What is a Primary Auxiliary Verb?

Warning:

Learn English with Rezaul-এর content গুলো copyright দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত।

Copyright Registration Number: CRL – 30202

আরও সুন্দর ও সহজ করে বুঝার জন্য, অনেক নতুন কিছু জানার জন্য, সর্বোপরি আমার সংগে ইংরেজি শেখার জন্য Learn English with Rezaul -পুস্তক আকারে প্রকাশিত হয়েছে।   ক্যুরিয়ারের মাধ্যমে পুস্তকটি সংগ্রহ করতে পারবেন। সাতশত পৃষ্ঠার পুস্তকটিতে ৮৩-টি কনটেন্ট রয়েছে, যা আপনাকে ইংরেজি গ্রামারের বিষয়ে অনেক অবাক করা ধারণা দেবে। পুস্তকটির মূল্য পাঁচশত পঞ্চাশ টাকা + ক্যুরিয়ার চার্জ। যোগাযোগ করুন: হোয়াটসঅ্যাপ: +8801715138716

What is a Primary Auxiliary Verb?

যে  verb বিভিন্ন Tense গঠনে, না-বোধক বাক্য তৈরীতে ও প্রশ্নবোধক বাক্য তৈরীতে  মূল verb-কে  সাহায্য করে, তাকেই Primary auxiliary verb বলে। বারটি Tense-এর মধ্যে Present  Indefinite ও Past Indefinite Tense ছাড়া সকল Tense গঠন করতে Primary auxiliary verb-এর প্রয়োজন হয়। Primary auxiliary verb-এর সাহায্য ছাড়া কোন Tense-এর কোন বাক্যকেই প্রশ্নবোধক বাক্য ও না-বোধক বাক্যে পরিণত করা যায় না।

Primary auxiliary verb-বৈশিষ্ট্য:

  1. Primary auxiliary verb-এর নিজস্ব কোন অর্থ  নাই। এরা Tense গঠনে মূল verb-কে সাহায্য  করে।
  2. প্রশ্নবোধক বাক্য তৈরীতে সাহায্য করে।
  3. না-বোধক বাক্য তৈরীতে সাহায্য করে।
  4. Passive voice-এর বাক্য গঠনে সাহায্য করে
  5. মূল verb-কে সাহায্য করা ছাড়াও এই verb গুলি প্রয়োজনে  নিজেেই মূল verb হিসাবে ব্যবহৃত হতে পারে।

কোন auxiliary verb গুলি Primary auxiliary verb?

Primary auxiliary verb সর্বমোট তিনটি: তারা হলো:

  1. Do     
  2. Be   
  3. Have

– Do  verb কিভাবে মূল verb-এর সাহায্যকারী verb হিসাবে ব্যবহৃত হয় ?

Do verb-এর চারটি রুপ আছে। এর মধ্যে প্রথম দুটি রুপ অর্থাৎ Present Past রুপ সাহায্যকারী verb হিসাবে ব্যবহৃত হয়। Do verb-এর চারটি রুপ নিম্নরুপ:

PresentPastPast ParticiplePresent Participle
Do / doesdiddonedoing

1. প্রশ্নবোধক বাক্য তৈরী করতে:

(a)  Do / does-এর সাহায্য গ্রহণ করে Present Indefinite Tense-এর  প্রশ্নবোধক বাক্য তৈরী হয়। 

Example:

  • Do you like it?
  • Does he go there?
  • Do I do it?

(b) did-এর সাহায্য গ্রহণ করে Past Indefinite Tense   প্রশ্নবোধক বাক্য তৈরী হয় । 

Example:

  • Did he go to the party?
  • Didn’t he go to school?

2. না-বোধক বাক্য তৈরী করতে:

(a) Do not / does not-এর সাহায্য গ্রহণ করে Present Indefinite Tense-এর   না-বোধক বাক্য তৈরী করে। 

Example:

  • I do not like ice cream.
  • He does not like it.
  • I do not do it.

(b)  did not-এর সাহায্য গ্রহণ করে  Past Indefinite Tense-কে   না-বোধক বাক্য পরিনত হয় ।

Example:

  • He did not pass the examination.
  • He did not do it.

3. মূল verb হিসাবে:

এই Do verb আবার প্রয়োজনে নিজেই মূল verb হিসাবে ব্যবহৃত হতে পারে ও অন্যান্য মূল verb-এর ন্যায় বারটি Tense গঠন করতে পারে। 

Example:

Present Indefinite:

I do—–We do.

You do—–You do.

He does-—-They do.

Present Continuous:

I am doing—–We are doing.

You are doing—–You are doing.

He is doing-—-They are doing.

Present Perfect:

I have done—–We have done.

You have done—–You have done.

He has done—–They have done.

Present Perfect Continuous:

I have been doing—–We have been doing.

You have been doing—–You have been doing.

He has been doing-—-They have been doing.

এভাবে Past ও Future Tense-এরও  চারটি করে  বিভিন্ন Tense গঠন করা যাবে।

– Be  verb কিভাবে মূল verb-এর সাহায্যকারী verb হিসাবে ব্যবহৃত হয় ?

Be verb-এর চারটি রুপ আছে। Be verb–এর চারটি রুপ নিম্নরুপ:

PresentPastPast ParticiplePresent Participle
Be / am / is / areWas / werebeenbeing

1. Be verb-এর সাহায্য ছাড়া কোন Continuous Tense-ই গঠিত হয় না।

যে tense-এর নামের সাথে continuous শব্দ থাকবে, সেই tense-টি গঠনের জন্য অবশ্যই উপযুক্ত কোন ’be’ verb লাগবেই।

(a)  Be-এর সাহায্য গ্রহণ করে Future continuous Tense-এর বাক্য তৈরী হয়। 

Example:

  • I shall be going—-We shall be doing.
  • You will be going—-You will be doing.
  • He will be going—-They will be doing.

(b) Am / is / are-এর সাহায্য গ্রহণ করে Present Continuous Tense-এর বাক্য তৈরী হয়। 

Example:

  • I am doing—–We are doing.
  • You are doing—-You are doing.
  • He is doing—-They are doing.

(c)  Was / were-এর সাহায্য গ্রহণ করে Past Continuous Tense-এর বাক্য তৈরী হয়। 

Example:

  • was doing—-We were doing.
  • You were doing—–You were doing.
  • He was doing——They were doing.

এছাড়াও সকল perfect continuous tense যেমন, present perfect continuous, past perfect continuous এবং Future perfect continuous tense গঠন করতে Be verb- টি দ্বিতীয় সাহায্যকারী verb হিসাবে ব্যবহৃত  হয়। অর্থাৎ প্রথম সাহায্যকারী verb হিসাবে have এবং দ্বিতীয় সাহায্যকারী verb হিসাবে  be ব্যবহৃত হয়।

Example:

  • I have been doing —- We have been doing. (present perfect continuous tense). [প্রথম সাহায্যকারী verb হিসাবে have এবং দ্বিতীয় সাহায্যকারী verb হিসাবে  be ব্যবহৃত হয়েছে]।
  • I had been doing —- We had been doing. (past perfect continuous tense). [প্রথম সাহায্যকারী verb হিসাবে have এবং দ্বিতীয় সাহায্যকারী verb হিসাবে  be ব্যবহৃত হয়েছে]।
  • I will have been doing —— We will have been doing. (future perfect continuous tense). [প্রথম সাহায্যকারী verb হিসাবে have এবং দ্বিতীয় সাহায্যকারী verb হিসাবে  be ব্যবহৃত হয়েছে]।

2. সকল Tense-এর Active voice-এর বাক্যকে Passive voice গঠনে মূল সাহায্য করে। 

Example:

  • It is done by me.
  • It was done by me.
  • It will be done by me.

3.  এই Be verb আবার প্রয়োজনে নিজেই মূল verb হিসাবে ব্যবহৃত হতে পারে ও অন্যান্য মূল verb-এর ন্যায় বারটি Tense গঠন করতে পারে। 

Example:

Present Indefinite:

  • I am —-We are.
  • You are——You are.
  • He is—–They are.

Present Continuous: Be verb-কে মূল verb হিসাবে ব্যবহার করে এই Tense-এর ব্যবহার কম।

  • I am being—–We are being
  • You are being—–You are being.
  • He is being-—–They are being.

Present Perfect:

  • I  have been —–We shall have been.
  • You have been ——You have been.
  • He has been —–They have been.

Present Perfect continuous: Be verb-কে মূল verb হিসাবে ব্যবহার করে এই Tense-কে ব্যবহার করা হয় না।

এভাবে Past ও Future Tense-এরও  চারটি করে  বিভিন্ন Tense গঠন করা যাবে।

– Have  verb কিভাবে মূল verb-এর সাহায্যকারী verb হিসাবে ব্যবহৃত হয় ?

Have verb-এর চারটি রুপ আছে। Have verb–এর চারটি রুপ নিম্নরুপ:

PresentPastPast ParticiplePresent Participle
Have / hashadhadhaving

 Have verb-এর সাহায্য ছাড়া কোন Perfect Tense-ই গঠিত হয় না।

যে tense-এর নামের সাথে perfect শব্দ থাকবে, সেই tense-টি গঠনের জন্য অবশ্যই উপযুক্ত কোন ’have’ verb লাগবেই।

(a)  Have/ has-এর সাহায্য গ্রহণ করে Present perfect Tenseএর বাক্য তৈরী হয়। 

Example:

  • I have done the work—–We have done the work.
  • You have done the work—–You have done the work.
  • He has done the work—–They have done the work.

(b) Had-এর সাহায্য গ্রহণ করে Past perfect Tenseএর বাক্য তৈরী হয়। 

Example:

  • I had done the work—-We had done the work.
  • You had done the work—-You had done done the work.
  • He had done the work—–They had done the work.

(c) Shall have / will have-এর সাহায্য গ্রহণ করে Future perfect Tenseএর বাক্য তৈরী হয়। 

Example:

  • I shall have done the work—–We shall have done the work.
  • You will have done the work—–You will have done the work.
  • He will have done the work—-They will have done the work.

3.  এই have verb আবার প্রয়োজনে নিজেই মূল verb হিসাবে ব্যবহৃত হতে পারে ও অন্যান্য মূল verb-এর ন্যায় বারটি Tense গঠন করতে পারে।

Example:

Present Indefinite: 

  • I have the work—-We have the work.
  • You have the work-—You have the work.
  • He has the work—–They have the work.

Present Continuous: 

  • I am having a problem——We are having a problem.
  • You are having a problem——You are having a problem.
  • He is having a problem-——They are having a problem.

Present Perfect:

  • I have had a problem——We have had a problem.
  • You have had a problem——-You have had a problem.
  • He has had a problem—-They have had a problem.

Present Perfect continuous:

  • I have been having a problem——-We have been having a problem.
  • You have been having a problem——You have been having a problem.
  • He has been having a problem——They have been having a problem.

এভাবে Past ও Future Tense-এরও  চারটি করে  বিভিন্ন Tense গঠন করা যাবে।

Thanks for learning with me.

Rezaul Karim

Advance English learner, content writer and tech enthusiast.

 

 

Rezaul Karim

Hi, my name is Rezaul Karim. I am an English teacher and founder of LearnEnglishWithRezaul.com. I work with non-native English learners to help them understand English grammar from basic to intermediate. I also help them improve their conversation skills, and communication ability and reduce their accent. I hope you may like my posts on this website, and if you really really feel that this page/website is useful for English learners, please happily share it for others to know.

Leave a Reply