Past Perfect Tense: Definition and Uses.

Past Perfect Tense কাকে বলে?

অতীত কালে সম্পন্ন হওয়া দুটি কাজের মধ্যে যে কাজটি আগে সম্পন্ন হয়েছে, সে কাজকে বর্ণনা করতে যে tense ব্যবহার করা হয়, তাকেই   Past Perfect Tense বলা হয়। (An action which happened before another action in the past is called Past Perfect Tense).

অর্থাৎ অতীতের অতীতকে (past of the past) বর্ণনা করার জন্য আমরা যে tense ব্যবহার করি, সেটিই হচ্ছে Past Perfect Tense. একটি past ঘটনার আগে ঘটা অপর একটি past ঘটনাকে অতীতের অতীত বলা হয়।

Past Perfect Tense-এর কাজ: 

অতীতকালে দুটি পৃথক ঘটনা একটি বাক্যের মাধ্যমে প্রকাশ করতে গেলে, প্রথম কোন ঘটনা ঘটেছে, তা দেখিয়ে দেয়াই হচ্ছে Past Perfect Tense-এর প্রধান কাজ।

Past Perfect Tense সম্বলিত কোন বাক্যকে সাধারণত: দুইটি বাকাংশ দ্বারা লিখা হয়। অর্থাৎ একটি বাকাংশের মাধ্যমে অতীতে ঘটা প্রথম কাজকে প্রকাশ করা হয়, এবং পরে যে ঘটনা ঘটেছে, তা আরেকটি বাকাংশের মাধ্যমে প্রকাশ করা হয়। অতীতে ঘটা প্রথম কাজ প্রকাশ করা হয় Past Perfect Tense-এর মাধ্যমে, এবং পরের কাজ প্রকাশ করা হয় Past Indefinite Tense-এর মাধ্যমে।

দুটো বাকাংশ সংযোগ করতে যে সংযোগকারী শব্দ বা conjunction খুব বেশী ব্যবহার হয়, তা হলো: before এবং after.

Past perfect tense-কে ইংরেজি বাক্যে চেনার উপায়: 

ইংরেজি বাক্যে verb-এর রুপ থাকবে: had + verb-এর তিন নম্বর।

Past Perfect Tens

The full structure of the sentence:

Subject + had + main verb-এর তিন নম্বর (past participle) + অন্যান্য word/words (যদি থাকে)। যেমন: I had done it.

Structure of negative sentence:

Subject + had not + main verb-এর তিন নম্বর (past participle) + অন্যান্য word/words (যদি থাকে)।

Example:

  • I had not done it.
  • They had seen me.
  • Rahim had got a good job.

Structure of interrogative sentence:

Had + subject + main verb-এর তিন নম্বর (past participle) + অন্যান্য word/words (যদি থাকে)?

Example:

  • Had I done it?
  • Had they seen me?
  • Had Rahim got a good job?

Structure of interrogative-negative sentence:

Had + Subject + not + main verb-এর তিন নম্বর (past participle) + অন্যান্য word/words (যদি থাকে)?  যেমন: Had I not done it?  তবে কর্তা  pronoun না হয়ে noun হলে ‘not’ noun-এর  আগে বসবে

Example:

  • Had not Rahim done it?
  • Had they not seen me?

Past perfect tense-এ before-এর ব্যবহার:

অতীতকালের দুটি কাজের মধ্যে যে কাজ প্রথম হয়েছে, তা বলতে before-এর পূর্বে  Past Perfect Tense থাকে, অপর tense-টি Past Indefinite হয়।

Past Perfect Tense

Example:

  • The patient had died before the doctor came. – ডাক্তার আসার আগেই রোগী মারা গিয়েছিল।[এখানে ‘before’-এর পূর্বে past perfect ও পরে past indefinite tense].
  • Rafiq had gone before I arrived. – আমি আসার আগেই রফিক চলে গেছে। [এখানে ‘before’-এর পূর্বে past perfect ও পরে past indefinite tense].
  • The murderer had escaped before the police arrived. – পুলিশ আসার আগেই হত্যাকারী পালিয়ে গেছে।[এখানে ‘before’-এর পূর্বে past perfect ও পরে past indefinite tense].
  • The train had left before I arrived at the station. – আমি স্টেশনে আসার আগেই ট্রেন চলে গিয়েছিল।

‘Before’ যুক্ত বাকাংশ (clause)-কে বাক্যের শুরুতেও লেখা যায়। তবে শুরুতে ‘before’ যুক্ত বাকাংশ লিখলে বাকাংশটি লিখা শেষ হলে কমা (,) দিতে হবে।

Example:

  • Before I arrived, Rafiq had gone.
  • Before the police arrived, the murderer had escaped
  • Before I arrived at the station, the train had left.
  • Before the doctor came, the patient had died.

Past perfect tense-এ after-এর ব্যবহার:

অতীতকালের দুটি কাজের মধ্যে যে কাজ প্রথম হয়েছে, তা বলতে after-এর পর Past Perfect Tense থাকে, অপর tense-টি Past Indefinite হয়।

Past Perfect Tense

Example:

  • The patient died after the doctor had come. – ডাক্তার আসার পর রোগী মারা গেলো। [এখানে ‘after’-এর পরে past perfect ও আগে past indefinite tense].
  • I refused to do the job after I had known all about that. – আমি এই বিষয়ে সমস্ত কিছু জানার পর আমি কাজটি করতে অস্বীকার করেছি।[এখানে ‘after’-এর পরে past perfect ও আগে past indefinite tense].
  • I knew everything after I had gone there. – আমি সেখানে যাওয়ার পরে আমি সমস্ত কিছু জানলাম। [এখানে ‘after’-এর পরে past perfect ও আগে past indefinite tense].
  • I took admission to medical college after I had passed the H.S.C Examination – এইচ.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আমি মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলাম।

After  যুক্ত বাকাংশ (clause)-কে বাক্যের শুরুতেও লেখা যায়। তবে শুরুতে  after যুক্ত বাকাংশ লিখলে বাকাংশটি লিখা শেষ হলে কমা (,) দিতে হবে।

Example:

  • After the doctor had come, the patient died.
  • After I had known all about that, I refused to do the job.
  • After I had gone there, I knew everything.
  • After I had passed the H.S.C Examination, I took admission to medical college.

Past Indefinite Tense ছাড়া কি Past Perfect Tense একা ব্যবহৃত হতে পারে?

না, সাধারণত Past Perfect Tense-কে Past Indefinite Tense ছাড়া ব্যবহার করা হয় না। অতীতে একক কোন single ঘটনা ঘটলে, তা যতই অতীত হোক না কেন, তা  Past Indefinite Tense-এই প্রকাশ করতে হয়। তবে কখন কখন এই tense স্বাধীনভাবে একাই ব্যবহৃত হতে পারে, যদি তার পর  কি ঘটনা ঘটেছিল বা ঘটে থাকতে পারে, তা অনুমান  করা যায়।

Example:

  • Rafiq had known it before. – রফিক আগেও এটা জানত। [এখানে বুঝানো হচ্ছে Rafiq কোন ঘটনা ঘটার আগেই এটা বুঝেছিল। Rahim had known it before we told him].

তাছাড়া Past Perfect Tense ও Past Indefinite Tense-এর দুটো বাক্যকে পৃথকভাবে পাশাপাশি লিখা যায়, যাতে করে বুঝা যায় কোন ঘটনা আগে ঘটেছিল ও কোন ঘটনা পরে ঘটেছিল।

  • Rahim was not hungry. He had just eaten. রহিমের ক্ষুধা ছিল না। সে সবেমাত্র খেয়েছিলো।
  • The children were hungry. They had not eaten for hours. – শিশুরা ক্ষুধার্ত ছিল। তারা ঘন্টার পর ঘন্টা খায়নি।
  • Rafiq did not know them. He had never seen them before. – রফিক তাদের চিনত না। তিনি তাদের আগে কখনো দেখেননি।

Past Prefect Tense কখন কোথায় ব্যবহৃত হয় (বিস্তারিত):

Past perfect tense-এর বিষয়ে জানা হলো। এখন স্ববিস্তারে জানবো এই tense কখন কোথায় ব্যবহৃত হয়।

1. অতীতে সম্পন্ন হওয়া দুটি কাজের মধ্যে কোন কাজ আগে সম্পন্ন হয়েছে, তা বর্ণনা করতে:

অতীতে সম্পন্ন হওয়া দুটি কাজের মধ্যে কোন কাজ আগে সম্পন্ন হয়েছে, তা বর্ণনা করতে before,  after, প্রভৃতি শব্দ দ্বারা বাক্য গঠন করে কোন কাজ আগে হয়েছে, ও কোন কাজ পরে সম্পন্ন হয়েছে, তা দেখানোর জন্য Past Perfect Tense ব্যবহৃত হয়।

Example:

  • The bus had left the bus stand before we went there. – আমরা সেখানে যাওয়ার আগে বাসটি বাসস্ট্যান্ড ছেড়ে চলে গিয়েছিল।
  • The bus left the bus stand after we had gone there. – আমরা সেখানে যাওয়ার পর বাসটি বাসস্ট্যান্ড থেকে ছেড়ে যায়।

2. Narration বা উক্তিতে:

Narration-এর Reported speech-এ said, told, asked, thought, wondered প্রভৃতির পর  Past Perfect Tense ব্যবহৃত হয়।

Example:

  • Rahim told us that the train had left the station. – রহিম আমাদের বলেছিল যে ট্রেন স্টেশন ছেড়ে গেছে।
  • He thought that he had met me before. – সে ভেবেছিলো যে সে আমার সাথে আগে দেখা করেছে।
  • I wondered if I had been here before. – আমি ভাবছিলাম আমি যদি আগে এখানে থাকতাম।

3. অতীতের শর্তসূচক কাল্পনিক বাক্য গঠনে:

If clause দ্বারা  অতীতের শর্তসূচক কাল্পনিক বাক্য গঠনে  Past Perfect Tense ব্যবহৃত হয়।

Example:

  • If I had studied hard, I could have been a doctor. – যদি আমি কঠোরভাবে পড়াশোনা করতাম, তাহলে আমি একজন ডাক্তার হতে পারতাম।
  • He would have passed the examination if he had studied hard. – কষ্ট করে পড়াশোনা করলে সে পরীক্ষায় উত্তীর্ণ হতো।

4. ‘Wish’ verbএর সাথে ব্যবহার:

বক্তার অতীত নিয়ে অসন্তুষ্টি (dissatisfaction)  প্রকাশ করতে ‘wish’ verb-এর সাথে এই tense ব্যবহৃত হয়।

Example:

  • I wished I had helped him. – আমার (অতীতে) ইচ্ছা ছিলো আমি তাকে সাহায্য করতাম (কিন্তু আমি করিনি)।
  • He wished he had studied English. – তার (অতীতে) ইচ্ছা ছিল সে ইংরেজি পড়তে পারতো (কিন্তু সে পড়েনি)।
  • We wished we had seen him before. – আমাদের (অতীতে) ইচ্ছা ছিল আমরা তাকে আগে দেখে থাকতাম (কিন্তু তারা আগে দেখেনি)।

5. : Before / after ছাড়াও when, till, until, as soon as প্রভৃতি conjunction-এর সাথে:

Before / after conjunction ছাড়াও when, till, until, as soon as প্রভৃতি conjunction-এর সাথে Past Perfect Tense ব্যবহৃত হতে পারে।

Example:

  • The patient had died when the doctor came. Or,  when the doctor came, the patient had died.
  • Rafiq had gone when I arrived. Or,  When I arrived, Rafiq had gone.
  • The murderer had escaped when the police arrived. Or,  When the police arrived, the murderer had escaped
  • The train had left when I arrived at the station. Or,  when I arrived at the station, the train had left.
  • I refused to do the job till I had known all about that – আমি সে সম্পর্কে সমস্ত কিছু না জানা পর্যন্ত আমি কাজটি করতে অস্বীকার করেছি।
  • I knew nothing until I had gone there – আমি সেখানে না যাওয়া পর্যন্ত কিছুই জানতাম না।
  • They restarted the cricket match as soon as the rain stopped – বৃষ্টি থামার সাথে সাথে তারা ক্রিকেট ম্যাচটি আবার শুরু করল।

6. উপরোক্ত Conjunction গুলো ছাড়াও  As if / as though-এর পর:

As if / as though-এর পর: Past Perfect Tense ব্যবহৃত হয়।

Example:

  • He talked as if /as though he had seen everything himself – সে এমন কথা বললো যেন সে নিজেই সব দেখেছিল।
  • Rahim spoke about the matter as if / as though he had known everything – রহিম বিষয়টি নিয়ে এমন কথা বলেছিল যেন সে সব কিছু জানতো।

7. Correlative conjunction

অতীতের দুটি কাজের মধ্যে প্রথম  কাজটি শেষ না হতেই অন্য একটি কাজ শুরু হলে আমরা নিম্নে বর্ণিত correlative conjunction ব্যবহার করি।

  • No sooner had……..than
  • Hardly had…….when
  • Scarcely had……..when

Example:

  • No sooner had I reached there than he went away.
  • Hardly had I went there when he left the place.

তোমরা কি লক্ষ্য করেছো  এই correlative conjunctions গুলো দ্বারা বাক্য তৈরী করতে গেলে auxiliary verb ‘had’-কে subject-এর পূর্বে বসাতে হচ্ছে। এটা auxiliary verb-এর একটা ব্যতিক্রম ও interesting ব্যবহার।

Rezaul Karim

Hi, my name is Rezaul Karim. I am an English teacher and founder of LearnEnglishWithRezaul.com. I work with non-native English learners to help them understand English grammar from basic to intermediate. I also help them improve their conversation skills, and communication ability and reduce their accent. I hope you may like my posts on this website, and if you really really feel that this page/website is useful for English learners, please happily share it for others to know.

This Post Has 3 Comments

  1. fahim

    thank you, sir ,,, very nice.

  2. Aysha

    It’s very helpful and easy to understand.

  3. Mahmud

    Excellent and outstanding.

Leave a Reply