You are currently viewing Use of the Word ‘Beautiful’, ‘Pretty’ and ‘Cute’

Use of the Word ‘Beautiful’, ‘Pretty’ and ‘Cute’

Beautiful, Pretty and Cute

ইংরেজি শিখার জন্য শুধু শব্দের অর্থ জানলেই হয় না, সাথে সাথে বাক্যে তার ব্যবহার শিখতে হয়। আজ আমরা Beautiful, Pretty এবং Cute  শব্দের অর্থ ও ব্যবহার শিখব। ইংরেজী জানা ও না জানা সকলেই  Beautiful  শব্দের অর্থ জানি । Beautiful শব্দের অর্থ  ‘সুন্দর’ । কোন জিনিষ (Things) বা কোন কিছুকে (Object) সুন্দর বলার জন্য আরও দুটি শব্দ ব্যাপকভাবে ব্যবহৃত হয় । শব্দ দুটি হচ্ছে : Pretty এবং Cute

Beautiful, Pretty এবং Cute এই তিনটি শব্দের অর্থই হচ্ছে  ‘সুন্দর’ । কোন কিছুকে সুন্দর বলার জন্য আমরা সাধারনত: এই শব্দ তিনটির কোন একটি ব্যবহার করে থাকি ।
আমরা কোন সুন্দর মহিলাকে দেখলে বলতে পারি :
She is beautiful = সে সুন্দর ।
অথবা She is pretty = সে সুন্দর ।
অথবা She is cute = সে সুন্দর ।

আবার কোন মহিলার পরিধানের পোষাক পরিচ্ছেদ দেখতে সুন্দর হলে বলতে পারি :
Her dress is beautiful =তার (মহিলার) পোষাক পরিচ্ছদ সুন্দর ।
অথবা, Her dress is pretty= তার (মহিলার) পোষাক পরিচ্ছদ সুন্দর ।
অথবা, Her dress is cute = তার (মহিলার) পোষাক পরিচ্ছেদ সুন্দর ।

উপরের বাক্য গুলো দ্বারা যা বুঝাতে চাচ্ছি, তা হলো : মহিলা (Female) বা মহিলাদের দ্বারা ব্যবহৃত হয়,  এমন কোন জিনিষকে সুন্দর বলার জন্য Beautiful, Pretty অথবা Cute শব্দ তিনটির মধ্যে কোন একটিকে ব্যবহার করা যায় । এই নিয়মের কারণে আমরা বলতে পারি :
Those ear rings are so beautiful / pretty / cute = ঐ কানের দুলগুলো খুব সুন্দর ।
কাজেই, মনে রাখতে হবে যে, মহিলা বা মহিলাদের দ্বারা ব্যবহৃত হয়, এমন কোন জিনিষকে সুন্দর বলার জন্য Beautiful, Pretty অথবা Cute শব্দগুলি ব্যবহৃত হয় ।

Beautiful, Pretty এবং Cute শব্দ তিনটি দ্বারা মহিলাদের ও মহিলাদের দ্বারা  ব্যবহৃত হতে পারে এমন জিনিসগুলোর সৌন্দয্য বর্ননা করা গেলেও প্রাকৃতিক সৌন্দর্য্য বর্ননা করা বা প্রাকৃতিক সৌন্দর্য্যকে (Natural beauty) সুন্দর বলতে হলে শুধু BeautifulPretty  শব্দ দুটি ব্যবহার করা যায় ; এ ক্ষেত্রে Cute ব্যবহৃত হয় না ।

যেমন : The sunset is beautiful =সুর্যাস্ত সুন্দর ।
Look, what a pretty sunset!= দেখ,কি সুন্দর র্সুযাস্ত।
কিন্তু, এটা বলা ঠিক হবে না  ‘The sunset is cute’ .

একইভাবে আমরা বলতে পারি :
The flower is beautiful =ফুলটি সুন্দর ।
অথবা, The flower is pretty =ফুলটি সুন্দর । কিন্তু এটা বলা সঠিক হবে না ,
The flower is cute.

কাজেই এটা মনে রাখতে হবে যে, প্রাকৃতিক বা প্রকৃতির কোন জিনিষ (Natural things or objects) –কে সুন্দর বলার জন্য  ’Cute’ শব্দ ব্যবহৃত হয় না ।

তবে শিশু, বা  প্রানির বাচ্চাকে /শিশুকে  সুন্দর বলার জন্য Cute শব্দ ব্যবহৃত হয় ।
যেমন : His baby brother is really cute = তার শিশু ভাইটি সত্যিই সুন্দর ।

Beautiful এবং Cute শব্দ দ্বারা  মানুষের দ্বারা তৈরী (Man made) এমন কোন জিনিষ অথবা কোন শিল্প কারখানাতে (Factory made) তৈরী, এমন কোন বস্তকে সুন্দর বলতে পারি  । এসকল ক্ষেত্রে  Pretty শব্দ  ব্যবহৃত হয় না ।

যেমন :
That is a cute/beautiful car.

Beautiful শব্দের ব্যবহার আরও একটি ক্ষেত্রে দেখা যায় , তা হল কোন শিল্পকর্ম (Art)  যেমন:  কোন চিত্রাঙ্কন (Painting) বা কোন গান (Song)বা অন্য
কোন বস্ত যা  শৈল্পিক গুণাবিলীতে সুন্দর , তাদের ক্ষেত্রে Beautiful শব্দ ব্যবহৃত হয় ।
যেমন : It is a beautiful painting =এটা হয় একটা সুন্দর চিত্রকর্ম ।
It is a beautiful song = এটি একটি সুন্দর গান ।

Beautiful, Pretty এবং Cute শব্দ ছারাও সাধারনত: অন্য যে সকল শব্দের অর্থ ‘সুন্দর’ সেগুলো হচ্ছে:
Fine, Goegeous, Lovely, Marvellous, Nice, Great, Fantastic ইত্যাদি । তাহলে চেষ্টা কর Beautiful, Pretty ও Cute  শব্দ দ্বারা  সুন্দর সুন্দর বাক্য তেরী কর এবং তোমার জানা ইংরেজিকে পরবর্তি উন্নততর ধাপে নিয়ে যাও।

Like this, there is a lot to learn. So, stick with me. I’m still learning and you can take the chance of learning English with me.

That’s it for today and thanks for learning with me.

Rezaul Karim

Rezaul Karim

Hi, my name is Rezaul Karim. I am an English teacher and founder of LearnEnglishWithRezaul.com. I work with non-native English learners to help them understand English grammar from basic to intermediate. I also help them improve their conversation skills, and communication ability and reduce their accent. I hope you may like my posts on this website, and if you really really feel that this page/website is useful for English learners, please happily share it for others to know.

Leave a Reply