Warning:
Learn English with Rezaul-এর content গুলো copyright দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত।
Copyright Registration Number: CRL – 30202
আরও সুন্দর ও সহজ করে বুঝার জন্য, অনেক নতুন কিছু জানার জন্য, সর্বোপরি আমার সংগে ইংরেজি শেখার জন্য Learn English with Rezaul -পুস্তক আকারে প্রকাশিত হয়েছে। ক্যুরিয়ারের মাধ্যমে পুস্তকটি সংগ্রহ করতে পারবেন। সাতশত পৃষ্ঠার পুস্তকটিতে ৮৩-টি কনটেন্ট রয়েছে, যা আপনাকে ইংরেজি গ্রামারের বিষয়ে অনেক অবাক করা ধারণা দেবে। পুস্তকটির মূল্য পাঁচশত পঞ্চাশ টাকা + ক্যুরিয়ার চার্জ। যোগাযোগ করুন: হোয়াটসঅ্যাপ: +8801715138716

What is a Preposition?
যে শব্দ Noun ও Pronoun এবং কোন কোন সময় Gerund ও সংখ্যাবাচক শব্দের আগে বসে বাক্যের বা বাকাংশের অন্য শব্দের সাথে সম্পর্ক সৃষ্টি করে, তাকেই Preposition বলে।
Example:
- Noun-এর আগে: I bought this book for Rahim.
- Pronoun-এর আগে: I bought it for him.
- Gerund-এর আগে: Rahim is fond of reading books.
- Numeral-এর আগে: Rahim will come at 5 pm.
Preposition এক বা একের অধিক word দ্বারা গঠিত হতে পারে।
এক word-এর: at, in, on, to, with, under, above, into, by, of প্রভৃতি।
একের অধিক word-এর: in front of; instead of; out of প্রভৃতি।
Preposition কত প্রকার?(কাজের উপর ভিত্তি করে):
Preposition বাক্যে time, place, manner, direction বা movement, possession, measure, এবং source বিষয়ে অতিরিক্ত information যুক্ত করে। এ সকল কাজের (Function) উপর ভিত্তি করে preposition-কে মোট সাতভাগে ভাগ করা হয়। যেমন:
- Preposition of time
- Preposition of place
- Preposition of manner
- Preposition of movement
- Preposition of possession
- Preposition of measure
- Preposition of source
Preposition of time:
কোন কাজ কখন ঘটে, ঘটেছিল বা ঘটবে, তা যে preposition বলে দেয়, তাকে preposition of time বলে।
- Rahim was born on November 30, 2005.
- Rahim was born at 3 a.m in the morning.
- Rahim was born during summer
- Rahim was born after winter.
- Rahim was born in 2005.
- Rahim was born before 2005.
বাক্যে সময় (time) উল্লেখের বিষয়ে কোন preposition ব্যবহার করতে হয়, তার সাধারণ নিয়ম:
Rule 1: মাসের নাম, সিজিনের ( season) নাম, বছর, শতাব্দী, এবং দিনের সময় (ঘড়ির সময় নয়)- এর পূর্বে in ব্যবহৃত হয়।
It is hot in May.
Rule 2: দিন ও তারিখের পূর্বে on ব্যবহৃত হয়।
He will come on Monday.
Rule 3: ঘড়ির সময়ের পূর্বে at ব্যবহৃত হয়।
Rahim will come at five p.m.
Preposition of place:
এ preposition সাধারণত অবস্থান নির্দেশ করে এবং তা সহজেই উপলব্ধিযোগ্য, অর্থাৎ কোথায় বা কোন স্থানে তা বুঝা যায়। সাধারণত: preposition of place হিসাবে যেসকল preposition ব্যবহৃত হয়, তারা হলো: at, in এবং on.
Note: এই তিনটি preposition সময়ের পূর্বেও ব্যবহৃত হয়।
- The book is on the table.
- Rahim lives in Dhaka.
- Now he is at school.
এছাড়াও preposition of place হিসাবে যে সকল preposition ব্যবহৃত হতে পারে, তারা হলো: behind, between, inside, near, over, outside এবং under.
Preposition of manner:
কিভাবে কোন কিছু ঘটে বা কিসের দ্বারা ঘটে, তা দেখিয়ে দেয়ার জন্য preposition of manner ব্যবহৃত হয়। এই শ্রেণির preposition হচ্ছে: by, in, like, with এবং on.
- The students go to school by bus.
- He did the work like a professional.
- They came here on foot.
- He showed his anger with crying.
Preposition of movement:
কোন ব্যক্তি বা বস্তু কোন দিকে move করছে বা কোন দিকে যাচ্ছে বলে দেয়, সে সকল preposition-কে preposition of movement বলে। Preposition of movement-এর সবথেকে common যে preposition ব্যবহৃত হয়, সেটি হচ্ছে: to.
- Rahim will move to Dhaka next week.
- He goes to school everyday.
- The patient went to the hospital to get treatment.
আরও যে সকল word এই শ্রেণির preposition হিসাবে ব্যবহৃত হতে পারে, তারা হচ্ছে: across, through, into, over, down, up, past এবং around.
- He ran across the field.
- The football went through the window.
- He looked into the room.
- The runner ran down the road.
Preposition of possession:
কোন কিছু কারো অধিকারে আছে বুঝানোর জন্য যে preposition ব্যবহৃত হয়, সেটাই preposition of possession. এই শ্রেণির preposition হিসাবে ব্যবহৃত হতে পারে, তারা হচ্ছে: of, with এবং to.
- I saw a boy with jeans pant.
- Rahim is the friend of my classmate.
- This is the national symbol of Bangladesh.
- This belongs to Rahim.
Preposition of measure:
মাপ ও পরিমান যে preposition-এর সাহায্যে প্রকাশ করা হয়, preposition of measure বলা হয়। By এবং of এই শ্রেণির preposition.
- The mango shop sells mangoes by kilos.
- One third of the population of the country is illiterates.
Preposition of source:
কোন কিছু কোন স্থান হতে উৎপন্ন বা সৃষ্টি হচ্ছে, তা বলার জন্য যে preposition ব্যবহৃত হয়, তাকে preposition of source বলে। By এবং from এই শ্রেণির preposition.
- Rahim gets money from his father.
- He got this information from his brother.
- This story is written by his friend.
Preposition কত প্রকার? (গঠন প্রনালীর উপর ভিত্তি করে):
preposition-এর গঠন (Structure) প্রনালী উপর ভিত্তি করে মোট চারভাগে ভাগ করা হয়। যেমন:
- Simple preposition
- Compound preposition
- Participle preposition
- Phrasal preposition or complex preposition
Simple preposition:
যখন কোন preposition একটি মাত্র word দ্বারা গঠিত হয়, তাকে simple preposition বলে। A preposition what consists of one single word is called simple preposition. For example: at, in, on, to, for, of, up, over, after, under, with, till etc.
Example:
- His son lives in Dhaka.
- Rahim leaves for work at 8 a.m. everyday.
- They are looking at me.
Compound preposition:
যখন দুটি word যুক্ত হয়ে নতুন একটি এক শব্দের preposition গঠন করে, তাকে compound preposition বলে। যেমন: into, without, before, inside, outside, upon, throughout etc.
এখানে লক্ষ্য করলে দেখা যাবে যে, in একটি শব্দ এবং to আরেকটি শব্দ। এই দুই শব্দ মিলে একটি preposition ‘into’ হয়েছে। আবার ‘with’ একটি শব্দ এবং ‘out’ আরেকটি শব্দ। এই দুই শব্দ মিলে একটি preposition ‘without’ হয়েছে। এই গঠন প্রকৃতির জন্য এ ধরণের preposition-কে compound preposition বলা হচ্ছে।
- Man can not live without water.
- I will go there before you.
- He kept his shirt inside the box.
Participle preposition:
কিছু কিছু verb-এর -ing form বা present participle form যখন preposition হিসাবে বাক্যে ব্যবহৃত হয়,তখন তাকে participle preposition বলে। যেমন: during, regarding, concerning, considering etc.
- Considering his age, he got preference in this event.
- I visited your house during last summer.
Phrasal preposition or complex preposition:
একের অধিক word দ্বারা গঠিত হয়ে তাদের বাংলা অর্থ করলে যদি তা এক শব্দে প্রকাশিত হয়, তবে তাকে phrasal preposition বলে। যেমন: because of- কারণে; in front of- সম্মুুুুুুখে; on behalf of– পক্ষে প্রভৃতি।
- He went to school in spite of his illness.
- He got prize because of his honesty.
- They completed the work according to the instruction.