Infinitive Verb কাকে বলে? Infinitive Verb-এর ব্যবহার

Infinitive Verb কাকে বলে-এ বিষয়ে আরও সুন্দর ও সহজ করে বুঝার জন্য, অনেক নতুন কিছু জানার জন্য Learn English with Rezaul -পুস্তক আকারে প্রকাশিত হয়েছে।   ক্যুরিয়ারের মাধ্যমে পুস্তকটি সংগ্রহ করতে পারবেন। সাতশত পৃষ্ঠার পুস্তকটিতে ৮৩-টি ইউনিক কনটেন্ট রয়েছে, যা আপনাকে ইংরেজি গ্রামারের বিষয়ে অনেক অবাক করা ধারণা দেবে। পুস্তকটির মূল্য পাঁচশত পঞ্চাশ টাকা + ক্যুরিয়ার চার্জ। যোগাযোগ করুন: হোয়াটসঅ্যাপ: +8801715138716

Infinitive Verb কাকে বলে?

Sentence-এর যে ‘to-verb’ অথবা ’to ছাড়া verb’-এর নিজস্ব কর্তা থাকে না, যে verb বাক্যের subject-এর number ও person-এর পরিবর্তনের সাথে সাথে নিজের রুপ পরিবর্তন করে না এবং যে verb-এর রুপকে পরিবর্তন করে sentence-টিকে বিভিন্ন tense-এ পরিবর্তন করা যায় না, তাকেই infinitive বা present infinitive বলে। এতদ্বসংগে এ বিষয়টি জেনে রাখা দরকার যে, verb-এর পূর্বে ব্যবহৃত ‘to’ infinitive-এর একটি অংশ। এক্ষেত্রে এই ‘to’ শব্দটি preposition হিসাবে কাজ করছে না।

Remember: Present infinitive ছাড়াও আরও চার প্রকারের infinitive আছে। তারা হলো:

  1. The perfect infinitive
  2. The perfect continuous infinitive
  3. The continuous infinitive
  4. The passive infinitive

তবে, এই lesson-এ present infinitive বা সাধারনভাবে যাকে infinitive বলা হয়, সেই to infinitive বিষয়ে বিস্তারিত জানবো।

তাহলে infinitive-এর বিষয়ে যা বুঝা গেলো, তা হচ্ছে, বাক্যের কোন verb শব্দ তখনই infinitive হবে, যখন নিম্নোক্ত তিনটি শর্ত পূরণ করবে।

  • Infinitive-এর পূর্বে সাধরনত: ‘to’ শব্দটি দৃশ্যমান থাকে। তবে কিছু কিছু verb-এর পূর্বে ‘to’ শব্দটি উহ্য থাকে।
  • Infinitive-এর নিজস্ব কর্তা থাকবে না।
  • Infinitive কখনো number ও person-এর পরিবর্তনের সাথে সাথে তার নিজের রুপ পরিবর্তন করবে না।
  • Infinitive-এর রুপকে পরিবর্তন করে sentence-টিকে বিভিন্ন tense-এ পরিবর্তন করা যাবে না।

Example:

  • I want to play cricket.[এই sentence-এ ’to play’ হচ্ছে একটি infinitive, কারন ’to play’-এর নিজের কর্তা নাই, ’to play’-কে present, past বা future tense-এ পরিবর্তন করা যায় না]।
  • He wants to play cricket.[এই sentence-এর subject third person singular number হওয়ার কারনে মূল verb-এর সাথে ‘s’ যুক্ত হয়েছে, কিন্তু ’to play’-এর নিজের কর্তা নাই জন্য sentence-এর subject পরিবর্তনের সাথে infinitive-এর কোন সম্পর্ক নাই]।
  • He wanted to play cricket.[এই sentence-এর tense পরিবর্তন হওয়ার কারনে main verb-এর সাথে ‘ed’ ‍যুক্ত হয়েছে, কিন্তু ’to play’ যেহেতু infinitive, তাই tense পরিবর্তনের সাথে এর কোন সম্পর্ক নাই।

Sentence-এ একইভাবে ’to’ ছাড়া অর্থাৎ ’to’-কে উহ্য রেখে infinitive ব্যবহৃত হয়।

Example:

  • I see him go there. – আমি তাকে সেখানে যেতে দেখি।
  • He sees him go there. – সে তাকে সেখানে যেতে দেখে।
  • He saw him go there. – সে তাকে সেখানে যেতে দেখলো।

Bare infinitive বা কোন কোন verb-এর পর ‘to’ উহ্য থাকে:

কয়েকটি verb রয়েছে যারা বাক্যে প্রথম verb হিসাবে ব্যবহৃত হলে তাদের পর যদি দ্বিতীয় verb হিসাবে infinitive verb ব্যবহৃত হয়, তখন উক্ত infinitive verb-এর চিহ্ন ‘to’ উহ্য থাকে। Infinitive verb-এর চিহ্ন ‘to’ উহ্য থাকা verb গুলিকেই bare infinitive verb বলে। infinitive verb-এর চিহ্ন ‘to’ উহ্য থাকে তাদেরকেই bare infinitive বলে।

যে verb গুলির পর bare infinitive verb ব্যবহৃত হয়:

1. Active voice-এ Please, see, let, make, know, feel, hear, dare, bid, need, watch, notice, bade প্রভৃতি verb-এর পর infinitive-এর চিহ্ন ‘to’ উহ্য থাকে। কিন্তু passive voice-এ ‘let’ ব্যতীত এগুলোর পর ‘to’ উহ্য থাকে না।

Example:

  • He made me walk in the sun. – সে আমাকে রোদে হাঁটতে বাধ্য করলো।
  • Did you hear him sing a song? – তুমি কি তাকে একটি গান গাইতে শুনেছো?
  • He will let me learn English. – সে আমাকে ইংরেজি শিখতে দেবে।
  • They saw him go to school. – তারা তাকে স্কুলে যেতে দেখেছে।
  • I dared not say this to my face. – আমি আমার মুখে এই কথা বলার সাহস পাইনি।
  • The teacher bade me bring the book. – শিক্ষক আমাকে বইটি আনতে বললেন।
  • They need not come here. – তাদের এখানে আসার দরকার নেই।
  • He was seen to come. – তাকে আসতে দেখা গেছে।
  • I was made to sit down. – আমাকে বসানোর জন্য বাধ্য করা হয়েছিল।
  • He was heard to say so. – তাকে এমনটি বলতে শোনা গেছে।
  • They were let go there. – তাদের সেখানে যেতে দেওয়া হয়েছিলো।

Remember: Negative sentence-এ need ও dare-এর পর ‘to’ উহ্য থাকে এবং present tense-এ third person singular number-এ need ও dare-এর সাথে ‘s’ / ‘es’ যুক্ত হয় না।

কিন্তু Affirmative sentence-এ need ও dare-এর পর ‘to’ বসে এবং present tense-এ third person singular number-এ need ও dare-এর সাথে ‘s’ / ‘es’ যুক্ত হয়। যেমন- He dares to tell a lie. He needs to come.

2. Anomalous finite যেমন- shall/should, will/would, can/could, may/might, must, had better, had rather, would rather প্রভৃতির পর infinitive-এর চিহ্ন ‘to’ উহ্য থাকে।

Example:

  • He can write English correctly. – সে সঠিকভাবে ইংরেজি লিখতে পারে।
  • You must go now. – তোমাকে এখনই যেতে হবে।
  • He might help you. – সে তোমাকে সাহায্য করতে পারে।
  • You may leave now. – তুমি এখনই চলে যেতে পারো।
  • You will find a book in that box. – তুমি সেই বাক্সে একটি বই দেখতে পাবে।
  • He had better come here earlier. – তার আগে এখানে আসা ভালো ছিল।
  • You had rather/would rather wait for me. – তুমি বরং আমার জন্য অপেক্ষা করো।
  • I should give him some money. – আমার তাকে কিছু টাকা দেওয়া উচিত।
  • I might stay another day with you. – আমি হয়তো তোমার সাথে আরেকদিন থাকব।

বাক্যে to-infinitive-এর কাজ ও ব্যবহার:

  1. কোন sentence-এর subject হিসাবে
  2. Transitive verb-এর পর
  3. কোন কাজের উদ্দেশ্য বা অভিপ্রায় বুঝানোর জন্য
  4. কোন কিছু করতে, হতে, যেতে, আসতে, খেতে প্রভৃতি বুঝাতে
  5. Be verb + adjective পর
  6. কোন মন্তব্য করার ক্ষেত্রে
  7. too + adjective + infinitive
  8. adjective + enough + infinitive

1. –কোন sentence-এর subject হিসাবে:

To-infinitive কোন sentence-এর subject হিসাবে ব্যবহৃত হয়।

Example:

  • To walk is a good exercise. – হাঁটা একটি ভাল ব্যায়াম।
  • To pass the examination is not that easy. – পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এত সহজ নয়।
  • To swim in that river may be difficult for you. – সেই নদীতে সাঁতার কাটা তোমার জন্য কঠিন হতে পারে।

2. –Transitive verb-এর পর:

Transitive verb-এর পর to-infinitive ব্যবহৃত হয়।

Example:

  • I like to play cricket. – আমি ক্রিকেট খেলতে পছন্দ করি।
  • He didn’t mean to harm you. – সে তোমার ক্ষতি করতে চায়নি।
  • They wanted to go to school. – তারা স্কুলে যেতে চেয়েছিল।

3. –কোন কাজের উদ্দেশ্য বা অভিপ্রায় বুঝানোর জন্য:

কোন কাজের কি উদ্দেশ্য (purpose) বা অভিপ্রায় (intention), তা বুঝানোর জন্য to-infinitive ব্যবহৃত হয়। এক্ষেত্রে to-এর অর্থ ‘জন্য’ বা ’কারনে’ (in order to) বুঝায়।

Example:

  • He is studying hard to pass the examination. – সে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য কঠোর পড়াশোনা করছে।
  • He came to collect his book. – সে এসেছিল তার বই সংগ্রহ করতে।
  • The students need a field to play cricket. – ছাত্রদের ক্রিকেট খেলার জন্য একটি মাঠ দরকার।

4. –কোন কিছু করতে, হতে, যেতে, আসতে, খেতে প্রভৃতি বুঝাতে:

কোন কিছু করতে, হতে, যেতে, আসতে, খেতে প্রভৃতি বুঝাতে to-infinitive ব্যবহৃত হয়। অর্থাৎ ’-তে’ বুঝানোর জন্য to-infinitive ব্যবহৃত হয়। এক্ষেত্রে subject + verb + noun + to-infinitive গঠন প্রনালী ব্যবহৃত হয়।

Example:

  • I want a book to read. – আমি একটি বই পড়তে চাই।
  • I went there to meet him. – আমি তার সাথে দেখা করতে সেখানে গিয়েছিলাম।
  • I would like a cup of coffee to drink. – আমি এক কাপ কফি পান করতে চাই।

5. -Be verb + adjective পর:

It + be + adjective + to-infinitive (for someone) + (rest of sentence)

Example:

  • It is good to talk to you. – তোমার সাথে কথা বলা ভাল।
  • It is hard for him to live alone in this house. – এই বাড়িতে একা থাকা তার পক্ষে কঠিন।
  • It is not difficult to learn English. – ইংরেজি শেখা কঠিন কিছু নয়।

6. –কোন মন্তব্য বা করার ক্ষেত্রে:

কোন ব্যক্তি বা বস্তুর (noun) বিষয়ে কোন মন্তব্য (comment) বা করার ক্ষেত্রে subject + to be + noun phrase + to-infinitive-এই গঠন প্রনালীতে to-infinitive ব্যবহৃত হয়।

Example:

  • This was the right thing to do. – এটা ছিল সঠিক কাজ।
  • It was a stupid place to visit. বেড়ানোর জন্য এটি একটি বাজে জায়গা ছিল।
  • Rahim is the best person to talk to. – কথা বলার জন্য রহিম সেরা মানুষ।

7. –too + adjective + infinitive:

Too-এর পর adjective ব্যবহার করার পর যদি to-infinitive ব্যবহৃত হয়, তবে infinitive-এ বলা কাজটি করা সম্ভব নয় বুঝায়।

Example:

  • The patient is too weak to walk. [রোগী এতো দূর্বল যে হাঁটতে পারে না]।
  • The water was too salty to drink. [পানি এতো লবনাক্ত ছিল যে পান করা যাচ্ছিল না]।
  • The load is too heavy to carry. [বোঝা এতো ভারী যে বহন করা যায় না]।
  • It is too hot to work here. [এখানে এতো গরম যে কাজ করা যায় না]।

8. –adjective + enough + infinitive:

adjective-এর পর enough ব্যবহার করে adjective-এ বলা অবস্থা পর্যাপ্ত বুঝানো হয়। তারপর to-infinitive ব্যবহার করে কাজটি করা সম্ভব বুঝানো হয়।

Example:

  • Rahim is strong enough to do the work. [রহিম কাজটি করার জন্য যথেষ্ট শক্তিশালী]।
  • He is kind enough to help me.[সে আমাকে সাহায্য করার মতো যথেষ্ট দয়ালু]।
  • Rahim is old enough to go to school. [স্কুলে যাবার জন্য রহিমের যথেষ্ট বয়স হয়েছে]।
  • The moon is bright enough to read a book. [পুস্তক পড়ার জন্য চাঁদের যথেষ্ট আলো আছে]।

Conclusion:

Infinitive verb বাক্যের verb-টির লক্ষ্য, বা উদ্দেশ্য প্রকাশ করার একটি উপায়। Infinitive verb ব্যবহার করার মাধ্যমে আমরা আরও পরিষ্কার, সংক্ষিপ্ত, এবং কার্যকরীভাবে নিজের ভাবনা বা উদ্দেশ্য প্রকাশ করতে পারি। Infinitive verb-এ যে “to” শব্দটি ব্যবহৃত হয়, তা শুধুমাত্র verb-টির কোনো উদ্দেশ্য বা লক্ষ্যকে নির্দেশ করে না, বরং এটি বাক্য গঠনে একটি শৃঙ্খলা তৈরি করে। এক কথায়, infinitive verb শেখা ইংরেজি ভাষার প্রতিটি স্তরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদের বাক্য গঠন, ভাব প্রকাশ এবং যোগাযোগ দক্ষতা বাড়ায়।

Rezaul Karim

Hi, my name is Rezaul Karim. I am an English teacher and founder of LearnEnglishWithRezaul.com. I work with non-native English learners to help them understand English grammar from basic to intermediate. I also help them improve their conversation skills, and communication ability and reduce their accent. I hope you may like my posts on this website, and if you really really feel that this page/website is useful for English learners, please happily share it for others to know.

Leave a Reply