আজ আমরা Reflexive Pronoun সম্মন্ধে বিস্তারিত জানব, যাতে করে এই Pronoun-কে comfortably বাক্যে ব্যবহার করতে পারি।
What is a Reflexive Pronoun?
Reflexive Pronoun-এর অর্থ আত্মবাচক সর্বনাম। আত্ম অর্থ নিজ (Self ). যে Pronoun-এর সাথে –self / selves যুক্ত থাকে এবং যে -self / selves Pronoun বাক্যে ব্যবহৃত আগের noun-কে নিদের্শ করে তাকেই Reflexive Pronoun বলে। কোন বাক্যে -self / selves Pronoun-এর সঠিক ব্যবহারের এটি একটি গুরুত্বপূর্ণ শর্ত। Self হচ্ছে Singular আর Selves হচ্ছে Plural.
Reflexive Pronoun বাক্যে একা ব্যবহৃত হয় না। এই Pronoun সাধারনত: তার স্ব-গোত্রের Personal Pronoun-এর সাথে অথবা সমগোত্রীয় noun-এর সাথে ব্যবহৃত হয়।
Example:
- বাক্যের “I.” -এর সংগে “myself” ব্যবহৃত হয়। I can do it myself. – আমি নিজেই এটা করতে পারি।
- “We.”-এর সাথে “ourselves” এর সাথে ব্যবহৃত হয়। We are trying to learn English ourselves. – আমরা নিজেরাই ইংরেজি শেখার চেষ্টা করছি।
- “You.” Singular-এর সাথে “yourself” ব্যবহৃত হয়। You have to do good in the exam for yourself. – তোমার নিজের জন্য তোমাকে পরীক্ষায় ভালো করতে হবে।
- “You” Plural-এর সাথে “yourselves” ব্যবহৃত হয়। I think you all enjoyed yourselves at the party. – আমি মনে করি তোমরা সবাই পার্টিতে নিজেদের উপভোগ করেছো।
- “He.”-এর সংগে অথবা third person singular number noun-এর সাথে “himself” ব্যবহৃত হয়। He/Our teacher himself taught us this. – সে/আমাদের শিক্ষক নিজেই আমাদের এই শিক্ষা দিয়েছেন।
- “She–এর সাথে অথবা third person singular number noun-এর সাথে “herself” ব্যবহৃত হয়। She/Our madam educated herself through hard labor. – সে/আমাদের ম্যাডাম কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে শিক্ষিত করেছেন।
- “They”-এর সাথে অথবা third person plural number noun-এর সাথে “themselves” ব্যবহৃত হয়। They/Children are educating themselves under the guidance of a teacher. – তারা/শিশুরা একজন শিক্ষকের তত্ত্বাবধানে নিজেদেরকে শিক্ষিত করছে।
- “It.”-এর সাথে অথবা third person singular number noun-এর সাথে “itself” ব্যবহৃত হয়। My exam result itself helped me get this job. – The study itself gave me good results in the exam. – অধ্যয়নই আমাকে পরীক্ষায় ভাল ফলাফল দিয়েছে।
- “One”-এর সাথে “oneself” ব্যবহৃত হয়। One can make oneself happy through hard labor. – কেহ কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে সুখী করতে পারে।
Reflexive pronoun কখন কিভাবে ব্যবহৃত হয়?
1. Verb-এর object হিসাবে ব্যবহৃত হয়।
(Verb-এর পর যে ব্যক্তি বা বস্তুবাচক শব্দ থাকে, সেটিই হচ্ছে verb-এর object).
Example:
- Rahim knows himself well. – রহিম নিজেকে ভাল চেনে। [এখানে ‘himself’ হচ্ছে ’know’ Verb-এর object এবং ’himself ‘ শব্দটি ’Rahim’-কে নিদের্শ করছে]।
- She made herself a cup of tea and sat down on the chair – সে নিজের জন্য এক কাপ চা বানিয়ে চেয়ারে বসল।
- You know yourself better than anyone else. – তুমি নিজেকে অন্য কারও চেয়ে ভাল জান।
2. Preposition-এর পর ব্যবহৃত হয়।
Example:
- She bought a new dress for herself. – সে নিজের জন্য নতুন পোশাক কিনেছিল।
- I bought a present for myself. – আমি নিজের জন্য একটি উপহার কিনেছি।
3. ‘একা’ (alone) বা ‘কোনও সাহায্য ছাড়াই কোন কাজ করা হয়েছে’ বোঝানোর জন্য আমরা প্রায়শই by+Reflexive Pronoun ব্যবহার করি।
Example:
- He did the work by himself. = He did the work alone. – সে কাজটি একাই করেছে।
- The children made the entire meal by themselves. – বাচ্চারা নিজেরাই পুরো খাবার বানিয়েছিল (অন্য কারো সাহায্য ছাড়া)।
- I went to the movie by myself. – আমি নিজেই মুভিতে গিয়েছিলাম।
4. বাক্যের Subject (কর্তা)-কে জোড় (Emphasis) দিয়ে বুঝানোর জন্য Reflexive Pronoun ব্যবহৃত হয়।
Example:
- I will do it myself. – আমি নিজেই এটা করবো। আমার কোনও সাহায্যের দরকার নেই।
- I told the manager about it myself. – আমি নিজেই ম্যানেজারকে এ ব্যাপারে বলেছি।
মুলত: এই চারভাবেই Reflexive Pronoun-কে ব্যবহার করা যায়। বুঝার চেষ্টা করলে সহজেই Reflexive Pronoun কি এবং বাক্যে এই Pronoun-কে কিভাবে ব্যবহার করা যায়, তা জানা যাবে।
Rezaul Karim.