আজ আমরা How to end a conversation in English বিষয়ে জানবো। আমরা School-College-এ যে English পড়েছি ও শিখেছি, তা হচ্ছে Text book English. এই Text book English শিখে পরীক্ষায় পাস করা যায়, ভাল নম্বর পাওয়া যায়, কিন্তু ইংরেজিতে কথা বলা যায় না।
Spoken English Text book English হতে সম্পূর্ণ পৃথক। Spoken English-এর বাক্য ছোট ছোট ও প্রশ্ন-উত্তর নির্ভর। Spoken English-এ বাক্যের অনেক কিছু (কথা) উহ্য থাকে। Situation বা পরিবেশ বুঝে Spoken English-এ কথা শুরু,বলা ও শেষ করতে হয়। এই কথাগুলো মনে রেখে আমরা Spoken English শিখব।
আজ আমরা শিখব কথোপকথন বা কথা বার্তা কিভাবে শেষ করব, অর্থাৎ আমরা যার সংগে কথা বলছিলাম, তার কাছ থেকে কি কথা বলে বিদায় নিব বা কথা শেষ করব। কথোপকথনের সময় আমাদের আন্তরিকভাবে আলাপ করতে হয় বা আন্তরিকভাবে আলাপ করে থাকি। কিন্তু কথা শেষ করার সময় আরও বেশী আন্তরিক হতে হয়, যাতে ঐ ব্যক্তিটি বুঝে যে, তার সাথে কথা বলে তোমার ভাল লেগেছে। সব শেষে হাসিমুখে কথোপকথনটি শেষ করবে।
কথোপকথনটি শেষ করার সময় ইতিবাচক মন্তব্য করার চেষ্টা করতে হয়, তারপরে বলতে হয়, আমাকে যেতে হবে, বা কথোপকথনটি শেষ করার জন্য কোনও কারণ দেয়া যেতে পারে, বেশ Polite-ভাবে। আমরা যেমন আমাদের কোন বন্ধু বা পরিচিত ব্যক্তির সাথে দেখা হবার পর কথাবার্তা বলার পর আমাদের ভাষায় যখন বিদায় নিতে চাই তখন কি বলি? বলি, আচ্ছা, ঠিক আছে, ভাই বা বন্ধু ভাল থাক, আবার দেখা হবে , ইত্যাদি। ইংরেজিতেও একইভাবে কথা শেষ করতে হয়। নিচের কথোপকথনটি লক্ষ্য করো বিষয়টি পরিস্কার হবে।
রফিক, তার বন্ধু ফারুকের সাথে বেশ কিছুক্ষন কথা বলেছে, এখন সে কথা শেষ করে তার কাজে যাবেঃ
Rafiq: Well, I have an appointment now. – ঠিক আছে, আমার এখন একটি অ্যাপয়েন্টমেন্ট বা কাজ আছে বা ব্যস্ততা আছে।
Faruk: I’m in a quite hurry too. – আমিও খুব তাড়ার মধ্যে আছি।
Rafiq: Good to see you. Goodbye. – তোমাকে দেখে ভাল লাগলো। বিদায় বা চলি।
Faruk: Goodbye. Take care of yourself. – বিদায়। নিজের প্রতি যত্ন নিও বা নিজের প্রতি খেয়াল রেখো।
অথবা তোমার বন্ধু যদি Social Media বা Network use করে যেমন: Facebook, Twitter ইত্যাদি তাহলে তাকে বলতে পার: Thanks for spending time with me. Please connect with me on Facebook, Bye ! – আমার সাথে সময় কাটানোর জন্য ধন্যবাদ ফেসবুকে আমার সাথে যোগাযোগ রেখো, চলি।
কথোপকথন শেষ করার জন্য আরও যে সকল উক্তি ব্যবহৃত হতে পারে, তা হচ্ছে:
- Bye ! goodbye. – বাই! বিদায়।
- Goodbye will meet again.- বিদায় আবার দেখা হবে।
- It was nice meeting you.- তোমার সাথে সাক্ষাৎটি ছিল খুবই চমৎকার।
- Bye, it was a very pleasant meeting with you. – বিদায়, তোমার সাথে দেখা হওয়া খুব মনোরম ছিল।
- I will wait for you at my home. – আমি আমার বাড়িতে আপনার জন্য অপেক্ষা করব।
- we will meet soon. – শীঘ্রই আমাদের দেখা হবে।
- Look, I have to go. Catch you later. – দেখো, আমাকে যেতে হবে। তোমার সাথে পরে দেখা করব।
- Keep in touch. – যোগাযোগ রেখো।
- Please convey my regards / compliments to your parents. – দয়া করে আপনার অভিভাবকদের কাছে আমার অভিনন্দন / প্রশংসা জানান।
- Good luck. – শুভকামনা।
- It was wonderful to meet a person like you. – আপনার মতো ব্যক্তির সাথে সাক্ষাত করে দারুণ লাগলো।
- Thanks for talking! Goodbye now, I have to go. – কথা বলার জন্য ধন্যবাদ, এখন বিদায়, আমাকে যেতে হবে।
- It’s getting late, and I have to go now. – দেরি হচ্ছে, আর আমাকে এখনই যেতে হবে।
- I also have to go. – আমাকেও যেতে হবে।
- Thanks for talking to me. – আমার সাথে কথা বলার জন্য ধন্যবাদ।
- That’s Okay. Nice talking to you. -ঠিক আছে. তোমার সাথে কথা বলে ভালো লাগলো।
- I also enjoyed talking to you. Bye now! – আমারও তোমার সাথে কথা বলে ভালো লাগলো। এখন যাই!
- Okay, we’ll meet again anytime soon. – ঠিক আছে, শীঘ্রই আমাদের আবার দেখা হবে।
- Stay well until then. – ততক্ষন ভালো থেকো।
- I think I have to leave now. – আমার মনে হয় এখন যেতে হবে।
- have a nice day. – তোমার দিনটা শুভ হোক।
- Take Care and have a good day! – নিজের যত্ন নিও এবং দিনটি তোমার ভাল কাটুক।
- Well, I know you’re busy, so I don’t want to keep you. – ঠিক আছে, আমি জানি তুমি ব্যস্ত, আমি তোমাকে ধরে রাখতে চাই না।
I don’t want to keep you – অর্থ ‘আমি তোমাকে ধরে রাখতে চাই না’। এটি এমন একটি বাক্য যা দ্বারা তুমি অন্য ব্যক্তির সময়কে সম্মান করছো, তাই তুমি আর কথোপকথন করতে চাচ্ছ না। এটি ইঙ্গিত দেয় যে কথোপকথনটি শেষ হচ্ছে।
How to end a conversation in English-এর মূল বিষয হলো situation বা অবস্থা বুঝে কিভাবে বা কি কথা বলে কেউ বিদায় নেবে, তা কথাবার্তা বলতে বলতে আয়ত্বে চলে আসবে। So, start speaking and practice how to end a conversation in English.
That’s it for today. Feel free to comment if you have any. Ask your friends to visit my site because you need someone to practice and perfect your English.
Thanks for learning with me.
Rezaul Karim.