Warning:
Learn English with Rezaul-এর content গুলো copyright দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত।
Copyright Registration Number: CRL – 30202
Noun ব্যবহার করে সঠিকভাবে ইংরেজি লিখার জন্য countable noun যা গণনাযোগ্য বিশেষ্য এবং uncountable Noun যা গণনাযোগ্য বিশেষ্য নয় একটি গুরুত্বপূর্ণ বিভাগ। গণনা (count) করার উপযোগী ও গণনা করার উপযোগী নয়, এই তত্তের উপর ভিত্তি করে noun-কে countable noun ও uncountable noun নামে দুইভাগে বিভক্ত করা হয়েছে। এই noun দুটি সম্মন্ধে পরিস্কার ধারনা না থাকার জন্য noun ব্যবহার করে বাক্য লিখার সময় ভূল হয়ে যায়। এসো দেখি তারা আসলে কী।
আমরা জানি সাধারণভাবে Noun পাঁচ ধরনের বা প্রকারের হয়। তারা হচ্ছে Proper Noun, Common Noun, Collective Noun, Material Noun এবং Abstract Noun. এই পাঁচ ধরনের Noun-এর মধ্যে Proper Noun, Common Noun এবং Collective Noun-এর প্রায় সকল Noun হচ্ছে countable আর Material Noun ও Abstract Noun-এর সকল noun uncountable Noun. Countable noun এবং uncountable noun-কে বুঝার জন্য এই প্রাথমিক বিষয়টি ভালভাবে মনে রাখতে হবে।
Countable noun কাকে বলে?
ইংরেজি গ্রামারের বিবেচনায় যে সকল noun-কে গণনা করা যায় তাদের countable noun বলে। যে noun গুলি, যেমন ব্যক্তি, বস্তু, প্রাণি, স্থান বা অন্য কোন কিছু যা গণনা যোগ্য তাই countable Noun. এই noun গুলির বৈশিষ্ট হচ্ছে দুইটি।
প্রথম বৈশিষ্টঃ প্রথম বৈশিষ্ট হচ্ছে এই noun-কে সংখ্যা দ্বারা গণনা করা যায় এবং এদের singular (একবচন) ও plural (বহুবচন) হিসাবে ব্যবহার করা যায়।
Example:
- Book- books.
- Cat- cats
- woman- women
- country- countries
Example in sentences?
- There is a book on the table. – টেবিলের উপর একটি বই আছে।
- There are five books on the tabl. – টেবিলের উপর পাঁটটি বই আছে।
- He has got two sisters and a younger brother. – তার দুই বোন এবং একটি ছোট ভাই আছে।
- I bought a book on English Grammar. – আমি ইংরেজি ব্যাকরণের একটি বই কিনেছি।
- The book has 300 pages in it. – বইটিতে 300 পৃষ্ঠা রয়েছে।
- I have a pen, a few books, a notebook, a table calendar, and a computer on my desk. – আমার ডেস্কে একটি কলম, কয়েকটি বই, একটি নোটবুক, একটি টেবিল-ক্যালেন্ডার এবং একটি কম্পিউটার রয়েছে।
দ্বিতীয় বৈশিষ্টঃ দ্বিতীয় বৈশিষ্ট হচ্ছে বাক্যে এই noun-কে singular (একবচন)-এ ব্যবহার করতে হলে তার পূর্বে প্রয়োজন অনুসারে অবশ্যই one অথবা article হিসাবে a/ an/the অথবা কোন Possessive Adjective যেমন my/ his/her অথবা this/ that ইত্যাদি শব্দের কোন একটি ব্যবহার করতে হয়। Singular Countable Noun-এর পূর্বে সকল শব্দের কোন একটি ছাড়া Singular Countable Noun একা ব্যবহৃত হয় না। নিচের উদাহরণগুলি দ্বারা বিষয়টি বুঝার চেষ্টা করো।
Example:
- Your book is on the table – আপনার বই টেবিলে আছে।
- A cat is an animal – বিড়াল একটি প্রাণী।
- There is a man at the door – দরজার কাছে একজন লোক আছে।
- Where is my book? – আমার বই কোথায়?
- He has one child only – তার একটিমাত্র সন্তান রয়েছে।
- I will read a book. – আমি একটা বই পড়ব।
- I have an umbrella – আমার একটা ছাতা আছে।
আরেকটা বিষয় জানা প্রয়োজন যে, কোন কোন countable noun-এর Singular (একবচন) এবং Plural (বহুবচন) একই, যেমন: Deer, Sheep, Aircraft, Offspring ইত্যাদি। Countable noun-এর singular এবং plural একই তারা বাক্যে কিভাবে ব্যবহৃত হয়, তা লক্ষ্য করোঃ
- It is a new aircraft. – এটি একটি নতুন বিমান।
- The airline has bought five aircraft. – বিমান সংস্থা পাঁচটি বিমান কিনেছে।
- They have only one offspring. – তাদের একটিই সন্তান রয়েছে।
- They have several offspring. – তাদের বেশ কয়েকটি সন্তান রয়েছে।
Uncountable noun কাকে বলে?
ইংরেজি গ্রামারের বিবেচনায় যে সকল noun-কে গণনা করা যায় না তাদের uncountable noun বলে।
Uncountable noun-এর প্রধান বৈশিষ্ট হলো একটি:
- সাধারণত: সংখ্যা দ্বারা গণনা করা যায় না, তাই এই noun-এর plural form হয় না।
তাহলে বুঝাই যাচ্ছে যে, material noun-কে গণনা করা যায় না, কাজেই তারা সকলেই uncountable noun এবং abstract noun-কেও গনণা যায় না, তাই তারাও uncountable noun হিসাবে বিবেচিত হয়।
এই বৈশিষ্টের আলোকে ইংরেজি ভাষায় যে সকল Noun-কে uncountable noun হিসাবে গন্য করা হয়, তারা হচ্ছে:
- অতি ক্ষুদ্র বা কনা বিশিষ্ট পদার্থ ও পাউডার জাতীয় পদার্থ (যেমন: sugar, rice, salt, sand)
- তরল পদার্থ (যেমন: water, tea, milk, soup)
- বায়বীয় পদার্থ (যেমন: air, smoke, oxygen)
- রোগ-ব্যাধির নাম (যেমন: Korona, influenza, diarrhoea)
- ভাষার নাম (যেমন: Bangla, English, French)
- খেলাধুলার নাম (যেমন: football, cricket, hokey)
- পাঠ্য বিষয়ের নাম (Bangla, English, History)
- অন্যান্য সকল জিনিষ যেগুলো সংখ্যা দ্বারা গণনা করা সম্ভব নয় এবং ধরা, ছোয়া ও দেখা সম্ভব নয় (যেমন: earth, cotton, anger, love, sympathy, hate)
যেহেতু uncountable noun –এর Plural form হয় না, তাই এই সকল noun-এর পূর্বে a/an, one, two, another, both, each, few, several, many, these, those ইত্যাদি সংখ্যা নির্দেশক শব্দ ব্যবহার করা যায় না।
তবে uncountable noun -এর পূর্বে প্রয়োজন অনুসারে the, some, any, this, that, all, enough, little, much, no, a lot of, lots of প্রভৃতি জাতীয় কোন possessive adjective বা determiner ইত্যাদি ব্যবহার করা যায়।
Example:
- He gave me some advice. – তিনি আমাকে কিছু পরামর্শ দিয়েছেন।
- There is a lot of furniture in this room. – এই ঘরে প্রচুর আসবাব আছে।
- I need some drinking water. – আমার কিছু পানীয় জল দরকার।
- Do you need some gas for your car? – তোমার গাড়ী জন্য কি কিছু গ্যাস প্রয়োজন?
- We need a lot of money for the business. – ব্যবসায়ের জন্য আমাদের প্রচুর অর্থের প্রয়োজন।
- Do you want some milk? – তুমি কি কিছু দুধ চান?
- I need some rice, bacon, cream, and oil. – আমার কিছু চাল, বেকন, ক্রিম এবং তেল লাগবে।
- Did you drink the tea I served you?- আমি আপনাকে যে চা পরিবেশন করেছি আপনি কি পান করেছেন?
- Can you please check the sugar of the coffee? – তুমি কি কফিতে চিনি পরীক্ষা করতে পারো?
- How much time do you need? – তোমার কত সময় দরকার?
- They need some more time. – তাদের আরও কিছু সময় দরকার।
Uncountable noun-এর বিষয়ে আর একটা বুঝার বিষয় রয়েছে, তা হচ্ছে: এই noun গুলি হ’ল এমন ধরনের পদার্থ, ধারণা বা কল্পনা, যা আমরা পৃথকভাবে ভাগ করতে পারি না ও আমরা তাদের ’count’ করতে পারি না। উদাহরণস্বরূপ, আমরা “দুধ” count করতে পারি না। কিন্তু আমরা ’বোতল দুধ’ বা ’লিটার দুধ’ count করতে পারি বা গণনা করতে পারি। একইভাবে, চা বা কফি-কে আমরা ’count’ করতে পারি না, কিন্তু আমরা যদি ‘এক কাপ চা’ বা এক কাপ কফি’ বলি তখন তা গণনা বা count’ করতে পারি। নিচের উদাহরণগুলি দ্বারা বিষয়টি বুঝার চেষ্টা করো।
- Bring me a cup of soup. – আমার জন্য এক কাপ স্যুপ আনুন।
- He has only a piece of fruit for lunch. – দুপুরের খাবারের জন্য তার কাছে কেবল এক টুকরো ফল আছে।
- She bought three bottles of water and five boxes of rice. – তিনি তিন বোতল পানি এবং পাঁচ বাক্স চাল কিনেছিলেন।
- He gave me two pieces of advice: eat less and exercise more. – তিনি আমাকে দুটি টুকরো পরামর্শ দিয়েছেন: কম খান এবং বেশি ব্যায়াম করুন।
- Do you want a glass of water? – তুমি কি এক গ্লাস পানি চাও?
Countable Noun ও uncountable noun সম্মন্ধে ধারণা পাওয়া গেলো। তারপরও কিছু কিছু countable noun ও uncountable noun মুখস্ত রাখতে হয়। তাছাড়া বুঝা যায় না noun-টি countable Noun না uncountable Noun. কারণ বাংলাতে যে noun গুলোকে count বা গণনা করতে পারি, তা ইংরেজিতে countable নাও হতে পারে। এ noun গুলো হচ্ছে:
- Suitcase is countable, but Luggage is uncountable
- Bag is countable, but Baggage is uncountable
- Tool is countable, but is Equipment is uncountable
- Apple is countable, but Fruit is uncountable
- Chair is countable, but Furniture is uncountable
- Idea is countable, but Knowledge is uncountable
- Coin is countable, but Money is uncountable
- Story is countable, but Poetry is uncountable
- Experiment is countable, but Research is uncountable
- Car is countable, but Traffic is uncountable
- Problem is countable, but Trouble is uncountable
- Job is countable, but Work is uncountable
- Battery is countable, Electricity is uncountable
- Report is countable, but Information / News is uncountable
- Tip is countable, but Advice is uncountable
- Journey is countable, but Travel is uncountable
- View is countable, Scenery is uncountable
- Exercise (’চর্চা বা অনুশীলনী’ অর্থে countable, কিন্তু ’ব্যায়াম’ অর্থে uncountable). [যেমন: ‘চর্চা বা অনুশীলনী’ অর্থে: I completed three exercises of English grammar. – আমি ইংরেজি ব্যাকরণের তিনটি অনুশীলন সম্পন্ন করেছি। ’ব্যায়াম’ অর্থে: Swimming is good exercise. / Swimming is a form of good exercise – সাঁতার একটি ভাল ধরনের ব্যায়াম।]
আজ যা জানলাম, তা সংক্ষেপে বলতে গেলে বলতে হবে যে: যে Noun-গুলির পূর্বে সংখ্যা বসিয়ে গণনা করা যায়, তারা countable noun ও যে Noun-গুলির পূর্বে সংখ্যা বসিয়ে গণনা করা যায় না, তাদের uncountable Noun বলে। তবে ইংরেজি ভাষাতে গণনা করা যায় এমন অনেক কিছুই uncountable Noun হিসাবে বিবেচিত হয়। যেমন, fish, fruit etc.
Rezaul Karim
English learner, content writer and tech enthusiast.
Yes I got my answer, but I couldn’t understand properly.
Dear learner,
The post relating to countable and uncountable noun has been updated. Please go to that post again to understand them properly. If you have a problem, then comment again.
Thanks for visiting my site.
It was helpful for me.
Thanks.