What is a Noun? Types of Noun

Warning:

Learn English with Rezaul-এর content গুলো copyright দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত।

Copyright Registration Number: CRL – 30202

©All Rights Reserved by the Author

No part of this work may be reproduced, stored in a retrieval system, or transmitted in any form or by any means, electronic, electrical, chemical, mechanical, photocopying, recording, or otherwise, without the author’s prior written permission. Unauthorized actions related to this publication may result in criminal prosecution and civil claims for the damages.

Introduction:

What is Noun and its classifications-এ Noun কাকে বলে, Noun কত প্রকার ও বাক্যের কোন কোন স্থানে Noun ব্যবহৃত হতে পারে, সে বিষয়ে আজ আমরা জানবো। বিষয়টি জানা হলে বাক্যে Noun-কে আমরা স্বাছন্দে ব্যবহার করতে পারবো।

What is a Noun?

যে Part of Speech দ্বারা কোন ধরনের নাম বুঝানো হয় , তাকেই Noun  বলে। Noun শব্দ দ্বারা আমরা ব্যক্তির নাম (Name of ‍a person), বস্তুর নাম (Name of a thing ), স্থানের নাম (Name of a place)  গুনাগুনের নাম ( Name of quality), কাজের নাম ( Name work or act) বা প্রয়োজন অনুসারে অন্য যে কোন কিছুর নাম (Name of other things) বুঝিয়ে থাকি। নিচের উদাহরণ গুলো পড়লে এ বিষয়ে আরও পরিস্কার ধারণা পাওয়া যাবে।

  • ব্যক্তির নাম (Name of a man): Rahim, Hakim, Roton, Rahima
  • বস্তুর নাম (Name of a thing): Pen, Paper, Table, Chair, Books
  • স্থানের নাম (Name of a place): Dhaka, Rajshahi, Chottogram, Natore
  • গুনাগুনের নাম (Name of a quality): Honesty, Sincerity, Punctuality
  • কাজের নাম (Name of an act or work): Study (পড়া), Dance (নাচা), Walk (হাটা)
  • অন্য কোন কিছুর নাম (Name of any other thing): Democracy, Childhood, Pleasure, Friendship, Energy, Name, Love, Hate.

Noun কত প্রকার?

Noun পাঁচ ধরনের বা প্রকারের হয়। তারা হচ্ছে:

  1. Proper Noun
  2. Common Noun বা Class Noun
  3. Collective Noun
  4. Material Noun 
  5. Abstract Noun.

1. -Proper Noun (সুনির্দিষ্ট নাম বাচক বিশেষ্য):

Proper Noun হচ্ছে একটি নির্দিষ্ট নাম, যা দ্বারা কোন ব্যক্তি, বস্তু, স্থান, দেশ বা অন্য কোন কিছুর নিজস্ব বা নিজের নাম বুঝায়। লিখার সময় Proper Noun বাক্যের যে স্থানেই ব্যবহৃত হোক না কেন, তার প্রথম অক্ষর বড় হাতের অক্ষর (Capital letter) হবে। অর্থাৎ Proper Noun-এর বৈশিষ্ট দুইটি: 

  • প্রথমটি, Noun-টির নিজের বা নিজস্ব নাম থাকবে
  • দ্বিতীয়টি  Proper Noun-এর প্রথম অক্ষর সকল অবস্থায় বড় হাতের হবে

একটা উদাহরন দেয়া যাক। Rajshahi is a beautiful city. Here Mr. Rahim lives. এখানে Rajshahi শব্দটি কোন স্থানের নিজস্ব নাম, তাই Rajshahi শব্দটি একটি Proper Noun. দ্বিতীয় বাক্যে Rahim শব্দটি কোন ব্যক্তির নিজের বা নিজস্ব নাম, তাই  Rahim শব্দটির প্রথম অক্ষর বড় হাতের হয়েছে।

2. -Common Noun বা Class Noun (জাতির নামবাচক বিশেষ্য):

Common Noun  বা Class Noun এমন একটি নামবাচক শব্দ যা দ্বারা কোন কিছুর শ্রেণি (Class) বা গোত্র বুঝায়। অর্থাৎ Common Noun হল নির্দিষ্ট নাম ছাড়া ব্যক্তি, নির্দিষ্ট নাম ছাড়া বস্তু, নির্দিষ্ট নাম ছাড়া প্রাণি, নির্দিষ্ট নাম ছাড়া স্থান বা নির্দিষ্ট নাম ছাড়া যে কোন কিছু। বলা যায়, Common noun-টি Proper noun-এর বিপরীত (opposite).

Example:

  • নির্দিষ্ট নাম ছাড়া ব্যক্তি:  Boy, girl, professor
  • নির্দিষ্ট নাম ছাড়া বস্তু: Car, chair, table, newspaper, television
  • নির্দিষ্ট নাম ছাড়া প্রাণি: Horse, cow
  • নির্দিষ্ট নাম ছাড়া স্থান: Town, city, state, street
  • নির্দিষ্ট নাম ছাড়া যে কোন কিছু:  Movie, day, Internet, message

কিন্তু এসব Noun গুলোর যদি নির্দিষ্ট নাম দেয়া হয়, তখন তা Proper Noun হয়ে যাবে।

Example:

A boy wants to play with Rahim. এখানে  boy  শব্দটি Common Noun ও Rahim শব্দটি Proper Noun.  

  •  Boy – common noun
  • Boy’s name (Rahim, in this case) – proper noun

Common Noun-এর আরেকটি বৈশিষ্ট হচ্ছে যে, শিরোনাম বা title হিসাবে Common Noun ব্যবহৃত না হলে, এবং বাক্যের শুরুতে Common Noun ব্যবহৃত না হলে Common Noun সব সময় ছোট হাতের অক্ষরের হয়। অর্থাৎ Common Noun-এর বৈশিষ্ট দুটি:

  • প্রথমটি, Noun-টির নিজের বা নিজস্ব নাম থাকবে না
  • দ্বিতীয়টি বাক্যের শুরুতে অথবা title-এ  Common Noun ব্যবহৃত না হলে বাক্যের ভিতরে Common Noun-টি সব সময় ছোট হাতের অক্ষরের হবে।

3. -Collective Noun (সমষ্টির নামবাচক বিশেষ্য):

যে নামবাচক শব্দের মধ্যে একই শ্রেণির একের অধিক ব্যক্তি, বস্তু বা অন্য কোন কিছুর সমষ্টি বা দলকে বুঝায় তাকে Collective Noun  সমষ্টিবাচক Noun বলে। 

Example:

  • team (যেমন ফুটবল খেলার জন্য গঠিত team-এ এগারজন ফুটবল প্লেয়ার নিয়ে গঠিত হয়, অথবা কোন কাজের জন্য গঠিত কোন team- যেখানে একের অধিক ব্যক্তি থাকে )
  • family (যেমন পিতা, মাতা ও সন্তানদের নিয়ে গঠিত হয়)
  • class (যেমন একটি ক্লাস বেশ কিছু ছাত্র-ছাত্রী নিয়ে গঠিত হয় )
  • a committee (যেমন একটি কমিটি অনেক কয়েকজন লোক নিয়ে গঠিত হয়, উদাহরণ সরুপ: School, College বা মসজিদ পরিচালনা কমিটিি

এমনিভাবে  army-এর  অর্থ সৈন্যদল, এটা Collective Noun; কিন্তু  soldier অর্থ সৈন্য, এটা Common Noun. আবার audience  অর্থ শ্রোতাবৃন্দ বা শ্রোতামন্ডলী (অনেকজন); কিন্তু listener অর্থ  শ্রোতা (একজন)।  audience    হচ্ছে Collective Noun    আর listener হচ্ছে  Common Noun.

4. -Material Noun (বস্তুর নামবাচক বিশেষ্য):

 আমাদের পৃথিবীতে যে সকল বস্তু শক্ত (solid), তরল (liquid) অথবা আধা তরল (semi-liquid ) অবস্থায় থাকে বা পাওয়া যায়, যে সকল বস্তু আমাদের ব্যবহারের জন্য জিনিষপত্র তৈরীর কাজে লাগে এবং যাদের সাধারনত: ওজন বা পরিমাপ করা যায়, কিন্তু গননা করা যায় না তাদের Material Noun বলে। 

Example:

  • Gold: My mom purchased a gold ring for me.
  • Milk: I drink milk daily at night.
  • Cotton: Cotton dresses are very cheap and comfortable.
  • Salt: Add some more salt to the dish.
  • Honey: Honey is good for our health.

লক্ষ্য কর gold, milk, Cotton, salt ও  Honey এই বস্তু গুলির মধ্যে কোনটা শক্ত, কোনটা তরল আবার কোনটা আধা তরল। এ সকল বস্তু আমাদের বিভিন্ন জিনিষ তৈরীর  কাজে লাগে বা এই সকল জিনিষ গুলিকে আমরা ওজন করতে পারি কিন্তু গননা করতে পারি না, তাই এগুলো Material Noun. 

5. -Abstract Noun (ধরা-ছোয়া যায় না, এমন নামবাচক বিশেষ্য):

যে নাম বাচক শব্দকে আমরা দেখতে পাই না,স্পর্ষ করতে পারি না, ওজন বা পরিমাপ করতে পারি না কিন্তু অনুভব বা উপলদ্ধি করতে পারি সেই সকল নাম বাচক শব্দ গুলিকে Abstract Noun বলে।

Example:

  • Anxiety (দুশ্চিন্তা): Anxiety is a bad thing for your health – দুশ্চিন্তা স্বাস্থের জন্য খারাপ।
  • Beauty (সৌন্দর্য্য): The beauty of this place is unforgettable – এই স্থানের সৌন্দর্য্য ভূলবার নয়।
  • Comfort (আরাম): Everybody loves comfort – সবাই আরাম পছন্দ করে।
  • Happiness (সুখ): Everybody wants happiness – সবাই সুখ চায়।
  • Pain (দু:খ বা বেদনা): They gave me lots of pain – সে আমাকে অনেক দু:খ দিয়েছিল।
  • Courage (সাহস): The boy has courage and energy to finish the work= কাজটি শেষ করার জন্য ছেলেটির সাহস ও শক্তি আছে।
  • Pleasure (আনন্দ): Rahim finds pleasure in reading book – রহিম বই পড়তে আনন্দ পায়।

 আসলে Abstract Noun-কে আমরা শুধু মাত্র মন দ্বারা অনুভব করতে পারি। যে নাম বাচক শব্দকে আমরা মন দ্বারা অনুভব করি, সেটিই হচ্ছে Abstract Noun.

এখন জানব কেন Noun-কে শিখব বা Noun শিখলে ইংরেজি শিক্ষার ক্ষেত্রে কি লাভ হবে। Noun-কে ভালমত না শিখলে বাক্যের বিভিন্ন স্থানে যে Noun  ব্যবহারের প্রয়োজন হয়,তা আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারব না। বাক্যে Noun-এর ব্যবহার নিম্নরুপঃ

  1. Noun বাক্যের কর্তা হিসাবে ব্যবহৃত হয়ঃ যেমন: Rahim loves it.
  2. Noun ব্যক্যের transitive verb-এর পরে Object বা কর্ম হিসাবে ব্যবহৃত হয়ঃ যেমন: I know Rahim.
  3. কোন Article-এর পর Noun বসে। যেমন: I know the boy.
  4. কোন Article-এর adjective থাকলে, তারপর Noun বসবে। যেমন: Rahim is a good boy. Faruq is the best student in the class (article+adjective+noun).
  5. Possessive adjective যেমন my, his, her, their, our, your-এর পরে এবং no, much এবং many-এর পর Noun বসে। যেমন: This is my shirt. Rahim has many friends. I have no money.
  6. Preposition-এর পর Noun বসে।  Preposition বাক্যে Noun ছাড়া ব্যবহৃত হতে পারে  না। যেমন: This shirt is for Rahim.
  7. বাক্যে Be verb (am, is, are, was, were) মূল verb হিসাবে ব্যবহৃত হলে verb-টির পর Noun বসে। যেমন: They are students.
  8. Participle ও Gerand-এর পর প্রয়োজনে Noun ব্যবহৃত হয়। যেমন: Reading a book, I shall go there. Walking in the morning is good for your health.

-Word দেখে কিভাবে noun-কে চেনা যায়:

একটি noun-কে চিনতে পারার সর্বোত্তম উপায় হল শব্দটি কোথায় ব্যবহৃত হয়েছে, এবং কীভাবে শব্দটিকে ব্যবহার করা হয়েছে তা দেখা। দ্বিতীয় পন্থা হচ্ছে, noun-কে বহুবচন বা plural করা যায়। এ দুটি ছাড়াও, কোন শব্দ কোন্ কোন্ অক্ষর দ্বারা শেষ হচ্ছে, তা দেখেও অনেক সময়  noun-কে চেনা যেতে পারে। 

Example:

  • কোন শব্দ যদি -tion অক্ষর দ্বারা শেষ হয়, তবে সেই শব্দটি সাধারনত: noun হয়। যেমন, ambition, satisfaction, calculation, nation, composition প্রভৃতি।
  • কোন শব্দ যদি -ion অক্ষর দ্বারা শেষ হয়, তবে সেই শব্দটি সাধারনত: noun হয়। যেমন, union, communion, onion প্রভৃতি।
  • কোন শব্দ যদি -sion অক্ষর দ্বারা শেষ হয়, তবে সেই শব্দটি সাধারনত: noun হয়। যেমন, vision, permission, pension, decision প্রভৃতি।
  • কোন শব্দ যদি -ance অক্ষর দ্বারা শেষ হয়, তবে সেই শব্দটি সাধারনত: noun হয়। যেমন, clearance, circumstance, distance প্রভৃতি।
  • কোন শব্দ যদি -ence অক্ষর দ্বারা শেষ হয়, তবে সেই শব্দটি সাধারনত: noun হয়। যেমন, preference, patience, confidence প্রভৃতি।
  • কোন শব্দ যদি -ty অক্ষর দ্বারা শেষ হয়, তবে সেই শব্দটি সাধারনত: noun হয়। যেমন, party, unity, majesty প্রভৃতি।
  • কোন শব্দ যদি -sy অক্ষর দ্বারা শেষ হয়, তবে সেই শব্দটি সাধারনত: noun হয়। যেমন, embassy, controversy,  প্রভৃতি। [এক্ষেত্রে মনে রাখতে হবে, যে শেষের  sy-এর উচ্চারণ ’ছি’-এর মতো হতে হবে। যদি sy-এর উচ্চারণ  ’ছি’-এর মতো  না হয়ে ‘জি’-এর মতো হয়, তবে সে শব্দটি noun না হয়ে adjective হবে। যেমন, noisy, busy প্রভৃতি।
  • কোন শব্দ যদি -ment অক্ষর দ্বারা শেষ হয়, তবে সেই শব্দটি সাধারনত: noun হয়। যেমন, moment, movement, employment প্রভৃতি।
  • কোন শব্দ যদি -ness অক্ষর দ্বারা শেষ হয়, তবে সেই শব্দটি সাধারনত: noun হয়। যেমন, bigness, illness, sadness, madness প্রভৃতি।
  • কোন শব্দ যদি -ture অক্ষর দ্বারা শেষ হয়, তবে সেই শব্দটি সাধারনত: noun হয়। যেমন, literature, structure, culture, puncture প্রভৃতি।
  • কোন শব্দ যদি -er অক্ষর দ্বারা শেষ হয়, তবে সেই শব্দটি সাধারনত: noun হয়। যেমন, maker, bowler, cricketer, footboller, writer প্রভৃতি।
  • কোন শব্দ যদি -hood অক্ষর দ্বারা শেষ হয়, তবে সেই শব্দটি সাধারনত: noun হয়। যেমন, boyhood, manhood প্রভৃতি।

Conclusion:

Noun and its classifications বিষয়ে স্ববিস্তারে আলোচনা করা হলো। এর পরেও noun-এর বিষয়ে আরেকটি তথ্য দিতে হবে, এবং তা হলো, noun-কে আরও দুটি সম্পূর্ণ ভিন্ন বা পৃথক শ্রেণীতে ভাগ করা যায়। সেই দুটি শ্রেণী হচ্ছে: countable noun এবং uncountable noun. কিন্তু এই  দুটি শ্রেণীকে বুঝতে হলে, প্রথমে এই পাঁচ ধরনের noun-কে ভালোভাবে জানা প্রয়োজন। 

Rezaul Karim

Hi, my name is Rezaul Karim. I am an English teacher and founder of LearnEnglishWithRezaul.com. I work with non-native English learners to help them understand English grammar from basic to intermediate. I also help them improve their conversation skills, and communication ability and reduce their accent. I hope you may like my posts on this website, and if you really really feel that this page/website is useful for English learners, please happily share it for others to know.

This Post Has One Comment

Leave a Reply