What is an Interrogative Pronoun? Use of Interrogative Pronouns

Warning:

Learn English with Rezaul-এর content গুলো copyright দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত।

Copyright Registration Number: CRL – 30202

আরও সুন্দর ও সহজ করে বুঝার জন্য, অনেক নতুন কিছু জানার জন্য, সর্বোপরি আমার সংগে ইংরেজি শেখার জন্য Learn English with Rezaul -পুস্তক আকারে প্রকাশিত হয়েছে।   ক্যুরিয়ারের মাধ্যমে পুস্তকটি সংগ্রহ করতে পারবেন। সাতশত পৃষ্ঠার পুস্তকটিতে ৮৩-টি কনটেন্ট রয়েছে, যা আপনাকে ইংরেজি গ্রামারের বিষয়ে অনেক অবাক করা ধারণা দেবে। পুস্তকটির মূল্য পাঁচশত পঞ্চাশ টাকা + ক্যুরিয়ার চার্জ। যোগাযোগ করুন: হোয়াটসঅ্যাপ: +8801715138716

আজ আমরা Interrogative Pronoun সম্মন্ধে বিস্তারিত জানব। Interrogative Pronoun জানার পর আমরা খুব সহজভাবে তা বাক্যে ব্যবহার করতে পারব। প্রথমে আমরা জানার চেষ্টা করি Interrogative Pronoun বলতে আসলে কি বুঝায়। Interrogative অর্থ ‘প্রশ্নসূচক’ আর Pronoun অর্থ যে শব্দ Noun-এর ‘পরিবর্তে’ বা ‘Noun-এর জন্য যে শব্দ ব্যবহৃত হয়’। এটুকুতো আমরা সবাই বুঝলাম।

What is an Interrogative Pronoun?

যে Noun সম্মন্ধে জানি না, সেই Noun-কে জানার জন্য যে Pronoun শব্দ ব্যবহার করে প্রশ্ন করা হয়, তাকেই Interrogative Pronoun বলে।

-মোট কতটি Interrogative Pronoun আছে?

Interrogative Pronoun সর্বমোট পাঁচটি:

  1. Who (কে)
  2. Whom (কাকে)
  3. Whose (কার)
  4. What (কি) এবং
  5. Which (কোনটি)।

ব্যক্তিবাচক-কে জানার জন্য তিনটিঃ Who (কে, Subject বা কর্তাবাচক), Whom (কাকে, Object বা কর্মবাচক) এবং Whose (কার, Possessive বা অধিকারবাচক);

বস্তুবাচক-কে জানার জন্য দুইটিঃ What (কি), এবং Which (কোনটি)।

1. –Who-এর ব্যবহার:

Interrogative Pronoun হিসাবে Who-এর অর্থ ’কে’ বা ’কারা’। এটি একটি কর্তাবাচক শব্দ। তাই বাক্য বা বাক্যাংশের কর্তাকে জানার জন্য Who-দ্বারা প্রশ্ন করে তা জানা যায়।

Example:

  • Who is that? – উনি কে? বা সে কে? এখানে কোন অচেনা বা না জানা ব্যক্তিকে জানার জন্য Who ব্যবহার করা হলো। মনে করি অচেনা ব্যক্তিটির নাম ’রহিম’। তাহলে Who দ্বারা প্রশ্ন করে রহিম সম্মন্ধে জানা গেল। রহিম একজন ব্যক্তি এবং সে বাক্যের কর্তা। তাই ব্যক্তিকে জানার জন্য Subject বা কর্তাবাচক Interrogative Pronoun ‘Who’ ব্যবহৃত হয়েছে।
  • Who told you this? – কে তোমাকে এটা বলেছে? যে বলেছে, তার নাম বলতে হবে। মনে করি, রহিম বলেছে। তাহলে Who দ্বারা প্রশ্ন করে রহিম সম্মন্ধে জানা গেল। রহিম একজন ব্যক্তি এবং সে বাক্যের কর্তা। তাই ব্যক্তিকে জানার জন্য Subject বা কর্তাবাচক Interrogative Pronoun ‘Who’ ব্যবহৃত হয়েছে।
  • Who was driving the car? – ওখানে ওই লোকটি কে? – কে কার গাড়ি চালাচ্ছিল? এখানেও কোন অচেনা বা না জানা ব্যক্তিকে জানার জন্য Who ব্যবহার করা হলো। মনে কর, যে অচেনা ব্যক্তিটি কার গাড়ী চালাচ্ছে, তার নাম ’রহিম’। তাহলে Who দ্বারা প্রশ্ন করে রহিম সম্মন্ধে জানা গেল। রহিম একজন ব্যক্তি এবং সে বাক্যের কর্তা। তাই ব্যক্তিকে জানার জন্য Subject বা কর্তাবাচক Interrogative Pronoun ‘Who’ ব্যবহৃত হয়েছে।

2. –Whom-এর ব্যবহার:

Interrogative Pronoun হিসাবে Whom-এর অর্থ ’কাকে’ বা ’কাহাকে’। এটি একটি Object বা কর্মবাচক শব্দ। তাই বাক্য বা বাক্যাংশের Object বা কর্ম-কে জানার জন্য Whom-দ্বারা প্রশ্ন করে তা জানা যায়।

Example:Whom

Whom did you tell this? – তুমি কাকে এটা বলেছিলে? এখানে কোন অচেনা বা না জানা ব্যক্তিকে জানার জন্য Whom ব্যবহার করা হলো। মনে কর, যে ব্যক্তিটিকে বলেছে, তার নাম রহিম। তাহলে উত্তর হবেঃ I told Rahim – আমি রহিমকে বলেছিলাম। Rahim বাক্যের কর্ম বা Object. এখানে Whom দ্বারা প্রশ্ন করে রহিম সম্মন্ধে জানা গেল। রহিম একজন ব্যক্তি এবং সে বাক্যের কর্ম বা Object. তাই ব্যক্তিকে জানার জন্য Object বা কর্মবাচক Interrogative Pronoun ’Whom’ ব্যবহৃত হয়েছে।

Whom were you speaking with last night? – কাল রাতে কার সাথে কথা বলছিলে? এখানেও কোন অচেনা বা না জানা ব্যক্তিকে জানার জন্য Whom ব্যবহার করা হলো। মনে কর, যার সংগে কথা বলছিল, তার নাম রহিম। তাহলে উত্তর হবেঃ I was speaking with Rahim – আমি রহিমের সংগে কথা বলছিলাম। এখানে রহিম বাক্যের কর্ম বা Object. এখানে Whom দ্বারা প্রশ্ন করে রহিম সম্মন্ধে জানা গেল। রহিম একজন ব্যক্তি এবং সে বাক্যের কর্ম বা Object. তাই ব্যক্তিকে জানার জন্য Object বা কর্মবাচক Interrogative Pronoun ’Whom’ ব্যবহৃত হয়েছে।

3. –Whose-এর ব্যবহার:

Whose-এর অর্থ ’কার’ বা ’কাদের’। ইহা একটি অধিকারবাচক শব্দ। Whose এমন একটি Interrogative Pronoun যার দ্বারা কোন কিছুর মালিক কে, তা জানার জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ কোন বস্তু বা জিনিষ কার বা কাদের তা জানার জন্য Whose ব্যবহার করি।

Example:

  • একটি কলম দেখিয়ে দিয়ে কেউ জিজ্ঞাসা করলঃ Whose is this pen? – এই কলম কার? মনে করি কলমটি রহিমের। তাহলে উত্তরে আমরা বলব: রহিমের।
  • I see a book on the table. Whose is it? – আমি টেবিলে একটি বই দেখছি। এটা কার?
  • Whose keys are these? – এগুলি কার বা কাদের চাবি? এই বাক্যগুলিকে অনেকে আবার এভাবে লিখে। Whose+noun-কে ব্যবহার করে যখন এভাবে লিখে তখন Whose আর প্রকৃত Interrogative Pronoun থাকে না, Whose তখন Interrogative Adjective হিসাবে ব্যবহৃত হয়।

Example:

  • Whose pen is this?
  • I see a book on the table. Whose book is it?
  • Whose keys are these?

4. –What-এর ব্যবহার:

Interrogative Pronoun What দ্বারা আমরা সাধারণ পরিসর থেকে নির্দিষ্ট তথ্য সম্পর্কে জিজ্ঞাসা করি। এই Pronoun দ্বারা ব্যক্তি ব্যতিরেকে অন্যান্য বিভিন্ন ধরনের উত্তর জানার জন্য প্রশ্ন করা হয়ে থাকে।

Example:

  1. কাজ সম্পর্কে জানতেঃ What ব্যবহার করে কেউ কি কাজ করছে, তা জানতে চাওয়া যায়। যেমন: What are you doing? – তুমি কি করছ? এখন যাকে প্রশ্ন করা হচ্ছে যে, তুমি কি করছ? এখন সে যদি পড়ে, তাহলে সে বলবে: I am reading. আর যদি সে খেলে, তাহলে সে বলবে: I am playing.
  2. সময় সম্পর্কে জানতেঃ What ব্যবহার করে সময় সম্পর্কে প্রশ্ন করে সময় বা টাইম জানতে চাওয়া যায়। যেমন: What is the time? এখানে বলা হচ্ছে: ক ‘টা বাজে? এই অবস্থায় যদি তিনটা বাজে, তাহলে বলতে হবে: It’s three o’clock=এখন তিনটা বাজে।
  3. পেশা সম্পর্কে জানতেঃ What ব্যবহার করে কোন ব্যক্তি কি করেন বা তার পেশা সম্পর্কে জানতে চাওয়া যায়। যেমন: What is your father? – তোমার বাবা কি করেন? বাবা যদি শিক্ষক হন, তবে সে বলবে: My father is a teacher. – আমার পিতা একজন শিক্ষক।
  4. এছাড়াও বিভিন্ন জিনিষ, বিষয় ও অবস্থা জানতেঃ What ব্যবহার করে যে কোন জিনিষ, বিষয় ও অবস্থা সম্পর্কে জানতে চাওয়া যায়। যেমন: What is your problem? – তোমার সমস্যা কি? What is that? – ওটা কি? What was your marks in SSC? – এসএসসি-তে তোমার কত মার্কস ছিল? What created this problem? -এই সমস্যাটি কিসে সৃষ্টি করেছিল?
  5. পরোক্ষ প্রশ্ন জিজ্ঞাসা করতে: পরোক্ষ প্রশ্ন (indirect question) জিজ্ঞাসা করার জন্য ‘what’ ব্যবহৃত হয়। যেমন: He asked what his name is. – সে জিজ্ঞেস করল তার নাম কি। They wanted to know what created such a situation. – তারা জানতে চেয়েছে কী কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

5. –Which-এর ব্যবহার:

Which শব্দটি বাছাইবাচক (Selective) বা নির্দেশক, যা কোনটি বা কোনগুলি বুঝানোর জন্য ব্যবহৃত হয়। যেমনঃ Which do you prefer, tea or coffee? – আপনি কোনটি পছন্দ করেন, চা না কফি? Which do you want? – আপনি কোনটি চান? Which is better? – কোনটা ভাল? Which of these bags is yours? – এই ব্যাগগুলির মধ্যে কোনটি আপনার?

এই হচ্ছে Interrogative Pronoun বিস্তারিত আলোচনা। আশা করি Interrogative Pronoun কি তা বুঝাতে সক্ষম হয়েছি। আবার বিষয়গুলি recap করি। Interrogative Pronoun হচ্ছে প্রশ্ন করার শব্দ। এই শব্দগুলি দ্বারা প্রশ্ন করে কোন বিষয় সম্পর্কে জানতে পারি। কোন বাক্যে Who, Whom, Whose, What, এবং Which ব্যবহৃত হলেই যে তা Interrogative Pronoun হবে, বিষয়টি কিন্তু তেমন নয়। এই Pronoun হবার শর্ত হচ্ছে যে, এই Pronoun-টিকে Noun-এর জন্য ব্যবহৃত হতে হবে। অর্থাৎ এই Pronoun দ্বারা প্রশ্ন করলে উত্তর কোন Noun শব্দ হতে হবে। যদি না হয় তবে সেটি Interrogative Pronoun হবে না, অন্য কোন কিছু হবে, যেমন, তারা Relative Pronoun বা Interrogative Adjective হতে পারে। বিষয়টি কিছুটা tricky বা misleading, কিন্তু মনোযোগ সহকারে তাদের মধ্যে পার্থক্য বুঝার চেষ্টা করলে পার্থক্য সহজেই বুঝা যায়।

And thanks for staying and learning with me.

Rezaul Karim

Rezaul Karim

Hi, my name is Rezaul Karim. I am an English teacher and founder of LearnEnglishWithRezaul.com. I work with non-native English learners to help them understand English grammar from basic to intermediate. I also help them improve their conversation skills, and communication ability and reduce their accent. I hope you may like my posts on this website, and if you really really feel that this page/website is useful for English learners, please happily share it for others to know.

This Post Has One Comment

  1. Gaxi Tuhin

    Thanks sir

Leave a Reply