Introduction:
এই lesson-এ active to passive voice করার নিয়মাবলী সম্মন্ধে জানবো। তার আগে আমরা জেনে নেই voice কাকে বলে, voice কত প্রকার প্রভৃতি বিষয়াদি।
What is a Voice?
বাক্যের transitive verb-এর কাজ subject সরাসরি সম্পন্ন করছে, না transitive verb-এর কাজ পরোক্ষভাবে সম্পাদিত হচ্ছে, তা verb-এর যে গঠন প্রনালীর মাধ্যমে জানা যায় তাকেই Voice বলে।
Types of Voice:
Voice দুই প্রকারঃ
- Active voice
- Passive voice
Active voice:
বাক্যের transitive verb-এর কাজ subject যখন সরাসরি সম্পন্ন করে, তাকেই Active voice বলে। The sentence in which the subject does the work of a transitive verb directly is called an active voice.
Example:
- I do the work. – আমি কাজটি করি।
- They play football. – তারা ফুটবল খেলে।
- I eat rice. – আমি ভাত খাই।
Passive voice:
বাক্যের transitive verb-এর কাজ যখন subject দ্বারা পরোক্ষভাবে সম্পন্ন হয়, তখন তাকে Passive voice বলে। The sentence in which the subject does the work of a transitive verb indirectly is called an a Passive voice.
Example:
- The work is done by me. – কাজটি আমার দ্বারা করা হয়।
- Football is played by them. – ফুটবল তাদের দ্বারা খেলা হয়।
- Rice is eaten by me. – ভাত আমার দ্বারা খাওয়া হয়।
Passive voice-এর বাক্য চেনার উপায়:
কোন বাক্যের সাহায্যকারী verb হিসাবে ‘be’ verb ও তারপর মূল verb-এর তিন নম্বর রুপ বা Past participle থাকলে বুঝা যাবে বাক্যটি Passive voice-এর বাক্য।
be-verb + verb (past participle)=Passive voice
Active থেকে passive করার নিয়ম:
পূর্ণ একটি Active voice-এর বাক্যকে চারটি step সম্পন্ন করার মাধ্যমে Passive voice-এ পরিবর্তন করা হয়।
- Object-কে subject করা, অর্থাৎ transitive verb-এর পর যে noun বা noun phrase থাকে, তাকে subject করা,
- Transitive verb-এর পূর্বে সঠিক ‘be’ verb ব্যবহার করা,
- Transitive verb-কে verb-এর তিন নম্বর বা Past participle-এ পরিবর্তণ করা,
- By + বাক্যের কর্তা। কর্তা pronoun হলে object form-এ লেখা, pronoun না হলে কর্তা হিসাবে যা থাকবে, তাই লিখা।
Transitive verb-এর পূর্বে কখন, কোন রুপের বা form-এর ’be’ verb ব্যবহার করবো:
আমরা জানি ’be’ verb-এর রুপ বা form আটটি। যেমন:
- Present: be, am, is, are
- Past: was, were
- Past participle: been
- Present participle: being
এই আটটি ’be’ verb-কে transitive verb-এর পূর্বে ব্যবহার করে আমরা বারটি tense-এর sentence গুলিকে কিভাবে Active voice থেকে Passive voice-এ পরিবর্তণ করতে হয়, তা জানবো।
Present Indefinite Tense-এর বাক্যকে Passive voice করা:
Present Indefinite Tense-এর বাক্যকে Passive voice করার জন্য সঠিক ‘be’ verb হচ্ছে am, is, are.
Example:
- Active: He eats the banana.
- Passive: The banana is eaten by him.
- Active: They eat the bananas.
- Passive: Bananas are eaten by them.
- Active: My mother loves me.
- Passive: I am loved by my mother.
- Active: I write a letter.
- Passive: A letter is written by me.
Past Indefinite Tense-এর বাক্যকে Passive voice করা:
Past Indefinite Tense-এর বাক্যকে Passive voice করার জন্য সঠিক ‘be’ verb হচ্ছে was, were.
Example:
- Active: He ate the banana.
- Passive: The banana was eaten by him.
- Active: They ate the bananas.
- Passive: The bananas were eaten by them.
- Active: My mother loved me.
- Passive: I was loved by my mother.
- Active: I wrote a letter.
- Passive: A letter was written by me.
সকল প্রকারের Perfect Tense-এর বাক্যকে Passive voice করা:
সকল ধরনের Perfect Tense অর্থাৎ Present perfect, Past perfect ও Future perfect tense-এর বাক্যকে Passive voice করার জন্য সঠিক ‘be’ verb হচ্ছে been. এই ‘been’-কে বাক্যে থাকা auxiliary verb ও main verb-এর মধ্যে বসাতে হয়।
Example:
- Active: Present perfect: He has eaten the banana.
- Passive: Present perfect: The banana has been eaten by him.
- Active: Past perfect: They had eaten the bananas.
- Passive: Past perfect: Bananas had been eaten by them.
- Active: Future perfect: My mother will have loved me.
- Passive: Future perfect: I will have been loved by my mother.
- Active: Present perfect: I have written a letter.
- Passive: Present perfect: A letter have been written by me.
সকল প্রকারের Continuous Tense-এর বাক্যকে Passive voice করা:
সকল ধরনের Continuous Tense অর্থাৎ Present continuous, Past continuous, Future continuous, Present perfect continuous, Past perfect continuous ও Future perfect continuous tense-এর বাক্যকে Passive voice করার জন্য সঠিক ‘be’ verb হচ্ছে being. এই ‘being’-কে বাক্যে থাকা auxiliary verb ও main verb-এর মধ্যে বসাতে হয়।
Example:
- Active: Present continuous: He is eating the banana.
- Passive: Present continuous: The banana is being eaten by him.
- Active: Past continuous: They were eating the bananas.
- Passive: Past continuous: Bananas were being eaten by them.
- Active: Future continuous: My mother will be reading a book.
- Passive: Future continuous: A book will be being read by my mother.
- Active: Present perfect continuous: I have been writing a letter.
- Passive: Present perfect continuous: A letter have been being written by me.
- Active: Past perfect continuous: I had been writing a letter.
- Passive: Past perfect continuous: A letter had been being written by me.
- Active: Future perfect continuous: I will have been writing a letter.
- Passive: Future perfect continuous: A letter will have been being written by me.
সকল প্রকারের Modal auxiliary verb দ্বারা গঠিত sentence-কে Passive voice করা:
সকল ধরনের Modal auxiliary verb অর্থাৎ shall, should, will, would, can, could, may, might, must প্রভৃতি Modal auxiliary verb দ্বারা গঠিত -এর বাক্যকে Passive voice করার জন্য সঠিক ‘be’ verb হচ্ছে be. এই ‘be’-কে modal auxiliary verb ও main verb-এর মধ্যে বসাতে হয়।
Example:
- Active: He will eat the banana.
- Passive: The banana will be eaten by him.
- Active: I should eat the bananas.
- Passive: Bananas should be eaten by me.
- Active: My mother would read a book.
- Passive: A book would be read by my mother.
- Active: I can write a letter.
- Passive: A letter can be written by me.
- Active: I must write a letter.
- Passive: A letter must be written by me.
- Active: I might write a letter.
- Passive: A letter might be written by me.
Voice change-এর বিষয়ে আরও জানতে Voice change (Intermediate to advance) পেইজটি ভিজিট করুন।
Excellent.