আজ আমরা শিখব Pronoun কি এবং তা কত প্রকারের হতে পারে, আমাদের Pronoun শেখার প্রয়োজন কেন, Pronoun শিখলে ইংরেজি জানার বিষয়ে কি লাভ হবে, এ সকল বিষয়ে আজ আমরা খুব সহজভাবে জানব।
What is a Pronoun?
Pronoun-এর বাংলা সর্বনাম। Pronoun হচ্ছে for a noun, অর্থাৎ noun-এর জন্য বা সহজ কথায় noun-এর জন্য যে শব্দ বাক্যে ব্যবহৃত হয়। বাক্যে যে শব্দ noun-এর জন্য বা noun-এর পরিবর্তে ব্যবহৃত হয়ে সেই noun শব্দ-কে বুঝায় তাকে Pronoun বলে।
Pronoun-এর কাজ যেহেতু noun-এর পরিবর্তে ব্যবহৃত হওয়া, তাই বাক্যে এর ব্যবহার noun-এর মত একই। Noun যেমন singular ও plural হিসাবে ব্যবহৃত হয়, pronoun-ও তেমনি singular ও plural হিসাবে ব্যবহৃত হতে পারে।
বাক্যে Pronoun প্রধানত: তিনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেঃ
- As a subject of a sentence (বাক্যের কর্তা হিসাবে)= যেমনঃ
He knows how to do it [এখানে ’He’ বাক্যের কর্তা হিসাবে ব্যবহৃত হয়েছে]
- As an object of a transitive verb (ট্রানজিটিভ verb-এর অবজেক্ট হিসাবে) [verb-এর পর ব্যক্তি বা বস্তুর নাম থাকে, সেটিই transitive verb-এর object]= যেমনঃ
Rahim loves it [এখানে ’it’ [এখানে ‘it’ শব্দটি loves verb-এর object হিসাবে ব্যবহৃত হয়েছে]
- As an object of a preposition or an infinitive (প্রেপোজিশান বা ইনফিনিটিভ-এর অবজেক্ট হিসাবে)=যেমনঃ
I bought this pen for him [এখানে him শব্দটি for preposition-এর object হিসাবে ব্যবহৃত হয়েছে]
I want to do it [এখানে it শব্দটি to do-এর object অর্থাৎ infinitive-এর object
হিসাবে ব্যবহৃত হয়েছে]।
Pronoun কত প্রকার?
Pronoun আট প্রকার। এই আট প্রকার Pronoun-এর ব্যবহার আট রকমের। Pronoun গুলো হলোঃ
- Personal Pronoun (ব্যক্তিবাচক সর্বনাম)
- Possessive Pronoun (অধিকারবাচক সর্ব)নাম)
- Reflexive Pronoun (আত্ম বা নিজবাচক সর্বনাম)
- Interrogative Pronoun (জিজ্ঞাসাবাদক সর্বনাম)
- Relative Pronoun (সাধারন সম্পর্কবাচক সর্বনাম)
- Reciprocal Pronoun (পারস্পরিক সম্পর্কবাচ সর্বনাম)
- Indefinite Pronoun (অনির্দিষ্ট সর্বনাম)
- Demonstrative Pronoun ( বিশেষভাবে নির্দেশক সর্বনাম)
Pronoun কেন শিখবঃ
Pronoun-এর ব্যবহার না শিখলে শুধু noun ব্যবহার করে বাক্য লিখতে হবে। একটার পর একটা বাক্যে একই noun বারবার ব্যবহার করলে তা শুনতে ভাল লাগে না এবং ইংরেজি ব্যকরণ এটা অনুমোদন করে না। তাই, কোন ব্যক্তি, বস্তু, স্থানসহ যে কোন noun-এর বারংবার ব্যবহার পরিহার করার জন্য কোন noun-এর পরিবর্তে কি ধরনের Pronoun ব্যবহৃত হবে, তা জানা প্রয়োজন। তাছাড়া অনেক বাক্য আছে যা Pronoun ছাড়া লেখাই যায় না। যেমন, কোন একজন ব্যক্তি বলতে চাচ্ছে ’সে বাড়ী যাবে’। এখানে ঐ ব্যক্তি যখন তার বাড়ী যাবার কথা অন্যকে বলবে, তখন তার নাম ব্যবহার করে বলবে না, তাকে Pronoun ব্যবহার করে বলতে হবে। তাকে বলতে হবে ‘আমি বাড়ী যাব’। I will go home. এখানে ’আমি’ শব্দটা একটা Pronoun.
That’s it for today and thanks for learning with me.
Rezaul Karim