What is a Finite Verb? Relation between a Finite Verb and a Tense

Finite Verb and Tense:

Finite verb and Tense-এর মধ্যে  সম্পর্ক কি তা বুঝার পূর্বে আমরা Finite verb (অনেকে finite verb-কে  main verb বলে) বলতে কি বুঝি সে বিষয়ে জানার চেষ্টা করি। সাধারণভাবে বাক্যের যে শব্দ দ্বারা কোন কাজ করা বা কোন কাজ হওয়া বর্ননা করা হয়, সেই শব্দকেই verb বলে।

কিন্তু কোন একটি শব্দ verb হলেই যে তা বাক্যটির  finite verb বা main verb হবে তা নয়।  কোন বাক্যের finite verb বা main verb   হবার প্রথম শর্ত হচ্ছে verb-টির নিজস্ব কর্তা থাকবে। দ্বিতীয় শর্ত  হচ্ছে finite verb দ্বারা কোন বাক্যকে বিভিন্ন Tense-এ পরিবর্তণ করা যাবে। তাছাড়াও বাক্যটির subject-এর number ও person-এর সংগে verb-এর মিল থাকতে হবে, যাকে আমরা subject-verb agreement বলি।

তাই,  verb শব্দ দ্বারা কোন কাজ করা বা হওয়া বুঝালেই তা Finite verb হবে না, যদি তার নিজস্ব কর্তা না থাকে, এবং ঐ verb-কে  বিভিন্ন tense-এ পরিবর্তণ করে বিভিন্ন tense-এর বাক্য তৈরী করা না যায়। একটা উদাহরণ দিলে বিষয়টি সহজে বুঝা যাবে।

Example:

I go to school. এই বাক্যে ’goশব্দটি finite verb, কারণ ’go শব্দটির নিজস্ব কর্তা আছে, এবং এই কর্তা হচ্ছে ‘I’. অর্থাৎ I go= আমি যাই। ’go’ verb-এর কর্তা হচ্ছে ‘I’. এই go-কে বাক্যে verb-এর দুই নম্বর রুপে ব্যবহার করলেই বাক্যটি Past Indefinite tense-এর বাক্য হয়ে যাবে। এভাবে শুধু go-কে পরিবর্তণ করে এবং প্রয়োজনে তার পূর্বে সাহায্যকারী verb ব্যবহার করে ’goশব্দটি দ্বারা বারটি tense-এ বাক্য লিখা যাবে।

কিন্তু, I want to go to school. – এই বাক্যে ‘go’ শব্দ ‍finite verb নয়, কারন ‘go’ শব্দের কর্তা নাই। এই বাক্যে একটি মাত্র কর্তা আছে, তা হচ্ছে ‘I’ এবং তা ‘want’ শব্দটির জন্য। তাই এ বাক্যে ‘want’ শব্দটি finite verb, কিন্তু  ‘go’ শব্দটি finite verb নয়।

আবার,  They read books. এই বাক্যে ‘read’ শব্দটি  finite verb, কারণ ‘read’  শব্দটির কর্তা আছে এবং এই কর্তা হচ্ছে ‘They’.

কিন্তু, They like to read books. এই বাক্যে ‘read’ শব্দ finite verb নয়, কারন ‘read’ শব্দের কর্তা নাই। বাক্যে একটি মাত্র যে কর্তা ‘They’ আছে এবং তা ‘like’ শব্দটির জন্য। তাই এ বাক্যে ‘like’ শব্দটি verb,  ‘read’ শব্দটি finite verb নয়।

আমার মনে হয় বাক্যে কোন শব্দ finite verb or main verb হিসাবে ব্যবহৃত হয়, তা আমি বুঝাতে পেরেছি। অর্থাৎ  go, come, eat, play, read, write, swim ইত্যাদি শব্দ দ্বারা কোন কাজ সংঘটিত হওয়া বুঝালেও তা finite verb হবে না। Finite verb হবার শর্তই হচ্ছে তার নিজস্ব কর্তা থাকবে, এবং প্রয়োজনে উক্ত verb-এর রুপকে পরিবর্তন করে বিভিন্ন tense-এ পরিবর্তণ করা যাবে।

তাহলে এখন প্রশ্ন আসবে, কাজ সংঘটিত হওয়া শব্দ যেমন: go, come, eat, play, read, write, swim ইত্যাদি ব্যক্যে ব্যবহৃত হবে এবং যখন তাদের কর্তা থাকবে না, তখন তারা কি বা কোন parts of speech-এর অন্তর্ভূক্ত? প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং বুঝবার বিষয়। তাহলে এখন এ বিষয়টা জানার চেষ্টা করি।

Finite verb বা Main verb হচ্ছে  একটি verb যার নিজস্ব কর্তা আছে। কর্তা থাকা verb-এর দাম বা মূল্য যার কর্তা নাই, তার মূল্য সমান নয়। এ বিষয়টি বুঝতে হবে। এটা না বুঝলে অন্যান্য verb-কে বুঝা যাবে না।

আমরা আবার এমন অনেক verb দেখবো, যাদের কর্তা নাই। যে verb ‍গুলির কর্তা নাই, তাকে finite verb বা main verb-এর মর্যাদা না দিয়ে finite verb-এর শাখা-প্রশাখার মর্যাদা দেওয়া হয়। অর্থাৎ finite verb হচ্ছে  বৃক্ষ, আর যে সকল verb-এর কর্তা থাকে না,  তারা ঐ বৃক্ষের শাখা-প্রশাখা। এই শাখা-প্রশাখাগুলির একটির নাম Infinitive আরেকটির নাম Participle, অন্য একটির নাম Gerund. বাক্যের এই কর্তাহীন verb গুলি কখন কখন Noun, কখন কখন Adjective হিসাবে ব্যবহৃত হয়।

তাহলে এ পর্যন্ত যা বুঝা গেল, তা হলো:

  • যে Verb-এর কর্তা থাকে, তাকে  Finite verb বা Main verb বলে। আর verb-এর শাখা-প্রশাখাগুলো যেমন: Infinitive, Participle ও Gerund-কে  Non-Finite or Infinite Verb বলে। অর্থাৎ কর্তা থাকা  Verb-কে  Finite verb বা Main verb ও কর্তা না থাকা  Verb-কে   Non-Finite or Infinite verb বলে।
  • Finite Verb দ্বারা বিভিন্ন Tense গঠন করা যায়, কিন্তু, Non-Finite or Infinite verb দ্বারা কোন Tense গঠন করা যায় না।

Tense বলতে কি বুঝায়?

Tense অর্থ কাল বা সময়। Finite verb এর সাহায্যে কোন কাজ কোন সময় সংঘটিত হয়, হচ্ছে, হয়েছে বা হবে ইত্যাদি বুঝানো হয় তাকেই Tense  বলে।

Finite বা Main verb-কে বাক্যে সঠিকভাবে ব্যবহার করে সেটিকে আমরা  Tense-এ প্রকাশ করি। তাহলে বুঝা যাচ্ছে finite verb- এর সাহায্যে Tense-কে প্রকাশ করা হয়। তাই finite verb-কে ভালভাবে জানা দরকার।

Tense তিন প্রকার বা তিন ধরনের।

i) Present Tense   ii) Past Tense    iii) Future Tense

এই প্রতিটি Tense আবার চার ভাগে বিভক্ত। অর্থাৎ Tense এর সংখ্যা ৩×৪= ১২ টি। তারা হচ্ছেঃ

i) Present Tense                           ii) Past Tense 

Present Indefinite                        Past Indefinite
Present continuous                      Past continuous
Present perfect                             Past perfect
present perfect continuous        past perfect continuous

iii) Future Tense

Future Indefinite
Future continuous
Future perfect
Future perfect continuous

Verbs

Tense গঠন বিষয়ে Verb সম্পর্কে নিচের পাঁচটি তথ্য সম্পর্কে জানি।

  •  যেকোন Verb এর রুপ চারটি।
  • প্রথম রুপ দ্বারা দুইটি Tense গঠন করা হয়। Tense দুটি হচ্ছে: Present Indefinite এবং Future Indefinite
  • দ্বিতীয় রুপ দ্বারা একটি Tense গঠন করা হয়। Tense-টি হচ্ছে: Past Indefinite
  • তৃতীয় রুপ দ্বারা তিনটি Tense গঠন করা হয়। Tense তিনটি হচ্ছে: Present Perfect, Past Perfect এবং Future Perfect
  • চতুর্থ রুপ দ্বারা ছয়টি Tense গঠন করা হয়। Tense গুলো হচ্ছে: Present continuous, Past Continuous, Future Continuous, Present Perfect Continuous, Past Perfect Continuous এবং  Future Perfect Continuous

উদাহরন স্বরুপ আমরা ’Go’ Verb কে নিয়ে বিষয়গুলি বুঝাতে পারি:

Go Verb এর চারটি রুপ নিম্নরুপ:

  • এক নম্বর –    Go –      দুইটি Tense গঠন করা হয়।
  • দুই নম্বর –   Went –   একটি Tense গঠন করা হয়।
  • তিন নম্বর-  Gone  –   তিনটি Tense গঠন করা হয়।
  • চার নম্বর-    Going-    ছয়টি Tense গঠন করা হয়।

 অতএব, +++=১২ টি

Shall, Will, Can, May, Must ইত্যাদি verb-এর দুটি রুপ। যেমন:

Shall–  Should;      Will –Would;   Can –Could;   May—Might;  Must—Must

এই  verb গুলোকে Modal Auxiliary বলে।  এই  verb গুলো ছাড়া ইংরেজিতে আর যত verb আছে, তাদের সবারই চারটি রুপ আছে। আর যে verb এর চারটি রুপ আছে, তাকে বারটি Tense এ প্রকাশ করা যায়। এই কথাটা মনে রেখে আমাদের Tense শিখতে হবে।

Be, Have and Do

আরও তিনটি  Verb  আছে, তারা প্রশ্নবোধক বাক্য গঠনে  ও Tense গঠনে  সাহায্যকারী  Verb হিসাবে হিসাবেও ব্যবহৃত হয়, তারা হলঃ  Be verb, Have verb  এবং  Do verb,. এরা আবার বাক্যে মূল Verb হিসাবে ব্যবহৃত হয়ে  Tense-ও গঠন করতে পারে, কারন এদের চারটি রুপ আছে।

তাহলে এতক্ষন ধরে যা বুঝা গেল তা হচ্ছে, Tense জানতে হলে প্রয়োজনীয় verb শব্দ গুলির চারটি রুপ জানতে হবে। তাই, এখন আমরা গুরুত্বপূর্ণ কিছু verb এর চারটি রুপ জানব।

কোন verb এর চারটি রুপকে যথাক্রমে present, past, past participle এবং present participle বলে।  সুবিধার জন্য আমরা verb এর present from কে verb- ১ নং রুপ, past from কে verb- ২ নং রুপ, Past Participle কে verb- ৩ নং রুপ ও present participle কে verb- ৪ নং রুপ বলব।

Present= 1 Past=2 Past Participle=3 Present Participle=4
Be

am

is

are

was

were

been being
Have

has

had had having
Do did done doing
Come (আসা) came come coming
Go (যাওয়া) went gone going
Walk (হাঁটা) walked walked waling
run (দৌড়ানো) ran run running
jump (লাফানো) jumped jumped jumping
swim (সাঁতার কাটা) swam swum swimming
play (খেলা করা) played played playing
Fly (উড়া) flew flow flying
Get (পাওয়া) got got getting
Get up (বিছানা ছেড়ে উঠা) got up got up getting up
Rise (উঠা) rose risen rising
Move (চলা) moved moved moving
Dance (নাচা) danced danced dancing
Travel (ভ্রমণ করা) travelled travelled travelling
Float (ভাসা) floated floated floating
cry (কান্না করা) cried cried crying
Shout (গর্জন করা) Shouted Shouted shouting
Laugh (জোরে হাসা) laughed laughed laughing
Sob (ফুপিয়ে কান্না করা) sobbed sobbed sobbing
Scream (ভয়ে চিৎকার করা) Screamed Screamed screaming
sit (বসা) sat sat sitting
Lie (শোয়া) Lay Lain lying
Lie (মিথ্যা বলা) lied lied lying
Rest (বিশ্রাম নেওয়া) rested tested resting
Stand (দাড়ানো) Stood stood standing
wait (অপেক্ষা করা) waited waited waiting
Sleep (ঘুমানো) slept slept sleeping
Arrive (পৌছানো) arrived arrived arriving
Breathe (নি:শ্বাস নেওয়া) breathed breathed breathing
stop (থামা) stopped stopped stopping
Live (বাস করা) lived lived living
Leave (ত্যাগ করা) left left leaving
Stay (অবস্থান করা) stayed stayed staying
Glitter (চক চক করা) glittered glittered glittering
Sparkle (জ্বল জ্বল করা) sparkled sparkled sparkling
Fade (বিবর্ণ হওয়া) faded faded fading
Fail (ফেল করা) failed failed failing
Open (খোলা) opened opened opening
Break (ভাঙ্গা) broke broken breaking
Close (বন্ধ করা বা বন্ধ হওয়া) closed closed closing
Die (মারা যাওয়া) died died dying
Happen (ঘটা) happened happened happening
Sink (ডুবে যাওয়া) sank sunk sinking
Speak (কথা বলা) spoke spoken speaking
Feel (অনুভব করা) felt felt feeling
Begin (আরম্ভ করা) began begun beginning
Bring (আনা) brought brought bringing
Build (নির্মান করা/তৈরী করা) built built building
Buy (ক্রয় করা) bought bought buying
Catch (ধরা) caught caught catching
Choose (পছন্দ করা) chose chosen choosing
Drink (পান করা) drank drunk drinking
Eat (খাওয়া) ate eaten eating
Drive (চালানো) drove driven driving
Fall (পতিত হওয়া/পড়ে যাওয়া) fell fallen falling
Find (দেখা) found found finding
Forget (ভূলে যাওয়া) forgot forgotten forgetting
Give (দেওয়া) gave given giving
Hear (শুনা) heard heard hearing
Hide (লুকানো) hid hidden hiding
Keep (রাখা) kept kept keeping
Lead (নেতৃত্ব দেওয়া) led led leading
Lose (হারানো) lost lost losing
Make (তৈরী করা) made made making
Meet (দেখা করা) met met meeting
Say (বলা) said said saying
See (দেখা) saw seen seeing
Sell (বিক্রয় করা) sold sold selling
Send (পাঠানো) sent sent sending
Sing (গান করা) sang sung singing
Speak (কথা বলা) spoke spoken speaking
Spend (খরচ করা) spent spent spending
Steal (চুরি করা) stole stolen stealing
Take (নেওয়া) took taken taking
Teach (শিক্ষা দেওয়া) taught taught teaching
Tell (বলা) told told telling
Think (চিন্তা করা) thought thought thinking
Throw (নিক্ষেপ করা) threw thrown throwing
Understand (বুঝা) understood understood understanding
Wear (পরিধান করা বা পরা) wore worn wearing
Study (পড়াশুনা করা) studied studied studying
Write (লিখা) wrote written writing
Blow (বাতাস বহা) blew blown blowing
Dig (খনন করা) dug dug digging
Draw (অংকন করা) drew drawn drawing
Dream (স্বপ্ন দেখা) dreamt dreamt dreaming
Fight (যুদ্ধ করা) fought fought fighting
Flee (পালানো) fled fled fleeing
Forgive (ক্ষমা করা) forgave forgiven forgiving
Grow (জন্মানো) grew grown growing
Hold (ধরা) held held holding
Know (জানা) knew known knowing
Learn (জানা) learnt learnt learning
Light (আলোকিত করা) lit/lighted lit/lighted lighting
Mean (অর্থ বুঝানো) meant meant meaning
Mistake (ভূল করা) mistook mistaken meaning
Ring (শব্দ বাজা) rang rung ringing
Rise (উঠা) rose risen rising
Shake (ঝাকানো) shook shaken shaking
Shine (জ্বল জ্বল করা) shone shone shining
Show (দেখানো) showed showed showing
Smell (গন্ধ পাওয়া) smelt smelt smelling
Spell (বানান করা) spelt spelt spelling
Swear (প্রতিজ্ঞা করা) swore sworn swearing
Weep (কাঁদা) wept wept weeping
Win (জয় করা) won won winning
নিচের Verb গুলোর তিনটি Form এর কোন পরিবর্তন নাই। শুধু চার নম্বর Form এর সংঙ্গে ing যুক্ত হবে।
Cost (খরচ হওয়া) cost cost costing
Cut (কাটা) cut cut cutting
Fit (উপযুক্ত হওয়া) fit fit fitting
Hit (আঘাত করা) hit hit hitting
Put (রাখা) put put putting
Quit (ত্যাগ করা) quit quit quitting
Shut (বন্ধ করা) shut shut shutting
Spread (ছড়ানো) spread spread spreading

নিচের Verb গুলির চারটি Form আছে, তবে তারা সাধারণত: Continuous tense ব্যবহৃত হয় না। এ Verb গুলিকে stative verb বলে

Know জানা Like পছন্দ করা
Understand বুঝা Seem মনে হওয়া
Believe বিশ্বাস করা Want চাওয়া
Hate ঘৃণা করা Taste স্বাদ নেয়া
Need প্রয়োজন হওয়া Wish ইচ্ছা করা
Love ভালবাসা Own মালিক হওয়া
See দেখা

তুমি যদি ইংরেজি শিখতে চাও, তবে Tense- কে ভালভাবে আয়ত্ব কর। Tense- কে আয়ত্ব করতে পারলে:

  • Tense- একাই Grammar- এর পঞ্চাশ ভাগ বা অর্ধেক। তাই, Tense- জানলে তোমার আত্মবিশ্বাস জন্মাবে।
  • আত্মবিশ্বাসের সাথে ইংরেজিতে লিখা ও কথা বলা শুরু করতে পারবে।
  • Grammar- এর অন্যান্য বিষয়গুলি জানার ক্ষেত্রে আগ্রহ সৃষ্টি হবে ও সেগুলি বাক্যে ব্যবহার করা সহজ হবে।

That’s it for today and thanks for learning with me. Bye.

Rezaul Karim

An English learner, content writer and tech enthusiast.

Rezaul Karim

Hi, my name is Rezaul Karim. I am an English teacher and founder of LearnEnglishWithRezaul.com. I work with non-native English learners to help them understand English grammar from basic to intermediate. I also help them improve their conversation skills, and communication ability and reduce their accent. I hope you may like my posts on this website, and if you really really feel that this page/website is useful for English learners, please happily share it for others to know.

Leave a Reply