Warning:
Learn English with Rezaul-এর content গুলো copyright দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত।
Copyright Registration Number: CRL – 30202
আরও সুন্দর ও সহজ করে বুঝার জন্য, অনেক নতুন কিছু জানার জন্য, সর্বোপরি আমার সংগে ইংরেজি শেখার জন্য Learn English with Rezaul -পুস্তক আকারে প্রকাশিত হয়েছে। ক্যুরিয়ারের মাধ্যমে পুস্তকটি সংগ্রহ করতে পারবেন। সাতশত পৃষ্ঠার পুস্তকটিতে ৮৩-টি কনটেন্ট রয়েছে, যা আপনাকে ইংরেজি গ্রামারের বিষয়ে অনেক অবাক করা ধারণা দেবে। পুস্তকটির মূল্য পাঁচশত পঞ্চাশ টাকা + ক্যুরিয়ার চার্জ। যোগাযোগ করুন: হোয়াটসঅ্যাপ: +8801715138716

What is a Primary Auxiliary Verb?
যে verb বিভিন্ন Tense গঠনে, না-বোধক বাক্য তৈরীতে ও প্রশ্নবোধক বাক্য তৈরীতে মূল verb-কে সাহায্য করে, তাকেই Primary auxiliary verb বলে। বারটি Tense-এর মধ্যে Present Indefinite ও Past Indefinite Tense ছাড়া সকল Tense গঠন করতে Primary auxiliary verb-এর প্রয়োজন হয়। Primary auxiliary verb-এর সাহায্য ছাড়া কোন Tense-এর কোন বাক্যকেই প্রশ্নবোধক বাক্য ও না-বোধক বাক্যে পরিণত করা যায় না।
Primary auxiliary verb-বৈশিষ্ট্য:
- Primary auxiliary verb-এর নিজস্ব কোন অর্থ নাই। এরা Tense গঠনে মূল verb-কে সাহায্য করে।
- প্রশ্নবোধক বাক্য তৈরীতে সাহায্য করে।
- না-বোধক বাক্য তৈরীতে সাহায্য করে।
- Passive voice-এর বাক্য গঠনে সাহায্য করে
- মূল verb-কে সাহায্য করা ছাড়াও এই verb গুলি প্রয়োজনে নিজেেই মূল verb হিসাবে ব্যবহৃত হতে পারে।
কোন auxiliary verb গুলি Primary auxiliary verb?
Primary auxiliary verb সর্বমোট তিনটি: তারা হলো:
- Do
- Be
- Have
– Do verb কিভাবে মূল verb-এর সাহায্যকারী verb হিসাবে ব্যবহৃত হয় ?
Do verb-এর চারটি রুপ আছে। এর মধ্যে প্রথম দুটি রুপ অর্থাৎ Present ও Past রুপ সাহায্যকারী verb হিসাবে ব্যবহৃত হয়। Do verb-এর চারটি রুপ নিম্নরুপ:
Present | Past | Past Participle | Present Participle |
Do / does | did | done | doing |
1. প্রশ্নবোধক বাক্য তৈরী করতে:
(a) Do / does-এর সাহায্য গ্রহণ করে Present Indefinite Tense-এর প্রশ্নবোধক বাক্য তৈরী হয়।
Example:
- Do you like it?
- Does he go there?
- Do I do it?
(b) did-এর সাহায্য গ্রহণ করে Past Indefinite Tense প্রশ্নবোধক বাক্য তৈরী হয় ।
Example:
- Did he go to the party?
- Didn’t he go to school?
2. না-বোধক বাক্য তৈরী করতে:
(a) Do not / does not-এর সাহায্য গ্রহণ করে Present Indefinite Tense-এর না-বোধক বাক্য তৈরী করে।
Example:
- I do not like ice cream.
- He does not like it.
- I do not do it.
(b) did not-এর সাহায্য গ্রহণ করে Past Indefinite Tense-কে না-বোধক বাক্য পরিনত হয় ।
Example:
- He did not pass the examination.
- He did not do it.
3. মূল verb হিসাবে:
এই Do verb আবার প্রয়োজনে নিজেই মূল verb হিসাবে ব্যবহৃত হতে পারে ও অন্যান্য মূল verb-এর ন্যায় বারটি Tense গঠন করতে পারে।
Example:
Present Indefinite:
I do—–We do.
You do—–You do.
He does-—-They do.
Present Continuous:
I am doing—–We are doing.
You are doing—–You are doing.
He is doing-—-They are doing.
Present Perfect:
I have done—–We have done.
You have done—–You have done.
He has done—–They have done.
Present Perfect Continuous:
I have been doing—–We have been doing.
You have been doing—–You have been doing.
He has been doing-—-They have been doing.
এভাবে Past ও Future Tense-এরও চারটি করে বিভিন্ন Tense গঠন করা যাবে।
– Be verb কিভাবে মূল verb-এর সাহায্যকারী verb হিসাবে ব্যবহৃত হয় ?
Be verb-এর চারটি রুপ আছে। Be verb–এর চারটি রুপ নিম্নরুপ:
Present | Past | Past Participle | Present Participle |
Be / am / is / are | Was / were | been | being |
1. Be verb-এর সাহায্য ছাড়া কোন Continuous Tense-ই গঠিত হয় না।
যে tense-এর নামের সাথে continuous শব্দ থাকবে, সেই tense-টি গঠনের জন্য অবশ্যই উপযুক্ত কোন ’be’ verb লাগবেই।
(a) Be-এর সাহায্য গ্রহণ করে Future continuous Tense-এর বাক্য তৈরী হয়।
Example:
- I shall be going—-We shall be doing.
- You will be going—-You will be doing.
- He will be going—-They will be doing.
(b) Am / is / are-এর সাহায্য গ্রহণ করে Present Continuous Tense-এর বাক্য তৈরী হয়।
Example:
- I am doing—–We are doing.
- You are doing—-You are doing.
- He is doing—-They are doing.
(c) Was / were-এর সাহায্য গ্রহণ করে Past Continuous Tense-এর বাক্য তৈরী হয়।
Example:
- I was doing—-We were doing.
- You were doing—–You were doing.
- He was doing——They were doing.
এছাড়াও সকল perfect continuous tense যেমন, present perfect continuous, past perfect continuous এবং Future perfect continuous tense গঠন করতে Be verb- টি দ্বিতীয় সাহায্যকারী verb হিসাবে ব্যবহৃত হয়। অর্থাৎ প্রথম সাহায্যকারী verb হিসাবে have এবং দ্বিতীয় সাহায্যকারী verb হিসাবে be ব্যবহৃত হয়।
Example:
- I have been doing —- We have been doing. (present perfect continuous tense). [প্রথম সাহায্যকারী verb হিসাবে have এবং দ্বিতীয় সাহায্যকারী verb হিসাবে be ব্যবহৃত হয়েছে]।
- I had been doing —- We had been doing. (past perfect continuous tense). [প্রথম সাহায্যকারী verb হিসাবে have এবং দ্বিতীয় সাহায্যকারী verb হিসাবে be ব্যবহৃত হয়েছে]।
- I will have been doing —— We will have been doing. (future perfect continuous tense). [প্রথম সাহায্যকারী verb হিসাবে have এবং দ্বিতীয় সাহায্যকারী verb হিসাবে be ব্যবহৃত হয়েছে]।
2. সকল Tense-এর Active voice-এর বাক্যকে Passive voice গঠনে মূল সাহায্য করে।
Example:
- It is done by me.
- It was done by me.
- It will be done by me.
3. এই Be verb আবার প্রয়োজনে নিজেই মূল verb হিসাবে ব্যবহৃত হতে পারে ও অন্যান্য মূল verb-এর ন্যায় বারটি Tense গঠন করতে পারে।
Example:
Present Indefinite:
- I am —-We are.
- You are——You are.
- He is—–They are.
Present Continuous: Be verb-কে মূল verb হিসাবে ব্যবহার করে এই Tense-এর ব্যবহার কম।
- I am being—–We are being
- You are being—–You are being.
- He is being-—–They are being.
Present Perfect:
- I have been —–We shall have been.
- You have been ——You have been.
- He has been —–They have been.
Present Perfect continuous: Be verb-কে মূল verb হিসাবে ব্যবহার করে এই Tense-কে ব্যবহার করা হয় না।
এভাবে Past ও Future Tense-এরও চারটি করে বিভিন্ন Tense গঠন করা যাবে।
– Have verb কিভাবে মূল verb-এর সাহায্যকারী verb হিসাবে ব্যবহৃত হয় ?
Have verb-এর চারটি রুপ আছে। Have verb–এর চারটি রুপ নিম্নরুপ:
Present | Past | Past Participle | Present Participle |
Have / has | had | had | having |
Have verb-এর সাহায্য ছাড়া কোন Perfect Tense-ই গঠিত হয় না।
যে tense-এর নামের সাথে perfect শব্দ থাকবে, সেই tense-টি গঠনের জন্য অবশ্যই উপযুক্ত কোন ’have’ verb লাগবেই।
(a) Have/ has-এর সাহায্য গ্রহণ করে Present perfect Tense–এর বাক্য তৈরী হয়।
Example:
- I have done the work—–We have done the work.
- You have done the work—–You have done the work.
- He has done the work—–They have done the work.
(b) Had-এর সাহায্য গ্রহণ করে Past perfect Tense–এর বাক্য তৈরী হয়।
Example:
- I had done the work—-We had done the work.
- You had done the work—-You had done done the work.
- He had done the work—–They had done the work.
(c) Shall have / will have-এর সাহায্য গ্রহণ করে Future perfect Tense–এর বাক্য তৈরী হয়।
Example:
- I shall have done the work—–We shall have done the work.
- You will have done the work—–You will have done the work.
- He will have done the work—-They will have done the work.
3. এই have verb আবার প্রয়োজনে নিজেই মূল verb হিসাবে ব্যবহৃত হতে পারে ও অন্যান্য মূল verb-এর ন্যায় বারটি Tense গঠন করতে পারে।
Example:
Present Indefinite:
- I have the work—-We have the work.
- You have the work-—You have the work.
- He has the work—–They have the work.
Present Continuous:
- I am having a problem——We are having a problem.
- You are having a problem——You are having a problem.
- He is having a problem-——They are having a problem.
Present Perfect:
- I have had a problem——We have had a problem.
- You have had a problem——-You have had a problem.
- He has had a problem–—-They have had a problem.
Present Perfect continuous:
- I have been having a problem——-We have been having a problem.
- You have been having a problem–——You have been having a problem.
- He has been having a problem–——They have been having a problem.
এভাবে Past ও Future Tense-এরও চারটি করে বিভিন্ন Tense গঠন করা যাবে।
Thanks for learning with me.
Rezaul Karim
Advance English learner, content writer and tech enthusiast.