Daily Activities-এর উপর কথোপকথন

আরও সুন্দর ও সহজ করে বুঝার জন্য, অনেক নতুন কিছু জানার জন্য Learn English with Rezaul -পুস্তক আকারে প্রকাশিত হয়েছে।   ক্যুরিয়ারের মাধ্যমে পুস্তকটি সংগ্রহ করতে পারবেন। সাতশত পৃষ্ঠার পুস্তকটিতে ৮৩-টি কনটেন্ট রয়েছে, যা আপনাকে ইংরেজি গ্রামারের বিষয়ে অনেক অবাক করা ধারণা দেবে।পুস্তকটির বিষয়ে বিস্তারিত জানতে এই পেইজটি দেখতে পারেন: https://learnenglishwithrezaul.com/

Daily Activities:

Daily Activities বিভিন্ন মানুষের জন্য বিভিন্ন ধরনের। একজন শিক্ষার্থী একভাবে তার দৈনন্দিন কাজ সম্পন্ন করে, আবার চাকুরীজীবিদের দৈনন্দিন কাজ, ব্যবসায়ী কোন ব্যক্তির দৈনন্দিন কাজ বা কৃষিজীবি কোন ব্যক্তির দৈনন্দিন কাজ একে অপর হতে পৃথক। এসো দেখি শিক্ষার্থীরা কিভাবে তাদের দৈনন্দিন কাজ সম্পন্ন করে। মনে করি রফিক ও ফারুক দুজনই শিক্ষার্থী এবং সমবয়সী। তারা দুজনে একে অপরের Cousin। রফিক থাকে নাটোরে আর তার Cousin ফারুক থাকে রাজশাহীতে। রফিক নাটোর থেকে ফারুকের বাড়ী রাজশাহীতে বেড়াতে এসেছে। তারা দুজনে ইংরেজি শিক্ষতেও খুব আগ্রহী। রফিক ইংরেজিতে বিভিন্ন প্রশ্ন করে ফারুকের কাছ থেকে জানতে চাচ্ছে যে সকালে কখন ঘুম থেকে উঠে ও উঠার পর সে কখন কি করে করে। অর্থাৎ রফিক তার Cousin-এর কাছ থেকে Daily Activities বিষয়ে জানবে। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা দেখি তাদের মধ্যে কি কথাবার্তা হয়।

সবার দিন শুরু হয় ঘুম থেকে উঠার মধ্য দিয়ে। তাই রফিক তার Cousin ফারুকের কাছে জানতে চাচ্ছে সে কখন ঘুম থেকে উঠে। তাই প্রথমেই জেনে নেই ঘুম থেকে উঠার বিষয়টি কিভাবে প্রশ্ন করতে হয় এবং কিভাবে তার জবাব দিতে হয়।

রফিক যদি বলতে চায়: ফারুক, তুমি সকালে কয়টার সময় ঘুম থেকে উঠো? এই কথাগুলো ইংরেজিতে বলতে হলে, তাকে বলতে হবে: What time do you get up? এখানে ’get up‘ দ্বারা ’ঘুম থেকে উঠা’ বুঝানো হচ্ছে। কাজেই, When do you get up from sleep? এই ‘from sleep’ না বললেও কোন অসুবিধা নাই। ’get up’ দ্বারা বিভিন্ন অবস্থা থেকে ’উঠা’ বুঝানোর জন্য ব্যবহৃত হয়। যদি কোন বসে থাকা ব্যক্তিকে আমরা উঠে দাড়াতে বলি, তাহলে বলবো: ’get up, please‘-এর অর্থ বসা অবস্থা থেকে উঠা। আমরা কোন গানের অনুষ্ঠানে দেখি যারা ষ্টেজে গান গায়, তারা গান গাওয়ার সময় বলে: Get up and sing with me= তোমরা বসা অবস্থা থেকে উঠো এবং আমার সাথে গান করো। একইভাবে শোয়া অবস্থা থেকে উঠা এবং ঘুম থেকেও উঠা বুঝানোর জন্য get up ব্যবহৃত হয়। কোন অবস্থায় কি প্রশ্ন করা হচ্ছে সে বিষয়টি Spoken English-এ খুব গুরুত্বপূর্ণ। অবস্থা বুঝে এই ’get up‘-কে তোমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পার। তাহলে Daily Activities বিষয়ে প্রথম সাধারনত: কি জিজ্ঞাসা করা হয়, তা আবার দেখি:

Rafiq: What time do you get up in the morning?=তুমি সকালে কখন ঘুম থেকে উঠো? [What time-এর স্থলে আমরা When লিখতে পারি। What time=When. আবার get up-এর স্থলে wake up লিখতে পারি। get up= wake up]

Faruk: I usually get up at about six fifteen= আমি সাধারণত: প্রায় ছয়টা পনেরো এ উঠি। [usually-এর স্থলে generally, normally লিখা যায়]।

তারপর রফিক হয়তো জানতে চাইলো: What do you do after that?= এর পরে তুমি কি করো? এখন ফারুক যা যা করে তা বলবে।

ফারুক হয়ত বলবে: After getting up from bed, I wash my hands, mouth and teeth. Then, I go to my reading room to study the lessons of different subjects= ঘুম থেকে ওঠার পরে আমি হাত, মুখ এবং দাঁত ধুয়ে ফেলি। তারপরে, আমি আমার পড়ার ঘরে বিভিন্ন বিষয়ের পাঠ অধ্যয়ন করতে যাই। লক্ষ্য করো ফারুক কিভাবে রফিককে একটার পর একটা কি কি কাজ করে তার বর্নণা দিচ্ছে। এগুলো বুঝে নিজে নিজে বাক্য তৈরী করা ও মুখে তা উচ্চারণ করে Practice করা দরকার। অবশ্যই এটা মনে রাখতে হবে যে, তুমি যত ইংরেজিই জানো না কেন, মুখে উচ্চারণ করে না বললে তুমি কোনদিনই ইংরেজি বলতে পারবে না। তোমার ইংরেজি ভাল জানা থাকতে পারে, কিন্তু সেই জানা ইংরেজি মুখে বলে Practice না করার জন্য তুমি তা বলতে পারবে না। মুখে উচ্চারণ করে বলাটাই হচ্ছে Spoken English-এ Fluency অর্জনের একমাত্র উপায়। এসো দৈনন্দিন কাজের বর্নণা দেয়ার অন্য সব বাক্যগুলি ইংরেজি শিখি।

Rafiq: What time do you have breakfast?- সকালের নাস্তা কখন খাও?

Faruk: I usually have breakfast at eight thirty. – আমি সাধারণত আট তিরিশটা নাস্তা খাই।

Rafiq: What do you do after having breakfast. – সকালের নাস্তা খাওয়ার পর তুমি কি করো?

Faruk: I take preparation for going to school. – আমি স্কুলে যাওয়ার প্রস্তুতি নিই।

Rafiq: What time do you go to school? – তুমি কখন স্কুলে যাও?

Faruk: I go to school at ten. – আমি দশটায় স্কুলে যাই।

Rafiq: When do you get back from school? – তুমি কখন স্কুল থেকে ফেরো? [get back অর্থ ফিরে আসা।

Faruk: I get back from school at three thirty. – আমি স্কুল থেকে তিনটা ত্রিশ এ ফিরে আসি।

Rafiq: Then when do you have lunch? – তাহলে কখন তুমি দুপুরের খাবার খাও?[এখানে ‘Then’-এর অর্থ ‘তাহলে’। ‘Then’-এর প্রকৃত অর্থ ’তখন’, কিন্তু একটার পর একটা কোন কাজ বা অন্য কোন কিছুর বর্নণা দিতে গেলে ‘Then’-এর অর্থ কখনো কখনো ’তাহলে’ হয় আবার কখনো কখনো ‘তারপর’ হয়।]

Faruk: I usually have light food during tiffin hour and when I get back from school at 3:30, I wash my hands and mouth and then have lunch. – আমি সাধারণত টিফিনের সময় হালকা খাবার খাই এবং যখন আমি স্কুল থেকে সাড়ে তিনটায় ফিরে আসি, তখন আমি আমার হাত এবং মুখ ধুয়ে ফেলি এবং তারপরে দুপুরের খাবার খাই।[লক্ষ্য করো ’then’ শব্দের অর্থ এখানে ’তারপর’ হয়েছে]।

Rafiq: What do you normally do in the afternoon? – সাধারণত: বিকেলে তুমি কী করো?

Faruk: In the afternoon, I go to the playing field and play cricket and football with my friends and classmates. – বিকেলে, আমি খেলার মাঠে গিয়ে বন্ধুদের এবং সহপাঠীদের সাথে ক্রিকেট এবং ফুটবল খেলি।

Rafiq: What time do you get back home from the playing field? – খেলার মাঠ থেকে তুমি কখন বাড়ী ফিরো?

Faruk: I get back home before the sun sets. – আমি সূর্য অস্ত যাওয়ার আগে ঘরে ফিরে আসি।

Rafiq: What do you do after that? – এর পরে তুমি কি করো?

Faruk: You know, for playing my body gets lots of sweats and for that first, I clean my body by taking a bath. After taking bath, I feel fresh and fine. After that, I study to complete the lessons for my school. – তুমি জান, খেলাধূলা করে প্রচুর ঘাম হয় এবং তার জন্য প্রথমে আমি গোসল করে আমার শরীর পরিষ্কার করি। গোসল করার পরে, আমি সতেজ এবং ভাল অনুভব করি। এর পরে, আমি আমার স্কুলের পড়াশুনা শেষ করার জন্য লেখাপড়া করি।

Rafiq: When do you go to bed? – তুমি কখন ঘুমোতে যাও?

Faruk: I rarely go to bed until I can finish my class lessons. I can normally finish all my lessons by eleven pm. So, I can say that I go to bed at or around eleven pm. – আমি আমার ক্লাসের পড়াশোনা শেষ না করা পর্যন্ত আমি খুব কমই ঘুমোতে যাই। আমার সমস্ত পাঠ শেষ করতে সাধারণত: রাত এগারোটা বেজে যায়। তাই, আমি বলতে পারি যে আমি রাত এগারো বা তার কাছাকাছি বিছানায় যাই।

এই হচ্ছে সকালে ঘুম থেকে উঠা হতে রাত্রীতে ঘুমোতে যাওয়া পর্যন্ত একজন শিক্ষার্থী কি কি করে, তার একটি সহজ সরল বর্নণা। লক্ষ্য করো প্রতিদিনের রুটিন সম্পর্কে কথা বলার জন্য Present Indefinite Tense ব্যবহার করা হয়েছে। কারণ সহজ করি নিয়মিত ঘটে যাওয়া কাজগুলিকে Present Indefinite Tense-এ বর্ণনা করতে হয়।

এখন আরো কিছু গুরুত্বপূর্ণ Daily Routines বা Daily Activities Vocabulary জেনে নেই।

wake up=ঘুম থেকে জাগা/উঠা; have breakfast=নাস্তা খাওয়া

take a shower=গোসল করা; go to school= স্কুলে যাওয়া

take the bus=বাসে উঠা বা চড়া; have lunch=দুপুরের খাবার খাওয়া

study for exams=পরীক্ষার জন্য পড়াশোনা করা; read a book= বই পড়া

go to bed=ঘুমাতে যাওয়া; chat with friends=বন্ধুদের সাথে চ্যাট করা

get dressed=পোশাক পরা; comb my hair=আমার চুল চিরুনি কর

take preparation for exams=পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়া

clean up the room=ঘর পরিষ্কার করা

আরও বাক্য কয়েকটি বাক্য যা Daily Activities সম্পর্কে বলার জন্য ব্যবহার করা যায়।

  1. I usually go to the gym in the morning= আমি সাধারণত সকালে জিমে যাই।
  2. I have dinner at around 8 pm= রাত ৮ টার দিকে আমি রাতের খাবার খাই।
  3. I never wake up before 6 am= আমি কখনই সকাল 6 টার আগে ঘুম থেকে উঠি না।
  4. I play video games every afternoon=আমি প্রতি বিকেলে ভিডিও গেম খেলি।
  5. I give a status on Facebook every day= আমি প্রতিদিন ফেসবুকে একটি স্ট্যাটাস দিই।
  6. I study English every day=আমি প্রতিদিন ইংরেজি পড়ি।

সবশেষে, তোমাদের Practice-এর জন্য দশটি প্রশ্ন দিলাম, এ প্রশ্নগুলোর জবাব লিখার চেষ্টা কর ও মুখে উচ্চারণ করে বলা Practice করো।

  1. What time do you get up?
  2. What are the things you do after you get up?
  3. What time do you have breakfast?
  4. Who do you usually have breakfast with?
  5. What time do you go to school?
  6. How do you get to school?
  7. When do you get back from school?
  8. Do you complete your lessons every day?
  9. When do you have dinner?
  10. When do you go to sleep?

আমার মনে হয় Daily Activities কি এবং তা কিভাবে বর্নণা করতে হয়, তা বুঝাতে পেরেছি। বেশী বেশী বলার Practice করো। ভূলতো হবেই, আর এই ভূল করার মধ্য ‍দিয়েই ইংরেজি শিখতে হয়। তুমি যেদিন ইংরেজির সবকিছু শিখবে, তারপর ইংরেজি বলা শুরু করবে, এমন যদি মনে করে থাকো, তবে বলছি তুমি কোনদিনই সব ইংরেজি শিখতেও পারবে না, আর তোমার ইংরেজি বলাও হবে না। তাই তুমি যতটুকু জান, ততটুকুই বলার চেষ্টা করো।

Rezaul Karim.

Rezaul Karim

Hi, my name is Rezaul Karim. I am an English teacher and founder of LearnEnglishWithRezaul.com. I work with non-native English learners to help them understand English grammar from basic to intermediate. I also help them improve their conversation skills, and communication ability and reduce their accent. I hope you may like my posts on this website, and if you really really feel that this page/website is useful for English learners, please happily share it for others to know.

Leave a Reply