What is a Demonstrative Adjective? Uses of Demonstrative Adjectives.

Demonstrative Adjective বুঝার পূর্বে Demonstrative Pronoun সম্মন্ধে জানা প্রয়োজন, অন্যথায়, বিষয় দুটি সম্পর্কে পরিস্কার ধারণা পাওয়া যাবে না, ও একটি অন্যটির সাথে মিশে যাবে। একারণে Demonstrative Pronoun কি তা ভালভাবে জেনে নিয়ে এই Lesson-এ আসতে হবে।

What is a Demonstrative Adjective?

যে সকল শব্দ Noun-এর পূর্বে বসে ঐ Noun-কে সরাসরি  নির্দেশ করে, তাকেই Demonstrative Adjective বলে। Noun-কে Which one (কোনটি) দ্বারা প্রশ্ন করলে যে জবাব পাওয়া যায়, সেটাই Demonstrative Adjective. এক্ষেত্রে, Adjective ও Noun পাশাপাশি বসবে। অর্থাৎ একটি বাক্যে Demonstrative Adjective সকল সময়  কোন Noun-এর আগে বসে।

Demonstrative Adjective কখন ব্যবহৃত হয়: 

প্রথমত: তুমি যখন সাধারণভাবে কোন ব্যক্তি বা বস্তুর বিষয়ে কথা বলতে চাও, তখন  তা স্পষ্ট করে বলতে চাইলে, অথবা ব্যক্তি বা বস্তুটি  নিকটে না দূরের, একবচন না বহুবচন ইত্যাদি বুঝানোর জন্য এই Demonstrative Adjective ব্যবহৃত হয়। যেমন: This pen is beautiful. – এই কলমটা সুন্দর।

দ্বিতীয়ত:  তুমি কোন ব্যক্তি বা বস্তুর  বিষয়ে কথা বলার সময় ঐ ব্যক্তি বা বস্তুকে জোড় দিয়ে বুঝানোর জন্যও এই Demonstrative Adjective  ব্যবহৃত হয়। যেমনঃ  That mango was delicious. – ঐ আমটি সুস্বাদু ছিল। ঐ বিশেষ আমটিকে দেখিয়ে দিয়ে বলা হচ্ছে যে, ঐ নির্দিষ্ট আমটি সুস্বাদু ছিল। Noun-কে  ‘কোনটি’ দ্বারা প্রশ্ন  করলে  যে উত্তর পাওয়া যায়, সেটিই Demonstrative Adjective.

Demonstrative Adjectives মূলত: চারটি:

  • this – এই
  • that – ওই
  • these – এগুলি
  • those – ঐগুলি

This এবং that একবচন Noun-এর আগে বসে। কাছের ও দূরের  ব্যক্তি বা বস্তুকে দেখিয়ে দেয়ার জন্য বা বুঝানোর জন্য This এবং that ব্যবহৃত হয়।  উদাহরণসরুপ: This shirt is my favourite shirt= এই জামা আমার প্রিয় জামা। এই বাক্যে স্পিকারের সম্ভবত: তার সামনে একটা জামা রয়েছে বা জামাটি ধরে আছে। এই কাছে থাকা জামা সম্মন্ধে স্পিকার বলছে যে, এই জামা আমার প্রিয় জামা। ’কোন জামা’ বলে প্রশ্ন করলে উত্তর পাওয়া  যাবে: এই জামা। আবার একইভাবে That  shirt is my favourite shirt. – ওই জামা আমার প্রিয় জামা। এই বাক্যে স্পিকার তার কাছ থেকে দূরে থাকা জামা সম্মন্ধে  বলছে যে, ওই জামা আমার প্রিয় জামা। ’কোন জামা’ বলে প্রশ্ন করলে উত্তর পাওয়া  যাবে: ওই জামা। These এবং those একইভাবে বহুবচন Noun-এর সাথে ব্যবহৃত হয়।

Demonstrative Adjective ও Demonstrative Pronoun-এর মধ্যে পার্থক্য:

এই  পার্থক্যের বিষয়টি খুব সহজভাবে বুঝার চেষ্টা করি।  আমরা একটি জামা দেখিয়ে তা দুইভাবে বর্নণা করতে পারি। যেমন: আমরা বলতে পারি:  This shirt is my favourite. – এই জামা হয় আমার প্রিয়। এখানে Noun-এর পূর্বে This ব্যবহৃত হয়েছে। এভাবে Noun-এর পূর্বে this, that, these, those ব্যবহৃত হলে তা Demonstrative Adjective  হিসাবে ব্যবহৃত হবে।

আবার যদি একটি জামা দেখিয়ে বলি: This is my favourite shirt – এইটা আমার প্রিয় জামা। এখানে লক্ষ্য করো  এই  This-এর পর কোন Noun নাই। যখন this, that, these, those-এর পর কোন Noun থাকবে না,  তখন তা Demonstrative Pronoun  হয়ে যাবে।   এটা বুঝলেই  Demonstrative Adjective ও Demonstrative Pronoun-এর পার্থক্য স্পষ্ট বুঝা যাবে। অর্থাৎ this, that, these, those শব্দগুলির কোন একটি Noun-এর আগে ব্যবহৃত হলে তা Demonstrative Adjective আরা যখন this, that, these, those শব্দগুলির পর কোন Noun ব্যবহৃত হবে না, তখন সেটি  Demonstrative Pronoun. 

বাক্যে Demonstrative Adjectives-এর ব্যবহার:

Use of Demonstrative Adjectives in sentences:

  • That man looks worried – ওই লোকটিকে চিন্তিত দেখাচ্ছে।
  • Put those plates in the cupboard –  ওই প্লেটগুলোকে আলমারিগুলিতে  রাখো।
  • This plate is expensive – এই প্লেটটি দামী।
  • Can you see that book? – তুমি কি বইটি দেখতে পাচ্ছো?
  • These flowers smell nice – এই ফুলগুলির  গন্ধ সুন্দর।
  • I will remember this day forever – আমি এই দিনটি চিরকাল মনে রাখব।
  • Give me that white water bottle – আমাকে ওই সাদা জলের বোতল দিন।
  • This time I will keep my word – এবার আমি আমার কথা রাখব।
  • I want those gorgeous mangoes – আমি ওইসব সুন্দর আম চাই।
  • I wanted to tell my story that day – আমি আমার গল্পটি সেদিন বলতে চাইছিলাম।
  • These mangoes are sweet – এই আমগুলি মিষ্টি।
  • I can’t forget that incident= আমি সেই ঘটনাটি ভুলতে পারি না।
  • I cannot give you money at this moment – এই মুহুর্তে আমি তোমাকে টাকা দিতে পারি না।
  • I could not manage it at that moment –  সেই মুহুর্তে আমি এটি পরিচালনা করতে পারিনি।
  • Those rascals are back in the town – সেই দুর্বৃত্তরা শহরে ফিরে এসেছে।
  • This pen is smoother than that pen – এই কলমটি ওই কলমের চেয়ে মসৃণ।
  • How much is that bag? – সেই ব্যাগটির মূল্য কত?
  • Bring me that book – আমার কাছে বইটি নিয়ে এসো।
  • Please give me those clothes – দয়া করে আমাকে এই পোশাকগুলি দাও।
  • I am selling those books – আমি ওই বইগুলি বিক্রি করছি।

These are all about Demonstrative Adjective and that’s it for today.

And thanks for staying and learning with me.

Rezaul Karim

English learner, content writer and tech enthusiast.

Rezaul Karim

Hi, my name is Rezaul Karim. I am an English teacher and founder of LearnEnglishWithRezaul.com. I work with non-native English learners to help them understand English grammar from basic to intermediate. I also help them improve their conversation skills, and communication ability and reduce their accent. I hope you may like my posts on this website, and if you really really feel that this page/website is useful for English learners, please happily share it for others to know.

Leave a Reply