What is a ‘Conjunction’?
যে part of speech দ্বারা sentence-এর একাধিক words, phrases, বা clauses-কে একসংগে যুক্ত করা হয় তাকে conjunction বলে। And, but, or, since, though, until ইত্যাদি word conjunction হিসাবে ব্যবহৃত হয়।
A conjunction is a part of speech which is used to connect words, phrases, clauses, or sentences.
Example:
- Faruk and Rahim are good friends. [দুটো word-কে যুক্ত করেছে]।
- He usually studies in his reading room or in the library. [দুটো phrase-কে যুক্ত করেছে]।
- He is poor but he is honest.[দুটো clause-কে যুক্ত করেছে]।
অনেক সময় একের অধিক শব্দও একটা single conjunction-এর মত কাজ করতে পারে। এ ধরনের শব্দগুচ্ছকেও একটি conjunction হিসাবে বিবেচনা করা হয়। যেমন:
He is studying hard so that he can pass the examination.
You can study as long as you like.
Types of Conjunction :
Conjunction প্রধানতঃ তিন প্রকারের হয় । Conjunctions are of three types. They are:
- Coordinating conjunction
- Subordinating conjunction
- Correlative conjunction or Paired conjunction
Coordinating conjunction:
যে conjunction একই ধরনের grammatical structure-এর words, phrases অথবা clauses-কে যুক্ত করে তাকে coordinating conjunction বলে । এদের coordinator ও বলা হয়ে থাকে।
A conjunction which joins or connects words, phrases or clauses of same grammatical structure is called coordinating conjunction. Sometimes it is also called a coordinator.
Coordinating conjunction মোট সাতটি। এই সাতটি conjunction-কে সহজে মনে রাখার জন্য সাতটি অক্ষরের একটি word মনে রাখলেই conjunction গুলোকে মনে রাখা হয়ে যাবে। word-টি হচ্ছে: “FANBOYS“
- For – কারণ বা উদ্দেশ্য ব্যাখ্যা করে Explains reason or purpose. (just like “because”).
- And – একটি জিনিসের সাথে অন্য একটি জিনিস যোগ করে Adds one thing to another
- Nor – ইতিমধ্যে বর্ণিত negative বর্ণনার জন্য বিকল্প negative ধারণা উপস্থাপন করতে ব্যবহৃত হয়। Used to present an alternative negative idea to an already stated negative idea.
- But – প্রথম clause-এর সাথে বিপরীত ধারণার clause যুক্ত করার জন্য ব্যবহৃত হয়। Shows contrast
- Or -একটি বিকল্প বা একটি পছন্দ উপস্থাপন করার জন্য ব্যবহৃত হয়। Presents an alternative or a choice
- Yet -একটি বিপরীত ধারণা প্রবর্তন করে যা পূর্ববর্তী ধারণাটি যৌক্তিকভাবে অনুসরণ করে Introduces a contrasting idea that follows the preceding idea logically
- So -প্রভাব, ফলাফল বা ফলাফল নির্দেশ করে। Indicates effect, result or consequence
Example:
- I go to the school, for I know many new things.
- I went there, and found him.
- He does not like music nor does he like literature.
- He studied hard, but he failed in the examination.
- Do it or you will die.
- I regularly studied, yet I failed in the examination.
- I want to be a doctor, so I am studying hard.
Note: দুটি independent বা main clause যুক্ত করতে যে conjunction ব্যবহৃত হয়, তার পূর্বে কমা ( ,) বসাতে হয়।
Subordinating Conjunction:
যে conjunction একটি subordinate/dependent clause কে একটি main/independent clause / principal clause এর সাথে যুক্ত করে তাকে subordinating conjunction বলে । এই subordinating conjunction গুলোকে subordinator বলা হয়ে থাকে।
A conjunction which is used to join a subordinate / dependent clause with a main / independent / principal clause is called subordinating conjunction. It is also called a subordinator.
Some Subordinating Conjunctions:
after, although, as, as if, as long as, as much as, as soon as, as though, because, before, by the time, even if, even though, if, in order that, in case, in the event that, lest , now that, once, only, only if, provided that, since, so, supposing, that, than, though, till, unless, until, when, whenever, where, whereas, wherever, whether or not, while
Example:
- I know the place where he lives.
- Although he is poor, he is honest.
- I know that he is a good student.
- Please call me when you reach there.
- The patient had died before the doctor came.
- I shall go there if you come.
- He talks as if he were rich.
- The phone rang while I was reading.
- I don’t believe him because he is a liar.
Correlative Conjunction or Paired conjunction:
যে জোড়া শব্দ ব্যকরণগত সমতুল্য word, phrase বা clause-কে সংযুক্ত করে, তাকে Correlative conjunction বা Paired conjunction বলে।
Correlative conjunctions connect the grammatically equal word, phrase or clause together. The most common correlative conjunctions are:
either……..or; neither……….nor; as…….as; so……..as; so……..that; such……….as; rather…………than; both…………and; other………than; not only…………but (also); no sooner………….than; scaracely………..when; hardly…………..before.
Example:
- Either obey me, or leave the house.- হয় আমার কথামত কাজ করো, নতুবা বাড়ী চলে যাও।
- Either Rahim or Faruk has done this. – হয় রহিম নয় ফারুক ইহা করেছে।
- Neither he nor his brother was here. – সে কিম্বা তার ভাই কেহই এখানে ছিল না।
- He is neither mad nor a fool. – সে পাগলও নয়, বোকাও নয়।
- He is as intelligent as you. – সে তোমার মতো বুদ্ধিমান।
- He is so intelligent as you. – সে তোমার মত বুদ্ধিমান।
- He is so weak that he can not walk. – সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারে না।
- I want such a boy as is faithful. – আমি এমন একটি ছেলে চাই যে বিশ্বস্ত।
- He would rather die than beg. – সে বরং মরবে, তবু ভিক্ষা করবে না।
- He helped me both food and money. – সে আমাকে খাবার এবং অর্থ উভয়ই দিয়েই সহায়তা করেছিল।
- I have other pens than this. – আমার এই কলমটি ছাড়া অন্য কলমও রয়েছে।
- He not only passed the examination but also got a good job. – সে শুধু পরীক্ষায় উত্তীর্ণই হয়নি ভাল চাকরিও পেয়েছিল।
- Not only Rafiq but also Faruk saw that man. – শুধু রফিককেই নয় ফারুকও সেই মানুষটিকে দেখেছিল।
- No sooner had I reached home than it began to rain. – আমি বাড়ী পৌছিবা মাত্র বৃষ্টি আরম্ভ হলো।
- Scarcely had we reached the station when the train started. – আমরা ষ্টেশনে পৌছিতে না পৌছিতে ট্রেনটি ছাড়িয়া দিলো।
- Hardly had we reached the station before the train started. – আমরা ষ্টেশনে পৌছিতে না পৌছিতে ট্রেনটি ছাড়িয়া দিলো।