Warning:
Learn English with Rezaul-এর content গুলো copyright দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত।
Copyright Registration Number: CRL – 30202
আরও সুন্দর ও সহজ করে বুঝার জন্য, অনেক নতুন কিছু জানার জন্য, সর্বোপরি আমার সংগে ইংরেজি শেখার জন্য Learn English with Rezaul -পুস্তক আকারে প্রকাশিত হয়েছে। ক্যুরিয়ারের মাধ্যমে পুস্তকটি সংগ্রহ করতে পারবেন। সাতশত পৃষ্ঠার পুস্তকটিতে ৮৩-টি কনটেন্ট রয়েছে, যা আপনাকে ইংরেজি গ্রামারের বিষয়ে অনেক অবাক করা ধারণা দেবে। পুস্তকটির মূল্য পাঁচশত পঞ্চাশ টাকা + ক্যুরিয়ার চার্জ। যোগাযোগ করুন: হোয়াটসঅ্যাপ: +8801715138716

Demonstrative pronoun:
যে Pronoun কোন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর নির্দেশক হিসাবে Noun-এর পরিবর্তে বসে বা ব্যবহৃত হয়, তাকেই Demonstrative Pronoun বলে। এই Demonstrative Pronoun একবচন ও বহুবচন হতে পারে। এখন দেখি কোন কোন শব্দ বাক্যে Demonstrative Pronoun হিসাবে ব্যবহৃত হয়। এই Pronoun জানার পাশাপাশি Demonstrative Adjective সম্মন্ধে জানতে হবে। তা না হলে এ দুটি পৃথক বিষয় একে অপরের সাথে সাংঘর্ষিক বলে মনে হতে পারে।
বাক্যে যে সকল শব্দ Demonstrative Pronoun হিসাবে ব্যবহৃত হয়, তারা হলো:
- This — These;
- That —-Those.
Example:
- This is my book. – এটা আমার বই।
- These are apples. – এগুলি আপেল।
- That is his book. – সেগুলি তার বই।
- Those are their books. – সেগুলি তাদের বই।
Demonstrative pronoun-এর ব্যবহার:
- This was my mother’s book. – এটি আমার মায়ের বই ছিল [এই ‘This‘ শব্দ দ্বারা mother’s book-কে বুঝানো হচ্ছে, অর্থাৎ mother’s book-এর পরিবর্তে This ব্যবহৃত হয়েছে]।
- These are bigger than those. – এগুলি ওগুলির চেয়ে বড় [এই These শব্দ দ্বারা কোন একাধিক Noun-কে বুঝানো হচ্ছে, যা অন্য একাধিক Noun-এর চেয়ে বড়]।
- These are my favorite shirts. – এই আমার প্রিয় শার্ট [[এই These শব্দ দ্বারা favorite shirts বা প্রিয় শার্ট গুলিকে বুঝানো হচ্ছে, অর্থাৎ favorite shirts-এর পরিবর্তে These ব্যবহৃত হয়েছে]।
- This is my sister. – এই আমার বোন [এই This শব্দ দ্বারা sister-কে বুঝানো হচ্ছে, অর্থাৎ sister-এর পরিবর্তে This ব্যবহৃত হয়েছে]।
কোন Pronoun-এর পর কখনই Noun বসবে না। দেখতে Pronoun মনে হতে পারে, কিন্তু যদি Pronoun মনে হওয়া শব্দটির পর যদি Noun শব্দ পাওয়া যায় বা ব্যবহৃত হয়, তখন তা আর Pronoun থাকবে না, সেটা Adjective হয়ে যাবে।
Example:
- This book is mine. – এই বইটি আমার। [এই বাক্যে এই This শব্দটি Pronoun হিসাবে ব্যবহৃত হলো না।]
- This house is very big. – এই বাড়িটি খুব বড়। এই বাক্যে এই This শব্দটি Pronoun হিসাবে ব্যবহৃত হলো না।]
কিন্তু যদি বলা হতো:
- This is my book. অথবা This is a very big house, তখন এই দুই বাক্যের ‘This‘ শব্দ দুটি demonstrative Pronoun হিসাবে ব্যবহৃত হতো। মোট কথা, মনে রাখতে হবে যে, Pronoun-এর Noun বসে না, যদি Pronoun-এর Noun পাওয়া যায়, তবে তা আর Pronoun থাকবে না, adjective হয়ে যাবে বা adjective হিসাবে ব্যবহৃত হবে। মোট কথা, Pronoun চেনার সহজ উপায় হচ্ছে: Pronoun-এর পর verb বসে (Pronoun + verb), আর Adjective-এর পর Noun বসে (Adjective + Noun)।
Some more example sentences with demonstrative pronouns:
- This is my brother’s computer. – এটা আমার ভাইয়ের কম্পিউটার।
- These are my favorite songs. – এগুলো আমার প্রিয় গান।
- That was a beautiful story. – সেটি একটি সুন্দর গল্প ছিল।
- Those are my shoes. – ওগুলো আমার জুতা।
- This is a nice idea. – এটি একটি চমৎকার ধারণা।
- That was an unforgettable moment for me. – এটা আমার জন্য একটি অবিস্মরণীয় মুহূর্ত ছিল।
- These are really delicious and yummy. – এগুলো সত্যিই সুস্বাদু এবং মুখরোচক।
- These are the gifts I bought for my mother’s birthday. – এগুলো হয় উপহার যা আমি আমার মায়ের জন্মদিনের জন্য কিনেছি।
Rezaul Karim
English teacher, content writer, and tech enthusiast.
Thank you sir. Your explanation is very fine. I hope that I can benefit from you.