What is the Personal Pronoun? Use of Personal Pronouns

Warning:

Learn English with Rezaul-এর content গুলো copyright দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত।

Copyright Registration Number: CRL – 30202

আজ আমরা Personal Pronoun বলতে কি বুঝি এবং Personal Pronoun কখন কিভাবে ব্যবহার করব, সে সম্মন্ধে  খুব সহজভাবে ও বিশদভাবে জানব।

What is the Personal Pronoun?

Personal অর্থ ব্যক্তিগত বা ব্যক্তি সম্পর্কিত, আর Pronoun বলতে বুঝায় noun-এর জন্য যে শব্দ বসে। তাহলে ব্যক্তি বলতে আমরা কি বুঝি, তা জানলেই Personal Pronoun কাকে বলে, তা আমরা জানতে পারব। ব্যক্তি বলতে আমরা বুঝি,  I (আমি), We (আমরা), You (তুমি), You (তোমরা), He (সে), They (তারা) ইত্যাদি। তাই, কেউ যদি জানতে চায়, Personal Pronoun কাকে বলে, তাহলে বলতে হবে,  বাক্যে ব্যক্তি সম্পর্কিত noun-এর জন্য যে Pronoun ব্যবহৃত হয়, তাকেই Personal Pronoun বলে। অবশ্য তিনটি  Personal Pronoun-কে (‘it’  ‘they’, এবং’them’)  ইতর প্রাণি, স্থান এবং বস্তুর জায়গায় বা বস্তুকে বুঝানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে।

Personal pronoun-এর ব্যবহার:

Personal Pronoun কাকে বলে, তা আমরা বুঝলাম। এখন জানব Personal Pronoun-কে কিভাবে এবং কোথায় ব্যবহার করব। এটা বুঝার জন্য আমাদের ‘Person’ সম্পর্কে  জানতে হবে। Person-এর আভিধানিক অর্থ ’ব্যক্তি’। ইংরেজি Grammar-এ এই Person তিন ধরনের, তারা হলো:  

  • First Person.
  • Second Person
  • Third Person. 

এই Person বাক্যে দুইভাবে ব্য়বহৃত হয়। তাহলে এখানে মনে রাখার বিষয়টি হচ্ছে: Person তিন ধরনের, আর তা ব্যবহার হয় দুইভাবে। এক, verb-এর কর্তা হিসাবে, যাকে আমরা বলব Subject (কর্তাবাচক) Person, দুই, verb-এর Object হিসাবে, যাকে আমরা বলব Object (কর্মবাচক) Person. 

Subject (কর্তাবাচক) person:

যে Person কোন বাক্যের বা বাক্যাংশের Verb-এর কর্তা (Subject) হিসাবে ব্যবহৃত হয়, তাকে Subject (কর্তাবাচক) Person বলে। যেমন:   I (আমি), We (আমরা) হচ্ছে First Person;  You (তুমি),  You (তোমরা) হচ্ছে Second Person; এই চারটি ছাড়া অন্য সকল ধরনের কর্তাবাচক Person যেমন: he, she, it, they, somebody, nobody ইত্যাদি হচ্ছে  Third Person. এ সকল person বাক্যে subject বা কর্তা হিসাবে ব্যবহৃত হয়।

Sentence-এর মাধ্যমে বিভিন্ন  Subject Person-এর ব্যবহার দেখানো হলোঃ

  • I like your dress. (‘I’ হচ্ছে first person, ‘like’ verb-এর কর্তা হিসাবে ব্যবহৃত হয়েছে)
  • You are late. (‘You’ হচ্ছে second person, ‘be’ verb-এর কর্তা হিসাবে ব্যবহৃত হয়েছে)
  • He is my friend. (‘He’ হচ্ছে third person, ‘be’ verb-এর কর্তা হিসাবে ব্যবহৃত হয়েছে)
  • It is my book. (‘It’ হচ্ছে third person, ‘be’ verb-এর কর্তা হিসাবে ব্যবহৃত হয়েছে)
  • She is on holiday. (‘She হচ্ছে third person, ‘be’ verb-এর কর্তা হিসাবে ব্যবহৃত হয়েছে)
  • We live in Dhaka. (‘We হচ্ছে first person, ‘live‘ verb-এর কর্তা হিসাবে ব্যবহৃত হয়েছে)
  • They come from London. (‘They হচ্ছে Third Person, ‘come’ verb-এর কর্তা হিসাবে ব্যবহৃত হয়েছে)

Object (কর্মবাচক) person:

যে Person কোন বাক্যের বা বাক্যাংশের Verb-এর অথবা Preposition-এর  কর্ম (Object)  হিসাবে ব্যবহৃত হয়, তাকে Object (কর্মবাচক) Person বলে। যেমন:  me (আমি), us (আমরা) হচ্ছে First Person;  You (তুমি), You (তোমরা) হচ্ছে Second Person; এই চারটি ছাড়া অন্য সকল ধরনের Object বা কর্মবাচক  Person যেমন: Him, Her, It, Them, Somebody, Nobody ইত্যাদি হচ্ছে  Third Person. এ সকল Person বাক্যের verb-এর অথবা Preposition-এর কর্ম (Object) হিসাবে ব্যবহৃত হয়।

Sentence-এর মাধ্যমে বিভিন্ন Object Person-এর ব্যবহার দেখানো হলোঃ

  • Can you help me, please? (‘me হচ্ছে first person, ‘help’ verb-এর object হিসাবে ব্যবহৃত হয়েছে)।
  • I can see you. (‘you হচ্ছে second person, ‘see’ verb-এর object হিসাবে ব্যবহৃত হয়েছে)।
  • She doesn’t like him. (‘him হচ্ছে second person, ‘like’ verb-এর object হিসাবে ব্যবহৃত হয়েছে)।
  • saw her in town today. (‘her হচ্ছে second person, ‘saw’ verb-এর object হিসাবে ব্যবহৃত হয়েছে)।
  • I saw them in town yesterday, but they didn’t see me. (‘them হচ্ছে third person, ‘saw’ verb-এর object হিসাবে ব্যবহৃত হয়েছেে এবং me হচ্ছে first person, ‘see’ verb-এর object হিসাবে ব্যবহৃত হয়েছেে)।
  • They do not like me. (‘me হচ্ছে first person, ‘like’ verb-এর object হিসাবে ব্যবহৃত হয়েছে)।
  • At last, I found it. (‘it হচ্ছে third person, ‘found’ verb-এর object হিসাবে ব্যবহৃত হয়েছে)।
  • Rahim talked to us. (‘us হচ্ছে first person, ‘to’ preposition-এর object হিসাবে ব্যবহৃত হয়েছে)।
  • Fahim spent the day with me. (‘me হচ্ছে first person, ‘with’ preposition-এর object হিসাবে ব্যবহৃত হয়েছে)।
  • I bought a ticket for her. (‘her হচ্ছে third person, ‘for’ preposition-এর object হিসাবে ব্যবহৃত হয়েছে)।

নিম্নে  Chart-এর মাধ্যমে Subject person ও Object person দেখানো হলোঃ

Subject PersonObject Person
Ime
youyou
hehim
sheher
itit
weus
youyou
theythem

Uses of Personal Pronoun: বাক্যে Personal Pronoun ব্যবহার করে প্রধানত: তিনটি সুনির্দিষ্ট তথ্য প্রদান করা হয়। সেগুলো হচ্ছেঃ

  • The person: who is speaking. =  কে বক্তা,
  • The number: Is the pronoun singular or plural. = ব ক্তা একজন না একের অধিক, এবং
  • Gender: Is the pronoun masculine, feminine, or neuter. = বক্তা পুরুষ, মহিলা না নিউটার লিঙ্গ।

বাক্যে সুনির্দিষ্টভাবে Person, Number ও Gender-এর তথ্য  প্রদানের জন্য Personal Pronoun সম্পর্কে পরিস্কার ধারনা থাকা প্রয়োজন। তাহলে বাক্যে সঠিকভাবে Personal Pronoun ব্যবহার করা যাবে। 

Rezaul Karim

Rezaul Karim

Hi, my name is Rezaul Karim. I am an English teacher and founder of LearnEnglishWithRezaul.com. I work with non-native English learners to help them understand English grammar from basic to intermediate. I also help them improve their conversation skills, and communication ability and reduce their accent. I hope you may like my posts on this website, and if you really really feel that this page/website is useful for English learners, please happily share it for others to know.

Leave a Reply