Present Perfect Continuous Tense Definition and Uses

Warning:

Learn English with Rezaul-এর content গুলো copyright দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত।

Copyright Registration Number: CRL – 30202

-Present Perfect Continuous Tense কাকে বলে?

অতীতে যে কাজ বা কার্যক্রম শুরু হয়েছিল এবং এখন পর্যন্ত সেই কাজ অব্যাহত রয়েছে এবং সম্ভবত ভবিষ্যতেও কাজটি অব্যাহত থাকবে এমন কাজের বিষয়টি যে tense-এর মাধ্যমে বর্ণনা করা হয় তাকেই Present Perfect Continuous tense বলে।

-Difference between Present Continuous and Present Perfect Continuous Tense:

Present Perfect ContinuousTense-এর মাধ্যমে দীর্ঘ সময় ধরে চলা কোন কাজের বিষয়ে বলা হয়ে থাকে। এ জন্য কোন কোন সময় এই tense-কে দীর্ঘকালীন continuous tense বলা হয়। অর্থাৎ স্বল্পকাল ধরে কোন কাজ চলছে এবং মনে করা হচ্ছে স্বল্প সময়ের মধ্যেই শেষ হবে এমন কোন কাজকে সাধারনত: Present Continuous Tense-এ প্রকাশ করা হয়।  আর দীর্ঘ সময় ধরে চলা কোন কাজ যা এখনও শেষ হয় নাই এবং ভবিষতে কখন শেষ হবে তাও জানা নাই,এমন কোন কাজের বিষয়টি  সাধারনত: Present Perfect Continuous tense-এ প্রকাশ করা হয়। এটিই হচ্ছে present continuous tense ও Present Perfect Continuous Tense-এর মধ্যে মূল পার্থক্য।

এছাড়াও  অন্য আরও একটি  যে পার্থক্য রয়েছে,  সেটি হচ্ছে Present Continuous Tense-এর বাক্যে for বা since ব্যবহার করা যায় না। অপর পক্ষে Present Perfect Continuous Tense-এর বাক্যে কত সময় ধরে বর্ণিত  কাজটি চলছে, তা বলার জন্য for এবং কখন থেকে কাজটি চলছে, তা বুঝানোর জন্য since ব্যবহার করা যায়।

-Present perfect continuous tense-কে বাংলায় চেনার উপায়: 

Verb বা ক্রিয়াকে বাংলায় উচ্চারণ করতে গেলে ক্রিয়ার শেষে তেছ, তেছি , তেছেন, তেছে, চ্ছ, চ্ছি, চ্ছে, চ্ছেন, ছেন, ছি  প্রভৃতির কোন একটি উচ্চারিত হবে।

-Present perfect continuous tense-এর গঠন প্রনালী:

Subject + has been / have been + verb-এর -ing form + অন্যান্য শব্দ (যদি প্রয়োজন হয়)।

অর্থাৎ কর্তার পর দুটি auxiliary verb (to have এবং to be) তারপর main verb-ing form ব্যবহৃত হয়।

Subject third person singular number যেমন:  he/she/ it  বা কোন একজন ব্যক্তি বা বস্তু subject হলে has been বসে। অন্যসব subject  যেমন:  I/we/you/they এবং Plural subject-এর ক্ষেত্রে   have been বসে।

Example:

  • I have been reading. – আমি পড়ছি। অর্থাৎ অতীতে পড়া শুরু করে এখনো পড়ছি।
  • They have been playing. – তারা খেলছে। অর্থাৎ অতীতে খেলা শুরু করে এখনো খেলছে।
  • He has been singing. – সে গান গেয়ে চলেছে। অর্থাৎ অতীতে গান গাওয়া শুরু করে এখনো গান গেয়েই চলেছে।

For-এর ব্যবহার:

এই tense-এ কত সময় ধরে কাজটি চলছে, তা বুঝাতে ‘for’ ব্যবহৃত হয়। এখানে ‘for’-এর অর্থ ’জন্য’ নয়। For-এর অর্থ ‘ধরিয়া বা ধরে’ বুঝাবে।

Example:

  • It has been raining for three days. – তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে।
  • He has been working for four hours. – সে চার ঘণ্টা ধরে কাজ করছে।
  • They have been living in Dhaka for ten years. – তারা দশ বছর ধরে ঢাকাতে বসবাস করছে।
  • We have been waiting for Rahim for an hour. – আমরা এক ঘন্টা ধরে রহিমের জন্য অপেক্ষা করছি।
  • I have been reading for an hour. – আমি এক ঘন্টা ধরে পড়ছি।

Since-এর ব্যবহার:

এই tense-এ কখন হতে কাজটি শুরু, তা বুঝাতে ‘since’ ব্যবহৃত হয়। এখানে ‘since’-এর অর্থ ’যেহেতু’ নয়। Since-এর অর্থ ‘কোন সময় থেকে’ (point of time) বুঝাবে। সকল ধরনের perfect tense-এই since ব্যবহার করা যায়।

Example:

  • It has been raining since Monday. – সোমবার থেকে বৃষ্টি হচ্ছে।
  • He has been working since 10 a.m. – সে সকাল ১০ টা থেকে কাজ করছে।
  • They have been living in Dhaka since 2015. – তারা ২০১৫ সাল থেকে ঢাকায় বসবাস করছে।
  • We have been waiting for Rahim since 8 p.m. – আমরা রাত আটটা থেকে রহিমের জন্য অপেক্ষা করছি।
  • I have been reading since morning. – সকাল থেকে পড়ছি।

Note: এই tense-কে for / since-সহ বা  for / since ছাড়া উভয়ভাবেই লেখা যায়। যদি কাজটি কতক্ষন ধরে বা কোন সময় হতে হচ্ছে, তা উল্লেখ  করতে চাই, শুধু তখনই প্রয়োজন অনুসারে for / since ব্যবহার করতে হয়।

Example:

  • I have been reading. অথবা, I have been reading for two hours. অথবা, I have been reading since morning.
  • They have been playing. অথবা, They have been playing for an hour. অথবা, They have been playing since 4 p.m.
  • He has been singing. অথবা, He has been singing for fifteen minutes. অথবা,  He has been singing since this afternoon.

Negative Sentence:

Present Perfect Continuous Tense-এর বাক্যকে না-বোধক (negative) করতে হলে প্রথম সাহায্যকারী verb অর্থাৎ has / have-এর পর ‘not’ বসালেই তা  না-বোধক বাক্যে রুপান্তরিত হয়ে যাবে।

Structure: Subject + has not/have not + been + main verb + ing + since/for + অন্যান্য শব্দ (যদি প্রয়োজন হয়)।

Example:

  • He has not been running. – সে দৌড়াচ্ছে না।
  • They have not been working in the factory since 2015. – তারা ২০১৫ সাল থেকে কারখানায় কাজ করছে না।
  • I have not been reading for two hours. – আমি দুই ঘন্টা ধরে পড়ছি না।
  • Students have not been playing games. – শিক্ষার্থীরা গেম খেলেনি।

Interrogative sentence:

Present Perfect Continuous Tense-এর বাক্যকে প্রশ্নবোধক বাক্য (interrogative) করতে হলে প্রথম সাহায্যকারী verb অর্থাৎ has / have-কে Subject-এর আগে বসালেই তা  প্রশ্নবোধক বাক্যে রুপান্তরিত হয়ে যাবে

Has/have + subject + been + main verb + ing + since/for (যদি প্রয়োজন হয়) + অন্যান্য শব্দ (যদি প্রয়োজন হয়)।

Example:

  • Has he been reading the novel ? – সে কি উপন্যাসটি পড়েছে?
  • Have they been reading for two hours? – তারা কি দুই ঘন্টা ধরে পড়ছে?
  • Has it been raining since Friday? – শুক্রবার থেকে কি বৃষ্টি হচ্ছে?
  • Have you been going to school since 2018? – তুমি কি ২০১৮ থেকে স্কুলে যাচ্ছো?
  • Has he been writing an essay for two hours? – সে কি দুই ঘণ্টা ধরে একটি রচনা লিখছে?

-Wh Questions:

Present Perfect Continuous Tense-এর বাক্যকে Wh-question করতে হলে প্রশ্নবোধক বাক্যের has / have-এর আগে Wh-question শব্দ বসাতে হবে।

Example:

  • What have you been doing since morning? – তুমি সকাল থেকে কি করছো?
  • How long have you been waiting for me? – কতদিন ধরে তুমি আমার জন্য অপেক্ষা করছো?
  • Why has he been reading so seriously? – কেন সে এত গুরুত্ব সহকারে পড়ছে?

-কোন verb গুলিকে  Present Perfect Continuous Tense-এ ব্যবহার করা যায় না:

Stative verbs বা non-continuous verb গুলিকে (verbs such as: Like, love, hate, abhor, dislike, seem, appear, prefer, agree, disagree, mean, believe, remember, realize, recognize, understand, depend, have, own, surprise, etc.) Present Perfect Continuous Tense-এ ব্যবহার করা যায় না। এই verb গুলিকে Present Perfect Tense-এ ব্যবহার করতে হয়।

Example:

  • I have known him since 2010. – আমি ২০১০ সাল থেকে তাকে চিনি।
  • I have wanted to visit India for years. – আমি বহু বছর ধরে ভারত সফর করতে চেয়েছিলাম।
  • He has hated that music since he first heard it. – গানটি প্রথম শোনার পর থেকেই সে সেই গানটিকে ঘৃণা করে।
  • They have known each others for years. – তারা একে অপরকে বছরের পর বছর ধরে চেনে।
  • I have always liked this song. – আমি সবসময় এই গান পছন্দ করেছি।
  • I have been here for long. – আমি এখানে অনেক দিন ধরে আছি।
  • How long have you been here? – তুমি কতদিন ধরে এখানে আছ?

Thanks for staying and learning with me.

Rezaul Karim

English learner, content writer and tech enthusiast.

Rezaul Karim

Hi, my name is Rezaul Karim. I am an English teacher and founder of LearnEnglishWithRezaul.com. I work with non-native English learners to help them understand English grammar from basic to intermediate. I also help them improve their conversation skills, and communication ability and reduce their accent. I hope you may like my posts on this website, and if you really really feel that this page/website is useful for English learners, please happily share it for others to know.

This Post Has One Comment

  1. Yousuf Uddin Munna

    Assalamu ailaikum Sir,
    How are you ?
    Have a great day…..
    Would you give me your Facebook Account? Please Sir…..

Leave a Reply