Singular Noun and Plural Noun Definition and Rules

Warning:

Learn English with Rezaul-এর content গুলো copyright দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত।

Copyright Registration Number: CRL – 30202

এই Lesson-এ  Noun-এর Singular ও  Plural রুপ নিয়ে  আলোচনা করব। আমরা সবাই জানি কোন একটি  Noun বিশেষ করে যেগুলি ব্যক্তিবাচক, বস্তুবাচক ও স্থানবাচক Noun তারা Singular ও  Plural হয়। Singular অর্থ একটি ও Plural অর্থ একের অধিক।

What is a Singular Noun?

আমরা যখন  কোন একজন ব্যক্তি বা কেবল একটি জিনিস সম্পর্কে কথা বলি, তখন তাকে Singular  Noun বলে। বাক্যে Singular Noun ব্যবহৃত হলে, তার পূর্বে  ’a’  অথবা ’an’ বসে। Noun শব্দটি Consonant দ্বারা শুরু হলে  ‘a’ আর  Noun শব্দটি Vowel  দ্বারা  শুরু হলে ’an’ বসে। উদাহরণ স্বরূপ: ‍  a boy;   a taxi;   a park;   a house;    a doctor;   a man; ‍ a river;   an umbrella;    an oven;     an idea;    an exercise; an airplane;  an insect.

What is a Plural Noun?

আমরা যখন একের অধিক ব্যক্তি, একের অধিক  জিনিস বা স্থান সম্পর্কে কথা বলি, তখন তাকে Plural  Noun বলে।

Singular noun-কে plural করার সাধারন নিয়ম:

1. – বেশিরভাগ common noun-এর Singular রুপ-এর শেষে ‘s’ যুক্ত করে Plural করতে হয়। যেমন: 

SingularPluralSingularPlural
a bookbooksa computercomputers
a penpensa chairchairs
a traintrainsa studentstudents
a playerplayersan umbrellaumbrellas
a taxitaxisan uncleuncles
a mountainmountainsan ovenovens

2. – যে সকল Noun শব্দ  s, ss, ch, sh, x ও z দ্বারা শেষ হয়, সে সকল Noun-এর শেষে ’es’ যুক্ত করে Plural করতে হয়। যেমন:

SingularPluralSingularPlural
bussbussesclassclasses
dressdressesbrunchbrunches
churchchurchesbrushbrushes
beachbeachesboxboxes
buzzbuzzesbossbosses
dashdashesfoxfoxes

Remember: – কোন Noun শব্দ  ‘ch’-দ্বারা শেষ হলে, তার উচ্চারণ সাধারনত: ‘চ’-এর মত হয়, কিন্তু তা যদি ‘চ’-এর মত না হয়ে ‘ক’এর মত হয়, তবে তাকে  Plural করতে শুধু  ‘s’  যুক্ত হবে। যেমন:  monarch – monarchs.

3. – যে সকল Noun শব্দ   -y  দ্বারা শেষ হয়, এবং উক্ত  -y-এর পূর্বের অক্ষর Vowel হলে,  উক্ত Noun-এর শেষের y-এর পর ‘s’ যুক্ত করে  Plural করতে হয়। যেমন:

SingularPluralSingularPlural
donkeydonkeysvalleyvalleys
boyboystoytoys
keykeysmonkeymonkeys
traytraysrunwayrunways
chimmneychimmneystrolleytrolleys

4. – যে সকল Noun শব্দ   -y  দ্বারা শেষ হয়, এবং উক্ত  -y-এর পূর্বে Consonant থাকে, সে সকল Noun-এর শেষের y-কে বাদ দিয়ে সে স্থলে -ies লিখতে হয়।

SingularPluralSingularPlural
babybabiesfamilyfamilies
storystoriespuppypuppies
beautybeautiesladyladies
flyfliespuppypuppies
citycitiespartyparties
democracydemocraciesdictionarydictionaries

5. – কোন Noun শব্দ  -f বা -ff  দ্বারা শেষ হলে, এবং উক্ত  -f বা -ff -এর পূর্বের অক্ষর Vowel হলে,  উক্ত Noun-এর শেষের  -f বা -ff  -এর পর ‘s’ যুক্ত করে  Plural করতে হয়। যেমন:

SingularPluralSingularPlural
chiefchiefsroofroofs
handkerchiefhandkerchiefscliffcliffs
puffpuffsbeliefbeliefs
chefchefsroofroofs

Exception:  কিন্তু  ‘leaf’  শব্দের plural ’leaves’; ’thief’  শব্দের plural ’thieves’.

6. – কোন Noun শব্দ  -f  দ্বারা শেষ হলে, এবং উক্ত  -f -এর পূর্বের অক্ষর Consonant  হলে,  উক্ত Noun-এর শেষের  -f কে  -V লিখে তারপর  -এর পর ‘es’ যুক্ত করে  Plural করতে হয়। যেমন:

SingularPluralSingularPlural
calfcalvesshelfshelves
halfhalvesselfselves

7. – কোন Noun শব্দ  -fe  দ্বারা শেষ হলে, এবং উক্ত শব্দের  -f -এর  স্থলে  -V ও তারপর e  -এর পর ‘s’ যুক্ত করে  Plural করতে হয়। যেমন:

SingularPluralSingularPlural
knifekniveswifewives
lifelivesmidwifemidwives

8. – যে সকল Noun শব্দ  যেগুলো   -o  দ্বারা শেষ হয়, এবং -o এর পূর্বে  যদি Vowel থাকে, তবে শুধু  ‘s’ যুক্ত করে  Plural করতে হয়। যেমন:

SingularPluralSingularPlural
videovideoszoozoos
radioradiospianopianos

9. – যে সকল Noun শব্দ  যেগুলো   -o  দ্বারা শেষ হয়, এবং -o এর পূর্বে  যদি Consonant  থাকে, তবে শুধু  ‘es’ যুক্ত করে  Plural করতে হয়। যেমন:

SingularPluralSingularPlural
echoechoesheroheores
tomatotomatoespotatopotatoes

10. – কোন কোন Singular Noun শব্দকে Plural করার জন্য বানান পরিবর্তন করে Plural করতে হয়। এগুলোকে irregular plural বলে। যেমন:

SingularPluralSingularPlural
manmenwomanwomen
childchildrenpersonPeople
mousemicetoothTeeth
footfeetgoosegeese

11. – কতকগুলো Noun শব্দের Singular ও  Plural একই রকম। অর্থাৎ এই Noun গুলো Singular হলে Singular Verb ও Plural হলে Plural Verb-এর সাথে ব্যবহৃত হয়। এই Noun গুলোর রুপের কোন পরিবর্তন হয় না। যেমন:

Deer: This is a deer.    There are many deer in the zoo.

Fish: Hilsha is a tasty fish. The fisherman caught a lot of fish. [তবে মাছ যদি    বিভিন্ন প্রকারের হয়, তবে fish-এর Plural ‘fishes’ হয়। যেমন: The fisherman has caught various fishes in the Padma river. 

Salmon: Give me a salmon.    They gave me ‍some salmon.

12. – কতকগুলো Noun শব্দ সকল সময় Plural, এদের কোন Singular রুপ নাই। যেমন:

trousers,  shorts,  jeans,   pants,   pajamas,   glasses,  spectacles,   goggles,  scissors,   clothes, shoes,  sandals,  slippers,   boots,   gloves,   socks.

13. – কতকগুলো  Noun শব্দ দেখতে মনে হয় Singular, কিন্তু তারা সকল সময়ই Plural হিসাবে ব্যবহৃত হয়। যেমন:

cattle, people, public, peasantry, police, dozen, poultry, gentry, mankind প্রভৃতি।

  • Cattle are grazing in the field. – মাঠে গবাদি পশু চরছে।
  • Two dozen make twenty four. – দুই ডজনে চব্বিশ হয়।

Rezaul Karim

Hi, my name is Rezaul Karim. I am an English teacher and founder of LearnEnglishWithRezaul.com. I work with non-native English learners to help them understand English grammar from basic to intermediate. I also help them improve their conversation skills, and communication ability and reduce their accent. I hope you may like my posts on this website, and if you really really feel that this page/website is useful for English learners, please happily share it for others to know.

Leave a Reply