Future Indefinite Tense কাকে বলে এবং Future Indefinite Tense-এর ব্যবহার-এর বিষয়ে আরও সুন্দর ও সহজ করে বুঝার জন্য, গ্রামারের আরও অনেক নতুন কিছু জানার জন্য Learn English with Rezaul -পুস্তক আকারে প্রকাশিত হয়েছে। ক্যুরিয়ারের মাধ্যমে পুস্তকটি সংগ্রহ করতে পারবেন। সাতশত পৃষ্ঠার পুস্তকটিতে ৮৩-টি কনটেন্ট রয়েছে, যা আপনাকে ইংরেজি গ্রামারের বিষয়ে অনেক অবাক করা ধারণা দেবে। পুস্তকটির বিষয়ে বিস্তারিত জানতে এই পেইজটি দেখতে পারেন: https://learnenglishwithrezaul.com/

Future indefinite tense কাকে বলে?
ভবিষতে কোন কাজ বা ঘটনা ঘটবে, এমন কিছু বুঝাতে যে tense ব্যবহার করি তাকে Future Indefinite Tense বা Simple Future বলে। (Future Indefinite Tense is a verb tense that’s used to talk about things that will happen in future).
Example:
- I will read a book. – আমি একটি বই পড়ব।
- They will play in the field. – তারা মাঠে খেলবে।
- He will sing a song. – তিনি একটি গান গাইবেন।
গঠন প্রনালী (Structure):
Positive sentence:
Subject + shall /will + verb-এর এক নম্বর + অবশিষ্ট শব্দ যদি থাকে/প্রয়োজন হয়।
First person-এর সাথে ’shall‘ ও অন্য সকল person-এর সাথে ’will‘ ব্যবহৃত হয়। তবে Modern English-এ সকল person-এর সাথে ’will‘ ব্যবহৃত হয়।
Example:
- I shall / will go there. – আমি সেখানে যাব।
- They will learn English. – তারা ইংরেজি শিখবে।
- He will buy a pen. – সে একটা কলম কিনবে।
- My mother will cook dinner. – আমার মা রাতের খাবার রান্না করবেন।
- We shall / will watch television. – আমরা টেলিভিশন দেখব।
Negative sentence:
Auxiliary verb-এর পর ‘not’ বসালেই Future Indefinite Tense-এর Negative বাক্য হয়ে যাবে।
Subject + shall /will not + verb + অবশিষ্ট শব্দ যদি থাকে/প্রয়োজন হয়।
Example:
- I shall / will not go there. – আমি সেখানে যাব না।
- They will not learn English. – তারা ইংরেজি শিখবে না।
- He will not buy a pen. – সে কলম কিনবে না।
- My mother will not cook dinner. – আমার মা রাতের খাবার রান্না করবে না।
- We shall / will not watch television. – আমরা টেলিভিশন দেখব না।
Note: ‘Will not’-এর স্থলে সংক্ষেপে ‘won’t’ লিখা যায়। যেমন:
- He won’t go there.
- They won’t learn English.
- My mother won’t cook dinner.
Interrogative sentence:
Auxiliary verb-কে subject-এর পূর্বে বসালেই Future Indefinite Tense-এর Interrogative বাক্য হয়ে যাবে।
Auxiliary verb + subject + main verb + অবশিষ্ট শব্দ যদি থাকে/প্রয়োজন হয়।
Example:
- Shall / will I go there? – আমি কি সেখানে যাব?
- Will they learn English? – তারা কি ইংরেজি শিখবে?
- Will he buy a pen? – সে কি কলম কিনবে?
- Will my mother cook dinner? – আমার মা কি রাতের খাবার রান্না করবেন?
- Shall / will we watch television? – আমরা কি টেলিভিশন দেখব?
Negative Interrogative sentence:
Interrogative sentence-এর যে গঠন প্রনালী, সেই একই গঠন প্রনালীতে Negative Interrogative sentence তৈরী করতে হয়। শুধু বাক্যের subject যদি pronoun হয়, তবে not pronoun-এর পরে বসবে, আর subject যদি noun হয়, তবে not noun-এর আগে বসবে।
Example:
- Shall / will I not go there? – আমি কি সেখানে যাব না?
- Will not Rahim learn English? – রহিম কি ইংরেজি শিখবে না?
- Will he not buy a pen? – সে কি কলম কিনবে না?
- Will not my mother cook dinner? – আমার মা কি রাতের খাবার রান্না করবেন না?
তবে auxiliary verb-এর সাথে ‘not’-কে সংক্ষেপে লিখলে এ নিয়ম প্রযোজ্য হবে না, তখন shall not স্থলে shan’t এবং will not-এর স্থলে won’t লিখতে হবে।
Example:
- Shan’t / won’t I go there?
- Won’t Rahim learn English?
- Won’t he buy a pen?
- Won’t my mother cook dinner?
ভবিষতের কোন কাজ যদি ইচ্ছা (Intention) প্রকাশের জন্য হয়, অথবা ভবিষতে করার জন্য পরিকল্পনা ভিত্তিক কোন কাজের কথা বলা হয়, তবে তা Future Indefinite Tense-এ না বলে উক্ত ভবিষত কাজের কথা ’going to’ দ্বারা এবং Present Continuous Tense দ্বারা বলা যায়।
1. Going to ব্যবহার করে:
Structure: Subject + am / is / are + going to + verb-এর এক নম্বর + অন্যান্য শব্দ।
Example:
- They are going to buy a car. – তারা একটি গাড়ি কিনতে যাচ্ছে।
- We are going to meet this Friday. – আমরা এই শুক্রবার দেখা করতে যাচ্ছি।
- We are going to make a cake. – আমরা একটি কেক তৈরী করতে যাচ্ছি।
2. Present Continuous Tense ব্যবহার করে:
Example:
- We are leaving for Dhaka tomorrow. – আমরা আগামীকাল ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছি।
- They are flying to India this Saturday. – তারা এই শনিবারে বিমানেভারতে যাচ্ছে।
- Are you playing cricket tomorrow? – তুমি কি আগামীকাল ক্রিকেট খেলবে?
- I am travelling to Rajshahi on Friday. – আমি শুক্রবার রাজশাহী যাচ্ছি।
ভবিষতের কোন কাজ নির্দিষ্ট কোন সময়সূচী অনুযায়ী সম্পন্ন হবার কথা থাকলে, তা present indefinite tense ব্যবহার করে করা হয়। তবে শর্ত থাকে যে, এমন বাক্যের subject third person singular number হতে হবে যেন verb-এর সাথে ’s / es’ যুক্ত করা যায়। ’s / es’ যুক্ত করা করা verb ছাড়া অন্য verb দ্বারা এ ধরনের বাক্য তৈরী করা যায় না। এছাড়াও এ সকল বাক্যে ভবিষতে কখন কাজটি সম্পন্ন হতে যাচ্ছে, তা উল্লেখ করতে হবে।
Example:
- The train leaves Dhaka at 4 o’clock. – ট্রেনটি চারটায় ঢাকা ছাড়বে।
- The cricket match starts at 2 p.m. – দুপুর ২ টায় ক্রিকেট ম্যাচ শুরু হবে।
- Our school starts at seven in the morning. – আমাদের স্কুল সকাল সাতটায় শুরু হবে।
Conclusion:
Future Indefinite Tense আমাদের দৈনন্দিন জীবন ও পরিকল্পনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। Future Indefinite Tense ভবিষ্যতে কোনো কাজ সম্পন্ন হবে বা ঘটবে, এমন ধারণা প্রকাশ করতে ব্যবহৃত হয়। Future Indefinite Tense ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের ইচ্ছা, প্রতিশ্রুতি, ভবিষ্যৎ ঘটনা বা সম্ভাবনার কথা পরিষ্কারভাবে প্রকাশ করতে পারি।
Rezaul Karim