Introduction:
Possessive adjective বা অধিকারে থাকাসূচক বিশেষণ ভাল করে বুঝতে হলে Possessive Pronoun সম্মন্ধে জেনে নিতে হবে, অন্যথায়, বিষয় দুটি একে অপরের সাথে সাংঘর্ষিক বলে মনে হতে পারে। আমরা জানি যে, Pronoun ব্যবহৃত হয় Noun-এর জন্য বা Noun-এর পরিবর্তে। আর Adjective ব্যবহৃত হয় কোন না কোনভাবে Noun-কে বর্নণা করার জন্য। এই adjective-ও কোন Noun-এর আগে বসে উক্ত Noun-এর অধিকারের বিষয়টি বর্নণা করে।
Possessive adjective বলতে কি বুঝায়?
একটি উদাহরণের মাধ্যমে এই adjective-কে বুঝার চেষ্টা করি। কেউ তোমার অনুমতি না নিয়ে যদি তোমার কলম ও পেন্সিলগুলো নিয়ে যায়, তখন তুমি কেমন অনুভব করবে বা কি বলবে? সেই সময়ে তুমি অবশ্যই বলতে চাইবে যে, ঐ কলম ও পেন্সিলগুলো তোমার। ওগুলো নেয়ার জন্য অনুমতি দরকার। আমার যে কোন জিনিষ আমার অনুমতি ব্যতীত কেউ নিতে পারবে না। এ অবস্থায় এই ব্যক্তিকে প্রথম কথাটি বলতে পার, ’সেগুলি আমার কলম এবং পেন্সিল। দয়া করে তাদের ফিরিয়ে দাও।’ কারণ তোমার কাছ থেকে যে জিনিসপত্র নেওয়া হয়েছিল, তার মালিকানা তোমার। অর্থাৎ সেগুলোর মালিক তুমি। এমনি ধরণের মালিকানা বুঝানোর জন্যই মূলত: এই adjective ব্যবহৃত হয়। এই যে আমার জিনিষ বা আমার অন্য যে কোন কিছু, তার জিনিষ বা তার অন্য যে কোন কিছু ইত্যাদি বুঝানোর জন্য Noun-এর আগে যে শব্দ ব্যবহৃত হয়, সেটিই Possessive adjective. তাহলে তোমাদের কাছ থেকে কেউ যদি Possessive adjective কি, তা জানতে চায় তাহলে বলতে হবে: Noun-এর পূর্বে বসে যে শব্দ উক্ত Noun-এর মালিক (Possessor বা Owner) হওয়া বুঝিয়ে উক্ত Noun-কে modify করে, সেই শব্দটিই Possessive adjective.
Possessive pronoun-এর সাথে Possessive adjective-এর পার্থক্য:
- Possessive Pronoun শব্দগুলি কোন Noun-এর জন্য বা Noun-কে বুঝানোর জন্য বা Noun-এর পরিবর্তে ব্যবহৃত হয়। পক্ষান্তরে Possessive adjective শব্দগুলি কোন Noun-এর পরিবর্তে বসে না।
- Possessive Pronoun শব্দগুলি Ownership প্রকাশ করে না, Possessive adjective শব্দগুলি Ownership প্রকাশ করে।
- Possessive Pronoun শব্দগুলি Noun-এর পূর্বে বসে না, Possessive adjective শব্দগুলি সকল সময় Noun-এর পূর্বে বসে।
- কোন Noun শব্দকে apostrophe + ‘s’ ব্যবহার করে Possessive adjective হিসাবে ব্যবহার করা যায়, কিন্তু Possessive Pronoun-এর ক্ষেত্রে এমনভাবে ব্যবহার করা যায় না। যেমন: Rahim’s book. This is Rahim’s book.
- Possessive Pronoun শব্দগুলির পর Gerund ব্যবহৃত হয় না, কিন্তু Possessive adjective শব্দগুলির পর Gerund ব্যবহৃত হতে পারে।
নিচে Review হিসাবে Personal pronoun (subject হিসাবে এবং object হিসাবে), Possessive adjective, Possessive pronoun এবং Reflexive pronoun-এর রুপ বা form দেখানো হলো:
Personal Pronouns (used as a subject) |
Personal pronouns (used as an object) |
Possessive Adjectives |
Possessive Pronouns |
Reflexive Pronouns |
I |
me |
my |
mine |
myself |
you |
you |
your |
yours |
yourself |
he |
him |
his |
his |
himself |
she |
her |
her |
hers |
herself |
we |
us |
our |
ours |
ourselves |
you |
you |
your |
yours |
yourselves |
they |
them |
their |
theirs |
themselves |
it |
it |
its |
no possessive form/pronoun |
itself |
এখন লক্ষ্য করো বাক্যের বিভিন্ন স্থানে কিভাবে এই ব্যবহৃত হয়:
- Where is your house? – তোমার বাসা কোথায়?
- My favorite color is red – আমার প্রিয় রং লাল।
- This is his house – এটা জয় তার বাড়ী।
- He is my brother – সে আমার ভাই।
- My book is on the table – আমার বইটি টেবিলের উপর।
- Its color is red – এটার রং লাল।
- My car is very old – আমার গাড়ী খুব পুরাতন।
- My pen is black – আমার কলমটি কাল।
- Our students are intelligent – আমাদের ছাত্ররা খুুব বুদ্ধিমান।
- My computer is not working properly – আমার কম্পিউটার ঠিকমত কাজ করছে না।
- My mother is a doctor – আমার মা একজন ডাক্তার।
- His name is Rahim – তার নাম রহিম।
- Their car is in their garage – তাদের গাড়ী তাদের গ্যারেজে।
- Its color is beautiful – এটার রং সুন্দর।
- That must be Rahim’s drawing – সেটা অবশ্যই রহিমের অঙ্কন।
Possessive adjective-এর পর Gerund-এর ব্যবহার:
সকল Possessive adjective-এর পর Gerund ব্যবহৃত হতে পারে। অন্য কোন adjective-এর এই বৈশিষ্ট নাই। এটি এই adjective-এর বিশেষ বৈশিষ্ট, তাই এই ব্যবহার পৃথক করে দেখানো হলো। নিচের উদাহরণগুলি লক্ষ্য করো:
- I saw his going there. – আমি তার যাওয়া দেখলাম।
- I heard her crying. – আমি তার কান্নার শব্দ শুনেছি।
- I do not like your staying here. – আমি তোমার এখানে থাকা পছন্দ করি না।
- Your taking the prize was a nice surprise. – তোমার পুরষ্কার নেওয়া একটি সুন্দর surprise ছিল।
- I appreciate your understanding the matter. – বিষয়টি বুঝার জন্য তোমাকে আমি তোমাকে প্রশংসা করি।
- I feel bad at his missing the opportunity. – তার সুযোগটি মিস করাতে আমার খারাপ লাগছে।
- I love listening to his singing. – আমি তার গান গাওয়া শুনতে পছন্দ করি।
Rezaul Karim
English learner, content writer and tech enthusiast.