Indefinite Pronoun কাকে বলে, এ বিষয়ে আরও সুন্দর ও সহজ করে বুঝার জন্য, গ্রামারের আরও অনেক নতুন কিছু জানার জন্য Learn English with Rezaul -পুস্তক আকারে প্রকাশিত হয়েছে। ক্যুরিয়ারের মাধ্যমে পুস্তকটি সংগ্রহ করতে পারবেন। সাতশত পৃষ্ঠার পুস্তকটিতে ৮৩-টি কনটেন্ট রয়েছে, যা আপনাকে ইংরেজি গ্রামারের বিষয়ে অনেক অবাক করা ধারণা দেবে। পুস্তকটির বিষয়ে বিস্তারিত জানতে এই পেইজটি দেখতে পারেন: https://learnenglishwithrezaul.com/

Indefinite Pronoun কাকে বলে?
সুনির্দিষ্ট কোন ব্যক্তি বা বস্তু বা অন্য Noun-কে না বুঝাইয়া কোন অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বা অন্য Noun-কে বুঝানোর জন্য যে Pronoun ব্যবহৃত হয়, তাকেই Indefinite Pronoun বলে। অর্থাৎএই Pronoun কোন নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা অন্য কোন Noun-কে বুঝায় না। এটি অস্পষ্ট এবং “নির্দিষ্ট নয়”।
Indefinite Pronoun Singular ও Plural উভয়ভাবেই ব্যবহৃত হতে পারে। যদি কোন ব্যক্তি, বস্তু বা অন্য কোন Noun একটি হলে, তা Singular এবং একের অধিক হলে Plural হবে। আবার কিছু Indefinite Pronoun আছে, যেগুলো Singular ও Plural উভয়ভাবেই ব্যবহৃত হতে পারে। Singular Indefinite Pronoun সব সময় Singular verb গ্রহণ করে ও Plural Indefinite Pronoun সবসময় Plural verb গ্রহণ করে।
বাক্যে কোন Pronoun কিভাবে ব্যবহৃত হতে পারে, তার একটি তালিকা নিম্নে দেখানো হলো:
Singular | Plural | Singular or Plural |
another | both | all |
anybody, everybody, nobody, somebody | few | any |
anyone, someone, Everyone | many | most |
anything, nothing, something, everything | several | none |
each, other, one, no one, either, neither, | others | some |
এই Pronoun গুলির ভিতর যেসকল Pronoun-এর শেষে —body অথবা —one থাকে তারা ব্যক্তির জন্য ব্যবহৃত হয়। আর সে সকল Pronoun-এর শেষে –thing থাকে, তারা বস্তুর জন্য ব্যবহৃত হয়। এছাড়া অবশিষ্ট Pronoun গুলিকে অবস্থা বুঝে ব্যক্তি, বস্তু বা প্রয়োজনে অন্য কোন Noun-এর জন্য ব্যবহার করতে হয়।
এখন এই Pronoun গুলিকে কিভাবে বাক্যে ব্যবহার করা যা তা দেখিঃ
Another:
I like this ice cream. Can I have another? – আমি এই আইসক্রিম পছন্দ করি। আমি কি আর একটা পেতে পারি?
Anybody:
Anybody can do this. – যে কেউ এটি করতে পারে।
Everybody:
Everybody loves his child. – প্রত্যেকেই তার সন্তানকে ভালবাসে।
Nobody:
Nobody will go there.= কেউ সেখানে যাবে না।
Somebody:
Somebody gave me a phone call. – কেউ আমাকে একটি ফোন কল দিয়েছে।
Anyone:
Anyone can learn English. – যে কেউ ইংরেজি শিখতে পারে।
Someone:
Someone will come and help you.= কেউ আসবে এবং তোমাকে সাহায্য করবে।
Everyone:
Everyone is eager to learn English. – সবাই ইংরেজি শিখতে আগ্রহী।
Anything:
He has not eaten anything in the last two hours. – গত দু’ঘন্টায় তিনি কিছুই খাননি।
Nothing:
I know nothing against him. – আমি তার বিরুদ্ধে কিছুই জানি না।
Something:
Something happened last night. – গত রাতে কিছু ঘটেছিল।
Everything:
Everything is clear to him. – সবকিছু তাঁর কাছে পরিষ্কার।
Each:
Each has his own thoughts. – প্রত্যেকের নিজস্ব চিন্তাভাবনা থাকে।
One:
One was tall and the other was short.= -একজন লম্বা এবং অন্যজন খাট ছিল।
No one:
No one can be happy without education. – পড়াশোনা ছাড়া কেউ সুখী হতে পারে না।
Either:
What will you have, tea or coffee? Either will be good for me. – কি খাবেন, চা না কফি? যে কোনটাই আমার জন্য ভাল হবে।
Neither:
I love Rahim and Faruk, but neither loves me. – আমি রহিম এবং ফারুককে ভালোবাসি, তবে দু’জনই আমাকে ভালবাসে না।
Both:
Both are happy to have me among them. – তাদের মধ্যে আমাকে পেয়ে দুজনেই খুশি।
Few:
Few understood what he said. – তিনি কী বললেন তা খুব কম লোকই বুঝতে পেরেছে।
Many:
Many have come already. – ইতিমধ্যে অনেকেই এসেছেন।
Several:
Several came into my room and talked to me. – বেশ কয়েকজন আমার ঘরে এসে আমার সাথে কথা বলেছিল।
Others:
Never depend on others. Try to stand on your own feet. – কখনও অন্যের উপর নির্ভর করবে না। নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা কর।
All:
All are experts in their own field. – সকলেই নিজ নিজ ক্ষেত্রের বিশেষজ্ঞ।
Any:
Have you some 100 takas with you?= তোমার কাছে কি 100 টাকা আছে? Sorry, I don’t think I have any.= দুঃখিত, আমার মনে হয় না আমার কিছু আছে।
Most:
Some people brought a packed lunch but most had a cooked meal in the canteen. (most people) – কিছু লোক প্যাকেটজাত লাঞ্চ নিয়ে এসেছিলেন তবে বেশিরভাগ (=বেশিরভাগ মানুষ) ক্যান্টিনে রান্না করা খাবার খেয়েছিলেন।
None:
My mother had two brothers. My father had none. (My father didn’t have any brothers.) – আমার মায়ের দুই ভাই ছিল। আমার বাবার কোন ভাই ছিল না।
Some:
If you need any money, I’ll lend you some. – তোমার যদি কোন অর্থের প্রয়োজন হয় তবে আমি তোমাকে কিছু ধার দেব।
সবশেষে বলে রাখা ভালোা যে, এই Indefinite Pronoun গুলো কিন্তু Adjective হিসাবেও ব্যবহৃত হতে পারে। সে কারনে এই lesson-টি পড়ার সাথে সাথে adjective lesson-টিও পড়া প্রয়োজন।
Conclusion:
Indefinite Pronoun ইংরেজি ভাষায় ছোট কিন্তু শক্তিশালী হাতিয়ার। এগুলি সহজ মনে হতে পারে, তবে সঠিকভাবে ব্যবহার করতে হলে সুনির্দিষ্টভাবেে এদের ব্যবহার জানা প্রয়োজন। আমরা প্রতিদিন কথোপকথন এবং লেখার সময় Indefinite Pronoun ব্যবহার করি, যেমন যখন আমরা বলি ‘someone is at the door’ – ‘কেউ দরজায় আছে’ অথবা ‘everything is ready.’ – ‘সবকিছু প্রস্তুত।’
Rezaul Karim