Uses of Capital Letter

Introduction:

Use of Capital Letters- এ কখন এবং কিভাবে বাক্যে Capital Letters ব্যবহার করতে হবে, সে বিষয়ে জানবো। প্রথম নজরে Use of Capital Letters-কে সহজ বলে মনে হতে পারে, কিন্তু আসলে এর ব্যবহার ততটা সহজ নয়। বন্ধুদের কাছে informally লেখার সময় proper use of capital Letters-এর বিষয়টি ড্রপ করা গ্রহণযোগ্য হতে পারে, কিন্তু যদি formal কিছু লিখতে চাই বা কোন পরীক্ষার জন্য উত্তর লিখতে চাই, তাহলে Capital Letters সঠিকভাবে ব্যবহার করতে হবে। এই Lesson-এ কখন Capital Letters ব্যবহার করতে হবে, সে বিষয়ে আলোচনা করবো।

1. ‍Sentence এবং speech-এর প্রথমে:

সকল অবস্থাতেই প্রতিটি পৃথক Sentence এবং প্রতিটি পৃথক বক্তব্য / উক্তির (speech) প্রথমে Capital Letter ব্যবহৃত হয়।

Example:

  • Rahim is a student.
  • The dog is sleeping.
  • My brother is reading a book.
  • What is he saying?
  • Our English teacher said, “Go to the classroom. I will take an English class.”
  • He said, “What are you doing here?”

2. ‍Proper noun-এর প্রথমে:

যে কোন Proper noun-এর প্রথম অক্ষর Capital Letter হবে। Proper noun-টি একের অধিক শব্দে গঠিত হলে, প্রতিটি শব্দের প্রথম অক্ষর Capital Letter হবে।

Example:

  • My favourite writer is Kazi Nazrul Islam.
  • The Padma is a big river.
  • I will go to Dhaka tomorrow.
  • India is a big country.
  • January is the first month of the year.
  • Rahim is going to England to learn English.
  • South America is a big continent.

এভাবে কোন ব্যক্তি, বস্তু, স্থান, দেশ ছাড়াও অন্য যে কোন কিছুর নিজস্ব বা নিজের নাম থাকলে যেমন: বাস, ট্রেন, জাহাজ, বিমান অথবা কোন শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিটি দিনের নাম, ঋতুর নাম, কোন ছুটির দিনের নাম, জাতীয় বা ধর্মীয় ‍দিনের নাম প্রভৃতির প্রথম অক্ষর Capital Letter হবে।

3. ‍Proper adjective-এর প্রথমে:

Proper noun থেকে গঠিত adjective-কে ‍Proper adjective বলা হয়। Proper adjective-এর প্রথম অক্ষর Capital Letter হয়।

Example:

  • Chinese mobile phone is better than Indian mobile phone. [এই sentence-এ China একটি দেশের নাম, যা Proper noun. এই Proper noun-টিকে Chinese-এ রুপান্তর করে Proper adjective করা হয়েছে। একইভাবে India-কে এ রুপান্তর করে Proper adjective হিসাবে Indian করা হয়েছে]।
  • This is Bangladeshi food, you will like it.
  • I love Shakespearean drama.

4. ‍কোন ব্যক্তির title-এর প্রথম অক্ষর:

কোন ব্যক্তির title (উপাধি)-এর প্রথম অক্ষর Capital Letter হয়।

Example:

  • That man is Dr. Abdur Rashid.
  • He is a Professor of English.
  • Mr. Mozzammel Hoque is a Member of Parliament

এছাড়া আরও এক ধরনের title আছে, যাকে আমরা শিরোনাম বলি, যেমন কোন গল্পের শিরোনাম, পদ্যের শিরোনাম, কোন সিনেমার শিরোনাম প্রভৃতি শিরোনাম বা title-এরও প্রতিটি শব্দের প্রথম অক্ষর Capital Letter হয়।

Example:

  • The song “Amar Sonar Bangla” is the national anthem of our country.
  • Willam Shakespeare wrote the tragedy “Hamlet”.
  • Write an essay on “The Cow”.

5. কোন ঐতিহাসিক স্থান, ঘটনা, দিবস প্রভৃতির নামের প্রথম অক্ষর:

কোন প্রসিদ্ধ বা ঐতিহাসিক স্থান, ঘটনা প্রভৃতির নামের প্রতিটি শব্দের প্রথম অক্ষর Capital Letter হয়।

Example:

  • The House of Parliament is the place where laws are made.
  • The Battle of Panipath is a significant event in the history of India.
  • 25th December is Christmas Day.
  • India got independence after Second World War.

6. উৎসবের নাম ও ছুটির নামের প্রথম অক্ষর:

উৎসবের নাম (names of festivals) ও ছুটির নামের (names of holidays) প্রথম অক্ষর Capital Letter হয়।

Example:

  • Ramadan is the longest religious festival for Muslims.
  • Our college will remain closed for Christmas.
  • We don’t usually celebrate Thanksgiving Day.
  • Every year we celebrate Happy New Year.

7. ধর্মের নামের প্রথম অক্ষর:

ধর্মের নামের (Names of religions) প্রথম অক্ষর Capital Letter হয়।

Example:

  • One of the main religions in our country is Islam.
  • There are a few people who follow Buddhism in India.
  • One of the main religions in India is Hinduism.

8. কোন কম্পানি, প্রতিষ্ঠান ও ট্রেডমার্ক-এর নামের প্রথম অক্ষর:

কোন কোম্পানি (names of companies), প্রতিষ্ঠান (organisations) ও ট্রেডমার্ক (trademarks)-এর নামের প্রথম অক্ষর Capital Letter হয়।

Example:

  • Coca Cola is doing good business in Bangladesh.
  • We are greatly indebted to Microsoft for the software it gave us.
  • This car was made by Toyota.

9. শব্দের সংক্ষিপ্ত রুপ ও নামের প্রথম অক্ষর:

কোন কোন ব্যক্তির নাম, দেশের নাম, প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠান হতে প্রাপ্ত ডিগ্রীর নাম প্রভৃতির সংক্ষিপ্ত রুপ ব্যবহার করলে, তার নামের প্রথম অক্ষর Capital Letter হয়।

Example:

  • Prof. Dr. M. R Khan is a specialist in Medicine.
  • The UNESCO headquarters is in New York.
  • This is the national flag of the UK.

10. কবিতার প্রতি লাইনের প্রথম অক্ষর:

যে কোন কবিতার প্রত্যেকটি লাইনের প্রথম অক্ষর Capital Letter হয়।

Example:

Standing at the foot, boys,
Gazing at the sky,
How can you get up boys,
If you never try?

11. সৃষ্টিকর্তার যে কোন নাম ও তাঁর pronoun-এর প্রথম অক্ষর:

সৃষ্টিকর্তার অনেক নামের মধ্যে যে কোন নাম ও তাঁর নামের  পরিবর্তে ব্যবহৃত pronounএর প্রথম অক্ষর Capital Letter হয়।

Example:

  • We always pray to Allah for our well-being.
  • The Christians pray to God for their well-being.
  • The Hindus pray to Ishwar.
  • Allah is Almighty; let us pray for His mercy.

12. কোন প্রানহীন বস্তু বা ধারনাকে ব্যক্তিত্ব আরোপ করা হলে:

কোন প্রানহীন বস্তু বা ধারনাকে ব্যক্তিত্ব আরোপ বা মানুষের কোন বৈশিষ্ট্য আরোপ করা হলে সেটির প্রথম অক্ষর Capital Letter হয়।

Example:

  • O Death! I fear thee not.
  • O Night! Why you are so long, be the end!

13. Pronoun “I”

Pronoun “I” সবসময় Capital Letter-এ হয়।

Example:

  • I‘m sorry, I didn’t understand what you are saying.
  • He showed up early, but I failed to come at the right time.

Rezaul Karim

Hi, my name is Rezaul Karim. I am an English teacher and founder of LearnEnglishWithRezaul.com. I work with non-native English learners to help them understand English grammar from basic to intermediate. I also help them improve their conversation skills, and communication ability and reduce their accent. I hope you may like my posts on this website, and if you really really feel that this page/website is useful for English learners, please happily share it for others to know.

Leave a Reply