Warning:
Learn English with Rezaul-এর content গুলো copyright দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত।
Copyright Registration Number: CRL – 30202
আরও সুন্দর ও সহজ করে বুঝার জন্য, অনেক নতুন কিছু জানার জন্য, সর্বোপরি আমার সংগে ইংরেজি শেখার জন্য Learn English with Rezaul -পুস্তক আকারে প্রকাশিত হয়েছে। ক্যুরিয়ারের মাধ্যমে পুস্তকটি সংগ্রহ করতে পারবেন। সাতশত পৃষ্ঠার পুস্তকটিতে ৮৩-টি কনটেন্ট রয়েছে, যা আপনাকে ইংরেজি গ্রামারের বিষয়ে অনেক অবাক করা ধারণা দেবে। পুস্তকটির মূল্য পাঁচশত পঞ্চাশ টাকা + ক্যুরিয়ার চার্জ। যোগাযোগ করুন: হোয়াটসঅ্যাপ: +8801715138716

Introduction:
Adverb and its classification বিষয়টি ইংরেজি গ্রামারের একটি খুবই গুরুত্ব বিষয়। তাই Adverb and its classification lesson-এ adverb কাকে বলে, adverb কত প্রকারের হতে পারে ইত্যাদি স্ববিস্তারে জানার চেষ্টা করবো।
Adverb কাকে বলে?
Sentence-এর যে word বা শব্দ adjective, verb অথবা বাক্যে থাকা অন্য একটি adverb সম্মন্ধে কিছু বলে বা কোন তথ্য দেয় তবে সেই word বা শব্দটিই হচ্ছে Adverb.
Example:
- The man became quite popular in our village. – লোকটি আমাদের গ্রামে বেশ জনপ্রিয় হয়েছিল [বাক্যটিতে ’popular‘ শব্দটি adjective. এই adjective সম্মন্ধে অন্য শব্দ কিছু বলছে। কেমন popular? Answer: quite popular=বেশ জনপ্রিয়। এই ’quite’ শব্দটি adverb. কারন popular শব্দটিকে বর্ণনা করার জন্য ’quite’ শব্দটি ব্যবহৃত হয়েছে]।
- The singer sang a song happily, smilingly and well. – গায়কটি সুখসহকারে এবং হাসিখুশিভাবে একটি গান গেয়েছিলেন। [বাক্যটিতে ’sang‘ শব্দটি verb. এই verb সম্মন্ধে অন্য শব্দ কিছু বলছে। গায়ক কিভাবে গানটি গাইলো? Answer: happily, smilingly এবং well =সুখ সহকারে, হাসিখুশিভাবে এবং ভালভাবে। এই happily, smilingly এবং well শব্দগুলি adverb]।
- Rahim did remarkably well in English. – রহিম ইংরেজিতে উল্লেখযোগ্যভাবে ভাল করেছিল [বাক্যটিতে ’well‘ শব্দটি adverb. এই adverb সম্মন্ধে অন্য শব্দ কিছু বলছে। কেমন ভাল করেছে? Answer: remarkably = উল্লেখযোগ্যভাবে ভাল। এই remarkably শব্দটি adverb]।
চেনার উপায়:
বেশীরভাগ Adverb-কে সহজে চেনার জন্য when (কখন), where (কোথায়), how (কিভাবে), to what extent (কি পরিমাণে) এবং how often (কতবার বা কত সময় পরপর) দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটিই Adverb.
Example:
- We heard the same song earlier. – আমরা আগেও একই গান শুনেছিলাম। [heard when? Answer: earlier. So ‘earlier’ is an adverb].
- The birds flew everywhere. – পাখিরা সর্বত্র উড়ে গেল। [flew where? Answer: everywhere. So, ‘everywhere‘ is an adverb].
- The students listened carefully to the words. – শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে কথাটি শুনেছিল। [ listened how? Answer: ‘carefully’. So, ‘carefully‘ is an adverb].
- I was very happy to see you. – আমি তোমাকে দেখে খুব খুশি হয়েছিলাম।[কতটুকু খুশি হয়েছিলাম? Answer: ‘very’. So ‘very’ is an adverb].
অন্য কথায়, যে word নিম্নের পাঁচটি বিষয়ের কোন একটি তথ্য দেয়, সেটি মূলত: adverb.
- How something happens. – কীভাবে কোন কিছু ঘটে (easily, swiftly, excitingly)
- Where it happens. – কোথায় এটি ঘটে (outside, here, there, upstairs)
- When it happens. – কখন এটি ঘটে (now, later, tomorrow)
- How often it happens – কত সময় পর পর ঘটে (always, frequently, rarely, never)
- And how much it happens. – এবং এটি কতটা বা কি পরিমান ঘটে (very, extremely, too)

Adverbs কত প্রকার:
Adverb and its classification বিষয়ে বলতে গেলে প্রথমেই বলতে হবে যে, Adverb প্রধানত: পাঁচ প্রকার। যেমন:
- Adverb of Manner
- Adverb of Time
- Adverb of Place
- Adverb of Frequency
- Adverb of Degree or Intensifiers
Adverb of Manner:
যে adverb কোনো কিছু কিভাবে হয়/ হয়েছে/হচ্ছে/হবে তা ব্যক্ত করে তাকে Adverb of manner বলে। বেশীরভাগ Adverb of manner গঠিত হয় adjective-এর পর -ly যুক্ত করে।
Example:
- He passed the exam easily. – সে সহজেই পরীক্ষায় উত্তীর্ণ হল।
- Rahim walks quickly to catch the train. – রহিম দ্রুত ট্রেন ধরতে হাঁটল।
- The English exam went badly. – ইংলিশ পরীক্ষা খারাপ হয়ে গেল।
- The student gave the answer correctly. – শিক্ষার্থী উত্তরটি সঠিকভাবে দিয়েছিল।
একইভাবে, slowly, silently, rapidly, badly, strongly, nicely, sweetly, sadly, warmly, correctly, loudly ইত্যাদি শব্দ Adverb of manner.
অনেক সময় Adverb of manner-এর সাথে -ly যুক্ত নাও থাকতে পারে। তখন ‘how’ দ্বারা প্রশ্ন করে Adverb of manner আছে না নাই, তা দেখতে হয়।
Example:
- The players are playing well. – খেলোয়াড়রা ভাল খেলছে।
- The students worked hard. – শিক্ষার্থীরা কঠোর পরিশ্রম করেছিল।
আবার -ly যুক্ত শব্দ হলেই যে তা adverb হবে, তাও নয়। যেমন: Lovely, friendly, lonely, ugly প্রভৃতি শব্দগুলো মূলত: adjective. এরা কোন noun সম্মন্ধে তথ্য দেয়।
Adverb of Time:
যে adverb কখন বা কোন সময়ে কোন কিছু ঘটেছে তা বর্ণনা করে তাকে Adverb of time বলে । An adverb of time tells us when something happens.
Adverb of time-কে বাক্য শেষে বা প্রথমে ব্যবহার করলে এটি সবচেয়ে ভাল কাজ করে। Adverbs of time often works best when it is placed at the end or at the beginning of sentences. এ ধরনের adverb সবসময়ই সময় (time)-এর সাথে সম্পর্কিত। This adverb is closely related to time.
Example:
- How do you feel now? – তুমি এখন কেমন অনুভব করছ?
- He came here yesterday. – তিনি গতকাল এখানে এসেছিলেন।
- Are they coming to work today? – তারা কি আজ কাজে আসছেন?
- He came at around 10.30 a.m. – সকাল দশটার দিকে তিনি এসেছিলেন।
- Lately, he has been very busy. – সম্প্রতি, তিনি খুব ব্যস্ত ছিলেন।
- Today I will go to Dhaka. – আজ আমি ঢাকা যাব।
Adverb of Place:
যে adverb কোন কিছু কোথায় ঘটেছে তা বর্ণনা করে, তাকে Adverb of place বলে । An adverb of place always talks about the location where something happens.
Adverbs of place: Here, there, home, abroad above, below, under, upstairs, downstairs, uptown, downtown, over, below, between, behind, through, around, everywhere, etc.
Example:
- Rahim will go there. – রহিম সেখানে যাবে।
- My brother went abroad last year. – আমার ভাই গত বছর বিদেশে গিয়েছিলেন।
- You will find birds everywhere. – আপনি সর্বত্র পাখি দেখতে পাবেন।
- Rahim went home yesterday. – রহিম গতকাল ঢাকায় গিয়েছিল।
- I have looked around for him for two hours. – আমি তার জন্য দু’ঘন্টা এদিক সেদিক ঘুরে দেখলাম।
- Write your comment here. – আপনার মন্তব্য এখানে লিখুন।
- The children are playing outside. – বাচ্চারা বাইরে খেলছে।
Note: Common mistakes: I go to home. I returned to home. I left from home. যখন ‘home’ adverb হিসাবে ব্যবহৃত হয়, তখন ‘home’-এর পূর্বে to, from, at, in বা অন্য কোন preposition ব্যবহৃত হয় না। যেমন: They went home. He returned home.
Adverb of Frequency:
যে adverb কোন কিছু কতবার বা কত ঘন ঘন বা কত সময় পরপর হয় তা বোঝায়, তাকে Adverb of frequency বলে । An adverb of frequency tells us how often something happens. Adverb of frequency-কে adverb of time-এর মতো মনে হলেও মূল পার্থক্য হচ্ছে adverb of time কখন কাজটি ঘটে, তা বলে, আর adverb of frequency হচ্ছে কাজটি কত ঘন ঘন ঘটে। ‘How often’ দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটিই adverb of frequency.
Adverbs of frequency words:
Frequently, weekly, hourly, annually, twice, normally, sometimes, often, never, always, occasionally, generally, usually, nearly, again, never, ever, etc.
Example:
- I play cricket occasionally. – আমি মাঝে মাঝে ক্রিকেট খেলি।
- He is always late. – তিনি সবসময় দেরী করেন।
- They usually go shopping on Sunday. – তারা সাধারণত রবিবার শপিং করতে যান।
- They often watch television. – তারা প্রায়শই টেলিভিশন দেখে।
- We usually drink coffee. – আমরা সাধারণত কফি পান করি।
- They frequently go there. – তারা প্রায়শই সেখানে যায়।
- He visits his parents weekly. – তিনি সাপ্তাহিকভাবে তার পিতামাতাদের সাথে দেখা করেন।
Adverb of degree or Intensifiers:
Adjective, verb বা adverb-এর পূর্বে বসে যে শব্দ adjective বা adverb সম্মন্ধে কোন অতিরিক্ত তথ্য প্রদান করলে তাকে Adverb of Degree or Intensifier বলে। An adverb of degree is used to tell the degree or intensity of an adjective, an action, or another adverb.
Almost, very, absolutely, barely, completely, deeply, enough, too, extremely, fairly, fully, greatly, প্রভৃতি শব্দ adverb of Degree or Intensifier.
Example:
- This tea is too hot to drink. – এই চা এতো গরম যে তা পান করা যায় না।
- He is almost finished. – তার প্রায় শেষ।
- This novel is absolutely wonderful. – এই উপন্যাসটি একেবারে দুর্দান্ত।
- He is very tall. – সে খুব লম্বা।
- The train runs extremely fast. – ট্রেনটি অত্যন্ত দ্রুত চলে।
- This is quite a good idea. – এটি বেশ ভাল ধারণা।
- Your lunch is almost ready. – আপনার লাঞ্চ প্রায় প্রস্তুত।
- The book is quite interesting. – বইটি বেশ আকর্ষণীয়।
এছাড়াও বাক্যে যে সকল শব্দ adverb হিসাবে ব্যবহৃত হয়, তারা হলো: yes, no, certainly, however, therefore, first, second, firstly, secondly, thus প্রভৃতি। এ সকল শব্দ কোন clause বা কোন sentence-এর বিষয়ে কোন কিছু বলে।
Adverb and its classification বিষয়ে আরও স্ববিস্তারে জানার জন্য এই পেইজটি ভিজিট করতে পারেন: https://learnenglishwithrezaul.com/adverb-intermediate/