Present Indefinite Tense-এর বিষয়ে আরও বিস্তারিতভাবে জানার জন্য ও grammar-এর আরও অনেক নতুন নতুন বিষয়াদি সহজভাবে শেখার জন্য Learn English with Rezaul -পুস্তক আকারে প্রকাশিত হয়েছে। ক্যুরিয়ারের মাধ্যমে পুস্তকটি সংগ্রহ করতে পারবেন। সাতশত পৃষ্ঠার পুস্তকটিতে ৮৩-টি ইউনিক কনটেন্ট রয়েছে, যা আপনাকে ইংরেজি গ্রামারের বিষয়ে অনেক অবাক করা ধারণা দেবে। পুস্তকটির মূল্য পাঁচশত পঞ্চাশ টাকা + ক্যুরিয়ার চার্জ। যোগাযোগ করুন: হোয়াটসঅ্যাপ: +8801715138716

Introduction:
Present Indefinite Tense বিষয়ে নিম্নবর্ণিত বিষয়াদি জানবো।
- Present Indefinite Tense কাকে বলে?
- Present Indefinite Tense-কে চেনার উপায়।
- Present Indefinite Tense কখন ব্যবহৃত হয়?
- Present Indefinite Tense-এর গঠন প্রনালী।
- Present Indefinite Tense-এ প্রশ্নবোধক বাক্য গঠন।
- Present Indefinite Tense-এ না-বোধক বাক্য গঠন।
-What is the Present Indefinite Tense?
যে sentence-এর দ্বারা বর্তমান কালে কোন কাজ হয়, বা নিয়মিতভাবে যে কাজগুলো করা হয়, বা অভ্যাসগতভাবে যে কাজগুলো প্রায়ই করি, অথবা চিরসত্য কোন বিষয় সম্মন্ধে বলা হয়, তাকেই Present Indefinite Tense বলে।
-Present Indefinite Tense-কে বাংলায় চেনার উপায়:
Verb বা ক্রিয়াকে বাংলায় উচ্চারণ করতে গেলে ক্রিয়ার শেষে অ, আ, এ, ই, এন, ও, এস, আয়, আন প্রভৃতির কোন একটি উচ্চারিত হবে।
-কখন Present Indefinite Tense ব্যবহৃত হয়?
আমরা প্রধানত: ছয়টি ক্ষেত্রে বা ছয়টি অবস্থায় Present Indefinite Tense ব্যবহার করতে পারি। অবস্থাগুলো হলো:
- বর্তমান কালে কোন কাজ হয় (Present moment action).
- নিয়মিতভাবে যে কাজগুলো করা হয় বা হয়ে থাকে (Regular action).
- অভ্যাসগতভাবে যে কাজগুলো প্রায়ই করি বা করা হয়ে থাকে (Habitual action).
- সাধারণভাবে সত্য বিষয়ে কিছু বলা (General truth).
- চিরসত্য কোন বিষয় সম্মন্ধে কিছু বলা (Universal truth).
- নিকট ভবিষ্যতে নির্ধারিত কোন ঘটনা বর্ণনায় (In describing any event scheduled in the near future)
এখন আমরা একটা একটা করে উপরের ছয়টি বিষয় বিস্তারিতভাবে জানব।
1. বর্তমান কালে কোন কাজ হয়:
মনে করি বাসায় দুই ভাই আছে। একজনের নাম রফিক ও অন্য জনের নাম ফারুক। মা রফিককে বলছে:
রফিক, দ্যাখোতো ফারুক কি পড়ে, বাংলা না ইংরেজি? রফিক হয়ত তখন জবাব দিল:
’ফারুক বাংলা পড়ে’। অথবা’ফারুক ইংরেজি পড়ে’। অর্থাৎ ঠিক এখন ফারুক যা করছে, তা Present Indefinite Tense-এ বলা হলো।
- Mother says: Rafiq, see what Faruk reads. Does he read Bangla or English?
- Rafiq gives an answer: Faruk reads Bangla. Or: Faruk reads English.
আবার মনে করি, কোন ব্যক্তি অসুস্থ অথবা কোন ব্যক্তি বা বস্তুর বর্তমান অবস্থা সম্মন্ধে জানতে চাচ্ছি। আমরা হয়ত একজন ব্যক্তিকে বললাম:
রফিকের খবর অনেকদিন জানিনা। খোজ নিয়ে জানোতে তার কি অবস্থা। তখন হয়তো ব্যক্তিটি খোজ নিয়ে জানালো যে, রফিক অসুস্থ। Rafiq is sick. এখানেও ব্যক্তিটি রফিকের বর্তমান অবস্থা সম্পর্কে জানালো। এবং এই বর্তমান অবস্থা জানাতে Present Indefinite Tense- ব্যবহার করলো।
2. Regularly বা নিয়মিতভাবে যে কাজগুলো করি:
Regularly বা নিয়মিতভাবে যে কাজগুলো করি, যেমন: সকালে ঘুম থেকে উঠি, তারপর একটু হাটাহাটি করি, তারপর পড়তে বসি – I wake up in the morning, then walk a little, then read. এভাবে নিয়মিতভাবে যে কাজগুলো করি, তা বুঝাতে Present Indefinite Tense ব্যবহার করব। নিয়মিতভাবে যে কাজগুলো করি তা বুঝাতে বাক্যে আমরা always, regularly, every day, daily, every week, every year, once a year, rarely, nowadays ইত্যাদি শব্দ ব্যবহার করে বাক্য গঠন করতে পারি।
Example:
- I always wake up in the morning. Regularly, I walk in the morning.
- Every day I read at least three hours.
3. অভ্যাসগতভাবে যে কাজগুলো প্রায়ই করি:
অভ্যাসগত কাজ (Habitual action), অর্থাৎ প্রতিদিনের কাজ নয়, যেমন: কোন ছাত্র প্রতিদিন স্কুলে যায়, কোন চাকুরীজীবি প্রতিদিন অফিসে যায় বা কোন কৃষক প্রতিদিন তার আবাদ ফসল দেখতে যায়– ঠিক এরকম নয়।
অভ্যাসগত কারণে যে কাজগুলো নিয়মিত বা মাঝে মধ্যে করা হয়, অথবা যে কাজগুলো করতে করতে এক ধরনের অভ্যাসে পরিণত হয়েছে, সেই কাজগুলো বর্নণা করার জন্য Present Indefinite Tense ব্যবহার করব। এখানে এটাও বুঝে রাখা দরকার যে, কোন অভ্যাস এক দিনে হয় না; কোন কাজ নিয়মিত করতে করতেই তা অভ্যাসে পরিণত হয়। কাজেই, নিয়মিত কাজ ও অভ্যাসগত কাজের মধ্যে বিস্তর কোন তফাৎ নাই। এই অভ্যাস (Habit) দুই ধরনের: Strong Habit যা প্রতিদিন করা হয়, না করলে থাকাই যায় না। যেমন: ধুমপান, চা পান ইত্যাদি। আরেকটা Light Habit যা ভাল লাগা বা অভ্যাসের কারনে মাঝে মাঝে করে থাকি বা করলে ভাল লাগে, যেমন: ভ্রমন করা, সিনেমা দেখা, বই পড়া ইত্যাদি।
অভ্যাসগত কারণে যে কাজগুলো করি তা বুঝাতে বাক্যে আমরা normally, generally, usually, occasionally, sometimes, often, frequently, seldom, never, at times, at present, now and then, or all the time ইত্যাদি শব্দ ব্যবহার করে বাক্য গঠন করতে পারি।
Example:
- Normally, I love reading books – সাধারণত, আমি বই পড়া পছন্দ করি। অর্থাৎ বই পড়তে পড়তে বই পড়া তার অভ্যাসে পরিনত হয়েছে।
- Often I watch television – প্রায়ই আমি টেলিভিশন দেখি।
- Frequently, I go to museums – মাঝে মাঝে আমি যাদুঘরে যাই। অর্থাৎ যাদুঘরে যেতে যেতে তার যাদুঘরে মাঝে মধ্যে যাওয়ার জন্য মনের একটা টান হয়ে গেছে বা অভ্যাস হয়ে গেছে।
4. সাধারণভাবে সত্য বিষয়ে কিছু বলা:
কোন ব্যক্তি, প্রাণি বা বস্তুর ব্যবহার, আচার-আচরণ, ইচ্ছা-অনিচ্ছা ইত্যাদি বিষয়ে, তার জন্য সাধারণভাবে যা সত্য, তা প্রকাশ করার জন্য Present Indefinite Tense ব্যবহার করা হয়।
Example:
- Rafiq likes to speak English. – রফিক ইংরেজি বলতে পছন্দ করে।
- Rafiq does not like sweets. – রফিক মিষ্টি পছন্দ করে না।
- Most people like milk. – অধিকাংশ মানুষই দুধ পছন্দ করে।
- His English pronunciation is perfect. – তার ইংরেজি উচ্চারণ নিখুঁত।
- Cows love to drink salty water. – গরু লবণাক্ত পানি খেতে ভালোবাসে।
5. চিরসত্য কোন বিষয় সম্মন্ধে বলা:
ইউনিভার্সাল ফ্যাক্টস বা চির সত্য হচ্ছে সর্বজনীন তথ্য অর্থাৎ মহাবিশ্বের যেখানেই আমরা থাকি না কেন, সেই তথ্যাবলী একই হয়ে থাকে এবং একইভাবে বর্নণা করা হয়। এই চির সত্য কোন তথ্য বর্নণা করতে Present Indefinite Tense ব্যবহার করা হয়।
Example:
- The Sun rises from the East. -সূর্য পূর্ব দিকে উঠে বাপূর্ব থেকে সূর্য ওঠে।
- Water boils at 100 C’. – 100 ডিগ্রি সেন্টিগ্রেট তাপমাত্রায় পানি ফুটে।
- The earth goes round the sun. – পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে।
6. নিকট ভবিষ্যতে নির্ধারিত কোন ঘটনা বর্ণনায়:
নিকট ভবিষতে কোন কাজ ঘটার জন্য সুনির্দিষ্টভাবে নির্ধারিত থাকলে তা আমরা Present Indefinite Tense-এর মাধ্যমে বর্ণনা করতে পারি। এক্ষেত্রে ভবিষতে কখন ঘটনাটি ঘটবে তার উল্লেখ থাকতে হবে।
Example:
- Our college opens next week.
- Our Final Exam begins next month.
-Present Indefinite Tense-এর গঠন প্রনালী:
Subject+Verb-এর এক নম্বর=Present Indefinite Tense. অর্থাৎ Present Indefinite Tense-এ বাক্য লিখার জন্য এক নম্বর Verb শব্দের পূর্বে অর্থবোধক কোন Noun বা Pronoun শব্দকে কর্তা হিসাবে বসালেই Present Indefinite Tense-এ বাক্য গঠিত হয়ে যায়।
Example:
I go – আমি যাই। কোথায় যাই, তা বলা নাই। এখন আমি যদি বলি বাজারে যাই, তবে লিখব: I go to bazar. আমি যদি School-এ যাই, তবে লিখব: I go to school. I go লিখার পর আমি যেখানে যাই, সেই স্থানের নাম লিখব, তাহলেই পরিপূর্ণ বাক্য হয়ে গেল।
আবার কেউ যদি play শব্দ দ্বারা এই Tense-এ – বাক্য লিখতে চায়, তবে সে প্রথমে কর্তা লিখবে। মনে করি কর্তা They, তারপর Verb অর্থাৎ play. এখন যদি তারা ফুটবল খেলে, তাহলে লিখবে: They play football. আবার ফুটবল না খেলে যদি ক্রিকেট খেলে, তাহলে লিখবে: They play cricket. আবার যদি হকি খেলে, তবে লিখবে: They play hokey. এভাবে, যে কোন Verb-এর এক নম্বর রুপের পূর্বে অর্থবোধক কোন কর্তা ব্যবহার করে ও তারপর কি বলতে চাই তা লিখে যত ইচ্ছা তত বাক্য তৈরী করা যায়। কর্তা ও Verb-কে ঠিকমত ব্যবহার করতে পারলে পরবর্তিতে কি লিখতে হবে, তা এমনিতেই চলে আসবে।
মনে রাখতে হবে:
Present Indefinite Tense লিখতে কর্তা যদি Third Person Singular Number হয়, তবে Verb-এর সংগে ‘s’ বা ‘es’ (যে Verb-এর জন্য যা প্রযোজ্য)। যেমনঃ He বা Rahim কর্তা দ্বারা যদি কোন এই Tense-এ বাক্য লিখতে চাই তবে লিখতে হবেঃ Rahim plays football in the field. He works in a hospital.
Present Indefinite Tense-এ প্রশ্নবোধক বাক্য:
ইংরেজিতে কোন প্রশ্নই সাহায্যকারী Verb ছাড়া গঠন করা যায় না (বাক্যে মূল verb হিসাবে be verb ও have verb ছাড়া)। এই Tense-কেও প্রশ্নবোধক বাক্য তৈরী করতে হলে সাহায্যকারী Verb লাগবে ।
মনে রাখতে হবে যে, Present Indefinite Tense ও Past Indefinite Tense ছাড়া অন্য দশটি Tense-এ বাক্যের ভিতরেই সাহায্যকারী Verb থাকে। যেহেতু Present Indefinite Tense ও Past Indefinite Tense–এর ভিতরে সাহায্যকারী Verb থাকে না, তাই বাহির হতে সাহায্যকারী Verb আনতে হয়। Present Indefinite Tense-এর জন্য বাহির হতে আনা এই সাহায্যকারী Verb হচ্ছে ‘Do’ বা ‘Does’.
অর্থাৎ সকল কর্তার জন্য ‘Do’ আর, কর্তা যদি Third Person Singular Number হয়, তবে ‘Does’. বাক্যে যখন ‘Does’ ব্যবহৃত হবে, তখন Verb-এর সাথে থাকা ‘s’ বা ‘es’ উঠে যাবে। প্রশ্নবোধক বাক্যের গঠন প্রনালী হচ্ছেঃ Auxiliary verb+ subject+ verb+ অন্যান্য শব্দ বা শব্দ সমষ্টি।
Example:
- Does he go to school?
- Does Rahim read at night?
- Do they play in the field?
Present Indefinite Tense-Negative বাক্য:
Negative বা না-বোধক বাক্যের গঠন প্রনালী হচ্ছেঃ Subject+Auxiliary verb+ not+ অন্যান্য শব্দ বা শব্দ সমষ্টি।
- He does not go to school.
- Rahim does not read at night.
- They do not play in the field.
Go verb দ্বারা বিভিন্ন Form-এ Present Indefinite Tense লিখে দেখানো হলো:
Assertive | Interrogative | Negative |
I go—We go. | Do I go?—Do we go? | I do not go—We do not go. |
You go—You go. | Do you go?—Do you go? | You do not go—You do not go. |
He goes—They go. | Does he go?—Do they go? | He does not go—They do not go. |
এভাবে যে কোন Verb এর এক নম্বর রুপ দ্বারা যত খুশি present indefinite tense-এ বাক্য তৈরী করা যায়। এই বাক্যকে ‘Do’ বা ‘Does’ দ্বারা প্রশ্নবোধক বাক্য তৈরী করা যায়, আবার Do not বা Does not দ্বারা Negative করা যায়।
Conclusion:
Present Indefinite Tense শেখা ইংরেজি ভাষার একটি মূল ভিত্তি। এটি দৈনন্দিন জীবনে বহুল ব্যবহৃত হয়। এই টেন্স ব্যবহার করে আমরা সাধারণ সত্য, অভ্যাস, এবং রুটিন কাজ সম্পর্কে কথা বলতে পারি। এটি ব্যবহার করে আমরা আমাদের দৈনন্দিন জীবনের ঘটনা সহজে প্রকাশ করতে পারি। এই টেন্সের মাধ্যমে আমরা আমাদের অনুভূতি এবং পছন্দ-অপছন্দও প্রকাশ করতে পারি, যেমন “আমি ক্রিকেট ভালোবাসি”। এটি শিখলে ইংরেজি ভাষায় নিজের ভাব প্রকাশ করা সহজ হয়ে যায়। Present Indefinite Tense-এ verb-টি মূলত verb-এর মূল রূপে ব্যবহৃত হয়, তবে third person singular number-এ “s” বা “es” যোগ হয়। উদাহরণস্বরূপ, “সে বই পড়ে” হয় “He reads books”। এই টেন্সটি শেখা হলে ভবিষ্যতে অন্যান্য টেন্স শিখতেও সুবিধা হয়। তাই ইংরেজি শেখার শুরুতেই Present Indefinite Tense-এর ওপর ভালো ধারণা থাকা উচিত।
That’s it for today and thanks for learning with me. Bye.
Rezaul Karim
The way of your teaching is admirable🤍