Subject-Verb Agreement-কে আরও সুন্দর ও সহজ করে বুঝার জন্য, গ্রামারের আরও অনেক নতুন কিছু জানার জন্য Learn English with Rezaul -পুস্তকটি পড়তে পারেন। ক্যুরিয়ারের মাধ্যমে পুস্তকটি সংগ্রহ করতে পারবেন। সাতশত পৃষ্ঠার পুস্তকটিতে ৮৩-টি ইউনিক কনটেন্ট রয়েছে, যা আপনাকে ইংরেজি গ্রামারের বিষয়ে অনেক অবাক করা ধারণা দেবে। পুস্তকটির বিষয়ে বিস্তারিত জানতে এই পেইজটি দেখতে পারেন: https://learnenglishwithrezaul.com/

Subject-Verb Agreement কাকে বলে?
কোন sentence বা clause-এর যে word মূল verb-এর উপর কর্তৃত্ব করে, তাকে কর্তা বা subject বলে। Person ও number অনুযায়ী subject-এর বৈশিষ্ট্য তার verb-এর মধ্যে প্রতিফলিত করার বা দেখানোর জন্য যে নিয়ামাবলী তাকেই subject-verb agreement বলে।
Subject-Verb Agreement এর নিয়ম ও ব্যবহার:
Rule one:
Subject যদি third person singular number হয়, তবে Present Indefinite Tense-এ verb-এর সংগে s / es যুক্ত হবে। আর বাক্যটিতে have verb ব্যবহার করতে চাইলে তা ’has’ হবে ও be verb ব্যবহার করতে চাইলে তা ’is / was‘ হবে।
Example:
- Rahim walks to school every day.
- The coffee tastes delicious.
- Faruk writes a letter.
- Rahima has many books.
- Rahima is a girl.
- This laptop works very well.
Rule two:
একের অধিক subject যদি and দ্বারা যুক্ত থাকে, তবে verb plural হবে।
Example:
- Rafiq and Faruk go to school every day.
- Kamal and his sister get up early in the morning.
- The teacher and his students are going to a party tonight.
Rule three:
কোন sentence-এ ‘but’ শব্দ দ্বারা যুক্ত দুটি subject-এর একটি positive এবং একটি negative হলে, verb-টি positive subject কে follow করবে। অর্থাৎ positive subject-টি singular হলে verb-টি singular হবে, positive subject-টি plural হলে verb-টি plural হবে।
Example:
- Not the students but the teacher tries to do good for the people.
- The students but not the teacher try to do good for the people.
Rule four:
একের অধিক subject যদি and দ্বারা যুক্ত থাকে এবং যদি তা একজন single ব্যক্তি বা একটি বস্তুকে নির্দেশ করে তখন verb-টি singular হবে।
Example:
- Bread and butter is the best for breakfast.
- Red beans and rice is my favorite dish.
Rule five:
Subject-এর পরই সাধারণত: verb থাকে। কিন্তু subject-এর পর যদি preposition + noun (prepositional phrase) তারপর verb থাকে, তবে subject-টি singular হলে verb singular হবে, আর subject-টি plural হলে verb plural হবে।
Example:
- The book on the table is green.
- The people of Japan are hard-working.
- The study of languages is really awesome.
- Several comments on this subject have been proposed.
একইভাবে, subject ও verb-এর মধ্যে যদি participle phrase থাকে, তবে subject-টি singular হলে verb singular হবে, আর subject-টি plural হলে verb plural হবে।
Example:
- The student carrying the books goes to school.
- The boy picking flowers is my brother.
- People going abroad are very rich.
Rule six:
Subject যদি verb থেকে একের অধিক word দ্বারা কোনভাবে কমার (,) মাধ্যমে বিচ্ছিন্ন (separated) থাকে, তবে কমার (,) পূর্বের subject-টি singular হলে verb singular হবে, আর subject-টি plural হলে verb plural হবে। সাধারণত: subject ও verb-এর মধ্যে যে সকল শব্দগুচ্ছ থাকতে পারে, তারা হচ্ছে: along with, accompanied by, as well as, together with, not others.
Example:
- Monir, along with his father and brothers, is going to a party.
- Mr. Rahim, accompanied by his wife and children is coming today.
- Rafiq, as well as Faruk, was absent from the class.
- The boy, not his parents, is responsible for this.
Rule seven:
Subject-এর পূর্বে each, every, no থাকলে verb singular হবে।
Example:
- Every boy and girl was given a present.
- No man is happy in this world.
Rule eight:
বাক্যের subject হিসাবে Anyone, someone, everybody, everyone, everything,, anybody, anyone, anything, nobody, nothing, somebody, something, someone, everybody, each প্রভৃতি ব্যবহৃত হলে verb singular হবে।
Example:
- Everybody is happy here.
- Everyone likes to go there.
- Nobody comes home late.
- Nobody works harder than Rafiq.
- Has anybody seen Rafiq?
- Everybody looks tired today.
- Someone wants to see you.
Rule nine:
No-এর ব্যবহার: No-এর পর singular noun বা uncountable noun থাকলে verb singular হবে। No-এর পর plural noun থাকলে verb plural হবে।
None-এর ব্যবহার: সাধারণত: ’None’ শব্দকে ‘কেউ না’ (no one or nobody) অর্থে ব্যবহার করা যায় না। None-এর প্রকৃত বাংলা অর্থ ‘একটিও নয়’ বা ‘কোনটিও নয়’। None-এর পরে singular/plural উভয় প্রকার verb ব্যবহার করা যায়।
Example:
- No example is necessary for this.
- No examples are necessary for this.
- No shops were open.
- None of the pens write/writes well.
- None of these books is/are mine.
- None is happy in this world. [Incorrect, don’t use the word ‘none’ this way.]
Rule ten:
All যদি uncountable noun-এর পূর্বে ব্যবহৃত হয়, তবে verb singular হবে। All যদি plural countable noun-এর পূর্বে ব্যবহৃত হয়, তবে verb plural হবে। আর All যদি collective noun-এর পূর্বে ব্যবহৃত হয়, তবে verb singular বা plural-এর যে কোন একটি ব্যবহার করা যেতে পারে।
Example:
- Uncountable: All money has been spent.
- Uncountable: All art is interesting.
- Plural countable: All the students are present.
- Plural countable: All trees are very beautiful.
- Collective noun: All my family was / were present there.
Rule eleven:
Either যদি ‘or’ ছাড়া এবং neither যদি ‘nor’ ছাড়া ব্যবহৃত হয়, তবে verb singular হবে।
Example:
- Either of you has permission to do this.
- Neither restaurant is expensive.
- Either of these buses goes towards the university.
Rule twelve:
কোন sentence-এ ‘either + noun…………. or + noun’, বা ‘neither + noun …………..nor + noun” ব্যবহৃত হলে, verb নিকটতম noun বা pronoun-এর person ও number অনুযায়ী ব্যবহৃত হবে।
Example:
- Either my brother or my sister is going to do the work.
- Either my sister or my brothers are going to do the work.
- Neither the books nor the movie was interesting.
- Neither the movie nor the books were interesting.
Remember: ‘Either’ শব্দকে উহ্য রেখে শুধু ‘or + noun’ ব্যবহার করে বাক্য লিখা যায়, কিন্তু ‘neither’ শব্দ ছাড়া ‘nor + noun’ ব্যবহৃত হয় না। এক্ষেত্রেও verb নিকটতম noun বা pronoun-এর person ও number অনুযায়ী verb ব্যবহৃত হবে।
Example:
- Rafiq or Faruk is bringing the book.
- Rafiq or his brothers are coming today.
- Rafiq nor Faruk is bringing the book. [Not acceptable sentence.]
- Rafiq nor his brothers are bringing the book. [Not acceptable sentence.]
Rule thirteen:
A number of-এর পরে plural noun ও plural verb এবং the number of-এর পরে plural noun ও singular verb হবে। কারন ’a number of’-এর অর্থ ’many’ বা ’অনেক’। পক্ষান্তরে ‘the number of’-এর অর্থ ’one number’ বা সুনির্দিষ্ট একটি সংখ্যা। many
Example:
- A number of students are going to the class picnic.
- A number of students have passed the examination.
- The number of days in a week is seven.
- The number of students in this class is 100.
Rule fourteen:
- ’One of the + plural noun + singular verb’ ব্যবহার করতে হবে।
- ’Some of the + plural noun + plural verb’ হবে। এই একই গঠন প্রনালীতে ‘a few of’, most of’ এবং ‘all of’-এর পর plural noun ব্যবহার করতে হয়।
Example:
- One of the students has failed in the examination.
- One of the students is intelligent.
- Some of my problems have been solved.
- Some of the students are intelligent.
- A few of my friends are coming to visit me.
- All of my problems have been solved.
Rule fifteen:
’More than one + noun’ যদি কোন বাক্যের subject হিসাবে ব্যবহৃত হয়, তবে উক্ত বাক্যের verb-টি singular হবে। কিন্তু more than two/three + noun হলে বাক্যের verb-টি plural হবে।
Example:
- More than one student was present in the class.
- More than one person was involved in the project.
- More than two students were present there.
অনেক সময় ’More than one’-এর পর noun নাও থাকতে পারে। সেক্ষেত্রেও verb-টি singular হবে।
Example:
- More than one was present in the class.
- More than one was involved in the project.
আর যদি ‘more than one + of + plural noun’-এভাবে থাকে, তবে verb-টি plural হবে।
Example:
- More than one of the people are coming today to meet us.
Rule sixteen:
’Half of + noun’, ’a part of + noun’, ’a percentage of + noun’, ’a proportion of + noun’ এবং ’a majority of + noun’ যদি বাক্যের কর্তা হিসাবে ব্যবহৃত হয়, তবে লক্ষ্য করতে হয় যে Half of, a part of, a percentage of, a proportion of বা a majority of-এর পরে থাকা noun-টি singular না plural. যদি noun-টি singular উক্ত বাক্যের verb-টি singular হবে। আর যদি noun-টি plural হয়, তাহলে বাক্যের verb-টি plural হবে।
Example:
- Half of the people were happy with what they had.
- Half of the country is flooded by heavy rainfall.
- A majority of the students were present in the class.
- Half of the world knows what happened on that day.
Rule seventeen:
’Pair’ শব্দটির অর্থ ’জোড়া’ হলেও উক্ত জোড়াকে ’একটি সেট’ অর্থে বা singular অর্থে বুঝানোর জন্য ব্যবহৃত হয়। Rule বা নিয়ম হলো, যে সকল জিনিষ দুটো নিয়ে একটি set হয়, সেই সব noun-এর ক্ষেত্রে যদি pair শব্দটি ব্যবহৃত হয়, তখন singular verb ব্যবহৃত হবে।
আর যদি pair শব্দটি ব্যবহৃত না হয়, তখন plural verb ব্যবহৃত হবে। যে সকল জিনিষ দুটো নিয়ে একটি set হয় সেগুলি হচ্ছে: scissors, trousers, shorts, pants, tweezers, glasses, shoes প্রভৃতি।
Example:
- My pair of shoes has been stolen.
- His pair of jeans is very old.
- The pants are in the drawer.
- A pair of pants is in the drawer.
- There are trousers on the table.
- There is a pair of trousers on the table.
- The shoes are very expensive.
- This pair of shoes is very expensive.
যে সকল জিনিষ দুটো নিয়ে একটি set হয়, সেই সব noun-এর ক্ষেত্রে যদি pair শব্দটি ব্যবহৃত হয়, তখন singular verb ব্যবহৃত হবে। আর যদি pair শব্দটি ব্যবহৃত না হয়, তখন plural verb ব্যবহৃত হবে। যে সকল জিনিষ দুটো নিয়ে একটি set হয় সেগুলি হচ্ছে: scissors, trousers, shorts, pants, tweezers, glasses, shoes প্রভৃতি।
Rule eighteen:
There is/was-এর পর singular subject ও there are/wereএর পর plural subject হবে। একইভাবে here is/was-এর পর singular subject ও here are/wereএর পর plural subject হবে।
Example:
- There is a book on the table.
- There are books on the table.
- There was an accident on the road.
- There were many people at the party.
- Here is your book.
- Here are your books.
Rule nineteen:
যে সকল noun কোন দল (group of persons / things / animals)-এর নাম বুঝায়, সে ক্ষেত্রে singular অথবা plural verb ব্যবহার করা যায়।
Example:
- The government has / have introduced new plan for education.
- The committee has / have taken a decision for the improvement of education.
Rule twenty:
যে সব noun-এর শেষে -s, -ics থাকে, সে সব noun-এর পরে singular verb হবে।
Example:
- News about his passing the examination is false.
- A series of articles has been published.
- Physics is a good subject.
Rule twenty one:
বই পুস্তকের নাম plural হলেও verb singular হবে।
Example:
- Great Expectation is a novel
- Gulliver’s Travel is a famous book.
Rule twenty two:
দুরত্ব (distance), মাপ (measurement) এবং সময়ের (time) ক্ষেত্রে singular verb ব্যবহৃত হয়।
Example:
- Distance: 100 kilometers is a long distance.
- Measurement: Two liters of milk is needed to prepare the sweetmeat.
- Time: Twenty hours is required to go there.
Rule twenty three:
Subject যদি gerund অথবা infinitive হয় তাহলে verb singular হবে।
Example:
- Walking in the morning is good for health.
- To walk in the morning is good for health.
Rule twenty four:
গণিতের (arithmetical) যোগ, বিয়োগ, গুন, ভাগ-এর পরে verb singular হবে।
Example:
- Addition: Three plus three is six.
- Subtraction: Ten minus four is six.
- Multiplication: Three times three is nine.
- Division: A hundred divided by five is twenty.
Conclusion: