Non-finite Verb-কে আরও সুন্দর ও সহজ করে বুঝার জন্য, ইংরেজি গ্রামারের আরও অনেক নতুন কিছু জানার জন্য Learn English with Rezaul -পুস্তক আকারে প্রকাশিত হয়েছে। ক্যুরিয়ারের মাধ্যমে পুস্তকটি সংগ্রহ করতে পারবেন। সাতশত পৃষ্ঠার পুস্তকটিতে ৮৩-টি ইউনিক কনটেন্ট রয়েছে, যা আপনাকে ইংরেজি গ্রামারের বিষয়ে অনেক অবাক করা ধারণা দেবে। পুস্তকটির বিষয়ে বিস্তারিত জানতে এই পেইজটি দেখতে পারেন: https://learnenglishwithrezaul.com/

Non-finite Verb কাকে বলে:
Verb শব্দ হতে গঠিত কোন একটি শব্দ যা অন্য part of speech যেমন, noun, adjective, adverb-এর ন্যায় কাজ করে তাকেই verbal বা non-finite verb বলে।
Non-finite Verb কত প্রকার:
Non-finite verb বা verbals তিন প্রকার:
1. -Gerund
Verb-এর শেষে ing যুক্ত শব্দ যা ব্যকারণগতভাবে noun-এর ন্যায় কাজ করে, তখন তাকেই gerund বলে।
Example:
- Walking is good for our body and health.-হাঁটা শরীর ও স্বাস্থ্যের পক্ষে ভাল।[Walking বা হাঁটা শব্দটি noun. এই walking শব্দটি বাক্যের কর্তা হিসাবে ব্যবহৃত হয়েছে। আমরা জানি একমাত্র noun-ই কোন বাক্যের কর্তা হিসাবে ব্যবহৃত হতে পারে। Walking শব্দটিকে পরিবর্তন করে বাক্যটিকে বিভিন্ন tense-এ পরিবর্তন করা যাবে না। তাই walking শব্দটি একটি verbal বা non-finite verb এবং ইহা gerund শ্রেনিভূক্ত।]
- I like cooking.- রান্না করা আমি পছন্দ করি। [Cooking বা রান্না করা শব্দটি noun. এই cooking শব্দটি বাক্যের object বা কর্ম হিসাবে ব্যবহৃত হয়েছে। আমরা জানি একমাত্র noun-ই কোন বাক্যের object হিসাবে ব্যবহৃত হতে পারে। Cooking শব্দটিকে পরিবর্তন করে বাক্যটিকে বিভিন্ন tense-এ পরিবর্তন করা যাবে না। তাই cooking শব্দটি একটি verbal বা non-finite verb এবং ইহা gerund শ্রেনিভূক্ত।
2. -Participles:
Verb-এর শেষে ing বা verb-এর past participle রুপ ব্যবহার করে adjective-এর ন্যায় কাজ সম্পাদন করা হলে তাকে participle বলে।
Example:
- The tree is full of blooming flowers. -গাছটি ফুটন্ত ফুলে ভরপুর।
- The crying boy is looking for help. -কান্নারত ছেলেটি সাহায্যের সন্ধান করছে।
- To get into a running train is very dangerous. -চলমান ট্রেনে উঠা খুব বিপজ্জনক।
- He is an educated man. – তিনি শিক্ষিত মানুষ।
- The broken glass should not be kept on the table. -ভাঙা কাচটি টেবিলে রাখা উচিত নয়।
Types of participles:
Participle দুই প্রকার, তারা হলো:
- Present participle
- Past participle
Present participle:
কোন একটি কাজ চলছে এবং তা এখনো সম্পূর্ণ হয় নাই, অথবা কোন একটি কাজের অবস্থা যা স্থিতিশীল অবস্থায় আছে, তা বুঝানোর জন্য verb–এর শেষে ing যুক্ত করে present participle গঠিত হয়।
Example:
- They found a running train coming towards the station.
- Students are reading an exciting story.
- I found him sitting on the chair.
Past participle:
কোন একটি কাজ শেষ হয়েছে অথবা কোন একটি কাজের অবস্থা যা সমাপ্ত অবস্থায় আছে, তা বুঝানোর জন্য verb–এর শেষে -ed, -d, -t, -en, -n যুক্ত করে past participle গঠিত হয়।
Example:
- I saw a destroyed building over there.
- Only the interested persons are eligible to apply for the job.
3. -Infinitive:
Sentence-এ ব্যবহৃত to verb যখন noun, adjective বা adverb-এর ন্যায় কাজ করে, তখন তাকে Infinitive বলে।
Example:
- I am glad to know that you have passed the examination. – তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জেনে আমি আনন্দিত।
- To walk in the morning is good for health. -সকালে হাঁটা স্বাস্থ্যের পক্ষে ভাল।
- He hesitated to tell anything about it. – সে এ সম্পর্কে কিছু বলতে দ্বিধা করলো।
- To pass the examination is not that easy. – পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এত সহজ নয়।
- I want to learn English. – আমি ইংরেজি শিখতে চাই।
What is a verbal noun?
Verb শব্দ হতে উৎপত্তি -ing যুক্ত শব্দ যে শব্দটি পরিপূর্ণভাবে একটি noun শব্দের ন্যায় কাজ করে, তাকেই verbal noun বলে।
Difference between a gerund and a verbal noun:
Gerund এবং verbal noun এক নয়। Verbal noun গুলো verb শব্দ হতে গঠিত অন্য এর ধরনের noun, যার বৈশিষ্ঠ্য gerund-এর ন্যায় হলেও তার সাথে gerund-এর পার্থক্য রয়েছে। পার্থক্যগুলো নিম্নরুপ:
- Gerund-কে plural হিসাবে ব্যবহার করা যায় না, কিন্তু verbal noun-কে প্রয়োজনে plural হিসাবে ব্যবহার করা যায়।
Example:
- Reading aloud is a good practice for improving pronunciation. (gerund)
- Several readings of this passage will clarify the meaning of this passage. (verbal noun)
- Gerund-এর পূর্বে কোন article, adjective বা determiner ব্যবহার করা যায় না, কিন্তু verbal noun-এর পূর্বে article (যেমন ‘the’ এবং ’this’), adjective বা determiner ব্যবহার করা যায়।
Example:
- Swimming is an excellent sport. (gerund)
- His singing style earned him a good reputation in the music industry. (verbal noun)
- Gerund-এর মধ্যে verb-এর বৈশিষ্ট্য বিদ্যমান থাকে, কিন্তু verbal noun-এর মধ্যে verb-এর বৈশিষ্ট্য পাওয়া যায় না। এ কারনে verbal noun-এর পূর্বে ‘the’ তারপর adjective এবং verbal noun-এর পরে ‘of’ ব্যবহার করা যায়। কিন্তু gerund-এর পূর্বে ‘the’ ও adjective এবং পরে ‘of’ ব্যবহার করা যায় না।
Example:
- The extraordinary singing style is necessary for music industry.
Remember: Gerund এবং verbal noun-এর মধ্যে এ পার্থক্যগুলি থাকলেও অনেক ইংরেজি ব্যাকরণবিদ verbal noun-কে gerund বলেেই মনে করেন। অপর পক্ষে কিছু ব্যাকরণবিদ আছেন যারা এ দুটির মধ্যে পার্থক্য করে থাকেন।
এ কারনে শুধু জানার জন্য gerund ও verbal noun-কে পৃথকভাবে বর্ণনা করা হলো। আমরাও এ দুই প্রকারকেই gerund বলেই জানবো, যা এই লিংকে বিশদভাবে বর্ণনা করা হয়েছে: https://learnenglishwithrezaul.com/what-is-a-gerund/
Conclusion:
Non-Finite Verb শেখা আমাদের বাক্য গঠনের জটিলতা এবং দক্ষতা বাড়ায়। এটি আমাদের ভাষায় আরও সৃজনশীল এবং গতিশীল হতে সাহায্য করে। Non-Finite Verb সঠিকভাবে ব্যবহার করার মাধ্যমে লেখালেখি এবং কথোপকথনে আরও প্রাঞ্জলতা আনা যায়। Non-Finite Verb এমন একটি Verb, যা বাক্যের বিষয় বা tense-এর সঙ্গে পরিবর্তিত হয় না। সব মিলিয়ে, Non-Finite Verb শেখা আমাদের ভাষার দক্ষতা বৃদ্ধি করে এবং যোগাযোগকে আরও প্রভাবশালী এবং অর্থবহ করে তোলে।