What is a Linking Verb? How to Identify a Linking Verb

What is a Linking Verb?

কোন sentence-এর verb-এর পূর্বে ব্যবহৃত কর্তা ও verb-এর পরে ব্যবহৃত noun বা adjective-এর মধ্যে সম্পর্ক (Link) সৃষ্টি করার বৈশিষ্ট্য যে verb গুলির মধ্যে রয়েছে, তাদের Linking verb বলে।

এ verb গুলি কোন কাজ বা চলমান কাজ (action) প্রকাশ করে না, এরা বাক্যের subject-কে verb-টির পরে থাকা noun বা adjective-এর সংগে link করে subject-এর বিষয়ে অতিরিক্ত তথ্য প্রদান করে।

Example:

  • He is a man .[এই বাক্যে যে ব্যক্তি ‘He’  সেই ব্যক্তিই ‘man’He এবং man-এর মধ্যে যে verb-টি এমন সম্পর্ক সৃষ্টি করলো সেটি হচ্ছে ‘is’].
  • Rahim is angry. [এই বাক্যে যে ব্যক্তি ‘Rahim’ সেই ব্যক্তিই angry বা রাগান্বিত Rahim এবং angry-এর মধ্যে যে verb-টি এমন সম্পর্ক সৃষ্টি করলো সেটি হচ্ছে ‘is’].

কিন্তু বাক্যটি যদি এমন হতো:

  • He is going there. তাহলে দেখা  যাচ্ছে ’is‘-এর পর noun / adjective নাই এবং He ও going -এর মধ্যে কোন সম্পর্কও সৃষ্টি করতে পারে নাই। তাই এ বাক্যে  ‘is’ linking verb নয়।

Linking verb-কে চেনার উপায়:

1. Linking verb-কে চেনার উপায় হচ্ছে যে, কোন linking verb-কে ‘be verb’ দ্বারা যাচাই করা। যদি কোন linking verb-এর স্থানে ‘be verb’-কে ব্যবহার করে অর্থবোধক বাক্য তৈরী হয়, তবে বুঝতে হবে যে সেটি linking verb.

2. Linking verb-এর পর যে noun/adjective ব্যবহার করা হয়, তা সঠিকভাবে কর্তাকে বর্ণনা করছে কিনা বা কর্তার অবস্থা / ধরন বা গুনাগুন ব্যক্ত করছে কিনা তা ভালভাবে লক্ষ্য রাখতে হয়। যদি কর্তাকে বর্ণনা করে অথবা কর্তার অবস্থা / ধরন বা গুনাগুন ব্যক্ত করে তবে নিশ্চিতভাবে বলা যাবে যে সেটি linking verb.

Example:

  • Rahim became (was/is) rich.
  • Faruk appears (is) healthy.
  • Halim has fallen (is) sick.

Linking verb-এর ব্যবহার:

Linking verb-এর ব্যবহার বা কাজ হচ্ছে দুটি।

  1. বাক্যের subject-কে বর্ণনা করা, এবং
  2. বাক্যের subject-এর অবস্থা, ধরণ বা গুনাগুনকে বর্ণনা করা।

1. বাক্যের subject-কে বর্ণনা করা:

Subject + linking verb + noun-এই গঠন প্রনালীর সাহায্যে কোন একটি linking verb বাক্যে ব্যবহৃত Subject-কে বর্ণনা করতে সাহায্য করে, বা subject সম্পর্কে information বা তথ্য দেয়ার জন্য ব্যবহৃত হয়।

Example:

  • Rahim is a student. [এই বাক্যে ’is’ verb- রহিমকে বর্ণনা করতে ব্যবহৃত হয়েছে। বাক্যটিতে বলা হচ্ছে যে, রহিম একজন ছাত্র, অর্থাৎ রহিম = ছাত্র]।
  • Nazrul Islam was a poet. [এই বাক্যে ’was’ verb- নজরুল ইসলামকে বর্ণনা করতে ব্যবহৃত হয়েছে। বাক্যটিতে বলা হচ্ছে যে, নজরুল ইসলাম একজন কবি, অর্থাৎ নজরুল ইসলাম = কবি]।
  • Rahim became a lawyer. [এই বাক্যে ’became’ verb- রহিমকে বর্ণনা করতে ব্যবহৃত হয়েছে। বাক্যটিতে বলা হচ্ছে যে, রহিম একজন আইনজীবি হয়েছিল, অর্থাৎ রহিম = আইনজীবি]।

উপরের sentence গুলোর সকল verb-এর পূর্বে ব্যবহৃত কর্তা ও verb-এর পরে ব্যবহৃত noun বা noun phrase-এর মধ্যে verb-টি সম্পর্ক (Link) সৃষ্টি করে বাক্যের কর্তাকে বর্ণনা করার কাজে ব্যবহৃত হয়েছে। Noun / noun phrase-এর পর আমরা ইচ্ছা করলে noun/ noun phrase প্রয়োজন মতো আরও তথ্য দিতে পারি।

Example:

  • Rahim is student studying at Dhaka university.
  • Nazrul Islam was a poet of Bangladesh.
  • Rahim became a lawyer of Bangladesh Supreme Court.

List of linking verbs + noun:

Subject + linking verb + noun-এই গঠন প্রনালীতে যে কয়টি verb শব্দ linking verb হিসাবে ব্যবহৃত হতে পারে, তাদের সংখ্যা আটটি। তারা হলো: Be, become, appear, feel, look, prove, remain এবং turn.

Example:

  • Become: Rahim has become a new man. – রহিম নতুন মানুষ হয়েছে। (অর্থাৎ রহিম পাল্টে গেছে)।
  • Appear: The discussion appeared a success. – আলোচনা সফল হয়েছে।
  • Feel: Faruk felt a complete fool. – ফারুককে সম্পূর্ণ বোকা অনুভুত হয়েছে।
  • Look: Rahima looks an angel. – রহিমাকে ফেরেশতা দেখাচ্ছে।
  • Prove: Our expectation proved a failure. – আমাদের প্রত্যাশা ব্যর্থ হয়েছে।
  • Seem: Your plan seems a good one. – তোমার পরিকল্পনাটা ভালো মনে হচ্ছে।
  • Turn: The patriot turned traitor. – দেশপ্রেমিক দেশদ্রোহী হয়ে উঠেছে।

2. বাক্যের subject-এর অবস্থা, ধরণ বা গুনাগুনকে বর্ণনা করা:

Subject + linking verb + adjective-এই গঠন প্রনালীর সাহায্যে কোন একটি linking verb বাক্যে ব্যবহৃত Subject-এর অবস্থা/ধরন বা গুনাগুন বর্ণনা করতে সাহায্য করে, বা subject -এর অবস্থা, ধরণ বা গুনাগুন সম্পর্কে information বা তথ্য দেয়ার জন্য ব্যবহৃত হয়।

Example:

  • Rahim is happy. [এই বাক্যে ’is’ verb রহিমের অবস্থা বর্ণনা করতে ব্যবহৃত হয়েছে। বাক্যটিতে বলা হচ্ছে যে, রহিম সুখী]।
  • Moina is intelligent. [এই বাক্যে ’is’ verb ময়নার গুনাগুন বর্ণনা করতে ব্যবহৃত হয়েছে। বাক্যটিতে বলা হচ্ছে যে, ময়না বুদ্ধিমান]।
  • The world is round. [এই বাক্যে ’is’ verb পৃথিবীর কেমন, তা বর্ণনা করতে ব্যবহৃত হয়েছে। বাক্যটিতে বলা হচ্ছে যে, পৃথিবী গোলাকার]।

Note: Be verb যখন মূল verb হিসাবে ব্যবহৃত হয়, তখন তার পূর্বে সাহায্যকারী verb থাকতে পারে।

Example:

  • Rahim may be late.
  • The sky has been cloudy today.

List of linking verbs+ adjective:

Subject + linking verb + adjective-এই গঠন প্রনালীতে যে কয়টি verb শব্দ linking verb হিসাবে ব্যবহৃত হতে পারে, তারা হলো: Be, become, appear, feel, fall, get, go, grow, keep, look, prove, remain, run, seem, smell, sound, taste, turn,

Example:

  • Become: That businessman became poor. – সেই ব্যবসায়ী গরীব হয়ে গেল।
  • Appear: Faruk appears healthy. – ফারুককে সুস্থ দেখাচ্ছে।
  • Fall: Halim has fallen sick. – হালিম অসুস্থ হয়ে পড়েছে।
  • Feel: The student felt nervous. – ছাত্রটি ঘাবড়িয়ে যাওয়া ভাব অনুভব করল।
  • Get: Rahim is getting bald. – রহিমের টাক পড়ছে।
  • Go: Faruk has gone mad. – ফারুক পাগল হয়ে গেছে।
  • Grow: The protesters grew restless. – বিক্ষোভকারীরা অস্থির হয়ে উঠল।
  • Keep: You must keep silent. – তুমি অবশ্যই চুপ করে থাকো।
  • Look: His eyes looked red. – তার চোখ লালচে লাগছিল।
  • Prove: The task proved difficult. – কাজটি কঠিন প্রমাণিত হয়েছিল।
  • Remain: The morale of the students remained high. – শিক্ষার্থীদের মনোবল উঁচুতে রয়েছিল।
  • Run: The river has run dry. – নদী শুকিয়ে গেছে।
  • Seem: Rahima seems unhappy. – রহিমাকে অসুখী মনে হচ্ছে।
  • Smell: This flower smells sweet. – এই ফুলের মিষ্টি গন্ধ।
  • Sound: You sound pessimistic. – তুমি হতাশাবোধবাদী।
  • Taste: Mangoes taste delicious. – আম স্বাদে সুস্বাদু।
  • Turn: The leaves of this tree are turning yellow. – এই গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে।

Note: Adjective-এর পূর্বে প্রয়োজন হলে Intensifier ব্যবহার করতে পারি।

Intensifier কাকে বলে?

Adjective-এর অর্থকে জোড়দার করার জন্য Adjective-এর পূর্বে যে শব্দগুলো ব্যবহৃত হয়, তাদেরকেই intensifier বলে। Adjective-এর পূর্বে যে শব্দগুলো সাধারণত: intensifier হিসাবে ব্যবহৃত হয়, তারা হলো:

absolutely, completely, deeply, extremely, greatly, highly, perfectly, really, seriously, terribly, thoroughly, very.

Example:

  • I am absolutely happy. -আমি একেবারে খুশি।
  • They became completely satisfied. – তারা সম্পূর্ণ সন্তুষ্ট হলো।
  • I am deeply sorry. – আমি গভীর দুঃখিত।
  • You were extremely helpful. – তুমি অত্যন্ত সহায়ক ছিলে।
  • He was greatly depressed. – সে প্রচণ্ড হতাশাগ্রস্ত ছিলো।
  • His statement is highly accurate. – তাঁর বক্তব্যটি অত্যন্ত নির্ভুল।
  • It is perfectly fine. – এটা পুরোপুরি ঠিক আছে।
  • They are really friendly. – তারা সত্যিই বন্ধুত্বপূর্ণ।
  • He is seriously ill. – তিনি গুরুতর অসুস্থ।
  • He became terribly ill. – সে ভীষণ অসুস্থ হয়ে পড়লো।
  • This matter is thoroughly confidential. – এই বিষয়টি পুরোপুরি গোপনীয়।
  • Rahim is very handsome. – রহিম খুব সুদর্শন।

– Be verb দ্বারা গঠিত linking verb:

Be verb-এর অনেক রুপ (form). এ সকল রুপই linking verb হিসাবে ব্যবহৃত হতে পারে। Be verb-এর রুপগুলি কিভাবে linking verb হিসাবে ব্যবহৃত হতে পারে, তা নিচের বাক্যগুলিতে দেখানো হলো।

Example:

  • Am: I am a boy. – আমি একজন বালক।
  • Is: He is a player. – সে একজন খেলোয়াড়।
  • Are: They are students. – তারা ছাত্র।
  • Being: They are being impatient. – তারা অধৈর্য বা অস্থির হচ্ছে।
  • Was: He was poor. – সে দরিদ্র ছিল।
  • Were: They were happy. – তারা খুশি বা সুখী ছিল।
  • Can be: He can be happy. – সে সুখী হতে পারে।
  • Could be: They could be happy. – তারা খুশি হতে পারে।
  • May be: They may be players. – তারা খেলোয়াড় হতে পারে।
  • Might be: They might be students. – তারা ছাত্র হতে পারে
  • Shall be: I shall be happy. – আমি খুশি হব।
  • Should be: They should be happy. – তাদের খুশি হওয়া উচিত।
  • Will be: My brother will be a teacher. – আমার ভাই শিক্ষক হবে।
  • Would be: My sister would be a nurse. – আমার বোন একজন নার্স হবে।
  • Has been: The sky has been cloudy. – আকাশ মেঘলা হয়েছে।
  • Have been: They have been poor. – তারা দরিদ্র হয়েছে।
  • Had been: My father had been a doctor. – আমার বাবা একজন ডাক্তার ছিলেন।

– Linking verb ও helping verb-এর মধ্যে পার্থক্য:

Linking verb এবং helping verb বা auxiliary verb-এর মধ্যে পার্থক্য নিম্নরুপ:

  • Linking verb কোন একটি বাক্যের finite verb হিসাবে কাজ করে। এই verb অন্য কোন verb-কে সাহায্য করে না। অপরপক্ষে, একটি helping verb তার পাশে থাকা অপর একটি verb-কে বাক্য গঠনে সাহায্য করে।
  • Linking verb বাক্যের subject ও complement-এর মধ্যে link বা সম্পর্ক সৃষ্টি করে subject-এর বিষয়ে অতিরিক্ত তথ্য প্রদান করে। বাক্যের helping verb-এ ধরণের কোন বৈশিষ্ট্য নাই।
  • Linking verb-কে প্রশ্নবোধক বাক্য তৈরীতে ও না-বোধক বাক্য তৈরীতে ব্যবহার করা যায় না। Auxiliary বা helping verb-কে প্রশ্নবোধক বাক্য তৈরীতে ও না-বোধক বাক্য তৈরীতে ব্যবহার করা যায়।
  • Linking verb-কে বিভিন্ন tense গঠনে ব্যবহার করা যায় না। Auxiliary বা helping verb-কে প্রয়োজনে বিভিন্ন tense গঠনে ব্যবহার করা যায়।

– Linking verb ও stative verb-এর মধ্যে পার্থক্য:

Linking verb এবং stative verb-এর মধ্যে পার্থক্য নিম্নরুপ:

  • Linking verb কোন একটি বাক্যে subject ও complement-এর মধ্যে link বা সম্পর্ক সৃষ্টি করে। অপর পক্ষে, stative verb সে ধরনের কোন সম্পর্ক সৃষ্টি করতে পারে না। তারা প্রধানত: কোন কাজের কি অবস্থা তা বর্ণনা করে।
  • Linking verb গুলিকে সাধারনত: Continuous tense-এ ব্যবহার করা যায়। অপর পক্ষে, stative verb-কে Continuous tense-এ ব্যবহার করা যায় না।

Rezaul Karim

Hi, my name is Rezaul Karim. I am an English teacher and founder of LearnEnglishWithRezaul.com. I work with non-native English learners to help them understand English grammar from basic to intermediate. I also help them improve their conversation skills, and communication ability and reduce their accent. I hope you may like my posts on this website, and if you really really feel that this page/website is useful for English learners, please happily share it for others to know.

Leave a Reply