What is a Relative Pronoun? Use of Relative pronouns

Warning:

Learn English with Rezaul-এর content গুলো copyright দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত।

Copyright Registration Number: CRL – 30202

আজ আমরা Relative Pronoun সম্মন্ধে বিস্তারিত জানার চেষ্টা করবো। Relative Pronoun জানার পর আমরা খুব সহজভাবে এই Relative Pronoun-কে  বাক্যে ব্যবহার করতে পারব। প্রথমে আমরা জানার চেষ্টা করি Relative Pronoun বলতে মুলত: কি বুঝায়। Relative অর্থ ‘সম্পর্ক’  আর Pronoun অর্থ যে শব্দ Noun-এর ‘পরিবর্তে’ বা ‘Noun-এর জন্য যে শব্দ ব্যবহৃত হয়’। এটুকুতো আমরা সবাই বুঝলাম।

What is a Relative Pronoun?

যে Pronoun কোন Noun-এর পরে বা পাশাপাশি বসে ঐ Noun-এর সাথে সম্পর্ক সৃষ্টি করে একটি বাকাংশের  (Clause) সূচনা করে, তাকে Relative Pronoun বলে। কাজেই দেখা যাচ্ছে যে, কোন Pronoun-এর Relative Pronoun হবার শর্ত হচ্ছে ‍দুটি:

  • Noun-এর পরে বসে সম্পর্ক সৃষ্টি করা
  • একটি বাকাংশের সৃষ্টি করা

Relative Pronoun প্রধানত: পাঁচটি। তারা হচ্ছে:

  1. Who
  2. Whom
  3. Which
  4. Whose এবং 
  5. That.

1. -Who-এর ব্যবহার:

Relative Pronoun হিসাবে Who-এর বৈশিষ্টগুলি প্রথমে জেনে নেই।

  • Who কর্তাবাচক শব্দ হিসাবে বাক্যের বাকাংশে ব্যবহৃত হবে।
  • Who-এর অর্থ হবে ‘যে’ বা ‘যার’ বা ‘যাদের’। অর্থাৎ Who Singular ও Plural উভয়কেই বুঝাতে পারে।
  • Who-এর পূর্বে থাকা ব্যক্তি বা ব্যক্তিবর্গের সহিত সম্পর্ক সৃষ্টি  করবে, বা পূর্বে থাকা noun-কে বুঝাবে।

এই তিনটি শর্ত মেনে Who বাক্যে Relative Pronoun হিসাবে ব্যবহৃত হয়। এখন কিছু উদাহরণ দেখলে বিষয়টি পরিস্কার হবে এবং Relative Pronoun ও Interrogative Pronoun-এর মধ্যে পার্থক্য বুঝতে পারব।

I know the boy who came here yesterday. – আমি চিনি ছেলেটিকে যে গতকাল এখানে এসেছিল। এখন দেখি এই বাক্যে ব্যবহৃত ’Who’ শব্দটি উল্লেখিত তিনটি শর্ত পূরণ করেছে কিনা। এই বাক্যে ’Who‘ কর্তাবাচক শব্দ হিসাবে বাক্যের বাকাংশে ব্যবহৃত হয়েছে। বাক্যে Who-এর অর্থ  ‘যে’ হয়েছে, এবং Who‘-এর পূর্বে থাকা ব্যক্তি (boy)-এর সাথে সম্পর্ক সৃষ্টি করেছে।  এভাবে আরও কয়েকটি উদাহরণ দেখি।

These are the people who spoke about you. – এই লোকেরা তারা যারা আপনার সম্পর্কে কথা বলেছিল। এখন দেখি এই বাক্যে ব্যবহৃত ’Who’ শব্দটি উল্লেখিত তিনটি শর্ত পূরণ করেছে কিনা। এই বাক্যে ’Who‘ কর্তাবাচক শব্দ হিসাবে বাক্যের বাকাংশে ব্যবহৃত হয়েছে। বাক্যে Who-এর অর্থ  ‘যারা’ হয়েছে, এবং Who‘-এর পূর্বে থাকা ব্যক্তিবর্গ (People)-এর সাথে সম্পর্ক সৃষ্টি করেছে।

Do you know the man who lives over the road? – আপনি কি চেনেন  লোকটিকে  যে রাস্তায় বাস করে? এখন দেখি এই বাক্যে ব্যবহৃত ’Who’ শব্দটি উল্লেখিত তিনটি শর্ত পূরণ করেছে কিনা। এই বাক্যে ’Who‘ কর্তাবাচক শব্দ হিসাবে বাক্যের বাকাংশে ব্যবহৃত হয়েছে। বাক্যে Who-এর অর্থ  ‘যে’ হয়েছে, এবং Who‘-এর পূর্বে থাকা ব্যক্তি (man)-এর সাথে সম্পর্ক সৃষ্টি করেছে।

2. -Whom-এর ব্যবহার: 

প্রথমে Relative Pronoun হিসাবে Whom-এর বৈশিষ্টগুলি প্রথমে জেনে নেই।

  • Who-এর Object রুপ (Form) হচ্ছে Whom. Whom কর্মবাচক (Object) শব্দ হিসাবে বাক্যের বাকাংশে ব্যবহৃত হবে।
  • Whom-এর অর্থ হবে ‘যে’ বা ‘যাকে’ বা ‘যাদেরকে’। অর্থাৎ Who Singular ও Plural উভয়কেই বুঝাতে পারে।
  • Whom-এর পূর্বে থাকা ব্যক্তি বা ব্যক্তিবর্গের সহিত সম্পর্ক সৃষ্টি  করবে বা পূর্বে থাকা ব্যক্তি বা ব্যক্তিবর্গকে বুঝাবে।

এই তিনটি শর্ত মেনে Whom বাক্যে Relative Pronoun হিসাবে ব্যবহৃত হয়। এখন কিছু উদাহরণ দেখলে বিষয়টি পরিস্কার হবে এবং Relative Pronoun ও Interrogative Pronoun-এর মধ্যে পার্থক্য বুঝতে পারব।

This is the man whom I saw yesterday. – এই সেই ব্যক্তি যাকে আমি গতকাল দেখেছিলাম। এখন দেখি এই বাক্যে ব্যবহৃত ’Whom’ শব্দটি উল্লেখিত তিনটি শর্ত পূরণ করেছে কিনা। এই বাক্যে ’Whom‘ কর্মবাচক শব্দ হিসাবে বাক্যের বাকাংশে ব্যবহৃত হয়েছে। বাক্যে Whom অর্থ ‘যাকে’ বুঝাচ্ছে, এবং Whom‘-এর পূর্বে থাকা ব্যক্তি (man)-এর সাথে সম্পর্ক সৃষ্টি করেছে। এভাবে আরও একটি উদাহরণ দেখি।

The man whom I wanted to meet was not at home.= যার সাথে আমি দেখা করতে চেয়েছিলাম সে বাড়িতে ছিল না। এখন দেখি এই বাক্যে ব্যবহৃত ’Whom’ শব্দটি উল্লেখিত তিনটি শর্ত পূরণ করেছে কিনা। এই বাক্যে ’Whom‘ কর্মবাচক শব্দ হিসাবে বাক্যের বাকাংশে ব্যবহৃত হয়েছে। বাক্যে Whom-এর অর্থ  ‘যাকে বা যার সাথে’ বুঝাচ্ছে, এবং Whom‘-এর পূর্বে থাকা ব্যক্তি (man)-এর সাথে সম্পর্ক সৃষ্টি করেছে।

3. –Which-এর ব্যবহার:

Relative Pronoun হিসাবে Which-এর বৈশিষ্টগুলি প্রথমে জেনে নেই:
  • Which বাক্যের বাকাংশে ব্যবহৃত হবে।।
  • Which-এর অর্থ হবে ‘যা’, ‘যেটা’ বা ‘যেগুলো’। অর্থাৎ ‘which’ singular ও plural উভয়কেই বুঝাতে পারে।
  • Which-এর পূর্বে থাকা বস্তু বা বস্তু সমূহের সহিত সম্পর্ক সৃষ্টি  করবে বা বস্তুকে/বস্তু সমূহকে বুঝাবে।

এই তিনটি শর্ত মেনে Which বাক্যে Relative Pronoun হিসাবে ব্যবহৃত হয়। এখন কিছু উদাহরণ দেখলে বিষয়টি পরিস্কার হবে এবং Relative Pronoun ও Interrogative Pronoun-এর মধ্যে পার্থক্য বুঝতে পারব।

The shirt which I bought is red.=আমি যে শার্টটি কিনেছি তা লাল। অর্থাৎ যেটা লাল শার্ট, সেটা কিনেছি। এখানে লক্ষ্য করলে দেখা যাবে: Which বাক্যের বাকাংশে ব্যবহৃত হয়েছে। which-এর অর্থ ’যেটা’ বুঝাচ্ছে। Which-এর পূর্বে থাকা বস্তু (শার্ট)-এর সাথে সম্পর্ক সৃষ্টি  করেছে।

নিচের দুটি বাক্য লক্ষ্য কর, সেখানেও which শব্দটি Relative Pronoun হবার সকল শর্ত পূরণ করছে।

The meal which you cooked for us was excellent. – তুমি আমাদের জন্য যে খাবার রান্না করেছিলে তা দুর্দান্ত ছিল।

The towels which you gave me were not clean. – তুমি আমাকে যে তোয়ালে দিয়েছিলে তা পরিষ্কার ছিল না।

4. –Whose-এর ব্যবহারঃ

Relative Pronoun হিসাবে Which-এর বৈশিষ্টগুলি পূর্বের Relative Pronoun-এর মত একই।

  • Whose বাক্যের বাকাংশে ব্যবহৃত হবে।
  • Whose-এর অর্থ হবে ‘যার’, ‘যাদের’। অর্থাৎ Who Singular ও Plural উভয়কেই বুঝাতে পারে।
  • Whose-এর পূর্বে থাকা ব্যক্তি বা ব্যক্তিবর্গের সহিত সম্পর্ক সৃষ্টি  করবে।

এই তিনটি শর্ত মেনে Whose বাক্যে Relative Pronoun হিসাবে ব্যবহৃত হয়। এখন কিছু উদাহরণ দেখলে বিষয়টি পরিস্কার হবে এবং Relative Pronoun ও Interrogative Pronoun-এর মধ্যে পার্থক্য বুঝতে পারব।

This is the student whose marks are the highest.= এই শিক্ষার্থী যার মার্কস সবচেয়ে বেশি।

This is my friend whose father is a teacher.= এই আমার বন্ধু, যার বাবা একজন শিক্ষক।

5. –That-এর ব্যবহারঃ

Relative Pronoun হিসাবে That-এর বৈশিষ্টগুলি পূর্বের Relative Pronoun-এর মত একই।

  • তবে এখানে মনে রাখতে হবে যে, That-কে Common Relative Pronoun হিসাবে বিবেচনা করা হয়, কারণ Whose ব্যতীত অন্য সকল Relative Pronoun যেমন: Who, Whom ও Which-এর স্থানে অনেক সময় That-কে ব্যবহার করা যায়।
  • That বাক্যের বাকাংশে ব্যবহৃত হবে।
  • That-এর অর্থ হবে ‘যে’, ‘যা’, ‘যেটা’ যেগুলি। অর্থাৎ Who Singular ও Plural উভয়কেই বুঝাতে পারে।
  • That-এর পূর্বে থাকা ব্যক্তি বা ব্যক্তিবর্গ, বস্তু বা বস্তু সমষ্টির সহিত সম্পর্ক সৃষ্টি  করবে।

নিচের বাক্যগুলি লক্ষ্য করঃ

The letter that I received was from my friend.=আমি যে চিঠি পেয়েছি তা আমার বন্ধুর কাছ থেকে।

You are the only one that can help me.= তুমিই একমাত্র ব্যক্তি যে আমাকে করতে পার।

This is the house that Rahim built.= এটা হয় সেই বাড়ী যেটা রহিম বানিয়েছিল।

উপরের বাক্যগুলিতে That বাক্যের বাকাংশ হিসাবে ব্যবহৃত হয়েছে। That-এর অর্থ হবে ‘যে’, ‘যা’, ‘যেটা’ যেগুলি ইত্যাদি হচ্ছে। That-এর পূর্বে থাকা ব্যক্তি বা ব্যক্তিবর্গ, বস্তু বা বস্তু সমষ্টির সহিত সম্পর্ক সৃষ্টি  করেছে।

কখন Relative Pronoun হিসাবে That ব্যবহার করা শ্রেয়ঃ

  • Superlative degree-এর পর That ব্যবহার করা উত্তম। যেমন: He is the nicest man that I ever met.
  • Only, any, all ইত্যাদির পর That ব্যবহার করা উত্তম। যেমন: You are the only one that can help me.

আশা করছি Relative Pronoun কি, সে বিষয়ে একটি পরিস্কার ধারনা দিতে পেরেছি। And that’s it for today and thanks for learning with me.

Rezaul Karim

English teacher, content writer, and tech enthusiast.

Rezaul Karim

Hi, my name is Rezaul Karim. I am an English teacher and founder of LearnEnglishWithRezaul.com. I work with non-native English learners to help them understand English grammar from basic to intermediate. I also help them improve their conversation skills, and communication ability and reduce their accent. I hope you may like my posts on this website, and if you really really feel that this page/website is useful for English learners, please happily share it for others to know.

Leave a Reply