What is an ‘Object’? Types of objects

Warning:

Learn English with Rezaul-এর content গুলো copyright দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত।

Copyright Registration Number: CRL – 30202

What is an ‘Object’?

বাক্যে transitive verb ও preposition-এর পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য transitive verb ও  preposition-এর পর  যে  noun, noun phrase, বা pronoun ব্যবহৃত হয়, তাকেই  object বলে।

Example:

  • He killed a snake. – সে একটি সাপ মারলো।
  • My mother loves me. – আমার মা আমাকে ভালোবাসে।

এখানে প্রথম sentence-এ  ‘killed’ verb-টির পর ’snake’ noun-টি না থাকলে sentence-টির অর্থ সম্পূর্ণ হয় না।

He killed – (সে মেরেছিল) বললেই প্রশ্ন আসে ’কি বা কাকে মেরেছিল’? যখন ‘killed’-এর পর ’snake’ বা উপযুক্ত কোন noun / phrase or pronoun ব্যবহার করা হয়, তখন killed verb-টির ক্রিয়া বা কাজ পরিপূর্ণভাবে সম্পন্ন হয়। তাই ‘snake’ noun-টি ‘killed’  verb-এর object বা কর্ম এবং ‘killed’ verb-টি একটি transitive verb.

একইভাবে দ্বিতীয় sentence-এ ’My mother loves’ (আমার মা ভালবাসেন) বললেই কাকে ভালবাসেন বা কি ভালবাসেন–এমন প্রশ্ন চলে আসে। সেজন্য  ‘me’  pronoun-টি না থাকলে verb-এর কাজ অসম্পূর্ণ থেকে যেতো। তাই এ sentence-এ  ’loves’ একটি transitive verb এবং ‘me’ pronoun-টি হলো তার  object.

Transitive verb-এর ন্যায় preposition-ও তার পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য তার পর noun, noun phrase, বা pronoun গ্রহণ করে।

Example:

I sit with them. এখন আমরা যদি বলি ‘I sit with’ তাহলে ‘with’ preposition-টি তার অর্থ পূর্ণভাবে ব্যক্ত করতে পারলো না। প্রশ্ন আসবে ‘with what? (কার সাথে বা কিসের সাথে?)  তাই ’with‘-এর পর যদি কোন noun, noun phrase, বা pronoun ব্যবহার করি, তাহলে ’with’ preposition-টি তার অর্থ পূর্ণভাবে ব্যক্ত করতে পারবে। এক্ষেত্রে ’them’ pronoun ব্যবহার করা হলে ’with‘ preposition-টি তার অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারে। তাই, ’them’ pronoun-টি ’with‘ preposition-এর object.

‘Object’ কত প্রকার?

Object প্রধানত: তিন প্রকার। তারা হচ্ছে: There are mainly three types of object. They are:

  • Direct object
  • Indirect object
  • Object of a preposition

Direct object:

কোন transitive verb-এর একটি মাত্র object থাকলে তা  direct object হয়। Verb-কে  ‘what’ (কি) বা  whom (কাকে) দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাকেই direct object বলা হয়।

Example:

  • Rafiq wrote a letter. (Wrote what?) Answer: a letter.
  • I saw him. ( Saw whom?) Answer: him

Indirect object:

কোন transitive verb-এর দু্ইটি object থাকলে তাদের মধ্যে যেটি ব্যক্তিবাচক সেটি indirect object এবং যেটি বস্তুবাচক সেটি direct object হয়। সাধারণত: transitive verb-এর ঠিক পরেই indirect object বসে।

Object

Example:

  • I gave you the book. -আমি তোমাকে বইটি দিয়েছি।
  • Father teaches me English. – বাবা আমাকে ইংরেজি শেখান।
  • He sold him a pen. – সে তার কাছে একটি কলম বিক্রি করেছিলো।
  • I brought him a flower. – আমি তার জন্য একটি ফুল এনেছি।
  • They offered you money. – তারা তোমাকে অর্থের প্রস্তাব দিয়েছিলো।
  • The teacher showed us a map. – শিক্ষক আমাদের একটি মানচিত্র দেখালেন।
  • Rafiq sent Faruk a lovely postcard. – রফিক ফারুককে একটি সুন্দর পোস্টকার্ড পাঠিয়েছিলো।

Transitive verb-এর direct object-ও ব্যবহার করা যায়। Transitive verb-এর direct object ব্যবহার করলে indirect object-কে to preposition-এর object রুপে ব্যবহার করতে হয়। অর্থাৎ indirect object-এর পূর্বে preposition ‘to’ বসাতে হয়।

object

Example:

  • He told a story to me. – সে আমাকে একটি গল্প বলেছিলো।
  • I gave that book to you. – আমি সেই বই তোমাকে দিয়েছি।
  • Give the money to him. – টাকাটা তাকে দাও।

Object of a preposition:

Preposition-এর অর্থ সম্পূর্ণ করতে preposition-এর পর যে noun, noun phrase, বা pronoun ব্যবহৃত হয়, তাকেই object of a preposition বলে।

Example:

  • I bought it for you. – আমি এটা তোমার জন্য কিনেছি।
  • The children are playing in the street. – শিশুরা রাস্তায় খেলছে।
  • Our teacher talked about liberation war. – আমাদের শিক্ষক মুক্তিযুদ্ধের কথা বলেছিলেন।
  • He swam across the river. – সে নদীর ওপারে সাঁতার কাটলো।
  • Rafiq wanted to dance with his friends. – রফিক তার বন্ধুদের সাথে নাচতে চেয়েছিল।

Object of infinitive, participle and gerund:

Transitive verb ও preposition ছাড়াও infinitive, participle ও gerund-এর পরও কোন কোন সময় প্রয়োজনে noun / pronoun ব্যবহৃত হতে পারে। যদি infinitive, participle ও gerund-এর পর noun / pronoun ব্যবহৃত হয়, তবে উক্ত ব্যবহৃত noun / pronoun-টি infinitive, participle বা gerund-এর object হিসাবে ব্যবহৃত হয়।

Infinitive phrase, participle phrase ও gerund phrase গঠনের সময় infinitive, participle ও gerund তাদের পর noun / pronoun-কে object হিসাবে ব্যবহার করে phrase গঠন করে।

Example:

  • I want to read a book. – আমি একটি বই পড়তে চাই। [এই বাক্যে ‘to read’ একটি infinitive এবং a book হচ্ছে উক্ত infinitive-এর object].
  • Reading a book, I will go there. – একটি বই পড়ে, আমি সেখানে যাব। [এই বাক্যে ‘Reading’ একটি participle এবং a book হচ্ছে উক্ত participle-এর object].
  • Reading a book is a good habit. – বই পড়া একটি ভাল অভ্যাস। [এই বাক্যে ‘Reading’ হচ্ছে gerund এবং a book হচ্ছে উক্ত gerund-এর object].

Rezaul Karim

Hi, my name is Rezaul Karim. I am an English teacher and founder of LearnEnglishWithRezaul.com. I work with non-native English learners to help them understand English grammar from basic to intermediate. I also help them improve their conversation skills, and communication ability and reduce their accent. I hope you may like my posts on this website, and if you really really feel that this page/website is useful for English learners, please happily share it for others to know.

Leave a Reply