Voice Change (Active to Passive): Elementary

Voice Change (Active to Passive)-কে আরও সুন্দর ও সহজ করে বুঝার জন্য, গ্রামারের অনেক নতুন কিছু জানার জন্য Learn English with Rezaul -পুস্তকটি পড়তে পারেন। ক্যুরিয়ারের মাধ্যমে পুস্তকটি সংগ্রহ করতে পারবেন। সাতশত পৃষ্ঠার পুস্তকটিতে ৮৩-টি ইউনিক কনটেন্ট রয়েছে, যা আপনাকে ইংরেজি গ্রামারের বিষয়ে অনেক অবাক করা ধারণা দেবে। পুস্তকটির বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন: https://learnenglishwithrezaul.com/

Introduction:

এই lesson-এ active to passive voice করার নিয়মাবলী সম্মন্ধে জানবো। তার আগে আমরা জেনে নেই voice কাকে বলে, voice কত প্রকার প্রভৃতি বিষয়াদি।

Voice কাকে বলে? 

বাক্যের transitive verb-এর কাজ subject সরাসরি সম্পন্ন করছে, না transitive verb-এর কাজ পরোক্ষভাবে সম্পাদিত হচ্ছে, তা verb-এর যে গঠন প্রনালীর মাধ্যমে জানা যায় তাকেই Voice বলে। 

Voice কত প্রকার:

Voice দুই প্রকারঃ

  1. Active voice
  2. Passive voice

Active voice:

বাক্যের transitive verb-এর কাজ subject যখন সরাসরি সম্পন্ন করে, তাকেই Active voice বলে।  The sentence in which the subject does the work of a transitive verb directly is called an active voice.

Example:

  • I do the work. – আমি কাজটি করি।
  • They play football. – তারা ফুটবল খেলে।
  • I eat rice. – আমি ভাত খাই।

Passive voice:

বাক্যের transitive verb-এর কাজ  যখন subject দ্বারা পরোক্ষভাবে সম্পন্ন হয়, তখন তাকে Passive voice বলে।  The sentence in which the subject does the work of a transitive verb indirectly is called an a Passive voice.

Example:

  • The work is done by me. – কাজটি আমার দ্বারা করা হয়।
  • Football is played by them. – ফুটবল তাদের দ্বারা খেলা হয়।
  • Rice is eaten by me. – ভাত আমার দ্বারা খাওয়া হয়।

Passive voice-এর বাক্য চেনার উপায়:

কোন বাক্যের সাহায্যকারী verb হিসাবে ‘be’ verb ও তারপর মূল verb-এর তিন নম্বর রুপ বা Past participle থাকলে বুঝা যাবে বাক্যটি Passive voice-এর বাক্য।

be-verb + verb (past participle)=Passive voice

Active থেকে passive করার নিয়ম:

পূর্ণ একটি Active voice-এর বাক্যকে চারটি step সম্পন্ন করার মাধ্যমে Passive voice-এ পরিবর্তন করা হয়।

  1. Object-কে  subject করা, অর্থাৎ  transitive verb-এর পর যে  noun বা  noun phrase থাকে, তাকে subject করা,
  2. Transitive verb-এর পূর্বে সঠিক ‘be’ verb ব্যবহার করা,
  3. Transitive verb-কে verb-এর তিন নম্বর বা Past participle-এ পরিবর্তণ করা,
  4. By + বাক্যের কর্তা। কর্তা pronoun হলে object form-এ লেখা, pronoun না হলে কর্তা হিসাবে যা থাকবে, তাই লিখা।

Transitive verb-এর পূর্বে কখন, কোন রুপের বা form-এর ’be’ verb  ব্যবহার করবো:

আমরা জানি ’be’ verb-এর রুপ বা form আটটি। যেমন:

  • Present:  be, am, is, are
  • Past:  was, were
  • Past participle: been
  • Present participle: being

এই আটটি ’be’ verb-কে transitive verb-এর পূর্বে ব্যবহার করে আমরা বারটি tense-এর  sentence ‍গুলিকে কিভাবে Active voice থেকে  Passive voice-এ পরিবর্তণ করতে হয়, তা জানবো।

Present Indefinite Tense-এর বাক্যকে Passive voice করা:

Present Indefinite Tense-এর বাক্যকে Passive voice করার জন্য সঠিক ‘be’ verb হচ্ছে   am, is, are.

Example:

  • Active: He eats the banana.
  • Passive: The banana is eaten by him.
  • Active: They eat the bananas.
  • Passive: Bananas are eaten by them.
  • Active: My mother loves me.
  • Passive: I am loved by my mother.
  • Active: I write a letter.
  • Passive: A letter is written by me.

Past Indefinite Tense-এর বাক্যকে Passive voice করা:

Past Indefinite Tense-এর বাক্যকে Passive voice করার জন্য সঠিক ‘be’ verb হচ্ছে  was, were.

Example:

  • Active: He ate the banana.
  • Passive: The banana was eaten by him.
  • Active: They ate the bananas.
  • Passive: The bananas were eaten by them.
  • Active: My mother loved me.
  • Passive: I was loved by my mother.
  • Active: I wrote a letter.
  • Passive: A letter was written by me.

সকল প্রকারের Perfect Tense-এর বাক্যকে Passive voice করা:

সকল ধরনের Perfect Tense অর্থাৎ  Present perfect,   Past perfect ও  Future perfect tense-এর বাক্যকে Passive voice করার জন্য সঠিক ‘be’ verb হচ্ছে been. এই ‘been’-কে বাক্যে থাকা  auxiliary verb ও  main verb-এর মধ্যে বসাতে হয়।

Example:

  • Active: Present perfect: He has eaten the banana.
  • Passive: Present perfect: The banana has been eaten by him.
  • Active: Past perfect: They had eaten the bananas.
  • Passive: Past perfect: Bananas had been eaten by them.
  • Active: Future perfect:  My mother will have loved me.
  • Passive: Future perfect:  I will have been loved by my mother.
  • Active: Present perfect: I have written a letter.
  • Passive: Present perfect: A letter has been written by me.

সকল প্রকারের Continuous Tense-এর বাক্যকে Passive voice করা:

সকল ধরনের Continuous Tense অর্থাৎ Present continuous, Past continuous, Future continuous, Present perfect continuous, Past perfect continuous ও Future perfect continuous  tense-এর বাক্যকে Passive voice করার জন্য সঠিক ‘be’ verb হচ্ছে being. এই ‘being’-কে বাক্যে থাকা auxiliary verb ও  main verb-এর মধ্যে বসাতে হয়।

Example:

  • Active: Present continuous: He is eating the banana.
  • Passive: Present continuous: The banana is being eaten by him.
  • Active: Past continuous: They were eating the bananas.
  • Passive: Past continuous: Bananas were being eaten by them.
  • Active: Future continuous:  My mother will be reading a book.
  • Passive: Future continuous:  A book will be being read by my mother.
  • Active: Present perfect continuous: I have been writing a letter.
  • Passive: Present perfect continuous: A letter has been being written by me.
  • Active: Past perfect continuous: I had been writing a letter.
  • Passive: Past perfect continuous: A letter had been being written by me.
  • Active: Future perfect continuous: I will have been writing a letter.
  • Passive: Future perfect continuous: A letter will have been being written by me.

সকল প্রকারের Modal auxiliary verb দ্বারা গঠিত  ‍sentence-কে Passive voice করা:

সকল ধরনের Modal auxiliary verb অর্থাৎ shall, should, will, would, can, could, may, might, must প্রভৃতি Modal auxiliary verb দ্বারা গঠিত -এর বাক্যকে Passive voice করার জন্য সঠিক ‘be’ verb হচ্ছে be. এই ‘be’-কে modal auxiliary verb ও  main verb-এর মধ্যে বসাতে হয়।

Example:

  • Active:  He will eat the banana.
  • Passive:  The banana will be eaten by him.
  • Active: I should eat the bananas.
  • Passive: Bananas should be eaten by me.
  • Active:  My mother would read a book.
  • Passive: A book would be read by my mother.
  • Active: I can write a letter.
  • Passive: A letter can be written by me.
  • Active:  I must write a letter.
  • Passive:  A letter must be written by me.
  • Active: I might write a letter.
  • Passive:  A letter might be written by me.

Voice change (active to passive)-এর বিষয়ে আরও জানতে Voice change (Intermediate to advanced) পেইজটি ভিজিট করুন।

Conclusion:

ইংরেজি ব্যাকরণে, ভাষা আয়ত্ত করার জন্য Active Voice থেকে Passive Voice-এ বাক্য রূপান্তর শেখা অপরিহার্য। কারণ Active Voice থেকে Passive Voice ইংরেজিতে কার্যকর যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ উপাদান। তাই এই বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে শেখা প্রয়োজন।

Rezaul Karim

Hi, my name is Rezaul Karim. I am an English teacher and founder of LearnEnglishWithRezaul.com. I work with non-native English learners to help them understand English grammar from basic to intermediate. I also help them improve their conversation skills, and communication ability and reduce their accent. I hope you may like my posts on this website, and if you really really feel that this page/website is useful for English learners, please happily share it for others to know.

This Post Has One Comment

  1. Md. Shahjalal

    Excellent.

Leave a Reply