Future Perfect Tense and Future Perfect Continuous Tense Definition

Warning:

Learn English with Rezaul-এর content গুলো copyright দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত।

Copyright Registration Number: CRL – 30202

©All Rights Reserved by the Author

No part of this work may be reproduced, stored in a retrieval system, or transmitted in any form or by any means, electronic, electrical, chemical, mechanical, photocopying, recording, or otherwise, without the author’s prior written permission. Unauthorized actions related to this publication may result in criminal prosecution and civil claims for the damages.

আজ Future perfect tense and Future perfect continuous tense-এর বিষয়ে জানবো। ইংরেজিতে Future perfect tense-এর ব্যবহার কোন কোন ক্ষেত্রে দেখা যায়, কিন্তু Future perfect continuous tense-এর ব্যবহার বিরল বা নাই বল্লেই চলে। তবে সকল tense-কে জানার জন্য এ দুটি tense-কেও জেনে রাখা ভালো।

Future Perfect Tense কাকে বলে?

ভবিষ্যতে কোন সময়ে কোন কাজ করা হয়ে থাকবে বা কোন কাজ করা সম্পন্ন হয়ে থাকবে, এমনটা বর্ণনা করতে যে tense ব্যবহার করা হয়, তাকে Future Perfect Tense বলে।

Future Perfect Tense describes an action which will have been completed at some time in the future.

Structure of the positive sentence:

Subject+ will have+ past participle form of verb+ অন্য শব্দ (যদি থাকে)।

Future Perfect TenseExample:

  • I will have written the letter. – আমি চিঠিটি লিখে থাকবো।
  • By the time you reach home, I will have finished my lesson – তুমি বাড়ী এসে পৌঁছোতে পৌঁছোতে আমি আমার পড়া শেষ করে ফেলবো।
  • They  will have gone there. – তারা সেখানে গিয়ে  থাকবে।

Future Perfect Tense-কে অনেক সময় Present  Indefinite tense-এর সাথে একটি বাক্যে লেখা হয়। Present  Indefinite tense-এর সাথে ব্যবহৃত হলে ভবিষ্যতে দুটি কাজের বর্ণনা থাকবে। যে কাজটি প্রথম হয়, সেটা Future Perfect Tense-এর বাকাংশ (Clause)-এ  প্রকাশ করা হয় এবং যেটা পরে হয় সেটা  Present indefinite tense-এর বাকাংশে (Clause) প্রকাশ করা হয়। দুইটি  clause-কে সংযুক্ত করার জন্য before, when, by the time প্রভৃতি subordinate conjunction ব্যবহার করতে হয়।

Future Perfect Tense

Example:

  • I will have taken your book when you come – আমি তোমার বইটি নিবো যখন তুমি আসবে ।
  • You will have gone to the office before I reach – আমি পৌঁছানোর আগে তুমি অফিসে গিয়ে থাকবে।
  • They will have done the work when you return -যখন তুমি ফিরবে তখন তারা কাজটি করে থাকবে।
  • I will have left the place by the time you come.- তুমি আসার পরে আমি জায়গাটি ছেড়ে চলে যাব।
  • I will have written an article before you come. – তুমি আসার আগে আমি একটি নিবন্ধ লিখবো।
  • They will have played cricket in the field before you reach. – তারা আপনার পৌঁছানোর আগে তারা মাঠে ক্রিকেট খেলবে।

Negative sentence:

Negative বাক্য তৈরী করতে হলে auxiliary verb ‘will’-এর পর ’not’ বসালেই বা একত্রে ‘won’t’ লিখলেই বাক্যটি Negative বাক্যে পরিনত হয়ে যাবে।

Examples:

  • I will not have gone there.
  • You will not have gone there.
  • He/she will not have gone there.
  • We will not have gone there.
  • You will not have gone there.
  • They will not have gone there.

Interrogative sentence:

Auxiliary verb ‘will’-কে Subject-এর পূর্বে বসালেই বাক্যটি Interrogative sentence-এ পরিনত হয়ে যাবে। বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন (?) বসাতে হয়।

Examples:

  • Will you  not have gone there?
  • Will he/she not have gone there?
  •  Will we not have gone there?
  •  Will you not have gone there?
  •  Will they will not have gone there?

তাহলে আমরা বুঝতে পারলাম যে, Future Perfect Tense-এর কাজ হচ্ছে, এই     দিয়ে বুঝানো হয় যে, ভবিষতের কোন একটা নির্দিষ্ট সময়ে একটা কাজ সমাপ্ত হয়ে থাকবে।

Future Perfect Continuous Tense কাকে  বলে?

ভবিষ্যতের কোন নির্দিষ্ট সময় ধরে কোন কাজ  চলমান থাকবে বা ঘটতে থাকবে বুঝালে, তাকে Future Perfect Continuous Tense বলে।

Future Perfect Continuous Tense describes an  action which will be going on  at a certain time in the future.

Structure of the positive sentence:

Subject+ will have been+ simple form of verb+ ing + object.

Future Perfect Continuous Tense

Example:

  • I will have been waiting for you.
  • They will have been playing cricket in the field.
  • They will have been watching television.

কখন থেকে বা কতক্ষন ধরে কাজটি চলতে থাকবে, তা বুঝানের জন্য বাক্যের শেষে  for / since ব্যবহার করা যায়।

Example:

  • They will have been living in Dhaka for three years.
  • He will have been the book for two hours.
  • They will have been living in Dhaka since February.
  • He will have been reading the book since morning.

Future Perfect Continuous Tense-কে অনেক সময় Present  Indefinite tense-এর সাথে একটি বাক্যে লেখা হয়। Present  Indefinite tense-এর সাথে ব্যবহৃত হলে ভবিষ্যতে দুটি কাজের বর্ণনা থাকবে। যে কাজটি প্রথম হয়, সেটা Future Perfect Continuous Tense-এর বাকাংশ (Clause)-এ প্রকাশ করা হয় এবং যেটা পরে হয় সেটা  Present indefinite tense-এর বাকাংশে (Clause) প্রকাশ করা হয়। দুইটি clause-কে সংযুক্ত করার জন্য before, until প্রভৃতি subordinate conjunction ব্যবহার করতে হয়।

Example:

  • I will have been reading  the book until you get back. – তুমি ফিরে না আসা পর্যন্ত আমি বইটি পড়িতে থাকবো।
  • The students will have been playing the cricket until the dusk. – শিক্ষার্থীরা সন্ধ্যা অবধি ক্রিকেট খেলতে থাকবে।

Structure of the Negative sentence:

Negative বাক্য তৈরী করতে হলে auxiliary verb ‘will’-এর পর ’not’ বসালেই বা একত্রে ‘won’t’ লিখলেই বাক্যটি Negative বাক্যে পরিনত হয়ে যাবে।

Examples:

  • We will not have been reading the book. 
  • The students will not/ won’t have been learning English the math before I come. 
  • The players will not / won’t have been playing before you come. 

Structure of the Interrogative sentence:

Auxiliary verb ‘will’-কে Subject-এর পূর্বে বসালেই বাক্যটি Interrogative sentence-এ পরিনত হয়ে যাবে। বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন (?) বসাতে হয়।

Example:

  • Will I have been learning English before you come? – তুমি আসার আগে আমি কি ইংরেজি শিখতে থাকবো?
  • Will you have been reading before he comes? – সে আসার আগে তুমি কি পড়তে থাকবে?
  • Will they have been watching television? – তারা কি টেলিভিষন দেখতে থাকবে?

অন্যান্য continuous tense-এর ন্যায় Stative verb  দ্বারা Future Perfect Continuous গঠন করা যায় না।

Rezaul Karim

Hi, my name is Rezaul Karim. I am an English teacher and founder of LearnEnglishWithRezaul.com. I work with non-native English learners to help them understand English grammar from basic to intermediate. I also help them improve their conversation skills, and communication ability and reduce their accent. I hope you may like my posts on this website, and if you really really feel that this page/website is useful for English learners, please happily share it for others to know.

Leave a Reply