Introduction:
Use of Punctuation হচ্ছে কোন sentence লিখতে বা পড়তে গিয়ে থামা বা বিরতি নির্দেশ করার জন্য কতকগুলো চিহ্ন। অর্থাৎ পাঠকের সুবিধার জন্য লেখক দ্বারা অনুশীলন করা কতকগুলো নিয়মই, হচ্ছে Punctuation. আর সকল punctuation-কে একযোগে Marks of Punctuation বলা হয়।
Punctuation-এর কাজ:
Punctuation-এর কাজ প্রধানত: দুইটি:
- Punctuation একটি বাক্য কিভাবে তৈরি করা হয় এবং কিভাবে এটি পড়া উচিত, তা নির্দেশ করে।
- Punctuation কোন বাক্যের অর্থ (meaning) পরিষ্কার (clear) করে।
Main punctuation marks:
- Full stop (.)
- Comma (,)
- Semicolon (;)
- Colon (:)
- Question mark (?)
- Exclamation mark (!)
- Inverted comma or speech mark (” “)
- Apostrophe (‘)
- The hyphen (–)
1. Use of Full stop:
Full stop হচ্ছে পূর্ণ বিরাম চিহ্ন। এই বিরাম চিহ্নের স্থানে পুরোপুরি থেমে যেতে হয়। এই পূর্ণ বিরাম চিহ্নকে ব্রিটিশ ইংরেজিতে ফুল স্টপ (full stop) এবং আমেরিকান ইংরেজিতে পিরিয়ড (period) বলা হয়। এই full stop প্রধানত: ব্যবহৃত হয়:
Assertive sentence-এর শেষে:
Assertive sentence লিখা শেষ হলে sentence-এর শেষে full stop ব্যবহৃত হয়।
Example:
- He is my brother.
- They are students.
- He is my brother.
Imperative sentence-এর শেষে:
Imperative sentence লিখা শেষ হলে sentence-এর শেষে full stop ব্যবহৃত হয়।
Example:
- Close the door.
- Read attentively.
- Please tell your father to call me.
Optative sentence-এর শেষে:
Optative sentence লিখা শেষ হলে sentence-এর শেষে full stop ব্যবহৃত হয়।
Example:
- May you be happy.
- Long live our great leader.
- May Almighty Allah bless you all.
Abbreviation বা শব্দ সংক্ষেপ-কে বুঝানোর জন্য:
Abbreviation বা শব্দ সংক্ষেপ-কে বুঝানোর জন্য full stop ব্যবহৃত হয়। প্রতিটি শব্দের জন্য উক্ত শব্দের আদ্য অক্ষর Abbreviation হিসাবে ব্যবহৃত হয়।
Example:
- Abul Kalam Azad-কে সংক্ষেপে A. K. Azad লিখা হয়।
- D.U – Dhaka University. R.U – Rajshahi University.
- B.A – Bachelor of Arts.
এভাবে আমরা কোন ব্যক্তি, বস্তু, স্থান, সংস্থা, প্রতিষ্ঠান প্রভৃতির নাম, যা রীতিশুদ্ধভাবে গৃহীত বা যা সংক্ষেপ করলে অন্যরা বুঝবে, তা সংক্ষেপে বুঝানোর জন্য full stop ব্যবহার করি।
Website address এবং email address লিখতে:
Internet-এ website address লিখতে এবং email address বা email id-তে full stop ব্যবহার করি, যাকে আমরা ডট (dot) বলে থাকি।
Example:
- www.bksp.gov.bd
- www.mrgps.net
- [email protected]
- [email protected]
2. Use of Comma:
সবচেয়ে কম সময় থামার জন্য Comma চিহ্ন ব্যবহার করা হয়। Comma প্রধানত: ব্যবহৃত হয়:
একই part of speech-এর বিভিন্ন শব্দ একটার পর একটা বসলে:
একই part of speech-এর বিভিন্ন word বা শব্দ একটার পর একটা বসলে, সেগুলোকে পৃথক পৃথকভাবে বুঝানোর জন্য Comma ব্যবহৃত হয়। Comma ব্যবহারের ক্ষেত্রে মনে রাখতে হবে যে, এক জাতীয় কেবল দুটি শব্দ and দ্বারা যুক্ত হলে Comma ব্যবহৃত হয় না। এক জাতীয় দুইয়ের অধিক শব্দ যখন ব্যবহৃত হবে, তখন Comma ব্যবহৃত হবে।
Example:
- Rafik and Faruk went to school.
- Rafik, Faruk and Habib went to school.
- I bought a pen, a pencil , and chocolate from the store.
- Mr. Rahim is a young, well-educated, and kind-hearted man.
জোড়ায় জোড়ায় শব্দ ব্যবহৃত হলে:
কোন বাক্যে জোড়ায় জোড়ায় শব্দ ব্যবহৃত হলে প্রত্যেক জোড়া বিচ্ছিন্ন করতে Comma ব্যবহৃত হয়।
Example:
- Everybody high and low, rich and poor, wise and foolish will one day die.
- Young and old, officers and businessmen, barber and cobbler all have come to see the great leader.
- Rice and meat, fish and fry, banana and mango are on the dining table.
Noun সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়ার জন্য:
কোন Noun সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়ার প্রয়োজন হলে, যে Noun সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতে চাই, সেই Noun-এর পর comma তারপর যে তথ্য দিতে চাই, সেটা লিখতে হবে তারপর আবার comma ব্যবহার করতে হয়। Noun সম্পর্কে এই অতিরিক্ত তথ্য দেয়ার বিষয়টিকে grammar-এর ভাষায় Appositives বলে। Appositives-এর কাজ হচ্ছে Noun সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়া।
Example:
- Mr. Rahim, a doctor, has been working in the U.S.A.
- Babar, an emperor of India, was a good ruler.
- Mr. Shahidullah, the headmaster of Model School, is a very nice person.
সম্মোধন পদকে বাক্যের অন্য অংশ হতে পৃথক করতে:
সম্মোধন পদকে (Nominative of address) বাক্যের অবশিষ্ট অংশ হতে পৃথক করার জন্য সম্মোধন পদের পর Comma ব্যবহৃত হয়।
Example:
- Rahim, stand up and give the answer to my question.
- I appeal to you, my boys, that you study hard to do good in the examination.
- My students, listen to the words that I want to tell you now.
- All boys and girls in this class, listen to me attentively.
Phrase, interoductory words এবং বিভিন্ন clause-কে পৃথক করার জন্য:
Phrase, প্রারম্ভিক শব্দ (interoductory words) এবং বিভিন্ন clause-কে একে অপর হতে পৃথক করে বাক্যটিকে সঠিকভাবে বোধগম্য করার জন্য Comma ব্যবহৃত হয়।
এক্ষেত্রে মনে রাখতে হবে যে, কিছু কিছু Adverb clause আছে যেমন, Adverb clause of Time, Adverb clause of Place, Adverb clause of Manner, Adverb clause of Condition, Adverb clause of Cause or Reason, Adverb clause of Concession or Contrast বাক্যের প্রথমে লিখলে Comma ব্যবহৃত হবে ও তারপর main clause-কে লিখতে হবে।
Example:
- Apart from these, I know nothing.
- By the way, are you still learning English?
- On the other hand, they are happy with what they have.
- Educated at Rajshahi University, Mr. Rafiq joined the Bank service.
- I do not know where he is, when he will come, and what he will do after his coming.
- Mr. Rahim, who is a doctor, is my brother.
- Rajshahi, which is situated by the Padma, is the most fascinating city in Bangladesh.
- Dhaka, which is the capital of Bangladesh, is the largest city in Bangladesh.
- As you know, our principal is going to retire next month.
- If you work hard, you will do well in the examination.
Absolute phrase-কে main clause হতে পৃথক করতে:
Absolute phrase-কে main clause হতে পৃথক করার জন্য Comma ব্যবহৃত হয়।
Example:
- The weather being fine, they went out for playing cricket. – আবহাওয়া ভালো থাকায় তারা ক্রিকেট খেলতে বেরিয়েছিল।
- It being a day of full sunshine, we went out to visit a park. – এটি একটি পূর্ণ রোদের দিন হওয়ায় আমরা একটি পার্কে ঘুরতে বেরিয়েছি।
- Weather being good for us, we decided to go outing. – আবহাওয়া আমাদের জন্য ভালো হওয়ায় আমরা বের হওয়ার সিদ্ধান্ত নিলাম।র্
Coordinating conjunction দ্বারা গঠিত একাধিক main clause-কে পৃথক করার জন্য:
And, but, for, or, nor, so, yet প্রভৃতি coordinating conjunction-এর পূর্বে Comma ব্যবহার করে একাধিক main clause-কে পৃথক করা হয়।
Example:
- He is ill, and his father is not present at home.
- My father is not at home, but he will return shortly.
- I have been looking forward to your help, but you did not help me.
Direct speech-কে পৃথক করতে:
Direct speech-কে পৃথক করে লিখার সময় Comma ব্যবহার করা হয়।
Example:
- Rafiq said, “I can speak English.”
- “I’m sick”, he said.
Short quotation-এর পূর্বে:
Short quotation-এর পূর্বে Comma ব্যবহার করা হয়।
Example:
- The Bible says, “Everybody should be happy with what he has.”
- The proverb says, “Where there is a will, there is a way.”
Tag question-কে আলাদা করতে:
একটি tag question-কে বাক্যের অবশিষ্ট অংশ হতে আলাদা করার জন্য Comma ব্যবহার করা হয়।
Example:
- He is happy, isn’t he?
- They are not coming, are they?
- He has gone there, hasn’t he?
3. Use of Semicolon:
Comma-এর চেয়ে তুলনামূলক বেশী সময় থামার চিহ্ন হচ্ছে Semicolon. Semicolon প্রধানত: ব্যবহৃত হয়:
Compound sentence-এর comma ও coordinating conjunction–এর পরিবর্তে:
আমরা সাধারনত: একটি Compound sentence-এর দুটি main clause-কে একটি comma ও একটি coordinating conjunction, যেমন and, but, for, or, nor, so, yet প্রভৃতি কোন একটি দ্বারা যুক্ত করে থাকি। এই অবস্থায় আমরা যদি comma ও coordinating conjunction ব্যবহার করতে না চাই, তবে এ দুটির পরিবর্তে semicolon ব্যবহার করতে হয়।
Example:
- Rahim spent two hours in the library; he didn’t find the book he wanted.
- Rahim completed all his homework; Ratna didn’t complete hers.
- I hurt my hand; I have a hard time doing something with my hand.
- I hurt my legs; I have trouble walking.
- To err is human; to forgive is divine.
Transitional phrase-দ্বারা যুক্ত দুটি main clause-কে পৃথক করতে:
কোন Compound sentence–এর দুটি main clause-এর মধ্যে Transitional phrase, যেমন, however, therefore, consequently, nevertheless, furthermore, moreover, instead, meanwhile, accordingly প্রভৃতির কোন একটি ব্যবহৃত হয়, তবে এই Transitional phrase-এর পূর্বে semicolon ও পরে comma (,) ব্যবহৃত হয়।
Example:
- He passed the test; moreover, he got good marks.
- He had difficulty in learning English; however, somehow he learned it.
- Rahim is old; nevertheless, he has an excellent memory.
4. Use of colon:
Semicolon-এর চেয়ে তুলনামূলক অধিক সময় থামার চিহ্ন হচ্ছে Colon. Colon প্রধানত: ব্যবহৃত হয়।
কোন কিছুর তালিকা (list ) উপস্থাপনায়:
প্রথম clause-এর বিষয়ে আরও পরিস্কার তথ্য প্রদানের জন্য তালিকা (list) আকারে এক এক করে বলে যাবার পূর্বে Colon ব্যবহার করে সেই তথ্য প্রদান করা হয়।
Example:
- To do well in the exam, what you need are: hard work, patience, and intelligence.
- Examples of common nouns are: boy, cow, student, book etc.
- Objects are of two types. They are: direct object and indirect object.
Main clause-কে বর্ণনা করতে:
Main clause-এ থাকা তথ্যকে পাঠকের জন্য আরও একটু ভালো ধারণা দেওয়ার জন্য Main clause-এর পর Colon ব্যবহার করে সেই অতিরিক্ত ধারণা প্রদান করা বা বর্ণনা করা হয়।
Example:
- The room needs cleaning: it’s dirty, muggy, and smelly.
- I know him well: we lived together for years.
- Mr. Rahim did well in the examination: he obtained first class.
5. Use of Question mark:
Yes-no questions, Wh-questions এবং Tag question-এর শেষে Question mark ব্যবহৃত হয়।
Example:
- Are you a student?
- What are you doing here?
- He is your brother, isn’t he?
6. Exclamation mark :
কোন একটি শব্দ / শব্দসমষ্টি বা একটি বাক্যের শেষে বিস্ময়, আনন্দ, রাগ বা অন্য কোনো শক্তিশালী আবেগ অনুভব করার জন্য Exclamation mark ব্যবহার করা হয়।
Example:
- Alas! I failed the examination.
- Get out!
- Wow! you really did what I wanted.
- Oh! That is a fantastic sight!
- Oh my God! What a handsome boy he is!”
7. Inverted comma or speech mark:
কোন বক্তার কথা অবিকল (the exact words used by a speaker or writer) উল্লেখ করার প্রয়োজন হলে Inverted comma বা speech mark ব্যবহার করে তা দেখানো হয়। Inverted comma দুই ধরনের, যেমন: single inverted comma double inverted comma. American English-এ double inverted comma আর British English-এ single inverted comma ব্যবহৃত হয়। তবে আমাদের দেশে double inverted comma-এর ব্যবহার বেশী দেখা যায়।
Example:
- He said, “I’m a student”.
- My mother said, “Get up, it’s 6:30, you have to go to school”.
- “What time does the class start?” he asked.
বই, নাটক, গান বা অন্য কিছু উল্লেখ করতে:
বক্তা যদি তার লিখার মধ্যে কোন পুস্তকের নাম, নাটক বা গানের নাম বা অন্য কোন কিছু উল্লেখ করতে চায়, তবে তা inverted comma-এর মধ্যে রাখতে হয়।
Example:
- Everybody knows that “Hamlet” is a great tragedy.
- The song “Amar sonar Bangla” is written by Rabindranath Tagore.
- “Curzon hall” of Dhaka University is a beautiful place to visit.
8. Apostrophe
কোন কিছু কোন ব্যক্তি বা বস্তুর দখলে থাকা বুঝাতে:
কোন singular noun শব্দ দ্বারা কোন কিছু কোন ব্যক্তি বা বস্তুর দখলে বা possession-এ আছে, তা বুঝানোর জন্য উক্ত singular noun শব্দের পর apostrophe ও তারপর ’s’ যুক্ত করতে হয়। যখন একের অধিক শব্দ দ্বারা possessor-কে বুঝানোর প্রয়োজন হয়, তখন শুধু শেষ শব্দের সাথে apostrophe ও তারপর ’s’ যুক্ত করতে হয়।
আর কোন singular noun যদি ’s’ অক্ষর দ্বারা শেষ হয়, তবে উক্ত ’s’-এর পর শুধু apostrophe ব্যবহার করে কোন কিছু দখলে বা possession-এ আছে, তা বুঝানো হয়। অবশ্য ইচ্ছা করলে শেষ অক্ষর ’s’-এর পরেও apostrophe ও তারপর ’s’ যুক্ত করা যায়। তবে আমার মতে এটা না করাই ভালো।
কোন plural noun শব্দটি যদি ’s’ অক্ষর দ্বারা শেষ হয়, তবে উক্ত ’s’-এর পর শুধু apostrophe ব্যবহার করে কোন কিছু দখলে বা possession-এ আছে, তা বুঝানো হয়। আর ’s’ হলে না হলে, যথারীতি apostrophe ও তারপর ’s’ যুক্ত করতে হয়।
Example:
- Mr. Rahim’s house is pretty small.
- This is my uncle’s book.
- He is my brother’s son.
- My late brother’s wife is a school teacher. [একের অধিক শব্দ দ্বারা possessive pronoun গঠিত হয়েছে]।
- Abdul Quddus’ house is pretty small.
- The building has been was converted into a girls’ school.
- This is the children’s room.
- The work is likely to start in two weeks’ time.
দুটি শব্দকে একটি শব্দ তৈরীতে:
দুটি শব্দের কোন একটি অক্ষরকে বাদ দিয়ে উক্ত বাদ দেওয়া অক্ষরের স্থানে একটু উপরে apostrophe ব্যবহৃত হয়। এইভাবে apostrophe-এর সাহায্যে দুই শব্দকে এক শব্দে পরিনত করাকে বলে contraction.
Example:
- It is or it has-কে আমরা it’s লিখতে পারি।
- who is or who has-কে who’s লিখতে পারি।
- they are- কে they’re লিখতে পারি।
- will not-কে won’t লিখতে পারি [এখানে বানানটি লক্ষ্য করো]
- is not = isn’t-কে লিখতে পারি।
এভাবে প্রয়োজনে আমরা আরো অনেক contraction তৈরী করতে পারি।
9. Hyphen:
কোন লাইনের শেষ শব্দে:
Hyphen-এর এই ব্যবহারটি সকল শিক্ষার্থীদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। লিখার সময় কোন লাইনের শেষ শব্দ যদি একের অধিক syllable দ্বারা গঠিত হয়, এবং তা লিখার পর্যাপ্ত জায়গা না থাকে, তবে উক্ত শব্দকে syllable-এ ভাগ করে শব্দটির প্রথম syllable লাইনের শেষে, তারপর hyphen ও তারপর পরের লাইনে সেই শব্দটির অবশিষ্ট syllable লিখতে হয়। এক syllable-এর শব্দকে এভাবে পৃথক করে লিখা যায় না।
Example:
I actually don’t under-
stand what you are saying.
কোন noun-এর পূর্বে দুই শব্দ দ্বারা গঠিত adjective তৈরীতে:
কোন noun-এর পূর্বে দুই শব্দ দ্বারা গঠিত adjective তৈরী করে উক্ত noun-কে আরও অধিকতর বোধগম্য করার জন্য noun-এর পূর্বে ব্যবহৃত দুই শব্দের মধ্যে hyphen ব্যবহৃত হয়।
Example:
- An education-friendly government generally works for the benefit of the teachers.
- This rock-hard bread is hard to eat.
- Our English teacher is a good-looking person.
- Our college principal is a good-hearted person.
- He was carrying a light-blue handbag.
Number দ্বারা adjective তৈরীতে:
Number বা সংখ্যা দ্বারা adjective তৈরী করার সময় উক্ত number-এর পর hyphen ব্যবহৃত হয়।
Example:
- The job of a Deputy Commissioner is a 24-hour job.
- Mr. Rafiq won the 500-meter sprint.
- Shakespeare was a sixteenth-century dramatist.
- Mr. Faruk has completed one-third of his job.
- Our Principal is a 45-year-old man.
Compound words তৈরীতে:
একের অধিক শব্দের মধ্যে hyphen ব্যবহার করে adjective ছাড়াও অন্য part of speech-এর শব্দ তৈরী করা হয়।
Example:
- He is my father-in-law.
- Oh-so-cool you are, I will always remain thankful to you.
- A passer-by is coming towards us.
- I am thinking of re-writing the story.
Prefix-কে পৃথক করতে:
অনেক সময়, বিশেষ করে U.K English-এ prefix, যা vowel দ্বারা শেষ হয়, এবং তারপর মূল শব্দ আবার vowel দ্বারা শুরু হয়, এমন অবস্থায় prefix ও মূল শব্দের মধ্যে hyphen ব্যবহৃত হয়।
Example:
- He is a pre-eminent person.
- Mr. Faruk has been acting as the co-ordinator of this project.
- Do you know what a co-ordinating conjunction is?
Prefix হিসাবে self, ex, এবং all ব্যবহৃত হলে :
কোন শব্দের সাথে prefix হিসাবে যদি self, ex, অথবা all ব্যবহৃত হয়, তাহলে সকল সময় এই Prefix গুলির পর hyphen ব্যবহৃত হবে।
Example:
- Mr. Rahim is now self-employed.
- My ex-classmate has got a good job.
- This is an all-inclusive answer to your question.
Punctuation ছাড়া sentence লিখা যায় না, লিখলেও তা পাঠকের কাছে সেটি সুস্পষ্ট অর্থ বহন করবে না। Punctuation লেখায় এবং পাঠকের জন্য পড়ায় স্পষ্টতা আনয়ন করে। এ সকল এবং আরও বিবিধ কারণে কোন sentence-এ সঠিক punctuation-এর ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন।