You are currently viewing Use of the Words ‘See’, ‘Look’ and ‘Watch’

Use of the Words ‘See’, ‘Look’ and ‘Watch’

Warning:

Learn English with Rezaul-এর content গুলো copyright দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত।

Copyright Registration Number: CRL – 30202

See, Look and Watch

ইংরেজি বলতে বা লিখতে চাইলে Grammar জানার সাথে সাথে ইংরেজি শব্দের সঠিক অর্থ ও তার ব্যবহার জানা আবশ্যক। অন্যথায় বাক্যটি Grammar এর দিক থেকে বা বাক্য গঠন প্রণালীর দিক থেকে সঠিক হলেও আমরা যা বুঝাতে চাচ্ছি, তা ঠিকমত বুঝানো যাবে না। তাছাড়া বাক্যে সঠিক শব্দ ব্যবহৃত না হলে নানা ভুল বুঝাবুঝিরও সৃষ্টি হতে পারে। একারনেই গ্রামার শেখার সাথে সাথে আমরা বিভিন্ন শব্দের ব্যবহার শিখব। আজ আমরা তিনটি খুব পরিচিত শব্দ ও তাদের ব্যবহার জানব। এই শব্দ তিনটি হচ্ছে: See, Look and Watch.

See, Look and Watch এই তিনটি শব্দের অর্থ হচ্ছে ‘দেখা’। আমরা আমাদের চোখ দ্বারা কত কিছুই না দেখি। এমনিতেই চোখ খোলা থাকলেই কত কিছু দেখা যায়, আবার কোন কিছু দেখতে ইচ্ছা করলে সেটি দেখা হয়। কিছু জিনিস বা দৃশ্য দেখি যা স্থির আবার কিছু জিনিস বা দৃশ্য রয়েছে, যা সচল বা চলমান। সম্ভবত: এ সকল কারনেই See, Look and Watch শব্দের অর্থ ‘দেখা’ হলেও দেখার বিভিন্ন অবস্থা বর্ণনা করতে বিভিন্ন শব্দ ব্যবহার করা হয়। এখন দেখি কোন শব্দ কখন ব্যবহার করা সংগত বা যুক্তিযুক্তি।

See:

সাধারণত: চোখ খোলা থাকলে যা কিছু দেখা যায়, তার কোন কিছু সম্পর্কে বলতে আমরা ‘See’ ব্যবহার করি।

যেমন:  I see a bird= আমি একটি পাখি দেখি । এই দেখা ইচ্ছা করে দেখা নয়, চোখ খোলা আছে, তাই দেখা যাচ্ছে বা দেখি ।

I saw him in the market = আমি তাকে বাজারে দেখলাম । এই ‘দেখাও’ ইচ্ছা করে দেখা নয়। অর্থাৎ বাজারে গিয়েছিলাম, চোখ খোলা ছিল তাই অনেক কিছুই দেখছিলাম, তার মধ্যে তাকেও দেখলাম।

এমনি ধরনের আরও কতগুলো বাক্য।

He can’t see anything= সে কিছুই দেখতে পায় না। অর্থাৎ চোখ খোলা থাকলে চার পাশের অনেক কিছু দেখা যায়, কিন্তু  চোখ খোলা থাকা সত্ত্বেও কিছুই দেখতে পায় না।

Every day I see my neighbour and everyday he sees me= প্রতিদিন আমি আমার প্রতিবেশীকে দেখি এবং প্রতিদিন সে আমাকে দেখে।

I saw him yesterday= আমি গতকাল তাকে দেখেছিলাম।

Look:

এখন দেখি Look শব্দ ব্যবহার করে আমরা কেমন ‘দেখা’ বুঝাতে চাই। Look অর্থ নির্দিষ্ট কোন ব্যক্তি,বস্তু,স্থান বা কোন কিছুর দিকে ইচ্ছা করে তাকিয়ে দেখা (to direct our eyes at a person, place or thing in order to see) যা সাধারণত: স্থির অবস্থায় আছে।

Look at the bird= পাখিটির দিকে তাকাও বা পাখিটিকে দেখ। এখানে বলা বা বুঝানো হচ্ছে যে, সুনির্দিষ্টভাবে পাখিটির দিকে তাকাও। এমন ক্ষেত্রে See at the bird বলা যাবে না।

He looked at me= সে আমার দিকে তাকাল ।

They looked at the picture= তারা ছবিটির দিকে তাকাল ।

Watch:

এখন দেখি Watch শব্দ দ্বারা কেমন দেখা বুঝানো হয়। Watch শব্দ দ্বারা আমরা এমন ‘দেখা’ বুঝাতে চাই, যা সাধারণত: আমরা দর্শক হিসাবে দেখি। Watch শব্দ ব্যবহারের দ্বিতীয় শর্ত হচ্ছে, যা দেখি তা চলমান হতে হবে । অর্থাৎ চলমান কোন বস্তু বা দৃশ্য দর্শক হিসাবে দেখলে, তা বর্ণনা করতে Watch ব্যবহার করি।

I watch TV every morning= প্রতি সকালে আমি TV দেখি। এর অর্থ প্রতি সকালে আমি TV এর অনুষ্ঠান দেখি (অনুষ্ঠান চলমান, স্থির নয়)।

এখানে যদি বলা হয় I see TV every morning তবে Grammar অনুযায়ী বাক্য সঠিক হবে, তবে এর অর্থ যা বুঝাবে, তা হচ্ছে প্রতি সকালে আমি TV set বা গোটা TV set-কে দেখি বুঝাবে। তবে টিভি দেখার ক্ষেত্রে see ব্যবহার করা যায় যদি বাক্যটিতে অনুষ্ঠানের নাম যোগ করা হয়।

I see TV news every night= আমি প্রতি রাত্রিতে টিভি খবর দেখি।

Every night I see TV serial/drama= প্রতি রাত্রিতে আমি টিভি সিরিয়াল/নাটক দেখি।

Did you see/watch ‘Alif Laila’ last night?= গত রাত্রিতে কি তুমি আলিফ লায়লা দেখেছো?

We watched the sunset = আমরা সুর্যাস্ত যাওয়া দেখলাম। (সূর্যাস্ত যাওটা চলমান, স্থির নয়।)

সংক্ষেপ কথা হচ্ছে:

(i) See অর্থ সাধারণ দেখা। আমরা see ব্যবহার করব এমন কিছু দেখা বর্ণনা করতে, যা সাধারণত: চোখ খোলা থাকলে দেখতে পাই।

(ii) Look অর্থ তাকিয়ে দেখা। আমরা Look ব্যবহার করব এমন কিছু তাকিয়ে দেখা বর্ণনা করতে যা সাধারনত: স্থির।

(iii) Watch অর্থ দর্শক হিসাবে দেখা। আমরা Watch ব্যবহার করব দর্শক হিসাবে চলমান (Moving) কোন কিছু দেখা বর্ণনা করতে।

See, Look এবং Watch শব্দের এগুলো সাধারণ অর্থ। এই শব্দগুলি আরও অনেক অর্থে ব্যবহার করা যায়। তবে সাধারন অর্থে এই শব্দগুলির ব্যবহার আয়ত্ব করতে পারলে, অন্য অর্থ বুঝা ও তা বাক্যে ব্যবহার করা সহজ হবে।

এখন তোমাদের জন্য একটি প্রশ্ন:

তুমি কোন কিছু কিভাবে দেখ? এমনিতেই কিছু দেখ? নাকি কোন দিকে তাকিয়ে কিছু দেখ? নাকি দর্শক হিসাবে কিছু দেখ? যে ভাবেই দেখ না কেন See, Look এবং Watch শব্দ ব্যবহার করে Comment box- এ লিখে জানাতে পার।

Rezaul Karim

Hi, my name is Rezaul Karim. I am an English teacher and founder of LearnEnglishWithRezaul.com. I work with non-native English learners to help them understand English grammar from basic to intermediate. I also help them improve their conversation skills, and communication ability and reduce their accent. I hope you may like my posts on this website, and if you really really feel that this page/website is useful for English learners, please happily share it for others to know.

Leave a Reply