What is a ‘Conditional Sentence’? Types of Conditional Sentence.

What is a ‘Conditional Sentence’?

যে sentence-এর subordinate clause-এর শর্তের (condition) প্রেক্ষিতে main clause-এ উক্ত শর্তের  ফলাফল (result) কি হবে বা হতে পারে বা হতে পারতো প্রকাশ পায়, তাকেই Conditional sentence বলে। A conditional sentence is a type of sentence that states a condition and the result of that condition given.

Types of Conditional Sentence:

There are four types of Conditionals:

  1. The Real Conditional or Zero Conditional Sentence
  2. The First Conditional
  3. The Second Conditional
  4. The Third Conditional

1. -The Real Conditional or Zero Conditional:

যে শর্তযুক্ত বাক্য বৈজ্ঞানিক তথ্য (scientific facts), সাধারণত পরিচিত সত্য (generally known truths), অভ্যাসগত ঘটনা (habitual) এবং অন্যান্য বিষয় যা সর্বদা সত্য, তা বর্ণনা করতে ব্যবহৃত হয়, তাকেই The Real Conditional Sentence বলে। এই সকল বাক্যকে অনেক সময় Zero Conditional Sentence-ও বলা হয়।

The structure:

conditional sentence

Example:

  • Scientific facts:  Milk boils if you heat it to 100 degrees Celsius.
  • Generally known truths:  It gets dark if the sun goes down or sets.
  • Habitual: Rahim usually walks to school if he has enough time.

Note: If-এর স্থানে ‘when’ ব্যবহার করা যায়।

Example:

  • Milk boils when you heat it to 100 degrees Celsius.
  •  It gets dark when the sun goes down or sets.
  •  Rahim usually walks to school when he has enough time.

The First Conditional:

এখানে বক্তা if-clause দ্বারা এমন একটা কাজ বা অবস্থার বর্ণনা করে, যা সাধারণত: ঘটবে যদি main clause-এ উল্লেখিত শর্ত পূরণ করে।

The structure:

If-clause (present simple) + main clause (Future simple)

Example:

  • If he comes, I shall go.
  • If we find her address, I will write her.
  • We shall go to the park if you finish the work early.
  • He will pass the examination if he reads attentively.
  • If it rains tomorrow, I shall not go to college.

তবে main clause-এ  imperative বাক্য থাকলে তা  present Indefinite বা present simple tense-লিখতে হয়।

Example:

  • Come here if you have time.
  • If the shirt is dirty, wash it.
  • If you are hungry, eat banana.
  • If you go to the post office, please mail this letter for me.

The Second Conditional:

If clause-এ এমন শর্ত থাকে, যা বর্তমান বা ভবিষতে পূর্ণ হবে না। If clause-এর এ শর্তগুলো কাল্পনিক, তাই main clause-এ যা উল্লেখ করা হয়, তা কোনদিন ঘটে না বা ঘটবে না।

The structure:

If clause (Past simple) + main clause হবে: Sub + would/could/might + verb-এর এক নম্বর

Note: If clause-এ past simple tense ব্যবহার করে এখানে আসলে কাল্পনিক বর্তমান বা ভবিষত বুঝানো হয়। বিষয়টি ভালকরে বুঝা প্রয়োজন।

Example:

  • If I found his address, I would / could / might write him. [এই বাক্যটিতে কোন ব্যক্তি বর্তমানে অন্য একজন ব্যক্তির ঠিকানা খুজে চলেছে, কিন্তু পাচ্ছে না। এমন অবস্থায় সে বলছে যে, If I found his address – আমি যদি তার ঠিকানা পাইতাম, তবে I would / could / might write him – তাকে লিখতাম]।
  • If I had time, I would go. [এই বাক্যটিতে কোন ব্যক্তি অন্য একজন ব্যক্তিকে ভবিষতে কোন এক সময় কোথাও যাবার জন্য বলছে। ভবিষতে যে সময়ে যাবার জন্য বলছে, সেই সময়ে ব্যক্তিটি ব্যস্ত থাকবে। তাই সে বুঝাতে চাচ্ছে যে, আমি তো ঐ সময় ব্যস্ত থাকবো। If I had time দ্বারা বলতে চাচ্ছে যে, ‘আমাকে ভবিষতের যে সময়ে যেতে বলা হচ্ছে, সে সময়ে যদি আমার সময় থাকতো, তবে  I would go -আমি সেখানে যেতাম।
  • If today were Saturday, I would go to the park. [এই বাক্যটিতে কোন ব্যক্তি এখন বলছে যে, If today were Saturday – আজ যদি শনিবার হতো, তাহলে I would go to the park. – আমি পার্কে যেতাম। আজ শনিবার নয়, তাই তার পার্কে যাওয়া হবে না]।

The Third Conditional:

এই জাতীয় Condition clause-এ অতীতে কোন ঘটনা বা কাজ সত্য ছিলনা, এমন ঘটনার উল্লেখ থাকে। অর্থাৎ এই Condition দিয়ে  ঐ ধরনের কাজকে বুঝানো হয়, যা অতীতে ঘটতে পারতো কিন্তু ঘটেনি।

The structure:

If clause (Past perfect) + main clause হবে: Sub + would have/could have/might have + verb-এর তিন নম্বর

Example:

  • If they had told me, I would have gone there. [এই বাক্যটির অর্থ হচ্ছে, তারা আমাকে বলেনি, তাই যাই নাই। অথাৎ তারা যদি আমাকে বলতেন, তাহলে আমি  যেতাম]।
  • Rahim could have passed the examination if he had studied hard. [এই বাক্যটির অর্থ হচ্ছে, রহিম পরীক্ষায় পাশ করতে পারতো যদি সে পড়তো। অর্থাৎ রহিম পড়ে নাই, তাই পাশ করে নাই]।
  • If I had got money, I would have bought a car. [এই বাক্যটির অর্থ হচ্ছে, আমার যদি টাকা থাকতো, আমি গাড়ী কিনতাম]।

Rezaul Karim

Hi, my name is Rezaul Karim. I am an English teacher and founder of LearnEnglishWithRezaul.com. I work with non-native English learners to help them understand English grammar from basic to intermediate. I also help them improve their conversation skills, and communication ability and reduce their accent. I hope you may like my posts on this website, and if you really really feel that this page/website is useful for English learners, please happily share it for others to know.

Leave a Reply