What is a Phrase? Types of Phrase

What is a Phrase?

একে অপরের সাথে সম্পর্কিত একের অধিক শব্দ যখন কোন একটি part of speech-এর  ‍ভূমিকা পালন করে, তখন সেই শব্দ সমষ্টিকে phrase বলে।

তাহলে বুঝা গেল যে, কোন শব্দ সমষ্টির phrase হবার জন্য দুটি শর্ত পূরণ করতে হবে। তারা হলো:

  • একে অপরের সাথে সম্পর্কিত একের অধিক শব্দ
  • কোন একটি part of speech-এর  ‍ভূমিকা পালন করা

Types of Phrase:

Phrase প্রধানত: ছয় প্রকার। তারা হচ্ছে:

  1. The Noun Phrase
  2. The Prepositional Phrase
  3. The Infinitive Phrase
  4. The Participle Phrase
  5. The Gerund Phrase
  6. The Verb Phrase

এছাড়াও আরও এক ধরনের Phrase আছে, যার বৈশিষ্ট্য উপরোক্ত Phrase গুলোর  বৈশিষ্ট্য হতে আলাদা, তার নাম Absolute phrase. এই Absolute phrase বিষয়েও এই lesson-এর শেষে আলোচনা করবো।

1. The Noun phrase:

যে phrase article,   determiner বা  adjective দ্বারা শুরু হয় ও  noun  দ্বারা শেষ হয়, তাকেই  noun phrase বলে।

Noun phrase কোন বাক্যে সাধারণত:  verb-এর subject হিসাবে এবং verb-এর object হিসাবে ব্যবহৃত হয়।

Example:

  • The silk of Rajshahi is beautiful. [Article ‘the’ দ্বারা শুরু হয়েছে, noun ‘Rajshahi’ দ্বারা শেষ হয়েছে]।
  • The sugar on the table is from India. [Article ‘the’ দ্বারা শুরু হয়েছে, noun ‘sugar’ দ্বারা শেষ হয়েছে]।
  • I bought a beautiful diamond ring. [Article ‘a’ দ্বারা শুরু হয়েছে, noun ‘ring’ দ্বারা শেষ হয়েছে]।
  • This is an interesting story. [Article ‘an’ দ্বারা শুরু হয়েছে, noun ‘story’ দ্বারা শেষ হয়েছে]।
  • There are some fountains pens on the table. [Determiner ‘some’দ্বারা শুরু হয়েছে, noun ‘pens’ দ্বারা শেষ হয়েছে]।
  • That boy in the corner is my friend. [Determiner ‘that’ দ্বারা শুরু হয়েছে noun ‘boy’ দ্বারা শেষ হয়েছে]।
  • The people of Japan is very hard-working. [Article ‘the’ দ্বারা শুরু হয়েছে noun ‘people’ দ্বারা শেষ হয়েছে]।
  • They are good students. [Adjective ‘good’ দ্বারা শুরু হয়েছে noun ‘students’ দ্বারা শেষ হয়েছে]।
  • A crying boy is coming towards me. – কাঁদতে কাঁদতে একটা ছেলে আমার দিকে আসছে।
  • Can you see that running train? – আপনি কি সেই চলমান ট্রেনটি দেখতে পাচ্ছেন?
  • I need a driving license. – আমার একটি ড্রাইভিং লাইসেন্স দরকার।

2. The Prepositional phrase:

যে phrase preposition দ্বারা শুরু হয় ও noun দ্বারা শেষ হয়, তাকেই  preposition phrase বলে।

Example:

  • Rahim is a man of regular habits. [Preposition ‘of’ দ্বারা শুরু হয়েছে, noun ‘habits’ দ্বারা শেষ হয়েছে]।
  • The book on the table is yellow. [Preposition ‘on’ দ্বারা শুরু হয়েছে, noun ‘table’ দ্বারা শেষ হয়েছে]।
  • The cat under the table is sleeping. [Preposition ‘under’ দ্বারা শুরু হয়েছে, noun ‘table’ দ্বারা শেষ হয়েছে]।
  • A beggar with one eye is asking for food. [Preposition ‘with’ দ্বারা শুরু হয়েছে, noun ‘eye’ দ্বারা শেষ হয়েছে]।
  • Faruk is interested in games. [Preposition ‘in’ দ্বারা শুরু হয়েছে, noun ‘games’ দ্বারা শেষ হয়েছে]।
  • Rahima gets up at six o’clock. [Preposition ‘at’ দ্বারা শুরু হয়েছে, noun ‘clock’ দ্বারা শেষ হয়েছে]।

3. The Infinitive phrase:

যে phrase to verb বা infinitive দ্বারা শুরু হয় ও noun বা adverb দ্বারা শেষ হয়, তাকেই  infinitive phrase বলে।

Example:

  • To waste money is unwise. [Infinitive ‘to waste’ দ্বারা শুরু হয়েছে, noun ‘money’ দ্বারা শেষ হয়েছে]।
  • Rahim wants to study English. [Infinitive ‘to study’ দ্বারা শুরু হয়েছে, noun ‘English’ দ্বারা শেষ হয়েছে]।
  • I want to read a book. [Infinitive ‘to read’ দ্বারা শুরু হয়েছে, noun ‘book’ দ্বারা শেষ হয়েছে]।
  • To walk regularly is good for health. [Infinitive ‘to walk’ দ্বারা শুরু হয়েছে, adverb ‘regularly’ দ্বারা শেষ হয়েছে]।
  • He wants to get a good result. [Infinitive ‘to get’ দ্বারা শুরু হয়েছে, noun ‘result’ দ্বারা শেষ হয়েছে]।
  • I am glad to receive your letter. [Infinitive ‘to receive’ দ্বারা শুরু হয়েছে, noun ‘letter’ দ্বারা শেষ হয়েছে]।

4. The Participial phrase:

যে phrase to verb বা present participle বা past participle দ্বারা শুরু হয় ও noun বা adverb দ্বারা শেষ হয়, তাকেই  participle phrase বলে।

Example:

  • Reading the book, I shall go to play. [Present participle ‘reading’ দ্বারা শুরু হয়েছে, noun ‘book’ দ্বারা শেষ হয়েছে]।
  • The girl picking flowers is my sister.[Present participle ‘picking’ দ্বারা শুরু হয়েছে, noun ‘flowers’ দ্বারা শেষ হয়েছে]।
  • Singing the national anthem, the students walked into the classroom. [Present participle ‘singing’ দ্বারা শুরু হয়েছে, noun ‘anthem’ দ্বারা শেষ হয়েছে]।
  • The boy walking along the road is a student. [Present participle ‘walking’ দ্বারা শুরু হয়েছে, noun ‘road’ দ্বারা শেষ হয়েছে]।
  • The bridge destroyed by the flood has been rebuilt. [Past participle ‘destroyed’ দ্বারা শুরু হয়েছে, noun ‘flood’ দ্বারা শেষ হয়েছে]।
  • The passengers injured in an accident are in hospital. [Past participle ‘injured’ দ্বারা শুরু হয়েছে, noun ‘accident’ দ্বারা শেষ হয়েছে]।
  • People going abroad must have valid passport. [Present participle ‘going’ দ্বারা শুরু হয়েছে, adverb ‘abroad’ দ্বারা শেষ হয়েছে]।
  • Smiling brightly, the girl went away. [Present participle ‘smiling’ দ্বারা শুরু হয়েছে, adverb ‘brightly’ দ্বারা শেষ হয়েছে]।

5. The Gerund phrase:

যে phrase gerund দ্বারা শুরু হয় ও noun কিম্বা adverb দ্বারা শেষ হয়, তাকেই  gerund phrase বলে।

Example:

  • Waking in the morning is good for health. [Gerund ‘walking’ দ্বারা শুরু হয়েছে, noun ‘morning’ দ্বারা শেষ হয়েছে]।
  • I like reading novels. [Gerund ‘reading’ দ্বারা শুরু হয়েছে, noun ‘novels’ দ্বারা শেষ হয়েছে]।
  • My grandfather enjoys telling stories of ghost. [Gerund ‘telling’ দ্বারা শুরু হয়েছে, noun ‘stories’ দ্বারা শেষ হয়েছে]।
  • Passing the BCS Examination is difficult. [Gerund ‘passing’ দ্বারা শুরু হয়েছে, noun ‘examination’ দ্বারা শেষ হয়েছে]।
  • Getting good marks in English is not easy. [Gerund ‘getting’ দ্বারা শুরু হয়েছে, noun ‘marks’ দ্বারা শেষ হয়েছে]।
  • I do not like your staying here. [Gerund ‘staying’ দ্বারা শুরু হয়েছে, adverb ‘here’ দ্বারা শেষ হয়েছে]।

6. The Verb phrase:

যে phrase auxiliary verb দ্বারা শুরু হয় ও main verb বা finite verb দ্বারা শেষ হয়, তাকেই verb phrase ।

Example:

  • Rahima is reading a book. [Auxiliary verb ‘is’ দ্বারা শুরু হয়েছে, main verb’ reading’ দ্বারা শেষ হয়েছে]।
  • He is writing a letter. [Auxiliary verb ‘is’ দ্বারা শুরু হয়েছে, main verb’ writing’ দ্বারা শেষ হয়েছে]।
  • They are playing cricket. [Auxiliary verb ‘are’ দ্বারা শুরু হয়েছে, main verb’ playing’ দ্বারা শেষ হয়েছে]।
  • It has been raining for three days.[Auxiliary verb ‘has’ দ্বারা শুরু হয়েছে, তারপর আরেকটি auxiliary verb ‘been’ আছে, শেষে  main verb’ writing’ দ্বারা শেষ হয়েছে]।
  • He was wounded in the accident. [Auxiliary verb ‘was’ দ্বারা শুরু হয়েছে, main verb’ wounded’ দ্বারা শেষ হয়েছে]।
  • You should obey your parents. [Auxiliary verb ‘should’ দ্বারা শুরু হয়েছে, main verb’ obey’ দ্বারা শেষ হয়েছে]।
  • The work should have been done by yesterday. [Auxiliary verb ‘should’ দ্বারা শুরু হয়েছে, main verb ‘done’ দ্বারা শেষ হয়েছে]।র্

Absolute phrase:

Absolute phrase উপরোক্ত phrase গুলির ন্যায় একক কোন part of speech-এর কাজ করে না। Noun ও participle নিয়ে গঠিত হয়ে Absolute phrase মূলত: বাক্যের main clause-এ থাকা পুরো বর্ণনার কারন অথবা শর্ত বর্ণনা করে অতিরিক্ত তথ্য প্রদান করে। Absolute phrase সকল সময় comma (,) দ্বারা main clause হতে পৃথক থাকে।

তাহলে আমরা জানলাম যে, Absolute phrase

  • বাক্যে একক কোন part of speech-এর কাজ করবে না।
  • Noun + participle নিয়ে গঠিত হবে, তবে প্রয়োজনে participle-এর আরও দু-একটি শব্দ ব্যবহৃত হতে পারে।
  • বাক্যের main clause-এ থাকা পুরো বর্ণনার কারন অথবা শর্ত বর্ণনা করবে।
  • এই phrase সকল সময় comma (,) দ্বারা main clause হতে পৃথক থাকবে।

Absolute phrase বিষয়ে আরও দুটি বিষয় জানা প্রয়োজন। প্রথমটি হলো, যেহেতু Absolute phrase কোন বাক্যের main clause-এর বিষয়ে অতিরিক্ত তথ্য প্রদানের জন্য ব্যবহৃত হয়, তাই এই phrase-কে বাক্য হতে অপসারন করলে বা বাদ দিলেও বাক্যটি একটি স্বয়ং সম্পূর্ণ বাক্য হিসাবে তার মূল অর্থ প্রকাশ করতে পারে।

দ্বিতীয়টি হলো, কোন Absolute phrase কোন বাক্যের প্রথমে, মাঝখানে বাা বাক্যের শেষে ব্যবহৃত হতে পারে। তবে ইহা বাক্যের যে স্থানেই ব্যবহার হোক না কেন, তা comma (,) দ্বারা main clause হতে পৃথক থাকবে। বেশিরভাগ ক্ষেত্রে ইহা বাক্যের প্রথমেই ব্যবহৃত হয়।

Absolute phrase সম্পর্কে উপরোক্ত সকল তথ্যের উপর ভিত্তি করে এখন আমরা Absolute phrase-এর সংজ্ঞা বা Absolute phrase কাকে বলে, তা জানবো।

What is an absolute phrase?

সাধারনত: Noun ও participle শব্দ পাশাপাশি ব্যবহৃত হয়ে বাক্যের main clause-এর বিষয়ে কারণ বা শর্ত প্রকাশ করার জন্য যে phrase ব্যবহৃত হয়, তাহাই Absolute phrase.

Example:

  • The sun having set, we started for home. – সূর্য ডুবে যাওয়ায়, আমরা বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম।
  • It being a stormy day, I decided not to go to school. – এটি একটি ঝড়ের দিন হওয়ায়, আমি স্কুলে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
  • Dinner being over, the guests left the table. – রাতের খাবার শেষ হওয়ায়, অতিথিরা টেবিল ছেড়ে চলে গেল।
  • The movie being over, we started for our home. – সিনেমা শেষ হওয়ায়, আমরা আমাদের বাড়ির জন্য শুরু করলাম।
  • He started getting nervous, having been alone for so long. – সে এতক্ষণ একা থাকার কারণে নার্ভাস হতে শুরু করেছিলো।
  • Faruk decided to go to school, having the lessons prepared. – ফারুক স্কুলে যাওয়ার সিদ্ধান্ত নিলো, পাঠ প্রস্তুত করে।
  • The story being short, I read it in one hour. – গল্পটি ছোট হওয়ায়, আমি এটি এক ঘন্টার মধ্যে পড়েছি।
  • Being a teacher, you should know what it is. – একজন শিক্ষক হওয়ায় তোমার জানা উচিত এটি কী।
  • God willing, we shall meet again. – আল্লাহ চাইলে, আমাদের আবার দেখা হবে।
  • The sun having risen, we set out on our adventure. – সূর্য উঠার পর, আমরা আমাদের দু: সাহসিক কাজ শুরু করলাম।
  • I hope, God willing, I’ll get into Dhaka University next year. – আমি আশা করি,আল্লাহর ইচ্ছায় আগামী বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব।

Sentence-এর প্রথমে ব্যবহৃত হওয়া Absolute phrase-এর participle যদি ‘being’ অথবা ‘having been’ হয়, তবে সে ক্ষেত্রে অনেক সময় ‘being’ এবং ‘having been’-কে উহ্য রাখা যায়।

Example:

  • The sun set, we started for home. – সূর্য ডুবে গেল, আমরা বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম।
  • Dinner over, the guests left the table. – ডিনার শেষ, অতিথিরা টেবিল ছেড়ে চলে গেল।
  • The movie over, we started for our home. – সিনেমা শেষ, আমরা আমাদের বাড়ির জন্য শুরু করেছি।
  • He started getting nervous, alone for so long. – সে নার্ভাস হতে শুরু করলো, এতক্ষণ একা।

Rezaul Karim

Hi, my name is Rezaul Karim. I am an English teacher and founder of LearnEnglishWithRezaul.com. I work with non-native English learners to help them understand English grammar from basic to intermediate. I also help them improve their conversation skills, and communication ability and reduce their accent. I hope you may like my posts on this website, and if you really really feel that this page/website is useful for English learners, please happily share it for others to know.

Leave a Reply