shakib is an exciting cricketer. – সাকিব একজন উত্তেজনাপূর্ণ ক্রিকেটার।
  • Watson is a dashing all-rounder. – ওয়াটসন একজন ড্যাশিং অলরাউন্ডার।.
  • Don’t eat in that broken plate. – সেই ভাঙা প্লেটে খাবেন না।
  • He is a funny little man. – তিনি একটি মজার ছোট্ট মানুষ।
  • The woman is tall. – মহিলাটি লম্বা।
  • That car is large. – Car গাড়িটি বড়।
  • There is a red rose on the table. – টেবিলে একটি লাল গোলাপ রয়েছে।
  • I prefer hot weather. – আমি গরম আবহাওয়া পছন্দ।
  • I drink pure milk. – আমি খাঁটি দুধ পান করি।
  • The man is Bangladeshi. – লোকটি বাংলাদেশি।
  • We like to drink a cup of green tea. – আমরা এক কাপ গ্রিন টি পান করতে পছন্দ করি।
  • Cox’es Bazar beach is clean. – কক্সবাজার সৈকত পরিষ্কার।
  • Our hotel was luxurious. – আমাদের হোটেল ছিল বিলাসবহুল।
  • The bird is beautiful. – পাখিটি সুন্দর।
  • He is brave. – সে সাহসী।

এখন তোমরা নিচের শব্দগুলিকে Descriptive adjective হিসাবে ব্যবহার করে বাক্য তৈরী করো।

aggressive alert alive ancient
anxious arrow attractive average
bad beautiful bright blind
big bitter black blue
brown bumpy busy careful
cheap clean clear cold
combative cool clumsy crazy
colorful crystal dangerous dark
delicious dim delightful dry
dull dusty elderly excited
expensive fancy fat few
filthy fresh fuzzy giant
good graceful great green
handsome happy hard harsh
hollow hot huge hungry
large lazy light long
low massive mellow melodic
mysterious modern new noisy
oak official old orange
oval petite pink plain
plastic poor puny purple
quiet rainy red rich
right round sad safe
salty sane scared shallow
sharp shiny short salty
shy selfish small soft
solid sore sour square
steep sticky strong superior
sweet swift talented thirsty
tasty tasetless terrible tiny
tired tremendous triangular ugly
unusual weak weary wet
wealthy white wild wooden
woolen wrong yellow young

প্রথমে এই Descriptive adjective গুলির অর্থ জেনে নাও, তারপর এই শব্দগুলি দিয়ে নিজে বাক্য তৈরী করার চেষ্টা করো।

Compound Descriptive Adjectives:

অনেক সময় একের অধিক শব্দ মিলে একটি descriptive adjective তৈরী হয়। যখন একের অধিক শব্দ নিয়ে একটি descriptive adjective তৈরী হয়, তখন তাকে Compound Descriptive Adjective বলে।

Example:

  • Full-time: He is a full-time teacher.
  • High-sprited: He is a high-sprited young man.
  • Life-giving: Love is the life-giving force for which we are living.
  • Long-lasting: It has been possible for our long-lasting relationship.
  • Middle-aged: He is a middle-aged man.
  • Mouth-watering: He bought mouth-watering food for me.
  • Red-blooded: He looked at me with red-blood eyes.
  • Never-ending: Learning is a never-ending process.
  • Next-door: He is my next-door neighbour.
  • Out-fashioned: He wears old-fashioned clothes.
  • Part-time: I am doing a part-time job.
  • Self-centered: He is a self-centered man.
  • Short-tempered: He is a short-tempered person.
  • Well-known: He is a well-known professor of English.
  • World-famous: He is a world-famous doctor.

Remember: সংখ্যা বা number-সহ compound adjective- শেষে ‘-s’ ব্যবহার করা যাবে না। 

Example:

  • Let us take a one-hour break.
  • I have taken a seven-week course on English grammar.

When to use a hyphen, and when not to use?

যখন কোন একটি compound adjective কোন noun-এর পূর্বে বসে উক্ত noun-কে বর্ণনা করে, তখন hyphen ব্যবহৃত হয়। কিন্তু যখন compound adjective-টি noun-এর পরে বসে, তখন hyphen ব্যবহৃত হয় না।

Example:

  • This is a world-famous university.
  • Oxford university is world famous.

Proper Descriptive Adjectives:

Proper noun হতে যে সকল descriptive adjective তৈরী করে ব্যক্তি, বস্তু স্থান বা অন্য কোন noun-কে বর্ণনা করা হয়, তখন সেই adjective-কে proper descriptive adjective বা proper adjective বলে।যেহেতু proper adjective কোন নামের উপর ভিত্তি করে গঠিত হয়, তাই proper adjective-এর প্রথম অক্ষর capital letter-এ হয়।

Example:

  • I like Indian food.
  • They are learning English grammar.
  • That is a Buddist temple.
  • They are going to eat food in a Chinese restaurant.
  • I love American English.

Order of Descriptive Adjectives: (Descriptive Adjectives-এর ক্রম):

Noun-কে বর্ণনা করার জন্য একটি Descriptive Adjective বা একাধিক Descriptive Adjective ব্যবহার করা যায়। যখন একের অধিক Descriptive Adjective ব্যবহারের প্রয়োজন হয়, তখন প্রশ্ন এসে যায় কোন Adjective-কে আগে ও কোনটা পরে ব্যবহার করবো। এ কারণে এই ‍Adjective ব্যবহারের ক্রম জানা প্রয়োজন। নিম্নোক্ত ক্রমে একাধিক Descriptive Adjective ব্যবহার করতে হয়।

  1. সংখ্যাবাচক /পরিমানবাচক / নির্দেশনাবাচক শব্দ (a/an/the/his/her/this/that/their/one/two)
  2. গুণ ধরণবাচক শব্দ (quality or opinion)
  3. আকার/আকৃতিবাচক শব্দ (size/shape)
  4. বয়স (age), ব্যক্তির জন্য সংখ্যাবাচক বয়স, আর বস্তুর জন্য নুতন (new), পুরাতন (old)
  5. রঙ (color) (Black, yellow, green, etc.)
  6. জাতি (Nationality) (Bangladeshi, Japanese, etc.)

Example:

  •  Look at that beautiful, old, wooden table.
  • This is an expensive, new Chinese car.
  • My father had a wonderful old golden pen.

Rezaul Karim

English teacher, content writer and tech enthusiast.

Rezaul Karim

Hi, my name is Rezaul Karim. I am an English teacher and founder of LearnEnglishWithRezaul.com. I work with non-native English learners to help them understand English grammar from basic to intermediate. I also help them improve their conversation skills, and communication ability and reduce their accent. I hope you may like my posts on this website, and if you really really feel that this page/website is useful for English learners, please happily share it for others to know.

Leave a Reply