Present Perfect Tense কাকে বলে?
অতীততে (past) আরম্ভ হওয়া কোন কাজের বর্তমান অবস্থার বিষয়ে যে tense-এর মাধ্যমে প্রকাশ করা হয়, তাকেই Present Perfect Tense বলে।
Present perfect tense সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই tense-টি অতীত এবং বর্তমানকে সংযোগ করে। যে কাজটির বিষয়ে বলা হয়, সেটি অতীতে আরম্ভ হয়, আর কাজটির বর্তমান অবস্থা বা ফলাফলের মাধ্যমে বর্তমানের সংগে সম্পর্ক সৃষ্টি হয়।
Present Perfect Tense-কে চেনার উপায়:
বাংলায় কৃত কাজের সুনির্দিষ্ট কোন সময় উল্লেখ না করে Verb এর শেষে য়াছে, এছো, য়াছো, য়াছি, এছি, য়াছেন, য়াছো, য়েছ, ইয়াছি, ইয়াছো, ইয়াছে, ইয়েছো, ইয়াছেন ইত্যাদি থাকবে। এছাড়া কৃত কাজের সুনির্দিষ্ট কোন সময় উল্লেখ না করে যদিকরি নাই, করিনি, যাই নাই, যাই নি, খাই নাই, খাইনি ইত্যাদি বোঝালেও বাক্যটি Present Perfect Tense হবে।
Example:
- Rafiq has passed the S.S.C Examination – রফিক এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
- I have received a letter from Rafiq – রফিকের কাছ থেকে একটি চিঠি পেয়েছি।
- He has got a house of his liking – সে তার পছন্দ মতো একটি বাড়ী পেয়েছে।
- I have seen the movie many times – আমি সিনেমাটি অনেকবার দেখেছি।
- Students have gone to the library – শিক্ষার্থীরা লাইব্রেরিতে গেছে।
- I have not eaten my meal – আমি আমার খাবার খাই নি।
- He has not yet gone to sleep – সে এখনও ঘুমাতে যায় নি।
মূলত: Present Perfect Tense হচ্ছে সুনির্দিষ্ট সময় উল্লেখ না করা অতীত কালের একটি বাক্য। সুনির্দিষ্ট সময় উল্লেখ করে অতীত কালের কোন বাক্য লিখতে হলে past indefinite tense-এ লিখতে হবে। এ কথাটি বুঝলেই Present Perfect tense-কে বুঝা যাবে। এটিই হচ্ছে present prefect tense এবং present indefinite tense-এর মধ্যে মূল পার্থক্য।
তাহলে বুঝা যাচ্ছে যে, কোন বাক্য Present Perfect Tense-এর বাক্য হতে হলে:
- অতীত বা নিকট অতীতে আরম্ভ হওয়া কোন কাজের বর্তমান অবস্থা কি, সে বিষয়ের বাক্য হতে হবে।
- বাক্যে উক্ত কাজটি কখন ঘটেছে, তার সুনির্দিষ্ট কোন সময়, তারিখ, মাস বা বছরের (time, day, date, month, year, in the morning, in the afternoon) কোন উল্লেখ থাকবে না।
- তবে উক্ত বাক্যে অনির্দিষ্ট সময়বাচক শব্দ যেমন: ever, never, yet, recently, already, before, just ইত্যাদির কোন একটি word থাকতে পারে।
Example:
- I have not finished my meal yet – আমি এখনও আমার খাবার শেষ করিনি।
- He has already passed the S.S.C Examination – ইতিমধ্যে সে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
- I have never gone there before – আমি এর আগে আর কখনও যাইনি।
- Have you ever gone to Dhaka? – তুমি কি কখনও ঢাকায় গেছো?
Present Perfect Tense-এর কাজ কি?
সাধারনভাবে Present Perfect Tense-এর কাজ হচ্ছে, কোন সুনির্দিষ্ট সময় উল্লেখ না করে অতীতে শুরু হওয়া কোন কাজের বর্তমান ফল (Result) বা অবস্থা বর্ণনা করা।
Example:
মনে করি কোন একজন ছাত্র পরীক্ষায় পাস করেছে। সে অতীতে বা নিকট অতীতে কোন এক সময় পরীক্ষা দিয়েছে, এবং তার পরীক্ষার ফলও (result) অতীতে প্রকাশিত হয়েছে। এমন অবস্থায় কোন ব্যক্তি যদি জানতে চায়, তার পরীক্ষার ফল কি। তাহলে সে অতীতের কাজের ফল বর্ণনা করবে, এভাবে: আমি পরীক্ষায় পাস করেছি – I have passed the examination. লক্ষ্য করলে দেখা যাবে যে, এ বাক্যটিতে কখন, কোন মাসে বা কোন বছরে পরীক্ষায় পাস করেছে, তার কোন উল্লেখ নাই। এ কারনেই এই বাক্যটি Present Perfect Tense-এর একটি বাক্য।
অতীতের কাজ=পরীক্ষা দেওয়া: উক্ত কাজের বর্তমান ফল=পরীক্ষায় পাস করা, যা আমরা বর্তমানে জানছি। অথবা পরীক্ষায় যদি সে ফেল করে তবে সে বলবে: আমি পরীক্ষায় ফেল করেছি – I have failed the examination.
Another example:
কোন একজন ব্যক্তি চিঠি লিখে আমার নামে পোষ্ট করেছে। চিঠি লেখা এবং তা পোষ্ট করা দুটোই অতীত বা নিকট অতীতে আরম্ভ হওয়া কাজ। এখন কিছুদিন পর ঐ লোকটির সাথে ফোনে কথা হবার সময় জানতে চাইলো, আমি ঐ চিঠিটি পেয়েছি কিনা।
এখানে চিঠি লেখা ও পোষ্ট করা= অতীতের কাজ বা অতীতে আরম্ভ হওয়া কাজ। উক্ত কাজের বর্তমান অবস্থা= সেই চিঠিটি পাওয়া বা না পাওয়া। যদি চিঠিটি পেয়ে থাকি, তাহলে বলবো: আমি চিঠিটি পেয়েছি – I have received the letter, আর না পেয়ে থাকলে বলবো: আমি চিঠিটি পাাই নাই – I have not received the letter.
বাক্যের গঠন প্রনালী (Structure of the sentence):
Positive sentence:
Subject + have/has + verb-এর তিন নম্বর (past participle form of verb) + অন্যান্য শব্দ।
Note: Subject যদি He/she/it বা কোন একজন ব্যক্তি / একটি বস্তু অথবা কোন কিছু third person singular number হয়, তাহলে has বসবে। Subject যদি I/we/they/you এবং plural হয়, তবে subject এর সাথে have বসবে।
Example:
- I have lost my pen – আমি আমার কলম হারিয়েছি।
- Rafiq has broken his arm – রফিকের হাত ভেঙে গেছে।
- They have completed their homework of last class – তারা গত ক্লাসের জন্য তাদের বাড়ীর কাজ শেষ করেছে।
- I have eaten at that restaurant many times – আমি অনেকবার সেই রেস্তোরাঁয় খেয়েছি।
Negative sentence:
Subject + have not/has not + verb-এর তিন নম্বর (past participle form of verb) +অন্যান্য শব্দ।
Example:
- Rafiq has not finished his homework – রফিক তার বাড়ির কাজ শেষ করেনি।
- The rain hasn’t stopped – বৃষ্টি থামেনি।
- I have not met his brother – তার ভাইয়ের সাথে আমার দেখা হয়নি।
- They have not eaten rice -তারা ভাত খায়নি।
Interrogative sentence:
Have/has + Subject + verb-এর তিন নম্বর (past participle form of verb) + অন্যান্য শব্দ +?
Example:
- Have you washed your hair? – তুমি কি চুল ধুয়েছো?
- Has he eaten his breakfast? – সে কি তার সকালের নাস্তা খেয়েছে?
- Have they done the homework? – তারা কি বাড়ীর কাজ করেছে?
- Have the students gone to school? – শিক্ষার্থীরা কি স্কুলে গেছে?
Be verb এবং have verb দ্বারা Present Perfect Tense গঠন:
Present Perfect Tense-কে ভালভাবে বুঝলেও অনেক শিক্ষার্থী be verb ও have verb দ্বারা এই Tense-টি গঠন করার বিষয়টি বুঝতে পারে না। তাই এ দুটি দ্বারা verb দ্বারা এই Tense-টি গঠন করা শিখবো।
আমরা জানি Present Perfect Tense গঠন করতে have/has + main verb-এর তিন নম্বর বা past participle প্রয়োজন হয়। এ বিষয়টি খুব ভালভাবে মনের মধ্যে আছে কিনা, তা মনকে প্রশ্ন করে জেনে নিয়ে be verb অথবা have verb দ্বারা Present Perfect Tense গঠন করা বা লিখা শিখতে হয়।
Be verb দ্বারা present perfect tense গঠন:
Be verb-কে মূল verb- ধরে যখন present perfect tense গঠন করা হয়, তখন বাক্যটি দ্বারা যা বুঝাতে চাওয়া হয়, তা হচ্ছে: অতীতে কোন কাজ শুরু হয়েছিল এবং বর্তমান সময়ে সে কাজটি অব্যাহত রয়েছে, শেষ হয়নি বা চলছে। এটিই হচ্ছে be verb দ্বারা গঠিত ও অন্যান্য verb দ্বারা গঠিত present perfect tense-এর অর্থের পার্থক্য।
এখন দেখি আমাদের main verb যদি be verb হয়, এবং be verb-টি দ্বারা যদি Present Perfect Tense গঠন করতে চাই, সেক্ষেত্রে be-এর তিন নম্বর রুপ বা past participle form জানতে হবে। Be-এর তিন নম্বর রুপ been. এখন be-কে যদি Present Perfect Tense গঠনের Structure-এ input করি, তাহলেই Present Perfect Tense গঠিত হয়ে যাবে।
Example:
- I have been there. – আমি সেখানে আছি [I=subject, have=auxiliary, been=past participle of ‘be’]. আগে থেকে শুরু করে বর্তমান সময় এখন পর্যন্ত আছি।
- I have been busy now. –আমি এখন ব্যস্ত হয়ে পড়েছি [I=subject, have=auxiliary, been=past participle of ‘be’]. আগে থেকে ব্যস্ত হওয়া শুরু হয়েছে এবং এখনো ব্যস্ত আছি।
- He has been there. – সে সেখানে আছে [He= subject, has=auxiliary, been= past participle of ‘be’]. সে আগে থেকেই সেখানে আছে এবং এখনো সে সেখানেই আছে।
- I have been ill. – আমি অসুস্থ হয়ে পড়েছি [I= subject, have= auxiliary, been= past participle of ‘be’]. আগে থেকে অসুস্থ হয়েছি এবং এখনো অসুস্থ অবস্থাতেই আছি।
- I have been first in the examination. – আমি পরীক্ষায় প্রথম হয়েছি। [I= subject, have= auxiliary, been= past participle of ‘be’]. পরীক্ষার ফল অতীতে ঘোষনা করা হয়েছে, তাতে আমি প্রথম হয়েছি এবং বর্তমান সময়েও প্রথম স্থান অধিকার করেই রয়েছি।
Have verb দ্বারা present perfect tense গঠন:
Have verb-কে মূল verb ধরে দ্বারা present perfect tense গঠন করা হয়, তখন have verb-টির অর্থ হয় get verb-এর মতো। Get verb-টির অর্থ যেমন ‘পাওয়া’ তেমনি have verb-টির অর্থ ‘পাওয়া’ বা অনুরুপ কোন অর্থ হয়। Have verb-এর এই অর্থটি বুঝলে Have verb-কে মূল verb ধরে দ্বারা present perfect tense গঠন করা যাবে।
আমাদের main verb যদি have verb হয়, এবং verb-টি দ্বারা আমরা যদি Present Perfect Tense গঠন করতে চাই, সেক্ষেত্রে তাদের (have-এর) তিন নম্বর রুপ বা past participle form জানতে হবে।
Have-এর তিন নম্বর রুপ had. এখন আমরা যদি Present Perfect Tense গঠনের Structure-এ have-কে input করি, তাহলেই Present Perfect Tense গঠিত হয়ে যাবে।
Example:
- I have had your book. – তোমার বই পেয়েছি। [I= subject; have= auxiliary, had= past participle of ‘have’]. অতীতের কাজ বইটি পাঠানো আর বর্তমান অবস্থা বইটি পাওয়া। এ বাক্যটিকে এভাবেও লিখা যেতো: I have got your book.
- He has had good marks in English. – সে ইংরেজিতে ভালো নম্বর পেয়েছে। [He = subject; has= auxiliary, had= past participle of ‘have’]. অতীতের কাজ ইংরেজি পরীক্ষা দেওয়া আর বর্তমান অবস্থা ইংরেজিতে ভাল নম্বর পাওয়া। এ বাক্যটিকে এভাবেও লিখা যেতো: He has got good marks in English.
- He has not had any problem in understanding English. – ইংরেজি বুঝতে তার কোনো সমস্যা হয়নি। অতীতের কাজ ইংরেজি বুঝা আর বর্তমান অবস্থা ইংরেজি বুঝতে সমস্যা না হওয়া।এ বাক্যটিকে এভাবেও লিখা যেতো: He has not got any problem in understanding English.
Note: সময়ের উল্লেখ না থাকলে দূর অতীতের কোন কাজকে বা ঘটনাকেও Present Perfect Tense-এ বলা যায়।
Example:
- I have seen the movie. [এখানে বক্তার ম্যূভি দেখা অনেক আগেও হয়ে থাকতে পারে]।
- I have read the book. [এখানে বক্তার বই পড়া অনেক আগেও হয়ে থাকতে পারে]।
- I have seen him. [এখানে বক্তার তাকে দেখার ঘটনাটি অনেক আগেও হয়ে থাকতে পারে]।
কিন্তু, সময়ের উল্লেখ থাকলে একটু আগের ঘটনাকেও Past Indefinite Tense-লিখতে হবে।
Example:
- A couple of days ago, I saw the movie – কয়েকদিন আগে সিনেমাটি দেখেছি।
- I went there in the morning – সকালে সেখানে গেলাম।
- A minute ago, I saw him – এক মিনিট আগে, আমি তাকে দেখেছি।
কখন Present perfect tense ব্যবহার করবো:
1. এমন কিছু নিয়ে কথা বলা, যা এইমাত্র ঘটেছে:
সম্প্রতি অনুষ্ঠিত ঘটনা, যা এই মাত্র ঘটেছে, তা প্রকাশ করার জন্য Present perfect tense ব্যবহৃত হয়। এই situation-এ just, already, recently, lately, not yet প্রভৃতি time adverb ব্যবহার করা যাবে।
Example:
- He has gone out to buy a pen. – সে একটি কলম কিনতে বাহিরে গেছে।
- We all have taken coffee. – আমরা সবাই কফি খেয়েছি।
- Students have applied to their principal for a study tour. – শিক্ষার্থীরা একটি শিক্ষা সফরের জন্য তাদের অধ্যক্ষের কাছে আবেদন করেছে।
- I have not yet done my class assignment. – আমি এখনো আমার ক্লাস অ্যাসাইনমেন্ট করিনি।
- I have already had my coffee. – আমি ইতিমধ্যে আমার কফি খেয়েছি।
- We have lately / recently watched the movie. – আমরা সম্প্রতি সিনেমাটি দেখেছি।
2. অতীতে শুরু হওয়া এবং অতীতেই শেষ হয়েছে, এমন কাজ প্রকাশ করতে:
অতীতে শুরু হওয়া কোন কাজ অতীতেই শেষ হয়েছে. এমন সমাপ্ত হওয়া কাজের সুনির্দিষ্ট সময় উল্লেখের প্রয়োজন না হলে বা সময় জানা না থাকলে Present perfect tense-এ তা প্রকাশ করা যায় এবং অনেক সময় তা করা হয়।
Example:
- Rahim has got admission to Rajshahi Medical College.
- I have received your New year’s gift.
3. অতীতে শুরু হয়েছিল এবং আজও অব্যাহত আছে সে সম্পর্কে কথা বলা:
কোন কাজ অতীতে কোন এক সময় থেকে হচ্ছে, অথবা অতীতে বহু সময় ব্যাপিয়া হয়েছে, এবং সে কাজ এখনো শেষ হয়নি এমন বুঝাতে Present perfect tense ব্যবহৃত হয়। এ সকল বাক্যে প্রয়োজন অনুসারে ’for’ অথবা ’since’ ব্যবহার করা বাঞ্ছনীয়।
Example:
- He has been an English teacher for 12 years. – তিনি ১২ বছর ধরে ইংরেজির শিক্ষক আছেন। [এর অর্থ তিনি ১২ বছর আগে ইংরেজির শিক্ষক হয়েছিলেন এবং আজও একজন ইংরেজির শিক্ষক]।
- I have been very busy lately. – আমি ইদানীং খুব ব্যস্ত। [এর অর্থ আমি অতীতে কিছু সময় ব্যস্ত ছিলাম এবং আজও আমি ব্যস্ত]।
- I have not seen him recently. – আমি সম্প্রতি তাকে দেখিনি। [এর অর্থ আমি অতীতে কিছু দিন দেখিনি এবং আজও দেখিনি]।
- Rahim has been a teacher since 2015. – রহিম ২০১৫ সাল থেকে একজন শিক্ষক। [এর অর্থ রহিম ২০১৫ সাল থেকে আজ অবধি শিক্ষক হিসাবে কাজ করছেন]।
- The winter has been mild this year. – এ বছর শীত হালকা হয়েছে। [এর অর্থ শীতকাল অতীতে শুরু হয়েছে এবং অতীতে শুরু হওয়া শীত এখন পর্যন্ত হালকা]।
- We have lived here for fifteen years. – আমরা এখানে পনের বছর ধরে বসবাস করছি। [আমরা এখনো এখানে বাস করছি]।
4. সম্প্রতি ঘটা কোন সংবাদ (news) বিষয়ে বলা:
সম্প্রতি ঘটা স্থানীয়, জাতীয় বা আন্তর্জাতিক কোন সংবাদ (news or talk) বিষয়ে কথা বলার সময় Present perfect tense ব্যবহার করা হয়।
Example:
- Rahim has stood first in the examination. – রহিম পরীক্ষায় প্রথম হয়েছে।
- The value of the gas cylinder has risen. – গ্যাস সিলিন্ডারের মূল্য বেড়েছে।
- The United States has relaxed student visa policy. – যুক্তরাষ্ট্র স্টুডেন্ট ভিসা পলিসি শিথিল করেছে।
5. সময়ের সাথে পরিবর্তিত কিছু সম্পর্কে কথা বলা:
Example:
- You have learned a lot about English since I met you last time. – তোমার সাথে শেষবার দেখা হওয়ার পর থেকে তুমি ইংরেজি সম্পর্কে অনেক কিছু শিখেছো। [অতীতে ইংরেজি জানা শুরু করেছে এবং সময়ের সাথে সাথে তার ইংরেজি জানার পরিবর্তন হয়েছে বা উন্নত হয়েছে]।
- You have grown old since I saw you last. – আমি তোমাকে শেষবার দেখার পর থেকে বুড়ো হয়ে গেছি। [অতীতে শেষ বার দেখার পর সময়ের সাথে সাথে সে বুড়ো হয়ে গেছে]।
6. জীবনের অভিজ্ঞতা সম্পর্কে কথা বলা:
জীবনের অভিজ্ঞতা মানে জীবনে কি করেছি বা কি করি নাই, কোথায় কোথায় গিয়েছি বা যাই নাই, কি কি দেখেছি বা দেখি নাই প্রভৃতি আমাদের জীবনের অভিজ্ঞতা। এ ধরনের অভিজ্ঞতার বিষয়ে জানার জন্য Present perfect tense-এ প্রশ্ন করতে হয়। আবার কোন ব্যক্তি তার জীবনের অভিজ্ঞতা বলার সময়ও Present perfect tense ব্যবহার করে।
Example:
কোন ব্যক্তি অন্য কোন ব্যক্তির জীবনের অভিজ্ঞতা (life experience) জানার জন্য:
- Have you ever gone to New Delhi?
- Have you ever seen Mount Everest?
- Have you ever met my father?
কোন ব্যক্তি তার নিজ জীবনের অভিজ্ঞতা বলার সময়:
- I’ve traveled to India several times.
- I’ve never donated blood.
- I’ve been a teacher for over 12 years.
- Rahim has visited the Taj Mahal.
7. কোন কিছু অর্জন (achievement) করা বিষয়ে কথা বলা:
জীবিত কোন ব্যক্তির কঠিন পরিশ্রম ও চেষ্টার মাধ্যমে কোন কিছু অর্জন বা প্রাপ্তির বিষয়টি প্রকাশ করার জন্য Present perfect tense ব্যবহার করা হয়।
Example:
- Rahim has secured an A-plus in the examination. – রহিম পরীক্ষায় এ-প্লাস পেয়েছে।
- Rafiq has won first prize in the 100-meter sprint in the National Sports. – রফিক জাতীয় ক্রীড়ায় ১00 মিটার স্প্রিন্টে প্রথম পুরস্কার জিতেছে।
- Our cricket team has got a major win against England. – আমাদের ক্রিকেট দল ইংল্যান্ডের বিপক্ষে বড় জয় পেয়েছে।
কিন্তু মৃত কোন ব্যক্তি তার জীবদ্বশায় কঠিন পরিশ্রম ও চেষ্টার মাধ্যমে কোন কিছু অর্জন করে থাকলে সে বিষয়টি প্রকাশ করার জন্য Past indefinite tense ব্যবহার করা হয়।
Example:
- Our national poet Kazi Nazrul Islam got many prizes of national standard. – আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জাতীয় মানের অনেক পুরস্কার পেয়েছেন।
8. এমন কিছু ঘটতে আশা করি, যা এখনও ঘটেনি:
আমরা যখন এমন কিছু ঘটনা ঘটুক, এমনটা আশা করি, কিন্তু বাস্তবে যা এখনো ঘটেনি, তা প্রকাশ করার জন্য Present perfect tense ব্যবহার করা হয়। এ সকল বাক্য সকল সময় না-বোধক বাক্য হয়, এবং এ সকল বাক্যে সাধরনত: ‘yet’ শব্দ ব্যবহৃত হয়।
Example:
- Rahim has not got the job interview card yet. – রহিম এখনো চাকরির ইন্টারভিউ কার্ড পায়নি।
- I have not yet got an answer from the University admission department. – আমি এখনও বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিভাগ থেকে উত্তর পাইনি।
9. এমন কিছু বিষয়, যা এখনো অজানা:
এমন কিছু বিষয় যা আমাদের ভাবিয়ে তোলে এবং যে বিষয়ে সুনির্দিষ্ট কোন উত্তর এখনো পাইনি, সে সকল বিষয়াদি প্রকাশ করতে Present perfect tense ব্যবহার করা হয়। এ সকল বাক্যের auxliary verb এবং main verb-এর মধ্যে always, never প্রভৃতি শব্দ ব্যবহৃত হয়।
Example:
● I have always wanted to understand how this earth exists for so long. – আমি সবসময় বুঝতে চেয়েছি কিভাবে এই পৃথিবী এতদিন ধরে বিদ্যমান।
● I have always wondered what happens when I will die. – আমি সবসময় ভাবি যখন আমি মারা যাব তখন কি হবে।
● I have never understood why rich people behave like this with poor people. – আমি কখনই বুঝতে পারিনি কেন ধনী লোকেরা দরিদ্র মানুষের সাথে এমন আচরণ করে।
10. Complex sentence-এ:
কোন complex sentence-এর Principal clause-টি Present indefinite tense অথবা Future indefinite tense-এ থাকলে এবং subordinate clause-টি যদি when, before, after, as soon as, until প্রভৃতির কোন একটি দ্বারা শুরু হয়, তবে subordinate clause-টি Present perfect tense-এ হবে।
Example:
- I will write my assignment when you have come to my home. – তুমি আমার বাসায় এলে আমি আমার অ্যাসাইনমেন্ট লিখব।
- We will go to the station before the train has arrived. – ট্রেন আসার আগে আমরা স্টেশনে যাব।
- They will give me a phone when they have reached home. – তারা বাড়িতে পৌঁছালে আমাকে একটি ফোন দেবে।
- Do not come to my home until I have finished my homework. – আমার বাড়ির কাজ শেষ না করা পর্যন্ত আমার বাড়িতে আসবে না।
- I usually recite poems when he has come to my home. – আমি সাধারণত কবিতা আবৃত্তি করি যখন সে আমার বাড়িতে আসে।
Present Perfect Tense খুবই গুরুত্বপূর্ণ একটি Tense. দৈনন্দিন জীবনে এই Tense খুব বেশী ব্যবহৃত হয়। এই Tense- ব্যবহার করতে গেলে সবসময় মনে রাখতে হবে যে, Present Perfect Tense লিখতে কোনভাবেই সুনির্দিষ্ট সময়ের (Specific time) উল্লেখ করা যাবে না। অতীত কালের সুনির্দিষ্ট সময়ের উল্লেখ করে বাক্য লিখার প্রয়োজন হলে তা past indefinite tense-এ লিখতে হবে।
And thanks for staying and learning with me.
Rezaul Karim
English learner, content writer and tech enthusiast.
You are an excellent teacher, and you also know where the problem is for Bangladeshi average students.
You are great sir.
Extraordinary explanation, sir.