’Determiner কাকে বলে’ এ বিষয়টি আরও সুন্দর ও সহজ করে বুঝার জন্য, গ্রামারের আরও অনেক নতুন কিছু জানার জন্য Learn English with Rezaul -পুস্তক আকারে প্রকাশিত হয়েছে। ক্যুরিয়ারের মাধ্যমে পুস্তকটি সংগ্রহ করতে পারবেন। সাতশত পৃষ্ঠার পুস্তকটিতে ৮৩-টি কনটেন্ট রয়েছে, যা আপনাকে ইংরেজি গ্রামারের বিষয়ে অনেক অবাক করা ধারণা দেবে। পুস্তকটির বিষয়ে বিস্তারিত জানতে এই পেইজটি দেখতে পারেন: https://learnenglishwithrezaul.com/

আমরা ইতিমধ্যে স্ববিস্তারে জেনেছি যে, Adjective বলতে কি বুঝায়, Adjective প্রকার ইত্যাদি। আজ আমরা Determiner কাকে বলে, এবং Determiner ও Adjective-এর মধ্যে কি কি পার্থক্য রয়েছে, সে বিষয়ে জানবো।
Determiner কাকে বলে?
যে শব্দ বা শব্দগুচ্ছ কোন Noun-এর পূর্বে বসে ঐ Noun-কে সুনির্দিষ্ট করে অথবা Noun-এর পরিমান, সংখ্যা ইত্যাদি নির্দিষ্ট করে বর্নণা করে, তাকেই Determiner বলে। Determiner হচ্ছে কোন Noun-এর সূচক (Indicator), চিহ্নিতকারী (marker) বা স্পষ্টকারী শব্দ (Clarifying words).
Determiner চেনার উপায়:
Noun-কে 1. কোনটি ( Which one ), 2. কতটা বা কি পরিমান ( How many / how much ), এবং 3. কার ( Whose ) দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটিই Determiner.
Determiner-এর প্রকারভেদ:
1. Articles:
A, an এবং the হচ্ছে Articles. এরা বাক্যে কিভাবে Determiner-এর কাজ সম্পন্ন করে, তা লক্ষ্য করো:
- I saw a bird on the tree – আমি গাছে একটা পাখি দেখলাম।
- Please close the door – দয়া করে দরজাটি বন্ধ করো।
- Rahim is a good student – রহিম ভাল ছাত্র।
2. Possessives:
My, your, his, her, our, their, its. এরা বাক্যে Possessive Determiner হিসাবে ব্যবহৃত হয়। এরা বাক্যে কিভাবে Determiner-এর কাজ সম্পন্ন করে, তা লক্ষ্য করো:
- This is my house – এটা আমার বাড়ী।
- Will you please tell your name? – দয়া করে তুমি কি তোমার নাম বলবে?
- Those are his shirts – ওগুলো তার জামা।
- I know her name – আমি তার নাম জানি।
- It is our secret technique – এটা আমাদের গোপন কৌশল।
- I know their address – আমি তাদের ঠিকানা জানি।
- The bird is in its house – পাখিরা তাদের বাসায়।
3. Demonstratives:
This, that, these, those. এরা বাক্যে Demonstrative Determiner হিসাবে ব্যবহৃত হয়। এরা বাক্যে কিভাবে Determiner-এর কাজ সম্পন্ন করে, তা লক্ষ্য করো:
- This / that box is empty – এই / ওই বাক্সটি খালি।
- These / those books are mine – এই / ওই বইগুলি আমার।
4. Numbers and Quantifiers:
সংখাবাচক ও পরিমানবাচক শব্দ Number ও Quantifier Determiner হিসাবে ব্যবহৃত হয়। এই শব্দগুলি হচ্ছে: One, two, fifty, first, second, third, few, a few, little, a little, many, much, a lot of, lots of, a bit of, a great deal of, a good deal of, plenty of, most, some, several, any, enough, whole, less, another, other, each, every, any, no, both, either, neither. এরা বাক্যে কিভাবে Determiner-এর কাজ সম্পন্ন করে, তা লক্ষ্য করো:
- He ate two mangoes – সে দুটি আম খেয়েছে।
- Today is my third day at college – আজ আমার কলেজে তৃতীয় দিন।
- I have few friends – আমার কয়েকটা বন্ধু আছে।
- I have a few friends – আমার কিছু বন্ধু আছে।
- Little learning is a dangerous thing – অল্প অধ্যয়ন বিপদজনক জিনিস।
- I have got a little time to finish the course= আমি কোর্স শেষ করতে একটু সময় পেয়েছি।
- He didn’t have many friends – তার অনেক বন্ধু ছিল না।
- We didn’t have much money – আমাদের খুব বেশি টাকা ছিল না।
- He spent a lot of money – তিনি প্রচুর অর্থ ব্যয় করেছিলেন।
- I have lots of things to do – আমার অনেক কিছু করার আছে।
- I found a bit of problem to solve this issue – আমি এই সমস্যাটি সমাধান করতে কিছুটা সমস্যা দেখছি।
- He completed a great deal of work – সে অনেক কাজ সম্পন্ন করেছে।
- He spent a good deal of time on learning English – সে ইংরেজি শিখতে বেশ ভাল সময় ব্যয় করেছে।
- You don’t need to hurry. We’ve got plenty of time – তোমার তাড়াহুড়া করার দরকার নেই। আমরা প্রচুর সময় আছে।
- Rahim is much happier than most people – রহিম বেশিরভাগ মানুষের চেয়ে অনেক বেশি সুখী।
- Faruk has bought some new books – ফারুক কিছু নতুন বই কিনেছে।
- I bought several books from book market – বইয়ের বাজার থেকে বেশ কয়েকটি বই কিনেছি।
- You can answer any question you like – তোমার পছন্দমত যে কোনও প্রশ্নের উত্তর দিতে পারো।
- They have enough money to spend – তাদের ব্যয় করার মতো পর্যাপ্ত অর্থ রয়েছে।
- He spent his whole life in Rajshahi – পুরো জীবন তিনি রাজশাহীতে কাটিয়েছেন।
- He has less chance of passing the examination – পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সুযোগ তার কম।
- I want to drink another cup of coffee – আমি আর এক কাপ কফি পান করতে চাই।
- Some students learn quickly but other students need more time – কিছু শিক্ষার্থী দ্রুত শিখে কিন্তু অন্যান্য শিক্ষার্থীদের আরও সময় প্রয়োজন হয়।
- After passing the examination each student will get a testimonial – পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে প্রতিটি শিক্ষার্থী প্রশংসাপত্র পাবে।
- Every student will get a testimonial after passing the examination – প্রত্যেক শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে প্রশংসাপত্র পাবে।
- Any student can answer the question – যে কোনও শিক্ষার্থী প্রশ্নের উত্তর দিতে পারে।
- I have no time to go there – আমার সেখানে যাওয়ার সময় নেই।
- Both answers are acceptable – উভয় উত্তর গ্রহণযোগ্য।
- Either candidate is fit for the job – প্রত্যেক প্রার্থী (দুয়ের মধ্যে) কাজের জন্য উপযুক্ত।
- Neither candidate is fit for the job – কোনও প্রার্থীই (দুয়ের মধ্যে) কাজের জন্য উপযুক্ত নয়।
Adjective ও Determiner-এর মধ্যে সাদৃশ্য ও পার্থক্য:
- Adjective ও Determiner উভয়েই Noun-কে বর্নণা করে, সেই অর্থে সকল Determiner-ই Adjective, কিন্তু সকল Adjective Determiner নয়।
- Adjective সকল সময় কোন ব্যক্তি বা বস্তু কি ধরণের (What kind), তা বর্নণা করে। আরও সহজ কথায়, Adjective হলো এমন একটি শব্দ, যা কোনো noun বা pronoun-এর গুণ, অবস্থা বা বৈশিষ্ট্য বর্ণনা করতে ব্যবহৃত হয়। পক্ষান্তরে, Determiner Noun-এর সূচক (Indicator), চিহ্নিতকারী (marker) বা স্পষ্টকারী শব্দ (Clarifying words) হিসাবে ব্যবহৃত হয়।
- Adjective একটি Part of speech, কিন্তু Determiner কোন Part of speech-এর অন্তর্গত নয়। ইহা Adjective-এর শ্রেণিভূক্ত কতগুলো শব্দ যা Noun-কে সুস্পষ্ট (Clear) করার জন্য ব্যবহৃত হয়।
- Adjective-এর যেমন Positive, Comparative ও Superlative Degree আছে, কয়েকটি ছাড়া (few, little ইত্যাদি ) Determiner-গুলিকে ঐ ধরণের তিনটি Degree-তে ভাগ করা যায় না।
- Determiner ছাড়া বাক্যে Singular Noun ব্যবহৃত হতে পারে না, কিন্তু এধরণের বাক্যে Adjective ব্যবহৃত নাও হতে পারে।
- Adjective শব্দগুলি কখনই Pronoun হিসাবে ব্যবহৃত হতে পারে না, কিন্তু Article ব্যতীত প্রায় সকল Determiner-কে Pronoun হিসাবে ব্যবহার করা যায়।
- Noun-এর দোষ, গুন প্রকাশ করার জন্য Adjective শব্দ Noun-এর আগে বসতে পারে আবার Verb-এর পরে বসেও Noun-এর দোষ, গুন প্রকাশ করতে পারে, কিন্তু Determiner সকল সময় Noun-এর আগে বসে।
- একটি Noun-এর পূর্বে শুধুমাত্র একটি Determiner ব্যবহৃত হতে পারে, কিন্তু একটি Noun-এর পূর্বে একাধিক Adjective ব্যবহার করা যায়।
- Noun-এর জন্য Determiner ও Adjective উভয়েই একই সাথে ব্যবহৃত হয়, সে ক্ষেত্রে Adjective-এর পূর্বে Determiner বসে, Determiner-এর পূর্বে Adjective ব্যবহৃত হয় না।
Conclusion:
Determiner কাকে বলে, তা আমরা জানলাম। বুঝা গেল যে, Adjective এবং Determiner উভয়ই ইংরেজি ভাষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে বাক্যে Determiner ও Adjective কাজ বা ভূমিকা ভিন্ন। Adjective বাক্যের Noun-কে আরও বিস্তারিতভাবে বর্ণনা করে, আর Determiner noun-এর সংখ্যা, পরিমাণ প্রভৃতি সুনির্দিষ্টভাবে নির্দেশ করে। ভাষার শুদ্ধতা এবং স্পষ্টতা বজায় রাখতে Adjective এবং Determiner পার্থক্য বুঝে সঠিকভাবে ব্যবহার করা অত্যন্ত জরুরি।
Rezaul Karim