Warning:
Learn English with Rezaul-এর content গুলো copyright দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত।
Copyright Registration Number: CRL – 30202
-Present continuous tense কাকে বলে?
এই মূহুর্তে যে কাজ চলছে এবং নিকট ভবিষতে কোন কাজ করা হবে বা ঘটবে বলে স্থিরকৃত আছে, এমন বর্ননা করতে যে Tense ব্যবহার করা হয়, তাকেই Present Continuous Tense বলে।
-Present continuous tense-কে বাংলায় চেনার উপায়:
Verb বা ক্রিয়াকে বাংলায় উচ্চারণ করতে গেলে ক্রিয়ার শেষে তেছ, তেছি , তেছেন, তেছে, চ্ছ, চ্ছি, চ্ছে, চ্ছেন, ছেন, ছি প্রভৃতির কোন একটি উচ্চারিত হবে।
-গঠন প্রনালী:
কর্তা + am / is / are + verb-ing + অন্য শব্দ / শব্দ সমষ্টি
-প্রধান ব্যবহার:
বর্তমানে বা ঠিক এই মূহুর্তে যা ঘটছে বা ঘটে চলেছে, তা বর্ণনায়:
বর্তমানে বা ঠিক এই মূহুর্তে আমরা যখন কথা বলছি, তখন যে কাজ ঘটছে এবং কাজটি কিছক্ষন পর শেষ হবে, তা বুঝাতে Present Continuous Tense ব্যবহার করা হয়। (For actions happening now and will end soon).
Example:
- Please don’t talk here. Rahim is studying. – দয়া করে এখানে কথা বলো না। রহিম পড়াশোনা করছে।
- Students are playing cricket. – শিক্ষার্থীরা ক্রিকেট খেলছে।
- He is having a bath. – সে গোসল করছে।
- They are talking. – তারা কথা বলছে।
- Now he is learning English. – এখন সে ইংরেজি শিখছে।
-এই Tense -এর অন্যান্য ব্যবহার:
-1. ভবিষত প্ল্যান বা পরিকল্পনা বর্ননায়:
নিকট ভবিষতে কোন কাজ করা হবে বা ঘটবে বলে স্থিরকৃত বা কোন কাজ করার পরিকল্পনা বর্ননা করতে Present Continuous Tense ব্যবহৃত হয়। (To express future plan and arrangements).
Example:
- I am going to Dhaka tomorrow. – আমি আগামীকাল ঢাকা যাচ্ছি।
- My father is going to the dentist. – আমার বাবা ডেন্টিস্টের কাছে যাচ্ছেন।
- Are you doing anything on Friday morning?= শুক্রবার সকালে তুমি কি কিছু করছো?
- When are you starting your new business? – তুমি কখন তোমার নতুন ব্যবসা শুরু করছো?
-2. বারবার কোন কাজ করার বিষয়ে বিরক্তি প্রকাশ করতে:
যে কাজ বারবার ঘটে বা বারবার করা হয়, তা প্রকাশ করতে সাধারনত: Present Indefinite Tense ব্যবহার করা হয়, কিন্তু কোন ব্যক্তির কোন কাজ বারবার করার ফলে যদি অন্য কোন ব্যক্তির বিরক্তির কারণ হয়, তখন তা প্রকাশ করার জন্য Present Continuous Tense ব্যবহৃত হয়।
এ সকল ক্ষেত্রে প্রয়োজনে অর্থ অনুসারে auxiliary verb ও main verb-এর মধ্যে always, continually, constantly, প্রভৃতি adverb ব্যবহার করা যেতে পারে।
Example:
- You are always creating trouble for me. – তুমি সবসময় আমার জন্য ঝামেলা তৈরি করছো।
- I am getting tired of you. – আমি তোমার বিষয়ে ক্লান্ত হয়ে উঠছি।
- Why are you criticizing me? – তুমি আমার সমালোচনা করছো কেন?
- You are always interrupting me. – তুমি সবসময় আমাকে বাধা দিচ্ছো।
- He is always coming to class late. – সে সর্বদা ক্লাসে দেরিতে আসছে।
Note: Present Continuous Tense-এর এই ব্যবহার অর্থাৎ বারবার কোন কাজ করার বিষয়ে বিরক্তি প্রকাশ করতে Negative রুপ ব্যবহৃত হয় না।
-3. পূর্বের তুলনায় কোন কিছুর পরিবর্তন বর্ননায়:
পূর্বের তুলনায় কোন কিছুর পরিবর্তন বর্ননা করার জন্য Present Continuous Tense ব্যবহৃত হয়। অর্থাৎ এমন কিছু বর্ণনায় যা নতুন এবং আগের অবস্থার সাথে বিবেচনা করলে কোন এক ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়।
Example:
- It is getting more expensive to go for higher education. – উচ্চশিক্ষায় যাওয়া আরও ব্যয়বহুল হচ্ছে।
- People are living longer than before. – মানুষ আগের চেয়ে বেশি দিন বাঁচছে।
- My headache is getting better. -আমার মাথাব্যথা আরও ভাল হচ্ছে।
- These days people are using mobile phones instead of land phones. – আজকাল মানুষ ল্যান্ড ফোনের পরিবর্তে মোবাইল ফোন ব্যবহার করছে।
- My English is improving. – আমার ইংরেজির উন্নতি হচ্ছে।
- The weather is changing rapidly. -আবহাওয়া দ্রুত পরিবর্তন হচ্ছে।
- Rafiq is eating a lot these days. – রফিক আজকাল অনেক খাচ্ছে।
-না-বোধক বাক্যে:
Present Continuous Tense-এর না-বোধক বাক্য তৈরীতে কর্তার পরে যে সাহায্যকারী থাকে তার সাথে যুক্ত করলেই না-বোধক বাক্য তৈরী হয়ে যায়।
কর্তা + am not / is not / are not + Verb-ing.
Example:
- Rahim is not studying – রহিম পড়াশোনা করছে না।
- Students are not playing cricket – শিক্ষার্থীরা ক্রিকেট খেলছে না।
- They are not talking – তারা কথা বলছে না।
- Now he is not learning English – এখন সে ইংরেজি শিখছে না।
- I am not going to Dhaka tomorrow – আমি আগামীকাল ঢাকা যাচ্ছি না।
- People are not living longer than before – মানুষ আগের চেয়ে বেশি দিন বাঁচছে না।
-প্রশ্নবোধক বাক্যে:
Present Continuous Tense-এর প্রশ্নবোধক বাক্য তৈরীতে কর্তার পূর্বে Auxiliary verb (am / is / are) তারপর Subject ও তারপর main verb-ing বসালেই প্রশ্নবোধক বাক্য তৈরী হয়ে যায়।
Am / is / are + Subject + Verb-ing.
Example:
- Is Rahim studying? – রহিম কি পড়াশোনা করছে?
- Are not students playing cricket? – ছাত্ররা কি ক্রিকেট খেলছে না?
- Are they not talking? – তারা কি কথা বলছে না?
- Is he not learning English? – সে কি ইংরেজি শিখছে না?
-কোন Verb গুলি Present Continuous Tense-এ ব্যবহৃত হয় না:
Stative verb গুলি Present Continuous Tense ব্যবহার করা যায় না। যেমন: see, smell, taste, seem, know, cost, doubt, envy, fear, forget, forgive, have (থাকা অর্থে), ইত্যাদি Verb এই Tense-এ ব্যবহার করা যায় না।
Rezaul Karim
I am very happy to see it. Here I found huge details.
And it will help everyone. I hope you will give more
Knowledge about English.
Useful content