No part of this work may be reproduced, stored in a retrieval system, or transmitted in any form or by any means, electronic, electrical, chemical, mechanical, photocopying, recording, or otherwise, without the author’s prior written permission. Unauthorized actions related to this publication may result in criminal prosecution and civil claims for the damages.
আজ আমরা Meeting people for the first time বিষয়ে জানবো। আমরা School-College-এ যে English পড়েছি ও শিখেছি তা Spoken English থেকে পৃথক। এজন্য অনেক বছর ধরে স্কুল কলেজে ইংরেজি পড়েও আমরা ইংরেজিতে কথা বলতে পারি না। কারন Text book-এর English গুলো কথা বলার জন্য খুব কম ব্যবহৃত হয়। এই Text book English পড়ে পরীক্ষায় পাস করা ও ভাল নম্বর পাওয়া গেলেও ইংরেজিতে কথা বলার জন্য খুব একটা কাজে আসে না। Spoken English-এর বাক্য ছোট ছোট ও প্রশ্ন-উত্তর নির্ভর। Spoken English-এ বাক্যের অনেক কিছু (কথা) উহ্য থাকে। Situation বা পরিবেশ বুঝে Spoken English-এ কথা বলা শুরু তা শেষ করতে হয়।
কিভাবে কথোপকথন শুরু করতে হয়?
কারও সাথে প্রথমবার দেখা করার সময় বা দেখা হলে কীভাবে তার সাথে কথা বলা শুরু ও শেষ করতে হয়, তা খুবই গুরুত্বপূর্ণ। এই কথোপকথনে কাউকে অভিবাদন জানাতে এবং নিজের পরিচয় দিতে সক্ষম হওয়ার বিষয়ে জানা থাকতে হয়, অন্যথায় কথা বলা শুরু করা যায় না। কারণ কারো সাথে কথা বলা শুরু করতে হলে নিজের পরিচয় দিয়ে কথা বলা আরম্ভ করতে হয়। যেহেতু অপরিচিত মানুষের সংগে কথা বলা তাই কথা বা Conversation খুব বড় হয় না, কারন আমরা কেউ অপরিচিত বা প্রথমবার দেখা কোন লোকের সাথে প্রয়োজনের অতিরিক্ত কোন কথা বলি না। তাহলে এসো আমরা প্রথম সাক্ষাত হচ্ছে এমন লোকদের সাথে কিভাবে কথা বলা ও কথা শেষ করতে পারি।
বাংলাতে কোন অপরিচিত লোকের সাথে দেখা হলে আমরা কি বলি, সেটা আমরা প্রথমে দেখি। আমরা বলি যে, ‘আপনি বা তুমি কিএখানে নতুন এসেছো? তোমাকে তো আগে এখানে কখনো দেখি নাই।’ তোমার নাম কি, তোমার বাড়ী কোথায়, তুমি কি করো’ ইত্যাদি প্রশ্ন জিজ্ঞেশ করবে। নতুন লোকটিও সেই অনুসারে প্রশ্নের জবাব দেবে ও প্রশ্ন করবে। তারপর সবশেষে তারা একে অপরের কাছ থেকে বিদায় নেবে। মনে করি এই কনভারসেশনটা রফিক এবং ফারুকের মধ্যে হচ্ছে। তাহলে চলো দেখি নতুন কোন লোকের সাথে দেখা হলে আমরা তার সাথে কিভাবে ইংরেজিতে কনভারসেশন করব।
Rafiq: Hello, are you new here? I’ve not seen you before. – তুমি কি এখানে নতুন এসেছো? তোমাকে তো আগে এখানে দেখি নাই।
Faruk: Hi, yes. I just arrived yesterday. -জ্বী হ্যা। আমি গতকাল সবে এসেছি।
Rafiq: I’m Rafiq. What’s your name? – হাই, আমি রফিক। তোমার নাম কি?
Faruk: Faruk. Pleased to meet you, Rafiq. – ফারুক। রফিক, তোমার সাথে দেখা হওয়ায় খুশি হলাম।
Rafiq: Pleased to meet you, too. Where are you from, Faruk? – তোমার সাথে দেখা হওয়ায় আমিও খুশি হলাম, ফারুক। তুমি কোথা থেকে এসেছো বা তোমার বাড়ী কোথায়?
Faruk: Gurudaspur. That’s in Natore. – গুরুদাসপুর। এটা নাটোরের মধ্যে।
Rafiq: Great. What do you do? – ভাল, তুমি কি করো?
Faruk: I’m a student. What about you? – আমি একজন ছাত্র। তুমি কি করো?
Rafiq: I’m also a student. – আমিও একজন ছাত্র।
Faruk: Are you an intermediate level student? – তুমি কি উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্র?
Rafiq: Yes. What about you? – Yes. তুমি কি করো?
Faruk: I’m also an intermediate level student? – আমিও উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্র।
Rafiq: It was nice to meet you Faruk. I have to go to class now. I will see you later, bye. – তোমার সাথে দেখা করে ভাল লাগল, ফারুক। আমাকে এখন ক্লাসে যেতে হবে। পরে আবার তোমার সাথে দেখা হবে। বিদায়।
Faruk: Okay. Bye. – ঠিক আছে, বিদায়।
Pleased to meet you. – তোমার সাথে দেখা হয়ে / আলাপ করে খুব ভালো লাগলো। এই কথা আরও কয়েকভাবে বলা যায়। যেমন:
Nice to meet you; It’s a pleasure! – এটা একটা আনন্দ!; It’s my pleasure! – এটা আমার আনন্দ!; It’s a pleasure meeting you; আর এর জবাবে একই কথা বলতে হয়। শুধু শেষে ’too‘ শব্দ যুক্ত করতে হবে।
ইংরেজিতে কথা বলার জন্য যদি এভাবে পরিবেশ বুঝে কখন কাকে কি বলতে হবে, তা Practice করো, তবে ইংরেজিতে কথা বলা সম্ভব। না বুঝে শুধু বাক্য মুখস্থ করে, সেই মুখস্থ বাক্য বলার চেষ্টা করলে কখনই ইংরেজিতে কথা বলা শিখা যাবে না। Practice করার জন্য প্রথমে নিজেই প্রশ্ন করব ও নিজেই উত্তর দেব। এভাবে বারবার Practice করলে এমনিতেই মনের মধ্যে গেথে যাবে। And one day you will find that you have achieved the goal of speaking English with others.
That’s it for today. Feel free to comment if you have any. Ask your friends to visit my site because you need someone to practice and perfect your English.
And thanks for staying and learning with me.
Rezaul Karim
English teacher, content writer and tech enthusiast.