English Grammar-কে আরও সুন্দর ও সহজ করে বুঝার জন্য, গ্রামারের আরও অনেক নতুন কিছু জানার জন্য, Learn English with Rezaul –পুস্তকটি পড়তে পারেন। ক্যুরিয়ারের মাধ্যমে পুস্তকটি সংগ্রহ করতে পারবেন। সাতশত পৃষ্ঠার পুস্তকটিতে ৮৩-টি ইউনিক কনটেন্ট রয়েছে, যা আপনাকে ইংরেজি গ্রামারের বিষয়ে অনেক অবাক করা ধারণা দেবে। পুস্তকটির বিষয়ে বিস্তারিত জানতে এই পেইজটি দেখতে পারেন: https://learnenglishwithrezaul.com/

Beautiful’, ‘Pretty’ এবং ‘Cute’ শব্দের ব্যবহার: সাধারন পরিচিতি:
ইংরেজি শিখার জন্য শুধু শব্দের অর্থ জানলেই হয় না, সাথে সাথে বাক্যে তার ব্যবহার শিখতে হয়। আজ আমরা Beautiful, Pretty এবং Cute শব্দের অর্থ ও ব্যবহার শিখব। ইংরেজী জানা ও না জানা সকলেই Beautiful শব্দের অর্থ জানি । Beautiful শব্দের অর্থ ‘সুন্দর’ । কোন জিনিষ (Things) বা কোন কিছুকে (Object) সুন্দর বলার জন্য আরও দুটি শব্দ ব্যাপকভাবে ব্যবহৃত হয় । শব্দ দুটি হচ্ছে : Pretty এবং Cute ।
‘Beautiful’, ‘Pretty’ এবং ‘Cute’ তিনটি শব্দই সৌন্দর্য প্রকাশের জন্য ব্যবহৃত হয়, তবে এদের ব্যবহারের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। এগুলি মূলত ব্যক্তি, বস্তু বা দৃশ্যের সৌন্দর্য বর্ণনা করতে ব্যবহৃত হয়, কিন্তু প্রতিটির অর্থ এবং প্রেক্ষিত ভিন্ন।
1. Beautiful:
‘Beautiful’ শব্দটি সবচেয়ে শক্তিশালী এবং সৌন্দর্য প্রকাশের জন্য ব্যবহৃত হয়। এটি সাধারনত এমন কিছু বর্ণনা করতে ব্যবহৃত হয় যা অত্যন্ত আকর্ষণীয় বা গভীরভাবে সুন্দর। এটি মানুষ, প্রাকৃতিক দৃশ্য, শিল্পকর্ম বা অভ্যন্তরীণ সৌন্দর্য বর্ণনা করতে ব্যবহার করা যায়।
2. Pretty:
‘Pretty’ শব্দটি ‘beautiful’ থেকে কিছুটা কম শক্তিশালী এবং সাধারণত ব্যবহার করা হয় সেই সমস্ত জিনিস বা মানুষ বর্ণনা করতে যা আকর্ষণীয়, কিন্তু হয়ত অতি চমকপ্রদ নয়। এটি সাধারণত সরল, সহজ এবং মিষ্টি সৌন্দর্য প্রকাশের জন্য ব্যবহার হয়।
3. Cute:
‘Cute’ শব্দটি এমন সৌন্দর্য বা আকর্ষণকে বর্ণনা করে যা সাধারণত স্নেহ বা ভালোবাসার অনুভূতি তৈরি করে। এটি শিশু, পোষা প্রাণী, বা এমন কিছু বর্ণনা করতে ব্যবহৃত হয় যা দেখতে ছোট, মিষ্টি বা প্রেমময় হয়।
Beautiful, Pretty and Cute-এর তুলনামূলক ব্যবহার:
Beautiful, Pretty এবং Cute এই তিনটি শব্দের অর্থই হচ্ছে ‘সুন্দর’ । কোন কিছুকে সুন্দর বলার জন্য আমরা সাধারনত: এই শব্দ তিনটির কোন একটি ব্যবহার করে থাকি ।
আমরা কোন সুন্দর মহিলাকে দেখলে বলতে পারি :
- She is beautiful. – সে সুন্দর ।
- She has a beautiful smile. – তার হাসিটা সুন্দর।
- The sunset is beautiful. – সুর্যাস্তটা সুন্দর বা অসাধারন ছিল।
- She is pretty. – সে সুন্দর ।
- She is a pretty girl. – সে খুব সুন্দরী মেয়ে।
- She is cute. – সে সুন্দর ।
- The flowers in the garden are pretty. – বাগনের ফুলগুলো সুন্দর।
আবার কোন মহিলার পরিধানের পোষাক পরিচ্ছেদ দেখতে সুন্দর হলে বলতে পারি :
- Her dress is beautiful. – তার (মহিলার) পোষাক পরিচ্ছদ সুন্দর ।
- Her dress is pretty. – তার (মহিলার) পোষাক পরিচ্ছদ সুন্দর ।
- Her dress is cute. – তার (মহিলার) পোষাক পরিচ্ছেদ সুন্দর ।
উপরের বাক্য গুলো দ্বারা যা বুঝাতে চাচ্ছি, তা হলো : মহিলা (Female) বা মহিলাদের দ্বারা ব্যবহৃত হয়, এমন কোন জিনিষকে সুন্দর বলার জন্য Beautiful, Pretty অথবা Cute শব্দ তিনটির মধ্যে কোন একটিকে ব্যবহার করা যায় । এই নিয়মের কারণে আমরা বলতে পারি :
Those ear rings are so beautiful / pretty / cute. – ঐ কানের দুলগুলো খুব সুন্দর ।
কাজেই, মনে রাখতে হবে যে, মহিলা বা মহিলাদের দ্বারা ব্যবহৃত হয়, এমন কোন জিনিষকে সুন্দর বলার জন্য Beautiful, Pretty অথবা Cute শব্দগুলি ব্যবহৃত হয় ।
Beautiful, Pretty এবং Cute শব্দ তিনটি দ্বারা মহিলাদের ও মহিলাদের দ্বারা ব্যবহৃত হতে পারে এমন জিনিসগুলোর সৌন্দয্য বর্ননা করা গেলেও প্রাকৃতিক সৌন্দর্য্য বর্ননা করা বা প্রাকৃতিক সৌন্দর্য্যকে (Natural beauty) সুন্দর বলতে হলে শুধু Beautiful ও Pretty শব্দ দুটি ব্যবহার করা যায় ; এ ক্ষেত্রে Cute ব্যবহৃত হয় না ।
- The sunset is beautiful. – সুর্যাস্ত সুন্দর ।
- Look, what a pretty sunset! – দেখ,কি সুন্দর র্সুযাস্ত।
কিন্তু, এটা বলা ঠিক হবে না ‘The sunset is cute’ .
একইভাবে আমরা বলতে পারি :
- The flower is beautiful. – ফুলটি সুন্দর ।
- The flower is pretty. – ফুলটি সুন্দর । কিন্তু এটা বলা সঠিক হবে না , The flower is cute.
কাজেই এটা মনে রাখতে হবে যে, প্রাকৃতিক বা প্রকৃতির কোন জিনিষ (Natural things or objects) –কে সুন্দর বলার জন্য ’Cute’ শব্দ ব্যবহৃত হয় না ।
তবে শিশু, বা প্রানির বাচ্চাকে /শিশু প্রভৃতিকে সুন্দর বলার জন্য Cute শব্দ ব্যবহৃত হয় ।
যেমন :
- His baby brother is really cute. – তার শিশু ভাইটি সত্যিই সুন্দর ।
- That puppy is so cute! – ওই কুকুর ছানাটা খুব সুন্দর।
- You look cute in that dress. – ওই পোষাকে তোমাকে সুন্দর দেখাচ্ছে।
Beautiful এবং Cute শব্দ দ্বারা মানুষের দ্বারা তৈরী (Man made) এমন কোন জিনিষ অথবা কোন শিল্প কারখানাতে (Factory made) তৈরী, এমন কোন বস্তকে সুন্দর বলতে পারি । এসকল ক্ষেত্রে Pretty শব্দ ব্যবহৃত হয় না ।
যেমন :
That is a cute/beautiful car.
Beautiful শব্দের ব্যবহার আরও একটি ক্ষেত্রে দেখা যায় , তা হল কোন শিল্পকর্ম (Art) যেমন: কোন চিত্রাঙ্কন (Painting) বা কোন গান (Song)বা অন্য
কোন বস্ত যা শৈল্পিক গুণাবিলীতে সুন্দর , তাদের ক্ষেত্রে Beautiful শব্দ ব্যবহৃত হয় ।
যেমন : It is a beautiful painting. – এটা হয় একটা সুন্দর চিত্রকর্ম ।
It is a beautiful song. – এটি একটি সুন্দর গান ।
Beautiful, Pretty এবং Cute শব্দ ছারাও সাধারনত: অন্য যে সকল শব্দের অর্থ ‘সুন্দর’ সেগুলো হচ্ছে:
Fine, Goegeous, Lovely, Marvellous, Nice, Great, Fantastic ইত্যাদি । তাহলে চেষ্টা কর Beautiful, Pretty ও Cute শব্দ দ্বারা সুন্দর সুন্দর বাক্য তেরী কর এবং তোমার জানা ইংরেজিকে পরবর্তি উন্নততর ধাপে নিয়ে যাও।
Conclusion:
ইংরেজি ভাষায় Beautiful, Pretty এবং Cute শব্দগুলোর ব্যবহারের ক্ষেত্রে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। তাই কোন্ প্রেক্ষাপটে কোন্ শব্দটি ব্যবহার করা উচিত তা বুঝে ব্যবহার করাই শ্রেয়।
Rezaul Karim