এই Lesson-এ Noun-এর Singular ও Plural রুপ নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি কোন একটি Noun বিশেষ করে যেগুলি ব্যক্তিবাচক, বস্তুবাচক ও স্থানবাচক Noun তারা Singular ও Plural হয়। Singular অর্থ একটি ও Plural অর্থ একের অধিক।
What is a Singular Noun?
আমরা যখন কোন একজন ব্যক্তি বা কেবল একটি জিনিস সম্পর্কে কথা বলি, তখন তাকে Singular Noun বলে। বাক্যে Singular Noun ব্যবহৃত হলে, তার পূর্বে ’a’ অথবা ’an’ বসে। Noun শব্দটি Consonant দ্বারা শুরু হলে ‘a’ আর Noun শব্দটি Vowel দ্বারা শুরু হলে ’an’ বসে। উদাহরণ স্বরূপ: a boy; a taxi; a park; a house; a doctor; a man; a river; an umbrella; an oven; an idea; an exercise; an airplane; an insect.
What is a Plural Noun?
আমরা যখন একের অধিক ব্যক্তি, একের অধিক জিনিস বা স্থান সম্পর্কে কথা বলি, তখন তাকে Plural Noun বলে।
Singular noun-কে plural করার সাধারন নিয়ম:
1. – বেশিরভাগ common noun-এর Singular রুপ-এর শেষে ‘s’ যুক্ত করে Plural করতে হয়। যেমন:
Singular
Plural
Singular
Plural
a book
books
a computer
computers
a pen
pens
a chair
chairs
a train
trains
a student
students
a player
players
an umbrella
umbrellas
a taxi
taxis
an uncle
uncles
a mountain
mountains
an oven
ovens
2. – যে সকল Noun শব্দ s, ss, ch, sh, x ও z দ্বারা শেষ হয়, সে সকল Noun-এর শেষে ’es’ যুক্ত করে Plural করতে হয়। যেমন:
Singular
Plural
Singular
Plural
buss
busses
class
classes
dress
dresses
brunch
brunches
church
churches
brush
brushes
beach
beaches
box
boxes
buzz
buzzes
boss
bosses
dash
dashes
fox
foxes
Remember: – কোন Noun শব্দ ‘ch’-দ্বারা শেষ হলে, তার উচ্চারণ সাধারনত: ‘চ’-এর মত হয়, কিন্তু তা যদি ‘চ’-এর মত না হয়ে ‘ক’এর মত হয়, তবে তাকে Plural করতে শুধু ‘s’ যুক্ত হবে। যেমন: monarch – monarchs.
3. – যে সকল Noun শব্দ -y দ্বারা শেষ হয়, এবং উক্ত -y-এর পূর্বের অক্ষর Vowel হলে, উক্ত Noun-এর শেষের y-এর পর ‘s’ যুক্ত করে Plural করতে হয়। যেমন:
Singular
Plural
Singular
Plural
donkey
donkeys
valley
valleys
boy
boys
toy
toys
key
keys
monkey
monkeys
tray
trays
runway
runways
chimmney
chimmneys
trolley
trolleys
4. – যে সকল Noun শব্দ -y দ্বারা শেষ হয়, এবং উক্ত -y-এর পূর্বে Consonant থাকে, সে সকল Noun-এর শেষের y-কে বাদ দিয়ে সে স্থলে -ies লিখতে হয়।
Singular
Plural
Singular
Plural
baby
babies
family
families
story
stories
puppy
puppies
beauty
beauties
lady
ladies
fly
flies
puppy
puppies
city
cities
party
parties
democracy
democracies
dictionary
dictionaries
5. – কোনNoun শব্দ -f বা -ff দ্বারা শেষ হলে, এবং উক্ত -f বা -ff -এর পূর্বের অক্ষর Vowel হলে, উক্ত Noun-এর শেষের -f বা -ff -এর পর ‘s’ যুক্ত করে Plural করতে হয়। যেমন:
Singular
Plural
Singular
Plural
chief
chiefs
roof
roofs
handkerchief
handkerchiefs
cliff
cliffs
puff
puffs
belief
beliefs
chef
chefs
roof
roofs
Exception: কিন্তু ‘leaf’ শব্দের plural ’leaves’; ’thief’ শব্দের plural ’thieves’.
6. – কোনNoun শব্দ -f দ্বারা শেষ হলে, এবং উক্ত -f -এর পূর্বের অক্ষর Consonant হলে, উক্ত Noun-এর শেষের -f কে -V লিখে তারপর -এর পর ‘es’ যুক্ত করে Plural করতে হয়। যেমন:
Singular
Plural
Singular
Plural
calf
calves
shelf
shelves
half
halves
self
selves
7. – কোনNoun শব্দ -fe দ্বারা শেষ হলে, এবং উক্ত শব্দের -f -এর স্থলে -V ও তারপর e -এর পর ‘s’ যুক্ত করে Plural করতে হয়। যেমন:
Singular
Plural
Singular
Plural
knife
knives
wife
wives
life
lives
midwife
midwives
8. – যে সকলNoun শব্দ যেগুলো -o দ্বারা শেষ হয়, এবং -o এর পূর্বে যদি Vowel থাকে, তবে শুধু ‘s’ যুক্ত করে Plural করতে হয়। যেমন:
Singular
Plural
Singular
Plural
video
videos
zoo
zoos
radio
radios
piano
pianos
9. – যে সকলNoun শব্দ যেগুলো -o দ্বারা শেষ হয়, এবং -o এর পূর্বে যদি Consonant থাকে, তবে শুধু ‘es’ যুক্ত করে Plural করতে হয়। যেমন:
Singular
Plural
Singular
Plural
echo
echoes
hero
heores
tomato
tomatoes
potato
potatoes
10. – কোন কোন Singular Noun শব্দকে Plural করার জন্য বানান পরিবর্তন করে Plural করতে হয়। এগুলোকে irregular plural বলে। যেমন:
Singular
Plural
Singular
Plural
man
men
woman
women
child
children
person
People
mouse
mice
tooth
Teeth
foot
feet
goose
geese
11. – কতকগুলোNoun শব্দের Singular ও Plural একই রকম। অর্থাৎ এই Noun গুলো Singular হলে Singular Verb ও Plural হলে Plural Verb-এর সাথে ব্যবহৃত হয়। এই Noun গুলোর রুপের কোন পরিবর্তন হয় না। যেমন:
Deer: This is a deer. There are many deer in the zoo.
Fish: Hilsha is a tasty fish. The fisherman caught a lot of fish. [তবে মাছ যদি বিভিন্ন প্রকারের হয়, তবে fish-এর Plural ‘fishes’ হয়। যেমন: The fisherman has caught various fishes in the Padma river.
Salmon: Give me a salmon. They gave me some salmon.
12. – কতকগুলো Noun শব্দ সকল সময় Plural, এদের কোন Singular রুপ নাই। যেমন:
Hi, my name is Rezaul Karim. I am an English teacher and founder of LearnEnglishWithRezaul.com. I work with non-native English learners to help them understand English grammar from basic to intermediate. I also help them improve their conversation skills, and communication ability and reduce their accent.
I hope you may like my posts on this website, and if you really really feel that this page/website is useful for English learners, please happily share it for others to know.