Past Continuous Tense Definition and Uses.

Past Continuous Tense কাকে বলে?

অতীতকালে কোন একটি কাজ নির্দিষ্ট সময়ে চলমান অবস্থায় ছিল বুঝাতে যে Tense ব্যবহার করা হয়, তাকে Past Continuous Tense বলে। (That tense is called Past Continuous Tense which describes the on-going action of the past).

Past continuous tense-কে বাংলায় চেনার উপায়: 

বাংলায় ক্রিয়ার শেষে তেছিলে, তেছিলো, তেছিলাম,  তেছিলেন, চ্ছিলো (যেমন: যাচ্ছিলো,খাচ্ছিলো), চ্ছিলে (যেমন: যাচ্ছিলে, খাচ্ছিলে) চ্ছিলেন (যেমন: যাচ্ছিলেন, খাচ্ছিলেন), ছিল, ছিলাম, ছিলে, বা ছিলেন)  প্রভৃতি থাকলে সাধারণত বাক্যটি Past Continuous Tense  হয়।

Example:

  • He was writing a letter. – সে একটি চিঠি লিখছিলো / লিখিতেছিল।
  • Students were playing cricket. – তারা ক্রিকেট খেলছিল / খেলিতেছিল।
  • I was eating dinner. – আমি রাতের খাবার খাচ্ছিলাম / খাইতেছিলাম।

Structure of the sentence:

Past Continuous Tense

Positive sentence:

Subject + was/were + present form of the verb + ing + অন্যান্য শব্দ / শব্দ সমষ্টি (যদি প্রয়োজন হয়)।

Example:

  • I was writing a letter. – আমি চিঠি লিখছিলাম।
  • They were playing football on that field last week. – তারা গত সপ্তাহে সেই মাঠে ফুটবল খেলছিল।
  • I was helping him to do the work. – আমি তাকে কাজ করতে সাহায্য করছিলাম।
  • The students were doing their homework. – ছাত্ররা তাদের বাড়ির কাজ করছিল।

Note: Subject যদি first and third person singular হলে was বসবে। You/we/they বা অন্যান্য কোন plural subject এর শেষে were ব্যবহৃত হয়।

Negative sentence:

Negative sentence-এর গঠন প্রনালী একই, শুধু was / were -এর পর ’notযুক্ত করতে হয়।

Subject + was not/were not + verb + ing + অন্যান্য শব্দ / শব্দ সমষ্টি (যদি প্রয়োজন হয়)।

Example:

  • I was not reading the book. – আমি বই পড়ছিলাম না।
  • They were not helping me. – তারা আমাকে সাহায্য করছিল না।
  • He was not learning English. – সে ইংরেজি শিখছিলো না।
  • He was not sleeping. – সে ঘুমাচ্ছিলো না।
  • They were not playing in the field. – তারা মাঠে খেলছিল না।

Interrogative sentence:

Subject-এর পূর্বে Was/were- কে এনে বসালেই sentence-টি একটি Interrogative sentence হয়ে যাবে। শেষে প্রশ্নবোধক চিহ্ন (?) বসাতে হবে।

Was/were + subject + present form of the verb + ing + অন্যান্য শব্দ / শব্দ সমষ্টি (যদি প্রয়োজন হয়)?

Example:

  • Was he learning English? – সে কি ইংরেজি শিখছিল?
  • Was Rahim playing in the field? -রহিম কি মাঠে খেলছিল?
  • Were they going to Dhaka? – তারা কি ঢাকায় যাচ্ছিলো?
  • Were you driving a car? – তুমি কি গাড়ি চালাচ্ছিলে?

To make a ‘wh’ question:

Auxiliary verb was / were-এর পূর্বে wh-w0rd বসালেই Past Continuous Tense-এর ‘wh’ question হয়ে যায়। Subject সাহায্যকারী verb ও মূল  verb -এর মধ্যে বসবে।

Example:

  • Why was she crying? – সে কাঁদছিল কেন?
  • How was he writing? – সে কিভাবে লিখছিলো?
  • Where were they going? – তারা কোথায় যাচ্ছিল?
  • What were you eating? – তুমি কি খাচ্ছিলে?

When clause দ্বারা গঠিত past continuous tense:

অতীতে কোন কাজ চলাকালে অন্য একটি কাজ এসে পড়লে বা প্রথম চলা কাজের মধ্যে অন্য কোন কাজ ঢুকে পড়লে তা when clause (বাকাংশ) দ্বারা প্রকাশ করতে হয়। এক্ষেত্রে প্রথম চলা কাজ Past Continuous Tense-এ হবে ও পরে এসে ঢুকে পরা কাজ Past Indefinite Tense-এ হবে। When clause বাক্যের প্রথমে প্রথম clause হিসাবে বসতে পারে বা বাক্যের মূল clause-এর বসতে পারে।

Example:

  • I was studying when he called me. – আমি যখন পড়াশোনা করছিলাম তখন সে আমাকে ডেকেছিল।
  • When I was writing an email, he started crying. – যখন আমি একটি ইমেইল লিখছিলাম তখন সে কাঁদতে শুরু করলো।
  • I was reading when my mother called me. – যখন আমি পড়ছিলাম তখন আমার মা আমাকে ডাকলেন।
  • He was playing football when he injured his leg. – যখন সে ফুটবল খেলতেছিলো তখন গিয়ে সে পায়ে আঘাত পেয়েছিলো।
  • Rahim was reading in his room when he heard a knock at the door. – রহিম যখন তার ঘরে পড়ছিল তখন সে দরজায় কড়া নাড়ার শব্দ পেল।

While clause যুক্ত Past Continuous Tense:

অতীতে কোন কাজ চলাকালে অন্য দ্বিতীয় একটি কাজ সেই কাজের সাথে চলতে থাকলে তা  While clause (বাকাংশ) দ্বারা প্রকাশ করতে হয়। এক্ষেত্রে দুটি কাজই  Past Continuous Tense-এ হবে। এধরনের বাক্যকে Parallel Past Continuous Actions-এর বাক্য বলে।

Example:

  • I was reading while my mother was making dinner. – আমি যখন পড়ছিলাম তখন আমার মা রাতের খাবার তৈরি করছিলেন।
  • While I was reading, my friends were watching television. – আমি যখন পড়ছিলাম তখন আমার বন্ধুরা টেলিভিশন দেখছিল।
  • I was cutting vegetables while sister was cooking rice. – আমি যখন সবজি কাটছিলাম বোন তখন ভাত রান্না করছিল তখন ।
  • Rahim was playing on his phone while his younger sister was running around in circles. – রহিম যখন তার ফোনে খেলছিল, তখন তার ছোট বোন বৃত্তের মধ্যে ঘুরছিল।

When Not To Use Past Continuous Tense:

Non-continuous verb stative verb-গুলি কোন Continuous Tense-ই ব্যবহৃত হয় না। তাই,  এই Past Continuous Tense-ও তাদের ব্যবহার করা যাবে না। যেখানে Past Continuous Tense দ্বারা বাক্য লিখা যায় না, সেখানে Past Indefinite Tense-এ বাক্য লিখতে হয়। যে সকল verb দ্বারা Continuous Tense লিখা যায় না, তারা হলো:

admire, feel, hear, see, smell, notice, observe, look, adore, appreciate, care for, desire, detest, dislike, fear, hate, like, loathe, love, mind, respect, value, want, wish, agree, appreciate, assume, believe, expect, forget, know, mean, perceive, realize, recall, recognize, recollect, remember, suppose, think, trust, understand, belong, owe, own, possess, appear, concern, consist, contain, hold, keep, matter, seem, signify, sound.

Example:

Incorrect: The book was belonging to me.

Correct: The book belonged to me.

Incorrect: The mother was loving her son.

Correct: The mother loved her son.

Rezaul Karim

An English learner, content writer and tech enthusiast.

Rezaul Karim

Hi, my name is Rezaul Karim. I am an English teacher and founder of LearnEnglishWithRezaul.com. I work with non-native English learners to help them understand English grammar from basic to intermediate. I also help them improve their conversation skills, and communication ability and reduce their accent. I hope you may like my posts on this website, and if you really really feel that this page/website is useful for English learners, please happily share it for others to know.

Leave a Reply