Past Indefinite Tense-এর বিষয়ে আরও বিস্তারিতভাবে জানার জন্য ও grammar-এর আরও অনেক নতুন নতুন বিষয়াদি সহজভাবে শেখার জন্য Learn English with Rezaul -পুস্তক আকারে প্রকাশিত হয়েছে। ক্যুরিয়ারের মাধ্যমে পুস্তকটি সংগ্রহ করতে পারবেন। সাতশত পৃষ্ঠার পুস্তকটিতে ৮৩-টি ইউনিক কনটেন্ট রয়েছে, যা আপনাকে ইংরেজি গ্রামারের বিষয়ে অনেক অবাক করা ধারণা দেবে। পুস্তকটির বিষয়ে বিস্তারিত জানতে এই পেইজটি দেখতে পারেন: https://learnenglishwithrezaul.com/

Past Indefinite Tense কাকে বলে?
যে কাজ, অবস্থা বা অভ্যাস অতীতে শুরু হয়ে অতীতেই শেষ হয়েছে, এবং কাজটির ফলাফলও অতীত এমন কাজ, অবস্থা বা অভ্যাস বর্ণনা করতে যে tense ব্যবহার করা হয়, তাকে Past Indefinite Tense বলে।
তাহলে বুঝা গেলো যে, কোন কাজকে Past Indefinite Tense-এ বর্ণনা করতে হলে, তাতে দুটি শর্ত থাকতে হবে।
- কাজ, অবস্থা বা অভ্যাস অতীতে শুরু হয়ে অতীতেই শেষ হতে হবে, এবং
- কাজটির ফলাফলও অতীত হতে হবে। কোন কাজের ফলাফলকে সুস্পষ্টভাবে অতীত বুঝাতে টাইম মার্কার (Time marker) ব্যবহার করা হয়।
Past indefinite tense-কে বাংলায় চেনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে ছিলাম, ছিল, লাম, লো, তাম, তো, তেন প্রভৃতি থাকলে সাধারণত Past Indefinite Tense হয়ে থাকে। ইংরেজিতে past tense-এর বাক্য লিখতে verb-এর দুই নম্বর রুপ ব্যবহৃত হয়।
এছাড়াও এই Tense-কে চেনার আরেকটি উপায় হলো টাইম মার্কার বা সময় চিহ্নিতকরণ শব্দ। বাক্যের প্রথমে বা শেষে সুনির্দিষ্ট অতীত কালের word / words, যেমন: Then, yesterday, ago, in those days, at that time, at that moment, last+ time / day / date / year প্রভৃতি টাইম মার্কার থাকতে পারে। আর যদি থাকে এবং তা যদিও অতি নিকট অতীতের কোন কাজ হয়, তাহলেও সে বাক্যটি Past Indefinite Tense-এর বাক্য হবে।
Example:
- I saw him a minute ago. – আমি এক মিনিট আগে তাকে দেখেছি। [অতি নিকট অতীতে ঘটে যাওয়া বাক্য]।
- I met him a couple of seconds ago. – কয়েক সেকেন্ড আগে তার সাথে আমার দেখা হয়েছিল।[অতি নিকট অতীতে ঘটে যাওয়া বাক্য]।
- I went to the market. – আমি বাজারে গিয়েছিলাম।
- He ate a mango. – সে আম খেলো।
- I used to travel around the world when I was fit. – আমি ফিট থাকাকালীন বিশ্বজুড়ে ভ্রমণ করতাম। [এই বাক্যটি অতীতের একটি অভ্যাসকে ইঙ্গিত করছে, যা বর্তমানে অভ্যাস নয়]।
- They played football in that field. – তারা সেই মাঠে ফুটবল খেলেছিল।
- He went to the market yesterday. – গতকাল সে বাজারে গিয়েছিল।
- At that moment, he became ill. – সেই মুহুর্তে সে অসুস্থ হয়ে পড়েছিলেন।
Structure of the sentence:
Subject-এর পর past form বা verb-এর দুই নম্বর form বসালেই বাক্যটি Past Indefinite Tense-এর বাক্য হয়ে যায়। Verb-এর দুই নম্বর form লিখার পর আর যদি কোন শব্দ লিখার প্রয়োজন হয়, তবে তা লিখতে হবে।
Structure of positive sentence:
Subject + verb (past form) + অন্যান্য শব্দ / শব্দ সমষ্টি
Example:
- Then he sang a song – তারপরে তিনি একটি গান গাইলেন।
- Rahim watched television in the evening – রহিম সন্ধ্যায় টেলিভিশন দেখেছিল।
- They washed their clothes yesterday – তারা গতকাল তাদের কাপড় ধুয়েছিল।
- At that time, he finished his work – সেই সময়, সে তার কাজ শেষ করেছিল।
- I attended my English class today – আমি আজ আমার ইংরেজি ক্লাসে অংশ নিয়েছিলাম।
- It rained today – আজ বৃষ্টি হলো।
- They called me a couple of days ago – তারা আমাকে কয়েক দিন আগে ফোন করেছিল।
Structure of negative sentence:
Subject + did not + present form of the verb + object.
Example:
- I did not bring books for him – আমি তার জন্য বই আনিনি।
- He did not eat fruit – সে ফল খায়নি।
- You did not finish the lesson – তুমি পাঠ শেষ করো নি।
- They did not help him – তারা তাকে সাহায্য করেনি।
- I did not go to the market – আমি বাজারে যাইনি।
Structure of interrogative sentence:
Did + subject + present form of the verb + অন্যান্য প্রয়োজনীয় word / words +?
অর্থাৎ সাহায্যকারী verb ‘Did’ ও মূল verb-এর এক নম্বর রুপের মধ্যে কর্তা বসালেই Past Indefinite Tense-এর Interrogative বাক্য হয়ে যায়। এরপর অন্য কোন প্রয়োজনীিয় word / words লিখে সব শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে বাক্য শেষ করতে হয়।
Example:
- Did you go there? – তুমি কি সেখানে গিয়েছিলে ?
- Did he come home? – সে কি বাড়িতে এসেছিল?
- Did they finish the lessons? – তারা কি পাঠ শেষ করেছিল?
Interrogative না-বোধক sentence:
Past indefinite tense-এর কোন sentence-কে interrogative না-বোধক sentence-এ পরিনত করতে হলে বাক্যে ’not’ শব্দ ব্যবহার করতে হয়। এক্ষেত্রে ‘not’ শব্দটি ব্যবহারের নিয়ম জানা থাকতে হয়। বাক্যের কর্তা noun হলে not কর্তার আগে বসে, আর কর্তা pronoun হলে ’not’ পরে বসে।
Example:
- Did I not meet him yesterday? – গতকাল কি তার সাথে আমার দেখা হয়নি?
- Did not Rahim meet him yesterday? – গতকাল কি রহিমের সাথে দেখা হয়নি?
- Did you not buy this shirt? – তুমি কি এই শার্টটি কিনো নি?
Note: তবে Did ও not-কে একসাথে লিখলে, অর্থাৎ Didn’t লিখলে বাক্যের কর্তা noun বা pronoun যাইহোক না কেন Didn’t-কে প্রথমে বসিয়ে বাক্যকে প্রশ্নবোধক বাক্যে লিখতে হবে। যেমন: Didn’t he go there? Didn’t Rahim go there?
Past indefinite tense with was/were:
অতীতের কোন অবস্থা বর্ণনা করতে কিম্বা কারো কিছু হওয়া বুঝাতে এই Tense-এ be verb হিসাবে was / were ব্যবহৃত হয়।
I/he/she/it বা কোন একজন ব্যক্তি বা একটি বস্তু বাক্যের subject হয়, অর্থাৎ কর্তা যদি Third person singular number হয়, তবে was বসে, আর you/they/we বা plural number-এর কোন subject হয়, তাহলে were বসে।
Example:
- He was a good boy. – সে ভাল ছেলে ছিলো।
- The students were very nervous. – শিক্ষার্থীরা খুব উদ্বিগ্ন ছিলো।
- Were you present in the class? – তুমি কি ক্লাসে উপস্থিত ছিলে?
Negative sentence:
- He was not a good boy. – সে ভাল ছেলে ছিল না।
- They were not happy. – তারা খুশি ছিল না।
- I was not a student at that time. – আমি তখন ছাত্র ছিলাম না।
Interrogative sentence:
- Was he a good boy? – সে কি ভাল ছেলে ছিল?
- Were you present there? – তুমি কি সেখানে উপস্থিত ছিলে?
- Were you happy at that time? – তুমি কি তখন খুশি ছিলে?
কোথাও কোন কিছু ছিল, এমন অবস্থা প্রকাশ করতে there-এর সাথে was / were বসে।
Example:
- There was an intelligent boy in the village – গ্রামে একটা বুদ্ধিমান ছেলে ছিল।
- There were many people in the bus -বাসে অনেক লোক ছিল।
- There were many books on the table – টেবিলে অনেক বই ছিল।
Past indefinite tense with had:
কারো কাছে কিছু ছিল অর্থে had দ্বারা Past Indefinite Tense গঠন করা যায়।
Example:
- I had enough money – আমার যথেষ্ট টাকা ছিল।
- They had a nice garden – তাদের সুন্দর বাগান ছিল।
- He had a beautiful house in Dhaka – ঢাকায় তার একটি সুন্দর বাড়ি ছিল।
Negative sentence:
- I didn’t have enough money – আমার কাছে পর্যাপ্ত টাকা ছিল না।
- They didn’t have a nice garden – তাদের সুন্দর বাগান ছিল না।
- He didn’t have a beautiful house in Dhaka – ঢাকায় তার একটি সুন্দর বাড়ি ছিল না।
Interrogative sentence:
- Did I have enough money? – আমার কি যথেষ্ট টাকা ছিল?
- Did they have a nice garden? – তাদের কি সুন্দর বাগান ছিল?
- Did he have a beautiful house in Dhaka? – ঢাকায় কি তার একটি সুন্দর বাড়ি ছিল?
Past indefinite tense with modal auxiliary:
Modal auxiliary verb ব্যবহার করেও Past Indefinite Tense লেখা যায়।
Example:
- He could swim at the age of ten. – দশ বছর বয়সে তিনি সাঁতার কাটতে পারতেন।
- I could not attend the meeting. – আমি সভায় অংশ নিতে পারিনি।
- They used to go there. – তারা সেখানে যেতো।
Conclusion:
Past Indefinite Tense-কে ভালোভাবে শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদের অতীতের অভিজ্ঞতা, ঘটনা, এবং কর্ম সম্পর্কে সঠিকভাবে প্রকাশ করতে সহায়তা করে। এই টেন্স ব্যবহার করে আমরা এমন ক্রিয়া বা কাজ সম্পর্কে কথা বলতে পারি যা নির্দিষ্ট সময়ে ঘটেছিল।
Past Indefinite Tense-এর নিয়ম সহজ: subject-এর পর verb-এর past form ব্যবহার করা হয়। Affirmative বাক্যে সরাসরি verb-এর past form ব্যবহৃত হয়, যেমন “He completed his homework yesterday।” Negative এবং interrogative বাক্যে “did” auxiliary verb ব্যবহৃত হয়, এবং মূল verb-এর base form ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ, “Did she call you yesterday?” বা “They didn’t finish their work।”
Past Indefinite Tense শেখার মাধ্যমে আমরা গল্প বলা বা অতীতের ঘটনা বর্ণনা করতে পারি। এটি আমাদের একাডেমিক লেখালেখি এবং কথোপকথনে স্পষ্টতা ও সঠিকতা আনে। ইতিহাস বর্ণনা বা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করার সময় এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ, “The war ended in 1945” বা “I visited Paris last summer।” এছাড়া অতীতকেন্দ্রিক বিবরণ, যেমন রিপোর্ট তৈরি, জীবনী রচনা, বা প্রাত্যহিক কথোপকথনে এটি অপরিহার্য। তাই, Past Indefinite Tense শেখা শুধুমাত্র ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের জন্য নয়, বরং অতীতের বিষয়গুলি স্পষ্ট ও সঠিকভাবে প্রকাশ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Thanks for staying and learning with me.
Rezaul Karim